ধ্বনিতত্ত্ব : সংক্ষিপ্ত প্রশ্ন (SAQ) ও উত্তর {Part-1} – দ্বাদশ শ্রেণি – বাংলা

ধ্বনিতত্ত্ব (Dhwanitattwa) : সংক্ষিপ্ত প্রশ্ন (SAQ) ও উত্তর {Part-1} – দ্বাদশ শ্রেণি – বাংলা

ধ্বনিতত্ত্ব (Dhwanitattwa) : সংক্ষিপ্ত প্রশ্ন (SAQ) ও উত্তর {Part-1} – দ্বাদশ শ্রেণি – বাংলা

১। ন্যূনতম শব্দজোড় বলতে কী বোঝো?

উ. দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণগত নূন্যতম (একটি মাত্র) পার্থক্য থাকলে, সেই শব্দজোড়কে বলা হয় ন্যূনতম শব্দজোড়। যেমন – ‘কাল’, ‘খাল’ শব্দে অন্য সব ধ্বনি এক হলেও কেবল ‘ক্’, ‘খ্’ ধ্বনির জন্য শব্দের অর্থ আলাদা হয়ে যায়। এই দুটি তাই নূন্যতম শব্দজোড়। 

২। গুচ্ছ ধ্বনি কাকে বলে? (উ. মা. – ২০)

উ. পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে গুচ্ছ ধ্বনি বলে। গুচ্ছ ধ্বনির মাঝখানে কোন স্বরধ্বনি থাকে না। যেমন – উত্তর শব্দে ‘ত্ত’ (ত্ + ত্) হল গুচ্ছ ধ্বনি। 

৩। সুরতরঙ্গ কাকে বলে? 

উ. বাক্যের মধ্যে বিভিন্ন শব্দে সুরাঘাতের হ্রাস-বৃদ্ধি অর্থাৎ সুরের তীব্রতার ওঠা-নামার দ্বারা যখন সমগ্র বাক্যের অর্থ নিয়ন্ত্রিত হয়, তখন সেই সুরের ওঠানামা কে সুরতরঙ্গ বা স্বরতরঙ্গ বলে। 

যেমন – 

ধ্বনিতত্ত্ব SAQ

৪। তাড়িত ধ্বনি কাকে বলে? 

উ. ‘ড়্’, ‘ঢ়্’ উচ্চারণের সময় জিহ্বা দন্তমূলে এমনভাবে আঘাত করে যেন মনে হয় দাঁত তেড়ে আনছে তাই এই দুই ধ্বনিকে তাড়িত ধ্বনি বলে।

৫। পার্শ্বিক ধ্বনি কাকে বলে? 

উ. ‘ল্’ – ধ্বনিটি উচ্চারণ কালে জিহ্বার দুই পাশ দিয়ে শ্বাসবায়ু নির্গত হয় বলে, একে পার্শ্বিক ধ্বনি বলে। 

৬। খন্ড ধ্বনির অপর নাম কী? (উ. মা. – ১৭)

উ. খন্ড ধ্বনির অপর নাম হল বিভাজ্য ধ্বনি।

৭। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি গুলি কটি ও কী কী? 

উ. মুখের মান্য বাংলা ভাষায় স্বরধ্বনি ৭টি। যদিও বর্ণমালায় ১১ টি স্বরবর্ণের উপস্থিতি লক্ষ্য করা যায়। 

মৌলিক স্বরধ্বনি গুলো হল – অ, আ, ই, উ, এ, ও, অ্যা।

৮। মুখের মান্য বাংলায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা কত? (উ. মা. – ১৮)

উ. মুখের মান্য বাংলায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা হল ৩০ টি। 

৯। ধ্বনি মূলের অবস্থান বলতে কী বোঝো?

উ. একটি ধ্বনিমূল যে যে অবস্থানে উচ্চারিত হয়, তাকেই বলা হয় ধ্বনিমূলের অবস্থান। 

উদা. – ‘ই’ ধ্বনিমূল শব্দের আদি, মধ্য, ও অন্ত্য (ইলিশ, কোকিল, বই) অবস্থানে উচ্চারিত হয় বলে এই তিনটি হলো ‘ই’ ধ্বনিমূলের অবস্থান। প

১০। যুক্ত ধ্বনি কাকে বলে? (উ. মা. – ১৫)

উ. শব্দের আদ্য অবস্থানে বা দলের আদিতে উচ্চারিত ব্যঞ্জনধ্বনির সমাবেশকে যুক্তধ্বনি বলে। 

যথা. – দুই ব্যঞ্জনের সমাবেশে তৈরি যুক্ত ধ্বনি – তৃণ, প্রাণ, ধ্রুব ইত্যাদি। তিন ব্যঞ্জনের সমাবেশে তৈরি যুক্ত ধ্বনি – স্ত্রী, স্পৃহা। 

ধ্বনিতত্ত্ব SAQ

১১। অবিভাজ্য ধ্বনি কাকে বলে? (উ. মা. – ১৮, ২২)

উ. ভাষার যেসব উপাদান একাধিক ধ্বনিখণ্ড জুড়ে তৈরি হলেও সেই ধ্বনিখণ্ডগুলিকে কোনভাবেই খন্ডিত করা যায় না, তাদের অবিভাজ্য ধ্বনি কাকে বলে।

উদা. – শ্বাসাঘাত, যতি, দৈর্ঘ্য, সুরতরঙ্গ। 

১২। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য লেখো। 

উ. ধ্বনি কথ্যভাষার একক বলে তা শ্রুতিগ্রাহ্য, আর বর্ণ লেখ্য ভাষার একক বলে দৃষ্টি গ্রাহ্য।

১৩। মৌলিক স্বরধ্বনি কাকে বলে? একটি উদাহরণ দাও। 

উ. স্বতন্ত্র উচ্চারণযুক্ত ক্ষুদ্রতম অবিভাজ্য স্বরধ্বনিকে মৌলিক স্বরধ্বনি বলে। 

উদাহরণ – বাংলায় স্বরবর্ণের সংখ্যা ১১ টি হলেও স্বরধ্বনির সংখ্যা ৭ টি। এই ৭ টি স্বরধ্বনিই হলো মৌলিক স্বরধ্বনি। যথা. – অ, আ, ই, উ, এ, ও, অ্যা।

১৪। স্বনিম কাকে বলে?

উ. কোন ভাষার প্রতিটি ধ্বনিকেই বলা হয় স্বনিম বা ধ্বনিমূল।

ধ্বনিতত্ত্ব : বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর – দ্বাদশ শ্রেণি – বাংলা

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *