পঞ্চম শ্রেণির পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পরীক্ষার জন্য প্রকৃতি বিজ্ঞানের (আমাদের পরিবেশ) কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর দেওয়া হয়েছে এই পোস্টে। পঞ্চম শ্রেণির যে সমস্ত ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পরীক্ষা ২০২৩ (Bigyan Mancha 2023) দেবে তাদের এটি উপকারে লাগতে পারে।
পঞ্চম শ্রেণির পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পরীক্ষার প্রকৃতি বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর
১। বিজ্ঞানের তিনটি ধাপ কী কী?
উত্তর : বিজ্ঞানের তিনটি ধাপ হল – ক) পরীক্ষা খ) পর্যবেক্ষণ ও গ) সিদ্ধান্ত।
২। ফুলের তৃতীয় স্তবক কোনটি?
উত্তর : ফুলের তৃতীয় স্তবক হল – পুং স্তবক বা পুংকেশর চক্র।
৩। কোন্ ফুলে বৃত্তি এবং দলমন্ডল জোড়া?
উত্তর : শালুক ফুলে বৃত্তি এবং দলমন্ডল জোড়া থাকে।
৪। উদস্থিতি বিদ্যার জনক কে?
উত্তর : উদস্থিতি বিদ্যার জনক হলেন – আর্কিমিডিস।
৫। অরিজিন অফ স্পিসিস বইটি কার লেখা?
উত্তর : অরিজিন অফ স্পিসিস বইটির রচয়িতা হলেন – ব্রিটিশ বিজ্ঞানী চার্লস ডারউইন।
৬। রেচন পদার্থগুলো কী কী?
উত্তর : নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ: যেমন উদ্ভিদের গঁদ, রজন, তরুক্ষীর ধাতব ও কেলাস ইত্যাদি এবং প্রাণীদের কার্বন-ডাই-অক্সাইড কিটোনবডি ইত্যাদি।
নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ: যেমন উদ্ভিদের উপক্ষার (নিকোটিন, ডাটুরিন, রেসারপিন) এবং প্রাণীদের ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, বিলিরুবিন, বিলিভারডিন ইত্যাদি।
৭। ঘামের উপাদান কী কী?
উত্তর : মানুষের ঘামের বেশিরভাগ অংশই হচ্ছে জল। তবে এতে ইউরিয়া ও অ্যামোনিয়াও থাকে যা আমাদের খাবারের প্রোটিন থেকে তৈরি হয়। এছাড়া এতে অল্প পরিমাণে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কপার, আয়রন, নিকেল ও সীসা পাওয়া যায়। এসব রাসায়নিক পদার্থ ঘামের সাথে বিভিন্ন ধরনের লবণ তৈরি করে থাকে।
৮। শাঁকালু কী ধরনের গাছ?
উত্তর : এটি চিরহরিৎ লতা জাতীয় লিগিউম উদ্ভিদ যা ৬ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এর মূলের খোসা সাদাটে বাদামি, ভেতরটা সাদা, শালগমাকৃতির। একটি গাছে ২ বা ততোধিক আলু হয়। প্রতিটি আলু ১৫-২৫ সেমি লম্বা হয়। এই মূল বা আলু অত্যন্ত রসালো, কচকচে এবং মিষ্টি। খোসা ছাড়িয়ে এটি কাঁচা খাওয়া হয়।
৯। লোমকূপের কাজ কী?
উত্তর : ত্বকের প্রাকৃতিক তেল ‘সিবাম’ উৎপাদন ও আর্দ্রতা বজায় রাখা লোমকূপের কাজ।
১০। কয়লা কোথায় জমা আছে?
উত্তর : প্রাচীন কালের বৃক্ষ দীর্ঘদিন মাটির তলায় চাপা পড়ে ধীরে ধীরে কয়লায় পরিণত হয়। তাই কয়লা মাটির নীচে জমা আছে।
১১। জীবাশ্মের দ্বারা কী প্রমাণ হয়?
উত্তর : ক) আবির্ভাবের সময়কাল:- আইসোটোপিক বিশ্লেষণের মাধ্যমে কোনও জীবাশ্মের বয়স নির্ধারণ করে জীবাশ্মীভূত সেই জীবের এই পৃথিবীতে আবির্ভাবের সময়কাল জানা যায় ।
খ) ভৌগোলিক বিস্তার:- বিলুপ্ত জীবদের ভৌগোলিক বিস্তার সম্বন্ধে ধারণা পাওয়া যায়, যেমন : জার্মানির ‘বেভারিয়া’ অঞ্চলে আর্কিওপটেরিক্সের জীবাশ্ম খুঁজে পাওয়ায় অনুমান করা যায় যে লক্ষ লক্ষ বছর আগে ওই অঞ্চলে আর্কিওপটেরিক্সের বাস ছিল ।
গ) বিলুপ্ত জীবেদের আকৃতি, গঠন:- জীবাশ্ম থেকে বিলুপ্ত জীবেদের আকৃতি, গঠন প্রভৃতির ধারণা পাওয়া যায় ।
ঙ) জলবায়ু বা পরিবেশ সম্বন্ধে ধারণা মেলে:- জীবাশ্মের রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে লক্ষ লক্ষ বছর আগের পৃথিবীর জলবায়ু বা পরিবেশ সম্বন্ধে ধারণা মেলে ।
চ) স্বভাব ও খাদ্যাভ্যাস:- জীবাশ্মীভূত জীবেদের স্বভাব ও খাদ্যাভ্যাস সম্বন্ধে কিছুটা আন্দাজ করা যায় ।
ছ) পূর্বপুরুষের সন্ধান:- এখনকার পৃথিবীর জীবিত জীবেদের পূর্বপুরুষের সন্ধান মেলে । যেমন : জীবাশ্ম থেকেই জানতে পারা যায় যে, আজ থেকে প্রায় ছ’কোটি বছর আগে ইওসিন যুগে পৃথিবীতে বর্তমান ঘোড়া ইকুয়াসের আদিপুরুষ ইওহিপ্পাস বাস করত ।
জ) হারানো সূত্র বা ‘মিসিং লিঙ্ক’ সম্বন্ধে ধারণা:- জীবাশ্ম থেকে হারানো সূত্র বা ‘মিসিং লিঙ্ক’ সম্বন্ধে ধারণা পাওয়া যায় । যেমন : মিসিং লিঙ্ক. আর্কিওপটেরিক্সের জীবাশ্মে সরীসৃপ ও পাখি –উভয় শ্রেণির বৈশিষ্ট্য পর্যালোচনা করে জানা যায় যে, সরীসৃপ থেকে বিবর্তনের মাধ্যমে পাখির উৎপত্তি ঘটেছে ।
ঝ) উৎপত্তি ও ক্রমবিবর্তন:- জীবাশ্ম থেকে নির্দিষ্ট কিছু জীবগোষ্ঠির উৎপত্তি ও ক্রমবিবর্তন সম্বন্ধে জানা যায়, যেমন :
১) ডিপ্লোভার্টিব্রন:- নামে জীবাশ্মের মধ্যে মাছ ও উভচর প্রাণীর বৈশিষ্ট্য পাওয়ায় মাছ থেকে উভচর শ্রেণির উদ্ভব হয়েছে বলে অনুমান করা যায় ।
১২। পশুপাখি-গাছপালার প্রধান উপাদনটি কী?
উত্তর : নাইট্রোজেন (N2)
১৩। অনুর্বর অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ চাষের নাম লেখো।
উত্তর : অনুর্বর অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ চাষের নাম তুঁত গাছ চাষ।
১৪। কাঁসাই, শীলাবতী ও দামোদর নদীর পাশের অঞ্চলে শীতকালে কী চাষ বেশি হয়?
উত্তর : আলু ও সরিষা
১৫। ডি. ভি. সি.-র পুরো কথাটির মানে কী?
উত্তর : ডি. ভি. সি.-র পুরো কথাটির মানে হল – দামোদর ভ্যালি কর্পোরেশন।
১৬। লাল মাটিতে চাষ হয় এমন দুটি ডাল শস্যের নাম লেখো।
উত্তর : লাল মাটিতে চাষ হয় এমন ডাল শস্যের নাম হল – অড়হর, ছোলার ডাল, মুসুর, খেসারি, কলাই।
১৭। লাল কাঁকুরে মাটিতে কোন্ কোন্ ফল ভালো হয়?
উত্তর : লাল কাঁকুরে মাটিতে আতা, মুসম্বি, বেল, লেবু, আম ভালো হয়।
১৮। হলদিয়া ও দীঘার সমুদ্রে কোন্ মাছ বেশি পাওয়া যায়?
উত্তর :
১৯। আঁশবিহীন একটি মাছের নাম লেখো।
উত্তর : আঁশবিহীন একটি মাছের নাম হলো – মাগুর, শিঙ্গি, বোয়াল, ট্যাংরা ইত্যাদি।
২০। পেট্রোলিয়ামকে কী জ্বালানি বলে?
উত্তর : পেট্রোলিয়ামকে জীবাশ্ম জ্বালানি বলে।
২১। জলঢাকা নদীর উপর কোথায় জলবিদ্যুৎ কেন্দ্র আছে?
উত্তর : পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার বিন্দু নামক স্থানে জলঢাকা জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত।
২২। সকল শক্তির উৎস কী?
উত্তর : সকল শক্তির উৎস হলো – সূর্য।
The best