‘কর্তার ভূত’ : বিগত বছরগুলির একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর

‘কর্তার ভূত’ : বিগত বছরগুলির একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর (Kartar Bhut Annual Exam XI Previous Year MCQ)

কর্তার ভূত – রবীন্দ্রনাথ ঠাকুর

একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা – ২০২

আগেভাগে ভূতে পেয়ে বসেছে –

  • ক) সমাজকে
  • খ) ওঝাকে
  • গ) মাসিপিসিদের
  • ঘ) অর্বাচীনদের 

উত্তর: Show

খ) ওঝাকে

একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা – ২০২

ভুতুড়ে জেলখানার দারোগা ছিল –

  • ক) ভুতের রায়ত
  • খ) ভুতের নায়েব
  • গ) ভুতের জমিদার
  • ঘ) ভুতের গোমস্তা 

উত্তর: Show

খ) ভুতের নায়েব

একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা – ২০২

পরীক্ষা হয়নি।

একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা – ২০২০

‘কারও হুঁশ ছিলোনা’ – কোন্ ব্যাপারে?

  • ক) বর্গীর দলের আক্রমণে ব্যাপারে
  • খ) বুলবুলির ঝাঁকের ধান খাওয়ার ব্যাপারে
  • গ) ভুতুড়ে জেলখানার ঘানি ঘোরালে যে তেজ বেরিয়ে যায় সে ব্যাপারে
  • ঘ) বিদেশের লোকেরা ভয়ঙ্কর সজাগ আছে – সে ব্যাপারে

উত্তর: Show

খ) বুলবুলির ঝাঁকের ধান খাওয়ার ব্যাপারে

একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা – ২০১৯

‘সেখানেই তো ভূত’ – কথাটি বলেন –

  • ক) ভূতের পেয়াদা
  • খ) বুড়ো কর্তা
  • গ) শিরোমণি-চূড়ামণি
  • গ) ভূতের দল

উত্তর: Show

খ) বুড়ো কর্তা

সনাতন ঘুম বলতে রবীন্দ্রনাথ কী বুঝিয়েছেন?

  • ক) আদিমকালের ঘুম
  • খ) অন্ধকারে ঘুম
  • গ) ভাতঘুম
  • ঘ) চিরকালের ঘুম

উত্তর: Show

ক) আদিমকালের ঘুম

একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা – ২০১৮

স্বভাব দোষে কোন কোন লোক ভূতের কনমলা খায়,  কারণ –

  • ক) তারা অন্যায় করে
  • খ) তারা কর্তার ক্ষমতাকে মানে না
  • গ) তারা বিদ্রোহ করে
  • ঘ) তারা নিজে ভাবতে যায়

উত্তর: Show

ঘ) তারা নিজে ভাবতে যায়

আগেভাগে ভূতে পেয়ে বসেছে –

  • ক) সমাজকে
  • খ) ওঝাকে
  • গ) অর্বাচীনদের
  • ঘ) পিসি মাসিদের

উত্তর: Show

খ) ওঝাকে

একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা – ২০১৭

‘ভূতের উপদ্রবে ঘরে টেকা দায় হয়’ –

  • ক) বুড়ো কর্তার
  • খ) নাস্তিকের
  • গ) বাচ্চাদের
  • ঘ) গৃহস্থের

উত্তর: Show

ঘ) গৃহস্থের

সনাতন ঘুম বলতে রবীন্দ্রনাথ কী বুঝিয়েছেন?

  • ক) আদিমকালের ঘুম
  • খ) অন্ধকারে ঘুম
  • গ) ভাত ঘুম
  • ঘ) চিরকালের ঘুম

উত্তর: Show

ক) আদিমকালের ঘুম

একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা – ২০১৬

‘অভূতের পেয়াদা ঘোরে’ –

  • ক) খিড়কির আনাচে-কানাচে
  • খ) সদরের রাস্তায়-ঘাটে
  • গ) শ্মশানের রাস্তায়-ঘাটে
  • ঘ) জেলখানার আনাচে-কানাচে

উত্তর: Show

খ) সদরের রাস্তায়-ঘাটে

জগতের সবচেয়ে আদিম চলার রীতিটি হলো –

  • ক) চোখ বুজে চলা
  • খ) চোখ খুলে চলা
  • গ) গুটিসুটি হয়ে চলা
  • ঘ) জোরে জোরে হাঁটা

উত্তর: Show

ক) চোখ বুজে চলা

একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা – ২০১৫

আগেভাগে ভূতে পেয়ে বসেছে –

  • ক) সমাজকে
  • খ) ওঝাকে
  • গ) অর্বাচীনদের
  • ঘ) পিসি মাসিদের

উত্তর: Show

খ) ওঝাকে

একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা – ২০১৪

ভুতুড়ে জেলখানার দারোগা ছিল –

  • ক) ভুতের রায়ত
  • খ) ভুতের নায়েব
  • গ) ভুতের জমিদার
  • ঘ) ভুতের গোমস্তা 

উত্তর: Show

খ) ভুতের নায়েব

‘যেমন করে পারি ভূত ছাড়াব।’ – উক্তিটির বক্তা হলো –

  • ক) মাসি-পিসি
  • খ) ভূতের নায়েব
  • গ) পিসতুতো-মাসতুতোর দল
  • ঘ) অর্বাচীনেরা

উত্তর: Show

ঘ) অর্বাচীনেরা

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *