দর্শন – সেট 3 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024 (Philosophy Set-3 ABTA HS Test Paper Solution 2023-2024)
দর্শন – সেট 3 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024
III (AC-205, AC-206)
PHILOSOPHY
ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2023-24
MCQ
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: 1 × 24 = 24
(i) বৈধ অবরোহ যুক্তির যুক্তিবাক্য ও সিদ্ধান্তের সম্পর্ক হল –
- (a) আকস্মিক
- (b) নিরপেক্ষ
- (c) বাচনিক
- (d) প্রসক্তি
উত্তর : Show
(d) প্রসক্তি
(ii) যুক্তি বিজ্ঞান হল –
- (a) আদর্শনিষ্ঠ বিজ্ঞান
- (b) বস্তুনিষ্ঠ বিজ্ঞান
- (c) যুক্তিনিষ্ঠ বিজ্ঞান
- (d) এগুলির কোনোটিই নয়
উত্তর : Show
(a) আদর্শনিষ্ঠ বিজ্ঞান
(iii) লৌকিক আরোহ, অনুমানকে শিশুসুলভ অনুমান বলেছেন –
- (a) মিল
- (b) হবস্
- (c) জনসন
- (d) বেকন
উত্তর : Show
(d) বেকন
(iv) যুক্তিতে যে বচনের সত্যতা দাবি করা হয়, তাকে বলে –
- (a) অবয়ব
- (b) সিদ্ধান্ত
- (c) যুক্তি বাক্য
- (d) অবধারণ
উত্তর : Show
(b) সিদ্ধান্ত
(v) সাপেক্ষ বচনের অংশ হল –
- (a) একটি অংশ
- (b) তিনটি অংশ
- (c) চারটি অংশ
- (d) দুটি অংশ
উত্তর : Show
(d) দুটি অংশ
(vi) O বচনের বিরুদ্ধ বচনের অসম বিরোধী বচন হল –
- (a) I বচন
- (b) E বচন
- (c) A বচন
- (d) O বচন
উত্তর : Show
(a) I বচন
(vii) অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ অস্বীকার করেছেন –
- (a) অ্যারিস্টটল
- (b) কান্ট
- (c) মিল
- (d) বেইন
উত্তর : Show
(a) অ্যারিস্টটল
(viii) CESARE নামক শুদ্ধ মূর্তিটির সংস্থানটি হল –
- (a) প্রথম
- (b) তৃতীয়
- (c) চতুর্থ
- (d) দ্বিতীয়
উত্তর : Show
(d) দ্বিতীয়
(ix) নিরপেক্ষ ন্যায়ের প্রধান যুক্তিবাক্যে যে পদগুলি থাকে –
- (a) হেতু ও সাধ্য
- (b) সাধ্য ও পক্ষ
- (c) হেতু ও পক্ষ
- (d) কোনোটিই নয়
উত্তর : Show
(a) হেতু ও সাধ্য
(x) প্রাকল্পিক বচনে অনুগ সত্য হলে বচনটি হবে –
- (a) সত্য
- (b) মিথ্যা
- (c) আপতিক
- (d) আংশিক মিথ্যা
উত্তর : Show
(a) সত্য
(xi) P অথবা q, ~P/q∴ এই যুক্তি আকারটি হল –
- (a) M.P
- (b) M.T
- (c) D.S
- (d) HS
উত্তর : Show
(c) D.S
(xii) ‘পরী নেই’ বচনটির ভেন চিত্র হল –
উত্তর : Show
(a)
(xiii) সকল অ-S হয় p এর বুলীয় ভাষ্যটি হল –
- (a) \(\overline{S}\overline{P}=O\)
- (b) \(\overline{S}P=O\)
- (c) \(SP=O\)
- (d) \(S\overline{P}=O\)
উত্তর : Show
(a) \(\overline{S}\overline{P}=O\)
(xiv) ‘p ⊃ q’ এই যৌগিক বাক্যটি মিথ্যা হবে যদি –
- (a) P সত্য এবং q সত্য হয়
- (b) p মিথ্যা এবং q মিথ্যা হয়
- (c) p মিথ্যা এবং q সত্য হয়
- (d) p সত্য এবং q মিথ্যা হয়
উত্তর : Show
(d) p সত্য এবং q মিথ্যা হয়
(xv) P এর সমার্থক বচন হল –
- (a) ~P
- (b) ~~P
- (c) ~~~P
- (d) সবকয়টি
উত্তর : Show
(b) ~~P
(xvi) নিচের কোনটি গ্রাহক?
- (a) ⊃
- (b) P
- (c) V
- (d) =
উত্তর : Show
(b) P
(xvii) আরোহ অনুমানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল –
- (a) প্রসক্তি সম্পর্ক
- (b) আরোহমূলক লাফ
- (c) সামান্যীকরণ
- (d) বৈধতা
উত্তর : Show
(b) আরোহমূলক লাফ
(xviii) ‘প্রকৃতি সম অবস্থায় সম অচরণ করে – এই নীতিকে বলা হয় –
- (a) প্রকৃতির একরূপতা নীতি
- (b) কার্যকারণ নীতি
- (c) তাদাত্ম্য নীতি
- (d) বিরোধবাধক নীতি
উত্তর : Show
(a) প্রকৃতির একরূপতা নীতি
(xix) বৈজ্ঞানিক আরোহ, অনুমানের বস্তুগত ভিত্তি হল –
- (a) কার্যকারণ নীতি
- (b) প্রকৃতির একরূপতা নীতি
- (c) পর্যবেক্ষণ ও পরীক্ষণ
- (d) অবাধ অভিজ্ঞতা
উত্তর : Show
(c) পর্যবেক্ষণ ও পরীক্ষণ
(xx) এককারণবাদী দার্শনিক হলেন –
- (a) মিল
- (b) বেইন
- (c) কোপি
- (d) যোসেফ
উত্তর : Show
(c) কোপি
(xxi) শক্তির অবিনশ্বতার সূত্রটি হল –
- (a) কারণের পরিমাণগত লক্ষণ
- (b) কারণের গুণগত লক্ষণ
- (c) পর্যাপ্ত শর্তরূপে কারণ
- (d) আবশ্যিক শর্তরূপে কারণ
উত্তর : Show
(a) কারণের পরিমাণগত লক্ষণ
(xxii) ‘বায়ুর উপস্থিতিই শব্দ সৃষ্টির কারণ’ –
- (a) আবশ্যিক শর্ত
- (b) পর্যাপ্ত শর্ত
- (c) বহু কারণ বাদ
- (d) আবশ্যিক-পর্যাপ্ত শর্ত
উত্তর : Show
(a) আবশ্যিক শর্ত
(xxiii) স্থায়ীকারণের বিষয়গুলিতে যে পদ্ধতিতে প্রয়োগ করা হয়ে থাকে –
- (a) অন্বয়ী পদ্ধতি
- (b) ব্যতিরেকী পদ্ধতি
- (c) সহ-পরিবর্তন পদ্ধতি
- (d) অন্বয় ব্যতিরেকী পদ্ধতি
উত্তর : Show
(c) সহ-পরিবর্তন পদ্ধতি
(xxiv) একটিমাত্র সদর্থক দৃষ্টান্ত এবং একটিমাত্র নঞর্থক দৃষ্টান্ত দেখা যায় যে পদ্ধতিতে –
- (a) অন্বয়ী পদ্ধতিতে
- (b) অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতিতে
- (c) ব্যতিরেকী পদ্ধতিতে
- (d) সহ-পরিবর্তন পদ্ধতিতে
উত্তর : Show
(c) ব্যতিরেকী পদ্ধতিতে
VSAQ
(i) যুক্তির আকার কাকে বলে?
উত্তর : যুক্তির গঠন বিন্যাস বা কাঠামো হলো যুক্তির আকার।
অথবা, সাপেক্ষ যুক্তি কাকে বলে?
উত্তর : যে বচনে উদ্দেশ্য ও বিধেয় পদের সম্বন্ধ অন্য কোনো শর্তের ওপর নির্ভরশীল তাকে সাপেক্ষ যুক্তি বলে। উদাহরণ : যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে।
(ii) অ্যারিস্টটল কোন্ বিরোধীতাকে স্বীকার করেছেন?
উত্তর : বিপরীত বিরোধিতা এবং বিরুদ্ধ বিরোধিতা।
(iii) ‘সাধারণত মানুষ পরিশ্রমী নয়’- বচনটির অসম বিরোধী বচন নির্ণয় করো।
উত্তর : L.F – কোনো কোনো মানুষ নয় পরিশ্রমী ব্যক্তি। – ‘O’
উপরের ‘O’ বচনের অসম বিরোধিতা হল – কোনো মানুষ নয় পরিশ্রমী ব্যক্তি। – ‘E’
অথবা, অসম বিরোধীতার ক্ষেত্রে সত্যতার নিয়মটি লেখো।
উত্তর : ১) সামান্য বচন সত্য হলে বিশেষ বচন সত্য হয় কিন্তু এর বিপরীত কথা সত্য নয় অর্থাৎ, বিশেষ বচন সত্য হলে আমান্য বচন হবে অনিশ্চিত।
২) বিশেষ বচন মিথ্যা হলে সামান্য বচন মিথ্যা হয় কিন্তু এর বিপরীত কথা সত্য নয় অর্থাৎ, সামান্য বচন মিথ্যা হলে বিশেষ বচন হবে অনিশ্চিত।
(iv) বিপরীত পদ কাকে বলে?
উত্তর : কোনো পদের বিপরীত অর্থযুক্ত পদকে বলা হয় বিপরীত পদ।
বিরুদ্ধ পদ : যদি দুটি পদ এমন দুটি শ্রেণিকে বোঝায় যাদের কোনো বস্তুই উভয়ই শ্রেণির অন্তর্ভুক্ত হতে পারে না এবং ওই দুটির পদ দ্বারা নির্দিষ্ট শ্রেণির সবটুকু সম্পূর্ণ হয়, তখন সেই বিরোধি পদ দুটিকে পরস্পরের বিরুদ্ধ পদ বলে।
অথবা, অমাধ্যম অনুমানকে ‘পুনরুক্তিমূলক’ কে বলেছেন?
উত্তর :
(v) ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের একটি প্রতীকী উদাহরণ দাও।
উত্তর : যদি P তবে Q
নয় Q
∴ নয় P
(vi) ‘বিকল্প’ কাকে বলে?
উত্তর : বৈকল্পিক বচনের “অথবা” শব্দটির দ্বারা যে দুটি অংশকে যুক্ত করা হয় তাকে বিকল্প বলে।
অথবা, MT-এর আকারটি লেখো।
উত্তর : যদি P তবে Q
নয় Q
∴ নয় P
(vii) বুলীয় ভাষ্য কী?
উত্তর : জর্জ বুল বচনের অস্তিত্বমূলক তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে নিরপেক্ষ বচনগুলিকে যে সূত্রের মাধ্যমে প্রকাশ করেন তাকে বলে বুলীয় ভাষ্য।
(viii) পরিপূরক শ্রেণি বলতে কি বোঝ?
উত্তর : যে শ্রেণি মূল শ্রেণির বিরুদ্ধ হয় তাকে পরিপূরক শ্রেণি বলে।
অথবা, ভেনচিত্রে প্রকাশ করো: ‘মানুষ কদাচিৎ সৎ’।
উত্তর : L.F – কোনো কোনো মানুষ হয় সৎ। – ‘I’
বুলীয় ভাষ্যরূপ : SP ≠ 0
ভেনচিত্র উপস্থাপন :
(ix) স্বতঃসত্য এবং স্বতঃমিথ্যা বচনের একটি করে উদাহরণ দাও।
উত্তর : স্বতঃসত্য বচনের একটি উদাহরণ হল PV~P
স্বতঃমিথ্যা বচনের একটি উদাহরণ হল P.~P
(x) সত্যসারণিতে একটি গ্রাহক থাকলে সারি কয়টি হবে?
উত্তর : 2 টি।
অথবা, সংযৌগিক বচন ও বচনাকারের দৃষ্টান্ত দাও।
উত্তর :
(xi) কোন্ অনুমানকে শিশুসুলভ অনুমান আখ্যা দেওয়া হয়?
উত্তর : লৌকিক আরোহ অনুমানকে
অথবা, উপমাযুক্তির মূল্যায়ণের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মানদণ্ড কী?
উত্তর : সাদৃশ্যের বিষয়গুলির প্রাসঙ্গিকতা।
(xii) কোন প্রকার আরোহ, অনুমানে আমরা বিশেষ যুক্তিবাক্য থেকে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করে থাকি?
উত্তর : উপমাযুক্তি।
(xiii) সামান্যীকরণ কী?
উত্তর : সে প্রক্রিয়ার সাহায্যে কয়েকটি বিশেষ বিশেষ দৃষ্টান্ত, পর্যবেক্ষণ ও পরিক্ষণ করে একটি সামান্য বচন প্রতিষ্ঠা করা হয় তাকে সামান্যীকরণ বলে।
(xiv) কারণকে আবশ্যিক শর্ত অর্থে কে ব্যবহার করেছেন?
উত্তর : কোপি।
(xv) মিল ‘কারণ’ এর কী সংজ্ঞা দিয়েছেন?
উত্তর : কারণ হল কার্যের অব্যবহিত, শর্তান্তরহীন, অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা।
অথবা, বহুকারণবাদীরা কারণকে কীরূপ শর্তে গ্রহণ করেছেন?
উত্তর : পর্যাপ্ত শর্ত।
(xvi) কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তি কী কী?
উত্তর : a) বস্তুর অবিনশ্বতার নিয়ম।
b) শক্তির অবিনশ্বতার নিয়ম।