একাদশ শ্রেণির সেমিস্টার-I 2024 এর জন্য ভাষার ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ 40 টি প্রশ্ন

একাদশ শ্রেণির সেমিস্টার-I 2024 এর জন্য ভাষার ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ 40 টি প্রশ্ন

একাদশ শ্রেণির সেমিস্টার-I 2024 এর জন্য ভাষার ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ 40 টি প্রশ্ন

বহুবিকল্পভিত্তিক প্রশ্নগুলি

1. শূন্যস্থান পূরণ কর: ………. তাঁর  ……….  এ সাধু ভাষা কথাটি প্রথম ব্যবহার করেন।

  • A. রামমোহন রায়, কঠোপনিষদ 
  • B. রামমোহন রায়, বেদান্তগ্রন্থ 
  • C. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, আখ্যানমঞ্জুরী 
  • D. মদনমোহন তর্কালঙ্কার, কথামঞ্জুরী

উত্তর: Show

B. রামমোহন রায়, বেদান্তগ্রন্থ

2. তোমাদের বিদ্যালয় যে উপভাষা অঞ্চলের মধ্যে অবস্থিত, তা হল –

  • A. রাঢ়ী 
  • B. বরেন্দ্রী 
  • C. বঙ্গালী 
  • D. ঝাড়খন্ডী 

উত্তর: Show

D. ঝাড়খন্ডী

[বি.দ্র. – যার বিদ্যালয় যে উপভাষা অঞ্চলের মধ্যে পড়ে।]

3. চলিত ভাষার প্রচলনে যে পত্রিকা অগ্রণী ভূমিকা নিয়েছিল, তা হল –

  • A. কল্লোল 
  • B. পরিচয় 
  • C. শনিবারের চিঠি 
  • D. সবুজপত্র 

উত্তর: Show

D. সবুজপত্র

4. স্তম্ভ মেলাও।

ক – স্তম্ভ খ – স্তম্ভ
a) কামরূপী i) দক্ষিণ-পশ্চিম মেদিনীপুর
b. রাঢ়ী ii) জলপাইগুড়ি
c. বঙ্গালী iii) ভাগীরথী ও হুগলী নদীর তীরবর্তী অঞ্চল
d. ঝাড়খন্ডী iv) বাংলাদেশের ঢাকা
  • A. a) – i, b) – iii, c) -iv, d) –  ii
  • B. a) – iii, b) – i, c) – ii, d) – iv
  • C. a) – ii, b) – iii, c) – i, d) – iv
  • D. a) – ii, b) – iii, c) – iv, d) – i 

উত্তর: Show

D. a) – ii, b) – iii, c) – iv, d) – i

5. উনিশ শতকের বাংলা জুড়ে বাংলা লেখার ক্ষেত্রে সাধুরীতির গৌরবময়তার পাশে চলিত রীতির ব্যাতিক্রম নিদর্শন হল – 

  • A. রবীন্দ্রনাথ রচিত – ভানুসিংহের পদাবলী 
  • B. কালীপ্রসন্ন সিংহ রচিত – হুতোম প্যাঁচার নকশা 
  • C. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত – রইবতক 
  • D. মধুসূদন দত্ত রচিত – হেক্টর বধ 

উত্তর: Show

B. কালীপ্রসন্ন সিংহ রচিত – হুতোম প্যাঁচার

6. কলকাতা রয়্যাল সোসাইটির অধিবেশন বসে – 

  • A. ১৭৭৬ খ্রিস্টাব্দে 
  • B. ১৭৮৬ খ্রিস্টাব্দে 
  • C. ১৮৮৬ খ্রিস্টাব্দে 
  • D. ১৮৯৬ খ্রিস্টাব্দে 

উত্তর: Show

B. ১৭৮৬ খ্রিস্টাব্দে

7. সংস্কৃত, বাংলা, ল্যাটিন, ইংরেজি, আরবি  ভাষাগুলি যে বর্গের অন্তর্ভুক্ত, তা হল  – 

  • A. মুক্তান্বয়ী বর্গ 
  • B. অত্যন্বয়ী বর্গ 
  • C. অনন্বয়ী বর্গ   
  • D. সমন্বয়ী বর্গ

উত্তর: Show

D. সমন্বয়ী বর্গ

8. একই বংশজাত ভাষা গুলিকে বলা হয় – 

  • A. সমবায়ী ভাষা
  • B. অসমবায়ী ভাষা
  • C. অত্যন্বয়ী ভাষা
  • D. সমগোত্রজ ভাষা

উত্তর: Show

D. সমগোত্রজ ভাষা

9. পৃথিবীর বেশিরভাগ ভাষাই মোট কতগুলি পরিবারে বর্গীভূত হয়েছে? – 

  • A. ২৫ / ২৬ টি 
  • B. ২৭ / ২৮ টি 
  • C. ৩০ / ৩২ টি 
  • D. ২৩ / ২৫ টি

উত্তর: Show

A. ২৫ / ২৬ টি

10. ইলিয়াড ও ওডিসি কোন্‌ ভাষায় রচিত – 

  • A. গ্রিক ভাষা 
  • B. জার্মানিক ভাষা 
  • C. স্লাভিক 
  • D. আর্মেনীয়

উত্তর: Show

A. গ্রিক ভাষা

11. ইংরেজি ভাষা যে ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে – 

  • A. দক্ষিণ জার্মানিক 
  • B. উত্তর জার্মানিক 
  • C. পূর্ব জার্মানিক 
  • D. পশ্চিম জার্মানিক

উত্তর: Show

D. পশ্চিম জার্মানিক

12. পৃথিবীর বৃহত্তম ভাষা বংশটি হলো – 

  • A. ইন্দো ইউরোপীয় 
  • B. এসপেরান্ত 
  • C. মরিশাস ক্রেওল 
  • D. উপরের সবকটি

উত্তর: Show

A. ইন্দো ইউরোপীয়

13. কেলতিক ভাষা গুলির মধ্যে বর্তমানে সবচেয়ে সমৃদ্ধ ভাষা হল – 

  • A. আইরিশ 
  • B. পারসিক 
  • C. ইংরেজি 
  • D. পোলিশ

উত্তর: Show

A. আইরিশ

14. শূন্যস্থান পূরণ কর: ভারতবর্ষে প্রচলিত অবর্গীভূত ভাষা হল …….. । 

  • A. করেন্‌ 
  • B. মন্‌ 
  • C. খাজুনা 
  • D. বাস্ক

উত্তর: Show

C. খাজুনা

15. সত্য-মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও:

i) পৃথিবীজুড়ে ৫টি ভাষাবংশ আছে।

ii) ইন্দো-ইউরোপীয় ভাষাবংশের মোট ভাষাগোষ্ঠী ৯টি।

iii) ইলিয়াড ও ওডিসি ইতালিয় ভাষায় লেখা। 

iv) আফগানিস্তানের ভাষার নাম পশ্‌তু।

বিকল্পগুলি:

  • A. i – সত্য, ii – মিথ্যা, iii – সত্য, iv – মিথ্যা
  • B. i – সত্য, ii – মিথ্যা, iii – মিথ্যা, iv – সত্য 
  • C. i – মিথ্যা, ii – সত্য, iii – সত্য, iv – মিথ্যা
  • D. i – মিথ্যা, ii – সত্য, iii – মিথ্যা, iv – সত্য

উত্তর: Show

D. i – মিথ্যা, ii – সত্য, iii – মিথ্যা, iv – সত্য

16. পিজিন দীর্ঘস্থায়ী হলে হয় – 

  • A. মাতৃভাষা 
  • B. দ্বিভাষা 
  • C. ক্রেওল 
  • D. সমাজভাষা 

উত্তর: Show

C. ক্রেওল

17. এসপেরান্তো ভাষাটি আবিষ্কার করেন – 

  • A. জামেনহফ 
  • B. রেনে 
  • C. দেকার্ত 
  • D. ফ্রান্সিস বেকন 

উত্তর: Show

A. জামেনহফ

18. কিচুয়া ভাষা ব্যবহার করতো –

  • A. এস্কিমোরা 
  • B. হাঙ্গেরিয়ানরা 
  • C. মেসোপোটেমিয়ানরা 
  • D. ইনকারা

উত্তর: Show

D. ইনকারা

19. Dactylology বা, finger spelling – পদ্ধতিতে ব্রিটিশরা ক-টি হাত ব্যবহার করেন – 

  • A. একটি হাত 
  • B. দুটি হাত 
  • C. একটি হাত ও মুখ 
  • D. দুটি হাত ও চোখ

উত্তর: Show

B. দুটি হাত

20. ‘ভোলাপুক’ নামে কৃত্রিম ভাষা তৈরি করেন –

  • A. জামেনহফ 
  • B. মার্টিন শ্লেইয়ার 
  • C. দেকার্ত 
  • D. ফ্রান্সিস বেকন

উত্তর: Show

B. মার্টিন শ্লেইয়ার

21. স্তম্ভ মেলাও। 

ক – স্তম্ভ খ – স্তম্ভ
a. কৃত্রিম ভাষা i) মিশ্র ভাষা
b. বাংলা  ii) এসপেরান্তো
c. মরিশাস ক্রেওল iii) ক্রিট দ্বীপ
d. গ্রিক ভাষা iv) ভারতীয় আর্য
  • A. a) – i, b) – iii, c) -iv, d) –  ii
  • B. a) – ii, b) – iv, c) – i, d) – iii
  • C. a) – ii, b) – iii, c) – i, d) – iv
  • D. a) – ii, b) – iii, c) – iv, d) – i

উত্তর: Show

B. a) – ii, b) – iv, c) – i, d) – iii

22. ইরানীয় শাখার প্রাচীনতম নিদর্শন হল – 

  • A. কোরান 
  • B. বাইবেল 
  • C. ইলিয়াড 
  • D. জেন্দ্‌ আবেস্তা 

উত্তর: Show

D. জেন্দ্‌ আবেস্তা

23. হিব্রু ভাষার নিদর্শন হল – 

  • A. কোরান 
  • B. বাইবেলের ওল্ড টেস্টামেন্ট 
  • C. ইলিয়াড ও ওডিসি 
  • D. জেন্দ্‌ আবেস্তা

উত্তর: Show

B. বাইবেলের ওল্ড টেস্টামেন্ট

24. ১৭৮৬ খ্রিস্টাব্দে কলকাতার রয়্যাল সোসাইটির অধিবেশনে যিনি সংস্কৃত, গ্রীক, লাতিন ও জার্মানিক গোষ্ঠীর ভাষা গুলির মধ্যে গভীর মিলের কথা বলেছিলেন তিনি হলেন – 

  • A. শার্ল বোদলেয়ার 
  • B. এল. এল. জামেন হফ 
  • C. উইলিয়াম জোন্‌স 
  • D. জন মার্শাল

উত্তর: Show

C. উইলিয়াম জোন্‌স

25. Linguistic Survey of India 1903 – 1928 সম্পাদক ছিলেন –

  • A. সুকুমার সেন 
  • B. জর্জ গ্রিয়ার্সন 
  • C. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের 
  • D. জন মার্শাল

উত্তর: Show

B. জর্জ গ্রিয়ার্সন

26. শূন্যস্থান পূরণ কর: ভারত ……….  ভাষা বংশের দেশ।

  • A. দুই 
  • B. চার 
  • C. তিন 
  • D. ছয়

উত্তর: Show

B. চার

27. পন্ডিতেরা যে শব্দের মধ্যে নিগ্রোবটু ভাষার হদিস পান –

  • A. চামচিকা 
  • B. বাদুড় 
  • C. পেঁচা 
  • D. চাতক

উত্তর: Show

B. বাদুড়

28. ভারতের প্রাচীনতম ভাষা বংশের নাম হল – 

  • A. আস্ট্রিক 
  • B. দ্রাবিড় 
  • C. ভোটচীনীয় 
  • D. ইন্দো-ইউরোপীয় 

উত্তর: Show

A. আস্ট্রিক

29. সাঁওতালি ভাষার লিপির উদ্ভাবক হলেন – 

  • A. রমেশ মুর্মু 
  • B. বিদ্যাসাগর 
  • C. পি. ও. বোর্ডিং 
  • D. রঘুনাথ মুর্মু

উত্তর: Show

D. রঘুনাথ মুর্মু

30. মুন্ডারি এনসাইক্লোপিডিয়া কে সংকলিত করেন?

  • A. ফের্দিনা দ্য সোস্যুর 
  • B. ফাদার হফম্যান 
  • C. পি. ও. বোর্ডিং 
  • D. রঘুনাথ মুর্মু

উত্তর: Show

B. ফাদার হফম্যান

31. শংকরাচার্য ভারতবর্ষের কোন্‌ রাজ্যের অধিবাসী? –

  • A. তামিলনাড়ু 
  • B. কেরালা 
  • C. কর্ণাটক 
  • D. মহারাষ্ট্র 

উত্তর: Show

B. কেরালা

32. হরপ্পা ও মহেঞ্জোদাড়ো ভারতের কোন অঞ্চলে অবস্থিত? 

  • A. উত্তর-পশ্চিম সীমান্তে 
  • B. দক্ষিণ-পূর্ব সীমান্তে 
  • C. উত্তর পূর্ব সীমান্তে 
  • D. দক্ষিণ-পশ্চিম সীমান্তে

উত্তর: Show

A. উত্তর-পশ্চিম সীমান্তে

33. কেরল ও লাক্ষা দ্বীপের প্রধান ভাষা হল –  

  • A. দ্রাবিড় 
  • B. কন্নড় 
  • C. মালায়ালাম 
  • D. তামিল

উত্তর: Show

C. মালায়ালাম

34. ভাষাভাষীর সংখ্যার বিচারে ভাষাবংশের মধ্যে ভারতে যে ভাষা প্রথম স্থান অধিকার করেছে, তা হল – 

  • A. তামিল ভাষা 
  • B. কন্নড় ভাষা 
  • C. তেলুগু ভাষা 
  • D. বাংলা ভাষা

উত্তর: Show

C. তেলুগু ভাষা

35. অসম শব্দের উৎপত্তি হয় –

  • A. আহাম শব্দ থেকে 
  • B. আহোম শব্দ থেকে 
  • C. আরাম শব্দ থেকে 
  • D. অঙ্গামি শব্দ থেকে

উত্তর: Show

B. আহোম শব্দ থেকে

36. অষ্টাধ্যায়ী ব্যাকরণ গ্রন্থটি যাঁর রচনা –

  • A. পানিনি 
  • B. পতঞ্জলি 
  • C. চরক 
  • D. সুশ্রুত

উত্তর: Show

A. পানিনি

37. মধ্য ভারতীয় আর্য (MIA) ভাষার সময়সীমা হল –

  • A. ৬০০ খ্রি. পূ. – ৯০০ খ্রি. 
  • B. ৬০০ খ্রি. – ৯০০ খ্রি. 
  • C. ৬০০ খ্রি. পূ. – ৯০০ খ্রি. পূ. 
  • D. ১৫০০ খ্রি. পূ. – ৬০০ খ্রি. পূ.

উত্তর: Show

A. ৬০০ খ্রি. পূ. – ৯০০ খ্রি.

38. পালি ভাষায় লিখিত গ্রন্থের নিদর্শন হল –

  • A. জাতকের গল্প 
  • B. ঋগ্বেদ 
  • C. অষ্টাধ্যায়ী
  • D. গ্রন্থ সাহিব

উত্তর: Show

A. জাতকের গল্প

39. বাংলা ভাষা যে ভারতীয় আর্য ভাষার নমুনা – 

  • A. OIA 
  • B. MIA 
  • C. NIA 
  • D. প্রাক্ আর্য

উত্তর: Show

C. NIA

40. পালি নামটি যাঁর দেওয়া –

  • A. বুদ্ধঘোষ 
  • B. সুকুমার সেন 
  • C. হরপ্রসাদ শাস্ত্রী 
  • D. সুনীত কুমার চট্টোপাধ্যায়

উত্তর: Show

A. বুদ্ধঘোষ

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *