বৈষ্ণব পদাবলী ও বিদ্যাপতি MCQ {Part-1} – একাদশ শ্রেণি – বাংলা

বৈষ্ণব পদাবলী ও বিদ্যাপতি MCQ প্রশ্ন উত্তর : একাদশ শ্রেণির বাংলা ক বিষয়ের অন্তর্গত বাংলা সাহিত্যের ইতিহাসের একটি অধ্যায় হল ‘বৈষ্ণব পদাবলী’। এই অধ্যায়ের কিছু বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) নিচে দেওয়া হয়েছে। 

# Boishnab Padaboli MCQ

বৈষ্ণব পদাবলী ও বিদ্যাপতি-এর বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) {Part-1} – একাদশ শ্রেণি – বাংলা

বহুবিকল্পীয় প্রশ্ন ও উত্তর (MCQ)

(i) বাংলায় বৈষ্ণব পদাবলীর আত্মপ্রকাশ ও বিস্তার কোন্ সময়ে? – 

  • (ক) পঞ্চদশ থেকে ষোড়শ শতক  
  • (খ) পঞ্চদশ থেকে সপ্তদশ শতক  
  • (গ) পঞ্চদশ থেকে অষ্টাদশ শতক 
  • (ঘ) পঞ্চদশ থেকে বিংশ শতক

উত্তর: Show

(খ) পঞ্চদশ থেকে সপ্তদশ শতক

(ii) রাধা কৃষ্ণের লীলা বিষয়ক পদ প্রথম পাওয়া যায় – 

  • (ক) খ্রিস্টীয় সপ্তম শতকের আগে রচিত প্রাকৃত সংকলন গাথাসপ্তশতীতে 
  • (খ) প্রাকৃত পৈঙ্গল নামক সংকলনে
  • (গ) উজ্জ্বল নীলমণিতে
  • (ঘ) বিদগ্ধ মুখমণ্ডল গ্রন্থে

উত্তর: Show

(ক) খ্রিস্টীয় সপ্তম শতকের আগে রচিত প্রাকৃত সংকলন গাথাসপ্তশতীতে

(iii) বাংলা দেশে রাধাকৃষ্ণ প্রেমকথার সূত্রপাত হয়েছিল – 

  • (ক) পাল রাজত্বকালে  
  • (খ) সেন রাজত্বকালে 
  • (গ) তুর্কি আক্রমণের পরবর্তী সময়ে 
  • (ঘ) পৌরাণিক আমলে

উত্তর: Show

(খ) সেন রাজত্বকালে

(iv) প্রাকৃত-অপভ্রংশ ভাষার একটি বৈষ্ণব পদ সংকলনের নাম – 

  • (ক) গাথাসপ্তশতী 
  • (খ) শ্রীকৃষ্ণ কর্ণামৃত  
  • (গ) বিষ্ণুলীলা  
  • (ঘ) ভক্তিরসামৃত 

উত্তর: Show

(ক) গাথাসপ্তশতী

(v) মধ্যযুগের বাংলা সাহিত্যে যে কজন চন্ডীদাসের পরিচয় মেলে – 

  • (ক) একজন 
  • (খ) দুজন  
  • (গ) তিনজন  
  • (ঘ) চারজন

উত্তর: Show

(ঘ) চারজন

(vi) পদাবলীর চন্ডীদাস ছিলেন মূলত – 

  • (ক) বিরহের কবি  
  • (খ) ভক্তিরসের কবি
  • (গ) ব্যঙ্গের কবি 
  • (ঘ) হাস্যরসের কবি

উত্তর: Show

(ক) বিরহের কবি

(vii) চৈতন্য পূর্ববর্তী বৈষ্ণব পদকর্তা হলেন – 

  • (ক) জ্ঞানদাস 
  • (খ) বিদ্যাপতি 
  • (গ) কবি বল্লভ 
  • (ঘ) গোবিন্দ দাস

উত্তর: Show

(খ) বিদ্যাপতি

(viii) বিদ্যাপতি জন্মগ্রহণ করেছিলেন – 

  • (ক) বিহারের ভাগলপুর অঞ্চলে 
  • (খ) বিহারের দারভাঙ্গা জেলায় বিসফি গ্রামে 
  • (গ) নদীয়া জেলার নবদ্বীপে 
  • (ঘ) কামার পুকুর জয়রামবাটী

উত্তর: Show

(খ) বিহারের দারভাঙ্গা জেলায় বিসফি গ্রামে

(ix) বিদ্যাপতি বংশগতভাবে যে ধর্মে দীক্ষিত ছিলেন – 

  • (ক) বৈষ্ণব
  • (খ) শাক্ত 
  • (গ) শৈব  
  • (ঘ) বৌদ্ধ

উত্তর: Show

(গ) শৈব

(x) বিদ্যাপতি কে বলা হয় – 

  • (ক) মৈথিলি কোকিল 
  • (খ) কবিশেখর
  • (গ) কবি রঞ্জন 
  • (ঘ) সুর সাধক

উত্তর: Show

(ক) মৈথিলি কোকিল

বৈষ্ণব পদাবলী MCQ {Part-1}

(xi) অভিনব জয়দেব নামে যিনি পরিচিত ছিলেন – 

  • (ক) চন্ডীদাস
  • (খ) বিদ্যাপতি 
  • (গ) জ্ঞানদাস  
  • (ঘ) গোবিন্দদাস

উত্তর: Show

(খ) বিদ্যাপতি

(xii) বিদ্যাপতির আবির্ভাব ঘটেছিল – 

  • (ক) চতুর্দশ শতাব্দীতে 
  • (খ) পঞ্চদশ শতাব্দীতে 
  • (গ) ষোড়শ শতাব্দীতে 
  • (ঘ) সপ্তদশ শতাব্দীতে

উত্তর: Show

(খ) পঞ্চদশ শতাব্দীতে

(xiii) কীর্তিলতার রচয়িতা হলেন – 

  • (ক) চন্ডীদাস  
  • (খ) ভারতচন্দ্র রায় 
  • (গ) রামপ্রসাদ সেন 
  • (ঘ) বিদ্যাপতি 

উত্তর: Show

(ঘ) বিদ্যাপতি

(xiv) ‘পুরুষপরীক্ষা’ গ্রন্থের রচয়িতা হলেন  – 

  • (ক) চন্ডীদাস
  • (খ) বিদ্যাপতি 
  • (গ) গোবিন্দ দাস 
  • (ঘ) দ্বিজ মাধব

উত্তর: Show

(খ) বিদ্যাপতি

(xv) নিচের কোন্ গ্রন্থটি বিদ্যাপতির রচিত নয়? – 

  • (ক) ভূপরিক্রমা 
  • (খ) শৈবসর্বস্বহার 
  • (গ) পুরুষ পরীক্ষা
  • (ঘ) শ্রীকৃষ্ণ মঙ্গল

উত্তর: Show

(ঘ) শ্রীকৃষ্ণ মঙ্গল

(xvi) নিচের কোন্ গ্রন্থটি বিদ্যাপতির রচিত নয়? – 

  • (ক) বিভাসাগর 
  • (খ) দানবাক্যাবলী 
  • (গ) অন্নদামঙ্গল 
  • (ঘ) কীর্তিপতাকা

উত্তর: Show

(গ) অন্নদামঙ্গল

(xvii) বিদ্যাপতির লেখা রাজ প্রশস্তি মূলক দুটি গ্রন্থের নাম – 

  • (ক) দানবাক্যাবলী ও বিভাসাগর
  • (খ) কীর্তিলতা ও কীর্তিপতাকা 
  • (গ) পুরুষ পরীক্ষা ও শৈবসর্বস্বহার
  • (ঘ) ভূপরিক্রমা ও রসমঞ্জুরী

উত্তর: Show

(খ) কীর্তিলতা ও কীর্তিপতাকা

(xviii) বিদ্যাপতির ‘পুরুষ পরীক্ষা’ রচনাটির পৃষ্ঠপোষকতা করেছিলেন আদিত্য  – 

  • (ক) মহারাজ কীর্তিসিংহ
  • (খ) মহারাজ শিবসিংহ 
  • (গ) মহারাজ দেবসিংহ 
  • (ঘ) মহারাজ বিক্রমাদিত্য

উত্তর: Show

(খ) মহারাজ শিবসিংহ

(xix) বিদ্যাপতি উপস্থিত ছিলেন  – 

  • (ক) শিবসিংহের রাজসভায়
  • (খ) দেবসিংহের রাজসভায় 
  • (গ) মানসিংহের রাজসভায় 
  • (ঘ) কীর্তিসিংহের রাজসভায়

উত্তর: Show

(ঘ) কীর্তিসিংহের রাজসভায়

(xx) বিদ্যাপতি রচিত রাধা]কৃষ্ণলীলা বিষয়ক পদ পাওয়া গেছে – 

  • (ক) প্রায় ৪০০টি
  • (খ) প্রায় ৮০০টি 
  • (গ) প্রায় ১০০০টি 
  • (ঘ) প্রায় ১২০০টি

উত্তর: Show

(খ) প্রায় ৮০০টি

(xxi) বিদ্যাপতি তাঁর পদ রচনা করেছেন – 

  • (ক) বাংলায়
  • (খ) হিন্দিতে 
  • (গ) ব্রজবুলিতে 
  • (ঘ) অবধীতে

উত্তর: Show

(গ) ব্রজবুলিতে

(xxii) ব্রজবুলি ভাষা গড়ে উঠেছিল মৈথলি অব্যয় ও হিন্দির মিশ্রণে – 

  • (ক) বাংলা ও হিন্দির মিশ্রণে
  • (খ) বাংলা ও ভোজপুরি মিশ্রণে 
  • (গ) মৈথিলী অবহট্ঠ ও বাংলার মিশ্রণে 
  • (ঘ) মৈথিলী অবহট্ঠ ও হিন্দির মিশ্রণে

উত্তর: Show

(গ) মৈথিলী অবহট্ঠ ও বাংলার মিশ্রণে

(xxiii) ব্রজবুলি ভাষায় প্রথম লিখিত নমুনা পাওয়া যায় – 

  • (ক) পারিজাত হরণে
  • (খ) গীতগোবিন্দে 
  • (গ) চর্যাপদে 
  • (ঘ) বৈষ্ণব পদাবলীতে

উত্তর: Show

(ক) পারিজাত হরণে

(xxiv) সর্ববৃহৎ বৈষ্ণব সংকলন গ্রন্থ হল – 

  • (ক) সংগীতমাধব
  • (খ) পদকল্পতরু 
  • (গ) অষ্টকালীয় লীলা 
  • (ঘ) সংগীতকারক

উত্তর: Show

(খ) পদকল্পতরু

(xxv) বিদ্যাপতি যে যে পর্যায়ের পদ রচনা দক্ষতা দেখিয়েছেন – 

  • (ক) অভিসার, মাথুর, ভাবসম্মিলন পর্যায়ের পদ রচনায়
  • (খ) গৌরাঙ্গ বিষয়ক পদ রচনায় 
  • (গ) নিবেদন পর্যায়ের পদ রচনায় 
  • (ঘ) পূর্বরাগ এবং আক্ষেপানুরাগের পদ রচনায়

উত্তর: Show

(ক) অভিসার, মাথুর, ভাবসম্মিলন পর্যায়ের পদ রচনায়

(xxvi) ‘হাথক দরপণ মাথক ফুল / নয়নক অঞ্জন মুখক তাম্বুল’ – এই পদটির পদকর্তা হলেন – 

  • (ক) বলরাম দাস
  • (খ) বিদ্যাপতি 
  • (গ) চন্ডীদাস 
  • (ঘ) জ্ঞানদাস

উত্তর: Show

(খ) বিদ্যাপতি

(xxvii) বিদ্যাপতির পদের প্রধান বৈশিষ্ট্য – 

  • (ক) কৃষ্ণভক্তির উচ্ছ্বাস
  • (খ) রাধাপ্রেমের আবেগময় প্রকাশ 
  • (গ) ছন্দ, অলংকার ও ভাষার ঐশ্বর্য 
  • (ঘ) রাজপ্রশস্তি

উত্তর: Show

(গ) ছন্দ, অলংকার ও ভাষার ঐশ্বর্য

(xxviii) ‘বিদ্যাপতির ভাবশিষ্য’ বা ‘দ্বিতীয় বিদ্যাপতি’ নামে অভিহিত করা হয় যাঁকে – 

  • (ক) গোবিন্দদাস কবিরাজকে
  • (খ) জ্ঞানদাসকে 
  • (গ) বলরাম দাসকে 
  • (ঘ) চন্ডীদাসকে

উত্তর: Show

(ক) গোবিন্দদাস কবিরাজকে

(xxix) কোন্ বৈষ্ণব কবির পদ চৈতন্যদেব অত্যন্ত আগ্রহের সঙ্গে শুনতেন – 

  • (ক) জয়দেব
  • (খ) ভারতচন্দ্র রায় 
  • (গ) কিবি বল্লভ 
  • (ঘ) বিদ্যাপতি

উত্তর: Show

(ঘ) বিদ্যাপতি

(xxx) ‘ভানুসিংহের পদাবলী’ গ্রন্থের রচয়িতা হলেন – 

  • (ক) বিহারীলাল চক্রবর্তী
  • (খ) রবীন্দ্রনাথ ঠাকুর 
  • (গ) মধুসূদন দত্ত 
  • (ঘ) জীবনানন্দ দাশ

উত্তর: Show

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *