গ্যাসের আচরণ : বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর {Part-1} – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান

গ্যাসের আচরণ (Behaviour of Gas) : বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর {Part-1} – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান

Gaser Acharan

গ্যাসের আচরণ : বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর {Part-1} – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান

সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন : (প্রতিটি প্রশ্নের মান – 1)

1. প্রদত্ত কোনটি চাপের SI একক ? – 

  • a) \(N.m^2\), 
  • b) \(N.m^{-2}\) 
  • c) \(N.m\), 
  • d) \(N\)

উত্তর :  [expand title=”Show” swaptitle=”Hide”] b) \(N.m^{-2}\) [/expand]

2. বয়েল সূত্র অনুযায়ী, PV-P লেখচিত্র কোনটি? –

গ্যাসের আচরণ MCQ

উত্তর :  [expand title=”Show” swaptitle=”Hide”] Option b [/expand]

3. স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব ও চাপের সম্পর্কটি হল – 

  • a) \(P ∝ d\)
  • b) \(P ∝ \frac {1} {d}\). 
  • c) \(P ∝ d^2\)
  • d) \(P ∝ \frac {1}{d^2}\)

উত্তর :  [expand title=”Show” swaptitle=”Hide”] a) \(P \propto d\) [/expand]

4. স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করা হলে, গ্যাসটির আয়তন – 

  • a) দ্বিগুণ হবে
  • b) অর্ধেক হবে
  • c) চারগুণ হবে 
  • d) একই থাকবে

উত্তর :  [expand title=”Show” swaptitle=”Hide”] b) অর্ধেক হবে [/expand]

5. চার্লসের সূত্রের V-t লেখচিত্র তাপমাত্রা অক্ষকে কোন্‌ তাপমাত্রায় (°C এককে) ছেদ করে ? –

  • a) 0 
  • b) 273
  • c) – 273
  • d) – 136.51

উত্তর :  [expand title=”Show” swaptitle=”Hide”] c) – 273 [/expand]

6. 303 K উয়তা সেলসিয়াস স্কেলে কত? – 

  • a) 30°C
  • b) 17°C
  • c) 0°C
  • d) 27°C

উত্তর :  [expand title=”Show” swaptitle=”Hide”] a) 30°C [/expand]

7. অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক রূপ (পদগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত) হল – 

  • a) \(V ∝ \frac{1}{T}\)
  • b) \(V ∝ T\)
  • c) \(V ∝ n\)
  • d) \(PV = nRT\) 

উত্তর : [expand title=”Show” swaptitle=”Hide”] c) (V ∝ n) [/expand]

8. \(PV = nRT\) সমীকরণে কোন্ রাশিটি স্থির? – 

  • a) \(P\) 
  • b) \(V\) 
  • c) \(n\)
  • d) \(R\)

উত্তর :  [expand title=”Show” swaptitle=”Hide”] d) \(R\) [/expand]

9. কোন্ ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরলরৈখিক নয়? – 

  • a) \(P\) বনাম \(T\)
  • b) \(V\) বনাম \(T\)
  • c) \(V\) বনাম \(\frac{1}{P}\)
  • d) \(V\) বনাম \(P\)

উত্তর :  [expand title=”Show” swaptitle=”Hide”] d) \(V\) বনাম \(P\) [/expand]

10. কোন্ শর্তে সমস্ত বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে? –

  • a) নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায় 
  • b) নিম্ন চাপ ও নিম্ন উষ্ণতায় 
  • c) উচ্চ চাপ ও উচ্চ উষ্ণতায়
  • d) উচ্চ চাপ ও নিম্ন উষ্ণতায়

উত্তর : [expand title=”Show” swaptitle=”Hide”] a) নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায় [/expand]

গ্যাসের আচরণ : বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ)

11. একটি বাস্তব গ্যাস কোন্ তাপমাত্রা থেকে আদর্শ গ্যাসের সূত্র মেনে চলে?

  • a) সংকট উষ্ণতা
  • b) উচ্চ তাপমাত্রা
  • c) বয়েল উষ্ণতা
  • d) পরমশূন্য উষ্ণতা

উত্তর : [expand title=”Show” swaptitle=”Hide”] c) বয়েল উষ্ণতা [/expand]

12. STP-তে 2.24 L অধিকার করে – 

  • a) \(4.4 \: g \: CO_2\) 
  • b) \( 0.64 \: g \: SO_2\) 
  • c) \(28 \: g \: CO\)
  • d) \(16 \: g \: O_2\) 

উত্তর :  [expand title=”Show” swaptitle=”Hide”] a) \(4.4 g CO_2\) [/expand]

13. PV = RT সমীকরণে SI পদ্ধতিতে PV -এর একক হল – 

  • a) \(J.mol^{-1}\) 
  • b) \(J\) 
  • c) \(J.K\)
  • d) \(J.K^{-1}.mol^{-1}\)

উত্তর :  [expand title=”Show” swaptitle=”Hide”] b) \(J\) [/expand]

14. বয়েলের সূত্রের লেখচিত্রের প্রকৃতি হল – 

  • a) সরলরেখা
  • b) বৃত্ত
  • c) অধিবৃত্ত
  • d) সমপরাবৃত্ত

উত্তর :  [expand title=”Show” swaptitle=”Hide”] d) সমপরাবৃত্ত [/expand]

15. কোনটি গ্যাস সংক্রান্ত সূত্র নয় – 

  • a) \(\frac {P_1}{P_2} = \frac {V_2}{V_1}\)
  • b) \(\frac {V_1}{V_2} = \frac {T_1}{T_2}\) 
  • c) \(PV = KT\)
  • d) \(\frac {V_1}{V_2} = \frac {P_1}{P_2}\)

উত্তর :  [expand title=”Show” swaptitle=”Hide”] d) \(\frac {V_1}{V_2} = \frac {P_1}{P_2}\) [/expand]

16. ফারেনহাইট স্কেলে পরমশূন্য উষ্ণতার মান – 

  • a) – 473 °F
  • b) – 273.4 °F
  • c) – 463.4 °F
  • d) – 459.4 °F  

উত্তর :  [expand title=”Show” swaptitle=”Hide”] d) – 459.4 °F [/expand]

17. R (সর্বজনীন গ্যাস ধ্রুবক)-এর CGS মান – 

  • a) \(7.38 ✕ 10^{-7} \:erg \) 
  • b) \(7.138 ✕ 10^{-8} \: erg \)
  • c) \(8.314 ✕ 10^7 \: erg\)
  • d) \(9.134 ✕ 10^7 \: erg\)

উত্তর : [expand title=”Show” swaptitle=”Hide”] c) (8.314 ✕ 10^7 \: erg) [/expand]

18. 27 °C উষ্ণতার পরম স্কেলে মান হবে – 

  • a) 273 K 
  • b) 300 K
  • c) 273 °C
  • d) 300 °C

উত্তর :  [expand title=”Show” swaptitle=”Hide”] b) 300 K [/expand]

19. SATP বলতে যে উষ্ণতা বোঝায়, তার মান নিকটতম পূর্ণসংখ্যায় – 

  • a) 273 K
  • b) 263 K
  • c) 298 K
  • d) 373 K

Hint : 

  • STP (Standard Temperature and Pressure) : উষ্ণতা : 0 °C (273 K); চাপ : 1 atm
  • NTP (Normal Temperature and Pressure) : উষ্ণতা : 20 °C (293 K); চাপ : 1 atm
  • SATP (Standard Ambient Temperature and Pressure) : উষ্ণতা : 25 °C (298 K); চাপ : 1 atm

উত্তর :  [expand title=”Show” swaptitle=”Hide”] c) 298 K [/expand]

20. 11.2 L কোনো আদর্শ গ্যাসের জন্য STP তে PV-এর মান – 

  • a) 2 RT
  • b) RT
  • c) 0.5 RT
  • d) 11.2 RT 

উত্তর :  [expand title=”Show” swaptitle=”Hide”] c) 0.5 RT [/expand]

21. গতিতত্ত্ব অনুযায়ী গ্যাসের অণুগুলি – 

  • a) ভরবিহীন
  • b) আয়তন শূন্য
  • c) বিন্দুভর সম্পন্ন
  • d) কোনোটিই নয় 

উত্তর :  [expand title=”Show” swaptitle=”Hide”] c) বিন্দুভর সম্পন্ন [/expand]

22. গ্যাস অণুর গড়বেগ C এবং পরম উষ্ণতা T হলে – 

  • a) \(C ∝ \frac{1}{T}\)
  • b) \(C ∝ T \) 
  • c) \(C ∝ \sqrt{T}\) 
  • d) \(C ∝ T^2\)

[Hint : গড়বেগ, \(C = \sqrt{\frac{8RT}{πM}}\)]

উত্তর : [expand title=”Show” swaptitle=”Hide”] c) \(C ∝ \sqrt{T}\) [/expand]

23. গ্যাসীয় অণুর গড় গতিশক্তি

  • a) চাপের সমানুপাতিক
  • b) পরম উষ্ণতার সমানুপাতিক
  • c) চাপের ব্যস্তানুপাতিক
  • d) পরম উষ্ণতার ব্যস্তানুপাতিক

উত্তর :  [expand title=”Show” swaptitle=”Hide”] b) পরম উষ্ণতার সমানুপাতিক [/expand]

24. এক মোল পরিমাণ আদর্শ গ্যাসের গতিশক্তির মান – 

  • a) \(KT\)
  • b) \(\frac{1}{2} RT\)
  • c) \(\frac{3}{2} RT\)
  • d) \(\frac{3}{2} KT\)

[Hint : একটি অণুর গড় গতিশক্তির মান \(\frac{3}{2} KT\) , \(K\) বোলৎস্‌ম্যান ধ্রুবক]

উত্তর :  [expand title=”Show” swaptitle=”Hide”] c) \(\frac{3}{2} RT\) [/expand]

25. আদর্শ গ্যাসের অণুগুলি গতিহীন হয় যে উষ্ণতায়, তা হল – 

  • a) 0 K
  • b) 272 K
  • c) -273 K
  • d) 373 K

উত্তর :  [expand title=”Show” swaptitle=”Hide”] a) 0 K [/expand]

26. একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল-সংখ্যা – 

  • a) \(\frac {PT}{R}\) 
  • b) \(PRT\)
  • c)  \(\frac {RT}{P}\)
  • d)  \(\frac {P}{RT}\)

[Hint : \(PV=nRT \; \Rightarrow \frac{n}{V}=\frac {P}{RT}\) 

উত্তর :  [expand title=”Show” swaptitle=”Hide”] d)  \(\frac {P}{RT}\) [/expand]

27. একটি গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির প্রধান কারণ – 

  • a) আন্তরাণবিক আকর্ষণ এবং নগণ্য আয়তন
  • b) স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অসীম আয়তন
  • c) আন্তরাণবিক আকর্ষণ এবং সসীম আয়তন
  • d) শুধু স্থিতিস্থাপক আয়তন 

উত্তর :  [expand title=”Show” swaptitle=”Hide”] a) আন্তরাণবিক আকর্ষণ এবং নগণ্য আয়তন [/expand]

28. \(PV = ( \,\frac {W}{M}) \, RT\) সমীকরণে (চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে) ‘\(M\)’ রাশির একক হল – 

  • a) g 
  • b) g.mol
  • c) g/mol
  • d) mol-1 

উত্তর :  [expand title=”Show” swaptitle=”Hide”] c) g/mol [/expand]

29. কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির উষ্ণতা ও স্থির ভর হলে বয়েলের সূত্রানুসারে চাপ ও আয়তনের লেখচিত্রটি হবে –

  • a) মূলবিন্দুগামী সরলরেখা
  • b) উপবৃত্তের অংশ
  • c) পরাবৃত্তের অংশ
  • d) আয়তনের অক্ষের সমান্তরাল সরলরেখা 

উত্তর :  [expand title=”Show” swaptitle=”Hide”] c) পরাবৃত্তের অংশ [/expand]

30. কোন্‌ ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরলরৈখিক নয়? – 

  • a) \(P-T\)
  • b) \(V-T\)
  • c) \(V-P\)
  • d) \(V-\frac {1}{P}\)

উত্তর :  [expand title=”Show” swaptitle=”Hide”] c) \(V-P\) [/expand]

31. গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রের লেখচিত্রটি হল –

গ্যাসের আচরণ MCQ

উত্তর :  [expand title=”Show” swaptitle=”Hide”] Option b [/expand]

গ্যাসের আচরণ – অনুশীলনী প্রশ্নোত্তর – ছায়া প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *