উচ্চ-মাধ্যমিক 2025 বাংলা উত্তর | HS 2025 Bengali A Answer
উচ্চ-মাধ্যমিক 2025 বাংলা উত্তর | HS 2025 Bengali A Answer
বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি
১. ঠিক বিকল্পটি নির্বাচন করো (যেকোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ১ × ১৮ = ১৮
(i) টাকাটা কোনো ………. দিয়ে আসতে হবে। কোথায় দিয়ে আসতে হবে?
(A) স্কুলে
(B) কলেজে
(C) রিলিফ ফান্ডে
(D) দোকানে।
উত্তর: Show
(C) রিলিফ ফান্ডে
(ii) মৃত্যুঞ্জয় কোথায় এসে বসল?
(A) ঘরে
(B) দোকানে
(C) বারান্দায়
(D) উঠোনে।
উত্তর: Show
(A) ঘরে
(iii) ভাত খেয়ে দেহে শক্তি পেলে উচ্ছব কী খুঁজে বের করবে?
(A) বাদাটা
(B) সুন্দর কৌটোটা
(C) মিষ্টির ভাঁড়
(D) ছোটো খোকাকে।
উত্তর: Show
(A) বাদাটা
(iv) বুড়িকে হরিবোল বলতে শুনেছিল –
(A) ভট্টাচার্য মশাই
(B) নকড়ি নাপিত
(C) নিবারণ বাগদি
(D) জগা।
উত্তর: Show
(B) নকড়ি নাপিত
(v) ………. এতক্ষণে মুখ খুলে বলল – বুড়িমা! তুমি মরনি! – কে বলল?
(A) নিবারণ বাগদি
(B) মোল্লাসাহেব
(C) চৌকিদার
(D) ফজলু সেখ।
উত্তর: Show
(C) চৌকিদার
(vi) সত্য কঠিন বলে কবি তাকে –
(A) ভালোবেসেছিলেন
(B) এড়িয়ে গিয়েছিলেন
(C) ভয় পেয়েছিলেন
(D) মেনে নিতে পারেন নি।
উত্তর: Show
(A) ভালোবেসেছিলেন
(vii) কিসের মতো লাল আগুন?
(A) কৃষ্ণচুড়ার মতো
(B) মোরগফুলের মতো
(C) পলাশফুলের মতো
(D) গোলাপফুলের মতো।
উত্তর: Show
(B) মোরগফুলের মতো
(viii) আমার ক্লান্তির উপরে ঝরুক – কি ঝরার কথা বলা হয়েছে?
(A) বৃষ্টি
(B) ফুলের পাপড়ি
(C) মায়ের স্নেহ
(D) মহুয়া ফুল।
উত্তর: Show
(D) মহুয়া ফুল
(ix) গাছগুলো বসাও। – কোথায় বসাতে হবে?
(A) মাঠে
(B) জঙ্গলে
(C) বাগানে
(D) ছাদে।
উত্তর: Show
(C) বাগানে
অথবা, (x) নিহত ভাইয়ের শবদেহ কবির মনে জাগিয়েছিল –
(A) বেদনা
(B) সহানুভূতি
(C) আত্মগ্লানি
(D) ক্রোধ।
উত্তর: Show
(D) ক্রোধ
(xi) সে অভিনয়েও ভঙ্গির বহুল ব্যবহার আছে। – কোন্ অভিনয়ের কথা বলা হয়েছে?
(A) কাবুকি থিয়েটার
(B) গ্রীক নাটক
(C) সংস্কৃত নাটক
(D) যাত্রা।
উত্তর: Show
(A) কাবুকি থিয়েটার
(xii) রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন –
(A) পোস্ট অফিসে
(B) পুলিশে
(C) কলেজে
(D) জাহাজে।
উত্তর: Show
(B) পুলিশে
(xiii) ‘পুত্র! রাজনীতি বড়ো কূট।’ – কার উক্তি?
(A) কালীনাথের
(B) রজনীর
(C) দিলদারের
(D) বক্তিয়ারের।
উত্তর: Show
(B) রজনীর
(xiv) ভারত জয় করেছিল –
(A) তরুণ আলেকজান্ডার
(B) সিজার
(C) সেলুকাস
(D) দ্বিতীয় ফ্রেডারিক।
উত্তর: Show
(A) তরুণ আলেকজান্ডার
অথবা, (xv) বলী কান্ধারী তিন-তিনবার কাকে ফিরিয়ে দিয়েছিলেন?
(A) পাঞ্জা সাহেবকে
(B) গুরু নানককে
(C) মর্দানাকে
(D) মায়ের বান্ধবীকে।
উত্তর: Show
(C) মর্দানাকে
(xvi) বাংলা গানে সঞ্চারীর প্রবর্তন কার অমর কীর্তি?
(A) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের
(B) যদুভট্টের
(C) সুধীরলাল চক্রবর্তীর
(D) রবীন্দ্রনাথ ঠাকুরের।
উত্তর: Show
(D) রবীন্দ্রনাথ ঠাকুরের
(xvii) সহজ পাঠ গ্রন্থের অলঙ্করণ করেছিলেন –
(A) নন্দলাল বসু
(B) যামিনী রায়
(C) অবনীন্দ্রনাথ ঠাকুর
(D) রামকিঙ্কর বেইজ।
উত্তর: Show
(A) নন্দলাল বসু
অথবা, (xviii) ‘বাঞ্ছারামের বাগান’ চলচ্চিত্রটির নির্মাতা –
(A) সত্যজিৎ রায়
(B) মৃণাল সেন
(C) তপন সিংহ
(D) ঋত্বিক ঘটক।
উত্তর: Show
(C) তপন সিংহ
(xix) ইন্সটিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স (১৯৪৮) গড়ে ওঠে যাঁর প্রচেষ্টায়, তিনি হলেন –
(A) জগদীশচন্দ্র বসু
(B) প্রফুল্লচন্দ্র রায়
(C) মেঘনাদ সাহা
(D) নীলরতন সরকার।
উত্তর: Show
(C) মেঘনাদ সাহা
অথবা, (xx) মোহনবাগান ক্লাব গঠিত হয়
(A) ১৮৯৭ সালে
(B) ১৮৮৯ সালে
(C) ১৮৯৩ সালে
(D) ১৮৯২ সালে।
উত্তর: Show
(B) ১৮৮৯ সালে
(xxi) তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন –
(A) উইলিয়াম কেরী
(B) সুকুমার সেন
(C) স্যার উইলিয়াম জোন্স
(D) সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
উত্তর: Show
(C) স্যার উইলিয়াম জোন্স
(xxii) ‘অন্ন’ শব্দটির আদি অর্থ ছিল –
(A) ভাত
(B) খাদ্য
(C) পরমান্ন
(D) মিষ্টান্ন।
উত্তর: Show
(B) খাদ্য
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি
২. অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ১ × ১২ = ১২
(i) ‘মৃত্যুঞ্জয় আপিসে যায় না।’ – মৃত্যুঞ্জয় কেন আপিসে যায় না?
উত্তর: ফুটপাতবাসী দুর্ভিক্ষপীড়িত মানুষদের সহমর্মী মৃত্যুঞ্জয় তাদের দুঃখকষ্ট, জীবনযাপনকে একেবারে কাছ থেকে দেখতে দেখতে নিজেও ফুটপাতের বাসিন্দা হয়ে যায়। এমনকি নিশ্চিন্ত গৃহকোনও ত্যাগ করে সে। মৃত্যুঞ্জয়ের স্ত্রীর মন্তব্যে ধরা পড়েছে সেই কারণখানি – ‘কেমন একটা ধারণা জন্মেছে, যথাসর্বস্ব দান করলেও কিছুই ভালো করতে পারবেন না। দারুন একটা হতাশা জেগেছে ওর মনে। একেবারে মুষড়ে যাচ্ছেন দিনকে দিন।’
(ii) ‘সে যেন কেমন হয়ে যাচ্ছিল।’ – কার কথা বলা হয়েছে ? তার এমন হয়ে যাওয়ার কারণ কী?
উত্তর: মহাশ্বেতা দেবী রচিত ‘ভাত’ গল্পের কেন্দ্রীয় চরিত্র, সুন্দরবনের বাদা অঞ্চলের বাসিন্দা উৎসব নাইয়ার কথা বলা হয়েছে এখানে।
এক রাতের ঝড়-জলে আর মাতলার বন্যায় ছেলেমেয়ে, বউ, ঘরদোর হারিয়ে শোকে পাথর উৎসব অনাহারে কেমন হয়ে যাচ্ছিল।
(iii) ‘শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায়।’ – শাশুড়ির মাছ খাওয়ার জন্য কোন্ কোন্ মাছের আয়োজন করা হয়েছে?
উত্তর: বড় বাড়ির বুড়ো কর্তা মৃত্যু পথযাত্রী তাই তার স্ত্রীর মাছ খাওয়া বুঝি ঘুচে যায়। তাই কয়েক দিন ধরে আয়োজন করে বড় ইলিশ, পাকা পোনার পেটি, চিতলের কোল, ডিমপোরা ট্যাংরা আর বড় ভেটকি মাছ রেঁধে খাওয়ানো হচ্ছে তাকে।
অথবা, পউষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের ‘পুরোনো বচন’ আছে। – বচনটি কী?
উত্তর: বচনটি হল- শনিতে সাত, মঙ্গলে পাঁচ, বুধে তিন, বাকি সব দিন দিন।
(iv) কবি রূপনারানের কূলে জেগে উঠে কী উপলব্ধি করলেন?
উত্তর: ‘রূপনারানের কূলে’ জেগে উঠে কবি রবীন্দ্রনাথ জানলেন – ‘এ জগত স্বপ্ন নয়।’
(v) ‘এসেছে সে ভোরের আলোয় নেমে।’ – কে নেমে এসেছে ও নেমে এসে কী করছে?
উত্তর: কবি জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতায় সারারাত ধরে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে ভোরের জন্য অপেক্ষারতা সুন্দর বাদামি হরিণটি ভোরের আলোয় নেমে এসেছে।
কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সে।
(vi) মেঘ মদির মহুয়ার দেশে কী দেখা যায়?
উত্তর: মেঘ মদির মহুয়ার দেশে পথের দু’ধারে দীর্ঘ দেবদারু গাছের ছায়া দেখা যায়।
অথবা, ক্রন্দনরতা জননীর পাশে থাকতে না পারলে কবির কাছে কী কী অর্থহীন?
উত্তর: ক্রন্দনরতা জননীর পাশে থাকতে না পারলে কবির আছে আঁকা-লেখা, গান গাওয়া সবকিছুই অর্থহীন হয়ে যায়।
(vii) ‘দূরন্ত অভাব থেকেই এর জন্ম।’ – এখানে কোন্ অভাবের কথা বলা হয়েছে?
উত্তর: নাটক করার মত ভালো স্টেজ নেই। সিনসিনারি, আলো, ঝালর নেই। সরকারকে কর দিয়ে ভালো স্টেজ ভাড়া করার জন্য অর্থেরও অভাব রয়েছে।
(viii) ‘একটুও ভালো লাগে না বাড়িতে।’ – বস্তার ভালো না লাগার কারণ কী?
উত্তর: অভিনেতা রজনীকান্ত চ্যাটার্জির বাড়িতে আপনজন বলতে কেউ নেই। বউ নেই, ছেলে-মেয়ে নেই, কেউ কোথাও নেই। আপনজনের না থাকার একাকীত্ব অভিনেতাকে বাড়ি বিমুখ করে তুলেছে।
(ix) ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় কোন্ কোন্ দেশের উল্লেখ আছে?
উত্তর: ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় যেসব দেশের উল্লেখ রয়েছে – থিবস, ব্যাবিলন, লিমা, চীন, রোম, বাইজেনটিয়াম, আটলান্টিস, ভারত ও স্পেন,।
(x) ভাষা বিজ্ঞানের দিক থেকে আদর্শ অভিধানে প্রতিটি entry বা শব্দের তিন স্তর থাকে। – স্তর তিনটি কী কী?
উত্তর: স্তর তিনটি হলো –
- ১। শব্দের গঠনগত স্তর,
- ২। অন্বয়গতস্তর,
- ৩। বাগার্থগত স্তর।
(xi) প্রত্যয় কাকে বলে ও কয় প্রকার?
উত্তর: যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি যারা পদ বা ধাতুর সাথে যুক্ত হয়ে নতুন পদ তৈরি করে বা কখনো পদের পরিবর্তন করে তাদেরকে প্রত্যয় বলে। প্রত্যয় প্রধানত দু প্রকার যথা – ক) কৃৎ-প্রত্যয় ও খ) তদবিদ প্রত্যয়।
(xii) ‘ন্যূনতম শব্দজোড়’ বলতে কী বোঝায়?
উত্তর: দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণগত নূন্যতম (একটি মাত্র) পার্থক্য থাকলে সেই শব্দজোড়কে বলা হয় ন্যূনতম শব্দজোড়।
যেমন – ‘কাল’, ‘খাল’ শব্দে অন্য সব ধ্বনি এক হলেও কেবল ‘ক্’ ও ‘খ্’ ধ্বনির জন্য শব্দের অর্থ আলাদা হয়ে যায়। এই দুটি তাই ন্যূনতম শব্দজোড়।