ABTA Higher Secondary Test Paper 2022-2023 : Bengali A
বাংলা ক – সেট 6 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2022-2023
VI
BENGALI (Group – A)
১। সঠিক বিকল্পটি নির্বাচন করো : ১ × ১৮ = ১৮
১.১ ‘তাকে দেখে সবাই তর্ক থামালো’ – উদ্দিষ্ট ব্যক্তিটি –
- (ক) চৌকিদার
- (খ) মোল্লাসাহেব
- (গ) ভট্টচাজমশাই
- (ঘ) বুড়ি
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) বুড়ি [/expand]
১.২ বুড়ো কর্তার হোমযজ্ঞির জন্য প্রত্যেকটি কাঠ কাটতে হবে যে মাপে –
- (ক) দু’হাত লম্বা
- (খ) এক হাত লম্বা
- (গ) আধ হাত
- (ঘ) দেড় হাত লম্বা
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) দেড় হাত লম্বা [/expand]
১.৩ মৃত্যুঞ্জয় একতাড়া নোট নিখিলের সামনে রাখল। কারণ –
- (ক) নিখিলকে ফেরত দিল
- (খ) নিখিলকে ধার দিল
- (গ) রিলিফ ফান্ডে দেবে
- (ঘ) ভুরিভোজ করাবে সবাইকে
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) রিলিফ ফান্ডে দেবে [/expand]
১.৪ এ জীবন হ’ল আমৃত্যু –
- (ক) যুদ্ধ ও সংগ্রামের
- (খ) দুঃখের তপস্যা
- (গ) সুখের
- (ঘ) বঞ্চনার
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) দুঃখের তপস্যা [/expand]
১.৫ টেরিকাটা মানুষগুলি বসেছিল –
- (ক) মাচায়
- (খ) তাঁবুতে
- (গ) ক্যাম্পে
- (ঘ) ঘাসের বিছানায়
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) ঘাসের বিছানায় [/expand]
১.৬ ‘বহুদিন শহরেই আছি’ – যেখানে বহুদিন যাননি-
- (ক) জঙ্গলে
- (খ) গ্রামে
- (গ) অফিসে
- (ঘ) নিজের বাড়িতে
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ক) জঙ্গলে [/expand]
১.৭ সাকা হলে রাতে শুতে হয় –
- (ক) খড়ের গদিতে
- (খ) মাদুরে
- (গ) মেঝেতে
- (ঘ) খাটে
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) মেঝেতে [/expand]
অথবা, বিরাট আর্মাডা ডুবল – আর্মাডা হল-
- (ক) নৌবহর
- (খ) স্প্যানিশ নৌবহর
- (গ) ডুবোজাহাজ
- (ঘ) ইংরেজ রণতরী
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) স্প্যানিশ নৌবহর [/expand]
১.৮ উচ্ছবকে বড়ো উতলা করে-
- (ক) বাদার চালের গন্ধ
- (খ) ফুটন্ত ভাতের গন্ধ
- (গ) যজ্ঞ শেষে ভাত পাবার আশা
- (ঘ) বড় ছেলে মেয়ের কথা
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) ফুটন্ত ভাতের গন্ধ [/expand]
১.৯ থুথুড়ে ভিখিরি বুড়ির গায়ে জড়ানো –
- (ক) ছেঁড়া কাপড়
- (খ) দামী শাল
- (গ) নোংরা চাদর
- (ঘ) চিটচিটে তুলোর কম্বল
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) চিটচিটে তুলোর কম্বল [/expand]
১.১০ জাপানের কাবুকি থিয়েটার দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন –
- (ক) আইনস্টাইন
- (খ) আইভান হো
- (গ) আইজেনস্টাইন
- (ঘ) নিউটন
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) আইজেনস্টাইন [/expand]
অথবা, Life’s but a walking shedow- সংলাপটি যে নাটকের –
- (ক) ম্যাকবেথ
- (খ) হ্যামলেট
- (গ) ওথেলো
- (ঘ) কিং লিয়র
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ক) ম্যাকবেথ [/expand]
১.১১ ‘আমি তো চললাম’- তুলসী লাহিড়ীর যে নাটকের উক্তি –
- (ক) ছেঁড়া তার
- (খ) দুঃখীর ইমান
- (গ) পথিক
- (ঘ) আগুন
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) পথিক [/expand]
অথবা, ‘যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব’–
- (ক) ভেড়া
- (খ) চালাক
- (গ) বোকা
- (ঘ) গাধা
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) গাধা [/expand]
১.১২ শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজটি হল –
- (ক) ভাত দে ফ্যান দে
- (খ) কাপড় চাই চাল চাই
- (গ) চাল চাই চাল চাই
- (ঘ) চাল চাই কাপড় চাই
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) চাল চাই কাপড় চাই [/expand]
অথবা, ‘ও কথাটা মালিকের কানে তুলবেন না চাটুজ্জেমশাই,’ কারণ –
- (ক) মালিক তাকে তাড়িয়ে দেবেন
- (খ) মালিক দুঃখ পাবেন
- (গ) মাইনে কমিয়ে দেবেন
- (ঘ) বক্তা একেবারে বেঘোরে মারা পরবেন
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) বক্তা একেবারে বেঘোরে মারা পরবেন [/expand]
১.১৩ ‘তরমুজ রসিক’ ছবিটি এঁকেছিলেন –
- (ক) প্রদোষ দাশগুপ্ত
- (খ) ধর্মনারায়ণ দাশগুপ্ত
- (গ) পরিতোষ সেন
- (ঘ) জয়নুল আবেদিন
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) পরিতোষ সেন [/expand]
১.১৪ Sikkim তথ্যচিত্রটি তৈরি করেন –
- (ক) সুকুমার রায়
- (খ) সত্যজিৎ রায়
- (গ) ঋত্মিক ঘটক
- (ঘ) মৃণাল সেন
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) সত্যজিৎ রায় [/expand]
১.১৫ ব্রতচারীর উদ্ভাবক-
- (ক) গুরুসদয় ব্রহ্মচারী
- (খ) গুরুপদ দত্ত
- (গ) গুরুপদ বসাক
- (ঘ) গুরুসদয় দত্ত
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) গুরুসদয় দত্ত [/expand]
১.১৬ LAD ও LAS এর কথা বলেন –
- (ক) ফেদিনা দ্য সোস্যুর
- (খ) নোয়াম চমস্কি
- (গ) উইলিয়ম জোন্স
- (ঘ) থমাস এলিয়ট
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) নোয়াম চমস্কি [/expand]
১.১৭ গবেষণা-আদি অর্থ গরু খোঁজা, বর্তমান অর্থ কোনো বিষয়ে নিয়মানুগ বিশ্লেষণ – এটি যার উদাহরণ –
- (ক) শব্দের অর্থের উন্নতি
- (খ) অর্থের অবনতি
- (গ) শব্দার্থের প্রসার
- (ঘ) শব্দার্থের রূপান্তর
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) শব্দার্থের রূপান্তর [/expand]
১.১৮ ‘মহুয়ার দেশে’ অবসন্ন মানুষের ঘুমহীন চোখে দেখা যায় –
- (ক) ক্লান্ত দুঃস্বপ্ন
- (খ) ক্লান্ত দিবাস্বপ্ন
- (গ) ক্লান্ত আতঙ্ক
- (ঘ) ক্লান্ত দুঃখ
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ক) ক্লান্ত দুঃস্বপ্ন [/expand]
২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও : ১ × ১২ = ১২
২.১ মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে- কারণ কী?
উত্তরঃ কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘কে বাঁচায়, কে বাঁচে’ ছোট গল্পের কেন্দ্রীয় চরিত্র মৃত্যুঞ্জয় শুধু নিরীহ, শান্ত, দরাজ ভালো মানুষ বলে নয়, সৎ ও সরল বলেও নয়, মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে অন্য সকলের মত নিখিল মৃত্যুঞ্জয়কে খুব পছন্দ করে।
২.২ উচ্ছবের ঠাকুমা কী বলত?
উত্তরঃ লেখিকা মহাশ্বেতা দেবীর ‘ভাত’ গল্পে উৎসবের ঠাকুমা বলতো – ‘রন্ন হলো মা নক্কী’ অর্থাৎ অন্নই লক্ষ্মী।
২.৩ ‘আমি তা পারিনা’– কবি কী পারেন না? (H.S. – 16)
উত্তরঃ বক্তা অর্থাৎ কবি মৃদুল দাশগুপ্ত সমসাময়িক সমাজ – রাজনীতির বিপন্নতায় কেবলমাত্র আকাশের দিকে তাকিয়ে বিধির বিচার চাইতে পারেন না।
২.৪ ‘সবুজের অনটন ঘটে’ কেন?
উত্তরঃ কবি শক্তি চট্টোপাধ্যায়ের ‘আমি দেখি’ কবিতায় শহরের ক্রমবর্ধমান মানুষজনের চাপ, শহুরে সভ্যতায় ভোগ্যপণ্য নির্মাণে, যান্ত্রিক সভ্যতার অগ্রসরমানতায় শহরের বৃক্ষ উপেক্ষিত ও উৎপাঠিত। তাই শহরে সবুজের অনটন ঘটে।
২.৫ ‘এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না’- বাজে কথাটি কী?
উত্তরঃ অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’ নাটকে দর্শকদের হাততালি, খবরের কাগজের প্রশংসা, মেডেল, সার্টিফিকেট এবং ‘নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প’ – এমন মন্তব্যকে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের ‘বাজে কথা’ বলে মনে করেছেন।
অথবা, ‘Underground Political leader’ না হলে কী হবে?
উত্তরঃ নাট্যকার শম্ভু মিত্রের ‘বিভাব’ নাটকের নায়িকা তথা বৌদি তৃপ্তি মিত্রের মতে প্রগ্রেসিভ লভ সিনের নায়ক ‘Underground Political leader’ নাহলে গল্পের কোনো রাজনৈতিক তাৎপর্য থাকবে না।
২.৬ ‘মৃত্যুভয় দেখাও কাহারে?’– কোন্ নাটকের সংলাপ?
উত্তরঃ প্রশ্নোদ্ধৃত উক্তিটি নাট্যকার মনমোহন রায়ের ‘রিজিয়া’ নাটকের অন্তর্গত।
অথবা, ‘মা ব্রুয়াৎ সত্যম অপ্রিয়ম’- শ্লোকটির অর্থ কী?
উত্তরঃ শম্ভু মিত্রের ‘বিভাব’ নাটকে উল্লিখিত সংস্কৃত শ্লোক ‘মা ব্রুয়াৎ সত্যম অপ্রিয়ম’-এ সংস্কৃত ‘মা’ শব্দের বাংলা অর্থ ‘না’ ইংরেজিতে ‘do not’ অর্থাৎ অপ্রিয় সত্য কথা বলো না, বা বলা উচিত নয়।
২.৭ ‘তাকে সামনের পাথরটা তুলতে বলেন’- তারপর কী দেখা গেল?
উত্তরঃ কর্তার সিং দুগ্গালের ‘অলৌকিক’ গল্প অনুসারে নানকের নির্দেশে মর্দানা সামনের পাথরটা সরাতেই তলা থেকে জলের ঝরনা বেরিয়ে এসেছিল। এবং নিমিষেই চারিদিকে জল থৈ থৈ করে।
অথবা, ‘যখন সমুদ্র তাকে খেল’– সমুদ্র কাকে খেল? (H.S. – 17)
উত্তরঃ শঙ্খ ঘোষ অনূদিত ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় গ্রিক পুরান অনুসারে আটলান্টিস দ্বীপটি সমুদ্রের অতলে ডুবে গিয়েছিল। কবি একথা বোঝাতেই ‘সমুদ্র তাকে খেলো’ বলে উল্লেখ করেছেন।
২.৮ প্রথম আধুনিক থিসরাস’- কোনটি?
উত্তরঃ পিটার মার্ক রজেটের থিসরাসটি হল প্রথম আধুনিক থিসরাস। এটি ১৮০৫ খ্রিস্টাব্দে রচিত ও ১৮৫২ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
২.৯ ক্র্যানবেরি রূপমূলের উদাহরণ দাও।
উত্তরঃ আভিধানিক ও ব্যাকরণসম্মত অর্থহীন যে – পরাধীন রূপমূল একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করতে পারে, তাকে ক্র্যানবেরী রূপমূল বলে।
যেমন – ‘আলাপ’, বিলাপ’, ‘প্রলাপ’, ‘সংলাপ’ – এই শব্দগুলির ‘লাপ’ অংশটুকু উল্লেখিত শব্দের পার্থক্য করতে সমর্থ্য। তাই ‘লাপ’ হলো ক্র্যানবেরী রূপমূল।
২.১০ উপসর্গ কাকে বলে? (H.S. – 19)
উত্তরঃ যে অব্যয় ধাতুর আগে যুক্ত হয়ে ধাতুর অর্থ পরিবর্তন করে অথবা ধাতুর মূল অর্থকে বিশিষ্টতা দান করে, তাকে উপসর্গ বলে।
২.১১ ‘আগুন জ্বলল আবার’- কী কারণে দ্বিতীয়বার আগুন জ্বলেছিল?
উত্তরঃ ‘মহাপৃথিবী’র কবি জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতায় শিকারী মানুষের ললুপতার শিকার হয় সুন্দরী বাদামি হরিণটি। তারই মাংস রান্নার জন্য আবার আগুন জ্বালানো হয়েছিল।
২.১২ ‘চিনিলাম আপনারে’– কীভাবে কবি নিজেকে চিনেছিলেন? (H.S. – 19, 16)
উত্তরঃ জীবন সায়াহ্নে উপনীত কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে চিনলেন ‘আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়’।