পরিবেশের জন্য ভাবনা : বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর {Part-2} – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান

পরিবেশের জন্য ভাবনা – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান MCQ প্রশ্ন এবং উত্তর

CFC-এর পুরো নাম –

  • a) ক্লোরো ফ্লুওরো কার্বন,
  • b) কোল্ড ফ্লুরিনেটেড কার্বন,
  • c) ক্লোরিন ফ্লু কার্বন,
  • d) ক্লোরো ফ্লু কার্বনেট

উত্তর: Show

a) ক্লোরো ফ্লুওরো কার্বন

একটি অজৈব গ্রীন হাউস গ্যাস – 

  • a) মিথেন,
  • b) অক্সিজেন,
  • c) নাইট্রোজেন,
  • d) কার্বন ডাই অক্সাইড

উত্তর: Show

d) কার্বন ডাই অক্সাইড

বায়োগ্যাসের মূল উপাদান –

  • a) H2S,
  • b) H2O,
  • c) N2,
  • d) CH4

উত্তর: Show

d) CH4

মিথেন বরফ এর অপর নাম –

  • a) মিথেন,
  • b) মিথেন অক্সাইড,
  • c) মিথেন হাইড্রেট,
  • d) কার্বন ডাই অক্সাইড

উত্তর: Show

c) মিথেন হাইড্রেট

উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুর চাপ –

  • a) কমে,
  • b) বাড়ে,
  • c) একই থাকে,
  • d) বাড়তেও পারে, কমতেও পারে

উত্তর: Show

a) কমে

বায়ুমণ্ডলের ওজোনস্তরের ঘনত্ব পরিমাপক এককের নাম –

  • a) ডেসিবেল,
  • b) ডাইন,
  • c) হার্জ,
  • d) ডবসন

উত্তর: Show

d) ডবসন

সাধারণভাবে ওজোন স্তর গঠিত হয় –

  • a) CFC-এর সাথে অক্সিজেনের ক্রিয়ায়,
  • b) UV-রশ্মির সাথে অক্সিজেনের ক্রিয়ায়,
  • c) IR-রশ্মির সাথে অক্সিজেনের ক্রিয়ায়,
  • d) অক্সিজেন ও জলীয় বাষ্পের ক্রিয়ায়

উত্তর: Show

b) UV-রশ্মির সাথে অক্সিজেনের ক্রিয়ায়

কোনটি ওজোনস্তরকে ক্ষয় করে না? –

  • a) NO,
  • b) N2O,
  • c) CO2,
  • d) CFC

উত্তর: Show

c) CO2

সুপারসনিক এরোপ্লেন থেকে নির্গত নাইট্রোজেনের যে অক্সাইডটি ওজোনস্তরের ব্যাপক ক্ষতি করে, সেটি হল –

  • a) NO2,
  • b) N2O,
  • c) NO,
  • d) N2O4

উত্তর: Show

b) N2O

বায়ুমণ্ডলের ওজোনস্তর বিনাশে সবচেয়ে বেশি দায়ী হল –

  • a) নাইট্রাস অক্সাইড,
  • b) মিথেন,
  • c) ক্লোরোফ্লুরো কার্বন,
  • d) হ্যালোন

উত্তর: Show

a) নাইট্রাস অক্সাইড

ক্লোরোফ্লুরোকার্বনের কোন্ পরমাণু ওজোনস্তর ধ্বংসের জন্য দায়ী –

  • a) ক্লোরিন,
  • b) ফ্লুরিন,
  • c) কার্বন,
  • d) কোনোটিই নয়

উত্তর: Show

a) ক্লোরিন

প্রাকৃতিক সৌরপর্দা হল –

  • a) ওজোনস্তর,
  • b) অক্সিজেন,
  • c) আর্গন,
  • d) নাইট্রোজেন

উত্তর: Show

a) ওজোনস্তর

নিচের গ্রীনহাউস গ্যাস গুলির উষ্ণকরণ ক্ষমতার সঠিক ক্রম হল –

  • a) CO2 > CH4 > CFC > O3,
  • b) CFC > O3 > CH4 > CO2,
  • c) O3 > CH4 > CFC > CO2,
  • d) CH4 > CO2 > O3 > CFC

উত্তর: Show

b) CFC > O3 > CH4 > CO2

সর্বাধিক গ্রীনহাউস প্রভাব সৃষ্টিকারী গ্যাস হল –

  • a) CO2,
  • b) CFC,
  • c) CH4,
  • d) N2O

উত্তর: Show

a) CO2

ক্লোরোফ্লুরোকার্বন ব্যবহৃত হয় –

  • a) মিক্সার গ্রাইন্ডারে,
  • b) মাইক্রোওয়েভ ওভেনে,
  • c) হিমায়ক যন্ত্রে,
  • d) ওয়াশিং মেশিনে

উত্তর: Show

c) হিমায়ক যন্ত্রে

কোন্ গ্রিনহাউস গ্যাসের উষ্ণকরণ ক্ষমতা সর্বাধিক? –

  • a) CO2,
  • b) CH4,
  • c) N2O,
  • d) CFC

উত্তর: Show

d) CFC

হ্যালনসমূহ যে বায়ু স্তরে গিয়ে সক্রিয় হয় তা হল –

  • a) ট্রপোস্ফিয়ার,
  • b) স্ট্র‍্যাটোস্ফিয়ার,
  • c) আয়নোস্ফিয়ার,
  • d) এক্সোস্ফিয়ার

উত্তর: Show

d) এক্সোস্ফিয়ার

কোনটি গ্রীনহাউস গ্যাস নয়? –

  • a) মিথেন,
  • b) জলীয় বাষ্প,
  • c) কার্বন ডাই অক্সাইড,
  • d) অক্সিজেন

উত্তর: Show

d) অক্সিজেন

ওজোনস্তর যে রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয় সেটি হল –

  • a) লোহিত,
  • b) অবলোহিত,
  • c) অতিবেগুনি,
  • d) এক্স রশ্মি

উত্তর: Show

c) অতিবেগুনি

আরও প্রশ্নোত্তরের আপডেট পেতে আমাদের সঙ্গী হও

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *