আদরিণী MCQ প্রশ্ন উত্তর : দ্বাদশ শ্রেণির বাংলা ক বিষয়ের অন্তর্গত একটি গল্প হল ‘আদরিণী’। এই গল্পের অনুচ্ছেদ ৯ – ১২ (পরদিন রবিবার। …… পাঁচটা টাকা জরিমানা হুকুম রহিত করিয়াছিলেন।’) এর জন্য কিছু বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ নিচে দেওয়া হয়েছে।
গল্পটির লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়।
আদরিণী গল্পের বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ {Part-3} – দ্বাদশ শ্রেণি – বাংলা
আদরিণী
প্রভাত কুমার মুখোপাধ্যায়
শব্দার্থ ও টীকা
- প্রভাত: সকাল
- আহ্নিক: নিত্যবন্দনা, উপাসনা
- জলযোগান্তে: জলখাবারের শেষে, সকাল বা বিকেলের হালকা খাবার
- ভৃত্য: চাকর
- পঞ্চাশৎ: পঞ্চাশ
- পদব্রজে: পায়েহেঁটে
- ক্যাম্বিস: মোটা মজবুত কাপড়
- দালান কোঠা: বারান্দাযুক্ত পাকা বাড়ি, ঘরের সংলগ্ন ঘেরা বাড়ি
- সিকি: পঁচিশ পয়সা, এক টাকার চার ভাগের এক ভাগ
- এজলাস: আদালত, বিচারালয়
- ডেপুটি: সহকারী
- এঁড়ে বাছুর: ছেলে বাছুর
- হাকিম: বিচারপতি
বহুবিকল্পীয় প্রশ্ন ও উত্তর (MCQ)
(i) পরের দিনটি ছিল –
- (ক) সোমবার
- (খ) মঙ্গলবার
- (গ) রবিবার
- (ঘ) শুক্রবার
উত্তর: Show
(গ) রবিবার
(ii) কোন্ দিন মুখুয্যে মহাশয় আহ্নিক পূজা একটু জাঁকজমক করিতেন? –
- (ক) সোমবার
- (খ) মঙ্গলবার
- (গ) রবিবার
- (ঘ) শুক্রবার
উত্তর: Show
(গ) রবিবার
(iii) রবিবার দিন কখন মুখুয্যে মহাশয় পূজা শেষ করতেন? –
- (ক) বেলা ৮টায়
- (খ) বেলা ৯টায়
- (গ) বেলা ১০টায়
- (ঘ) বেলা ১২টায়
উত্তর: Show
(খ) বেলা ৯টায়
(iv) মুখুয্যে মহাশয় পূজা শেষ করেযা করলেন –
- (ক) বৈঠকখানায় বসলেন
- (খ) ঘুমিয়ে পড়লেন
- (গ) চান করতে গেলেন
- (ঘ) জলযোগ সারলেন
উত্তর: Show
(ঘ) জলযোগ সারলেন
(v) বৈঠকখানায় বসে মুখুয্যে মহাশয় যা করলেন –
- (ক) আত্মীয় পরিষদজনদের সাথে খোশগল্প করছিলেন
- (খ) তামাক খাচ্ছিলেন
- (গ) মক্কেলদের সঙ্গে কথাবার্তা বলছিলেন
- (ঘ) মজুরের সঙ্গে কথাবার্তা বলছিলেন
উত্তর: Show
(গ) মক্কেলদের সঙ্গে কথাবার্তা বলছিলেন মুখোপাধ্যায়
(vi) মুখুয্যে মহাশয় কদিনের জন্য হাতি প্রার্থনা করে চিঠি লিখেছিলেন জমিদার মহাশয় কে? –
- (ক) এক-দুদিনের জন্য
- (খ) তিন-চারদিনের জন্য
- (গ) চার-পাঁচদিনের জন্য
- (ঘ) দুই-তিনদিনের জন্য
উত্তর: Show
(ঘ) দুই-তিনদিনের জন্য
(vii) পত্রে যে স্বভাবের হাতির বলে উল্লেখ করেছেন মুখুয্যে মহাশয় –
- (ক) সুবোধ
- (খ) সুশীল
- (গ) সুশীল ও সুবোধ
- (ঘ) সুশীল, নিরীহ ও সুবোধ
উত্তর: Show
(গ) সুশীল ও সুবোধ
(viii) পত্র খানি যার হাতে করে পাঠালেন মুখুয্যে মহাশয় –
- (ক) ভৃত্য
- (খ) ডাকহরকরা
- (গ) বড় ছেলে
- (ঘ) নাতি
উত্তর: Show
(ক) ভৃত্য
(ix) জয়রাম বাবুর বর্তমান বয়স কত –
- (ক) পঞ্চাশৎ
- (খ) ঊনপঞ্চাশৎ
- (গ) নবতি
- (ঘ) ঊননবতি
উত্তর: Show
(ক) পঞ্চাশৎ
(x) জয়রাম বাবুর উচ্চতা –
- (ক) মাঝারি উচ্চতার
- (খ) লম্বা ছাঁদের
- (গ) বেটে গড়নের
- (ঘ) খর্বাকায়
উত্তর: Show
(খ) লম্বা ছাঁদের
(xi) জয়রাম বাবুর গায়ের বর্ণ –
- (ক) গৌরবর্ণ
- (খ) তামাটে ধরনের
- (গ) আর একটু পরিষ্কার হইলেই গৌরবর্ণ
- (ঘ) দুধে আলতা
উত্তর: Show
(গ) আর একটু পরিষ্কার হইলেই গৌরবর্ণ
(xii) জয়রাম বাবুর গোঁপ ছিল –
- (ক) মোটা মোটা
- (খ) পাতলা পাতলা
- (গ) মোটা ও কাঁচা
- (ঘ) মোটা মোটা ও কাঁচা পাকা
উত্তর: Show
(ঘ) মোটা মোটা ও কাঁচা পাকা
(xiii) জয়রাম বাবুর মাথায় চুলের পরিমাণ ছিল –
- (ক) মাথা ভর্তি কোকড়ানো চুল
- (খ) মাথার সামনের দিকে টাক
- (গ) সম্পূর্ণ মাথাটাই টাক
- (ঘ) লম্বা লম্বা চুল
উত্তর: Show
(খ) মাথার সামনের দিকে টাক
(xiv) জয়রাম বাবুর চোখ দুটি ছিল –
- (ক) বড় বড়, ভাসা ভাসা
- (খ) ডাগর ডাগর
- (গ) কুতকুতে
- (ঘ) গোল গোল ছোট ছোট
উত্তর: Show
(ক) বড় বড়, ভাসা ভাসা
(xiv) জয়রাম বাবুর আদি নিবাস ছিল –
- (ক) ময়মনসিংহ জেলায়
- (খ) যশোর জেলায়
- (গ) খুলনা জেলায়
- (ঘ) ফরিদপুর জেলায়
উত্তর: Show
(খ) যশোর জেলায়
(xvi) উক্ত গল্পে যে নদীর উল্লেখ রয়েছে –
- (ক) গঙ্গা
- (খ) ব্রহ্মপুত্র
- (গ) যমুনা
- (ঘ) পদ্মা
উত্তর: Show
(ঘ) পদ্মা
(xvii) মোক্তার সাহেব যখন প্রথম মোক্তারি করতে আসেন তখন তিনি যে গাড়িতে করে এসেছিলেন –
- (ক) গরুর গাড়িতে
- (খ) ঘোড়া গাড়িতে
- (গ) জুড়ি গাড়িতে
- (ঘ) এক্কা গাড়িতে
উত্তর: Show
(ক) গরুর গাড়িতে
(xviii) মোক্তারি করতে আসার সময় মোক্তার সাহেবের সঙ্গে যা ছিল –
- (ক) ট্রলি ব্যাগ ও মোটঘাট
- (খ) এটাচি ও কাঁসা-বাসন
- (গ) একটি ক্যাম্বিসের ব্যাগ ও একটি পিতলের ঘটি
- (ঘ) লোটা-কম্বল
উত্তর: Show
(গ) একটি ক্যাম্বিসের ব্যাগ ও একটি পিতলের ঘটি
(xix) রামবাবু বাসা ভাড়া নিয়েছিলেন –
- (ক) তেরো আনায়
- (খ) চৌদ্দ আনায়
- (গ) পাঁচ সিকায়
- (ঘ) তেরো সিকায়
উত্তর: Show
(ঘ) তেরো সিকায়
(xx) এখন জয়রাম বাবু বাড়ি কিরূপ বানিয়েছেন? –
- (ক) মাটির বাড়ি
- (খ) পাকা দালান কোঠা
- (গ) পাকা বাড়ি
- (ঘ) কুঁড়েঘর
উত্তর: Show
(খ) পাকা দালান কোঠা
(xxi) যৌবনকালে জয়রাম বাবুর মেজাজ যেরকম ছিল –
- (ক) কোমল ও স্নেহপ্রবণ
- (খ) রুক্ষ
- (গ) বদরাগী
- (ঘ) হাসিখুশি
উত্তর: Show
(গ) বদরাগী
(xxii) জয়রাম বাবুর বাড়ির গাভীর নাম ছিল –
- (ক) ধবলি
- (খ) মঙ্গলা
- (গ) কালী
- (ঘ) লালী
উত্তর: Show
(খ) মঙ্গলা
(xxiii) জয়রাম বাবু তাঁর বাড়ির মঙ্গলা গাভীর এঁড়ে বাছুরের নামে কার নাম রেখেছিলেন? –
- (ক) জজ সাহেবের
- (খ) ডেপুটির
- (গ) হাকিমের
- (ঘ) উকিলের
উত্তর: Show
(খ) ডেপুটির
(xxiv) জয়রাম বাবুর সঙ্গে এজলাসে যার বচসা হয়েছিল –
- (ক) জজ সাহেবের সঙ্গে
- (খ) ডেপুটির সঙ্গে
- (গ) হাকিমের সঙ্গে
- (ঘ) উকিলের সঙ্গে
উত্তর: Show
(খ) ডেপুটির সঙ্গে
(xxv) জয়রাম বাবু ডেপুটির সঙ্গে হাকিমের সামনে আইনের তর্ক করার সময় রাগের মাথায় তিনি যা বলেন –
- (ক) আমি আপনার চেয়ে বেশি আইন জানি
- (খ) আপনি আইনের কিছুই বোঝেন না
- (গ) আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে, হুজুরের তাও নেই দেখছি
- (ঘ) টুঁকে পাস করে ওকালতি করছেন
উত্তর: Show
(গ) আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে, হুজুরের তাও নেই দেখছি
(xxvi) আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়কে কত টাকা জরিমানা ধার্য করা হয়েছিল? –
- (ক) পাঁচ টাকা
- (খ) দশ টাকা
- (গ) পাঁচশত টাকা
- (ঘ) সতেরোশ টাকা
উত্তর: Show
(ক) পাঁচ টাকা
(xxvii) জরিমানা মুকুবের জন্য জয়রাম বাবু যেখানে আবেদন করেন –
- (ক) সুপ্রিমকোর্টে
- (খ) জেলা আদালত
- (গ) লোক আদালতে
- (ঘ) হাইকোর্টে
উত্তর: Show
(ঘ) হাইকোর্টে
(xxviii) জয়রাম বাবু পাঁচ টাকা জরিমানা মুকুবের জন্য সর্বশুদ্ধ কত টাকা ব্যয় করেছিলেন –
- (ক) ১৭০০ টাকা
- (খ) ১৮০০ টাকা
- (গ) ১৫০০ টাকা
- (ঘ) ১৩০০ টাকা
উত্তর: Show
(ক) ১৭০০ টাকা