তাপের ঘটনাসমূহ – অনুশীলনী প্রশ্নোত্তর – ছায়া প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান

দশম শ্রেণি ভৌতবিজ্ঞান ও পরিবেশ তাপের ঘটনাসমূহ অনুশীলনী ছায়া প্রকাশনী

বিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ)

1) আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত হল –

  • a) θ-1  
  • b) θ-2 
  • c) Lθ-1  
  • d) L3θ-1

উত্তর: Show

a) θ-1

2) গ্যাসের প্রসারণের সময় প্রাথমিক উষ্ণতা ধরা হয় –

  • a) 10°C
  • b) 0 K
  • c) 0°C
  • d) 4°C

উত্তর: Show

c) 0°C

3) নিম্নলিখিত কোনটির ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়?

  • a) পারদ
  • b) তামা
  • c) দুধ
  • d) জল।

উত্তর: Show

d) জল

4) নিম্নলিখিত কোন্‌ ধাতুর পরিবাহিতা সবচেয়ে বেশি?

  • a) তামা
  • b) লোহা
  • c) রুপো
  • d) সোনা

উত্তর: Show

c) রুপো

5) কঠিনের দৈর্ঘ্য প্রসারণ কীসের ওপর নির্ভর করে?

  • a) প্রাথমিক দৈর্ঘ্য
  • b) উষ্ণতা বৃদ্ধি
  • c) উপাদান
  • d) সবকটি

উত্তর: Show

d) সবকটি

6) কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 27 × 10-6/°C হলে ফারেনহাইট স্কেলে এর মান –

  • a) 12 × 10-6 °F-1  
  • b) 16 × 10-6 °F-1  
  • c) 15 × 10-6 °F-1  
  • d) 18 × 10-6 °F-1

উত্তর: Show

c) 15 × 10-6 °F-1

7) নীচের কোনটির উষ্ণতা বাড়লে কার্যত প্রসারণ হয় না?

  • a) লোহা
  • b) নিকেল
  • c) তামা
  • d) ইনভার ।

উত্তর: Show

d) ইনভার

8) আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান (cal cm-1 °C-1 s-1 এককে)

  • a) 0 
  • b) 1 
  • c) 100 
  • d) ∞

উত্তর: Show

d) ∞

9) আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতাঙ্কের মান (cal cm-1 °C-1 s-1 এককে)

  • a) 0 
  • b) 1 
  • c) 100 
  • d) ∞

উত্তর: Show

a) 0

10) নীচের কোনটির ওপর ধাতুর তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে?

  • a) উষ্ণতা
  • b) দৈর্ঘ্য
  • c) উপাদানের প্রকৃতি
  • d) প্রস্থচ্ছেদ

উত্তর: Show

a) উষ্ণতা অথবা c) উপাদানের প্রকৃতি

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *