দর্শন – সেট 1 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024 (Philosophy Set-2 ABTA HS Test Paper Solution 2023-2024)
দর্শন – সেট 1 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024
I (AC-6, AC-7)
ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2023-24
PHILOSOPHY
MCQ
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 1 × 24 = 24
(i) ‘Logos’ শব্দটির অর্থ হল –
- (a) অনুমান
- (b) চিন্তা
- (c) বচন
- (d) সংবেদন
উত্তর : Show
(b) চিন্তা
(ii) যুক্তিবিদ্যার জনক হলেন –
- (a) প্লেটো
- (b) অ্যারিস্টটল
- (c) পিথাগোরাস
- (d) থেলাস
উত্তর : Show
(b) অ্যারিস্টটল
(iii) তর্কবিদ্যাকে ‘সর্বশাস্ত্রের প্রদীপ’ বলেছেন –
- (a) অ্যারিস্টটল
- (b) লক্
- (c) প্লেটো
- (d) অন্নংভট্ট
উত্তর : Show
(d) অন্নংভট্ট
(iv) ‘আমি বিদ্যালয়ে যাব না’ – এটি হল –
- (a) বচন
- (b) বাক্য
- (c) অনুমান
- (d) ন্যায়
উত্তর : Show
(b) বাক্য
(v) বাক্য বলা হয় –
- (a) চিন্তার প্রকাশকে
- (b) চিন্তার ভাষাগত প্রকাশকে
- (c) চিন্তার দৈহিক অঙ্গভঙ্গিগত প্রকাশকে
- (d) চিন্তার মানসিক রূপকে
উত্তর : Show
(b) চিন্তার ভাষাগত প্রকাশকে
(vi) বিপরীত বিরোধিতাকে বলা হয় –
- (a) অনুবিষম
- (b) অতিবিষম
- (c) বিরুদ্ধ
- (d) বিরূপতা
উত্তর : Show
(b) অতিবিষম
(vii) পরস্পর বিরোধী দুটি বচনের মধ্যে যদি একটি সত্য হয় এবং অপরটি মিথ্যা হয় কিন্তু এর বিপরীত কথাটি সত্য না হয়, তাহলে উভয়ের মধ্যে সম্বন্ধ হল –
- (a) অসম বিরোধিতা
- (b) বিপরীত বিরোধিতা
- (c) অধীন-বিপরীত বিরোধিতা
- (d) বিরুদ্ধ বিরোধিতা
উত্তর : Show
(b) বিপরীত বিরোধিতা
(viii)
∴ S—P এই সংস্থানের আকার হল –
- (a) প্রথম সংস্থান
- (b) দ্বিতীয় সংস্থান
- (c) তৃতীয় সংস্থান
- (b) চতুর্থ সংস্থান
উত্তর : Show
(c) তৃতীয় সংস্থান
(ix) AOO মূর্তিটি বৈধ হয় –
- (a) প্রথম সংস্থান
- (b) দ্বিতীয় সংস্থান
- (c) তৃতীয় সংস্থান
- (d) চতুর্থ সংস্থান
উত্তর : Show
(b) দ্বিতীয় সংস্থান
(x) কোন্ আকারটি অবৈধ হল –
- (a) যদি p তাহলে q, p/∴q
- (b) p অথবা q, নয় q∴p
- (c) যদি p তাহলে q, নয় q/∴ নয় p
- (d) p অথবা q, q/∴ নয় p
উত্তর : Show
(d) p অথবা q, q/∴ নয় p
(xi) প্রাকল্পিক বচনের যে অংশে মূল বক্তব্য থাকে তাকে বলে –
- (a) সংযোগী
- (b) বিকল্প
- (c) অনুগ
- (d) পূর্বগ
উত্তর : Show
(c) অনুগ
(xii) নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্যের কথা বলেছেন –
- (a) জন ভেন
- (b) জর্জ বুল
- (c) কোপি
- (d) অ্যারিস্টটল
উত্তর : Show
(b) জর্জ বুল
(xiii) ‘কোনো কোনো মানুষ নয় অ-সুখী’ -এর ভেনচিত্রটি হল?
উত্তর : Show
b
(xiv) দুটি অঙ্গবচনবিশিষ্ট যৌগিক বচনের সত্য সারণির নিবেশন দৃষ্টান্তের সংখ্যা হবে –
- (a) দুটি
- (b) তিনটি
- (c) চারটি
- (d) ছয়টি
উত্তর : Show
(c) চারটি
(xv) ‘রমা ও সোমা দুজনের কেউই আসবে না’ – এর প্রতীকায়িত রূপটি হবে –
- (a) ~r.s
- (b) ~r.~s
- (c) ~(r.s)
- (d) ~(r.~s)
উত্তর : Show
(c) ~(r.s)
(xvi) p⊃q -এর বচনাকারটি –
- (a) বৈধ
- (b) স্বতঃসত্য
- (c) স্বতঃ মিথ্যা
- (d) আপতিক
উত্তর : Show
(d) আপতিক
(xvii) আরোহ অনুমানের লক্ষণটি হল –
- (a) প্রত্যক্ষের অতিক্রমন
- (b) অনুমান গঠন
- (c) যুক্তিবাক্যের প্রতিষ্ঠা
- (d) কোনোটিই নয়
উত্তর : Show
(a) প্রত্যক্ষের অতিক্রমন
(xviii) অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি হল –
- (a) লৌকিক আরোহ
- (b) বৈজ্ঞানিক আরোহ
- (c) মন্দ উপমা
- (d) ভালো উপমা
উত্তর : Show
(c) মন্দ উপমা
(xix) আরোহ যুক্তির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন –
- (a) মিল
- (b) প্লেটো
- (c) কান্ট
- (d) লক্
উত্তর : Show
(a) মিল
(xx) এককারণবাদীদের মতে, কারণকে যে অর্থে গ্রহণ করলে বলা যায় যে, প্রতিটি কার্যের অনেক নয় বরং একটিই কারণ থাকে তা হল –
- (a) বিশেষ অর্থে
- (b) সামান্য অর্থে
- (c) শর্ত অর্থে
- (d) কার্য-কারণ অর্থে
উত্তর : Show
(b) সামান্য অর্থে
(xxi) ‘চাল ছাড়া ভাত হয় না’ – এটি –
- (a) পর্যাপ্ত শর্ত
- (b) আবশ্যিক শর্ত
- (c) উভয়ই
- (d) কোনোটিই নয়
উত্তর : Show
(b) আবশ্যিক শর্ত
(xxii) ‘অপরিবর্তনীয়’, ‘শর্তান্তরহীন’, ‘অব্যবহিত’, ‘পূর্ববর্তী’ – এই সকল বিশেষণ সূচিত করে –
- (a) কারণের গুণগত দিককে
- (b) কারণের পরিমাণগত দিককে
- (c) উভয়দিককে
- (d) কোনোটিকেই নয়
উত্তর : Show
(a) কারণের গুণগত দিককে
(xxiii) ‘যে পূর্ববর্তী ঘটনাকে বাদ দিলে কার্যের হানি হয়, সেটি সেই কার্যের কারণ বা কারণের অংশ’ – এই সূত্রটি মিল এর –
- (a) অন্বয়ী পদ্ধতির উক্তি
- (b) ব্যতিরেকী পদ্ধতির উক্তি
- (c) অন্বয়ী-ব্যতিরেকী পদ্ধতির উক্তি
- (d) সহ-পরিবর্তন পদ্ধতির উক্তি
উত্তর : Show
(b) ব্যতিরেকী পদ্ধতির উক্তি
(xxiⅳ) অপসারণের দ্বিতীয় সূত্রের ওপর প্রতিষ্ঠিত পদ্ধতি হল –
- (a) অন্বয়ী
- (b) অন্বয়ী ব্যতিরেকী
- (c) ব্যতিরেকী
- (d) সহ-পরিবর্তন
উত্তর : Show
(c) ব্যতিরেকী
VSAQ
2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1 × 16 = 16
(i) একটি বৈধ যুক্তির দৃষ্টান্ত দাও।
উত্তর : কোনো মশা নয় মাছি – ‘E’ ∴ কোনো মাছি নয় মশা – ‘E’
অথবা, মাধ্যম অনুমানে কয়টি যুক্তিবাক্য থাকে?
উত্তর : 2 টি।
(ii) কোন্ কোন্ বচনের মধ্যে বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ হয়?
উত্তর : A-O (বিরুদ্ধ বিরোধিতা), E-I (বিরুদ্ধ বিরোধিতা)
(iii) ‘কোনো কোনো ছাত্র নয় মেধাবী’ – এই বচনটির বিরুদ্ধ বচনটি লেখো।
উত্তর : L.F. – কোনো কোনো ছাত্র নয় মেধাবী। – ‘O’
∴ উপরের ‘O’ বচনটির বিরুদ্ধ বচনটি হবে – সকল ছাত্র হয় মেধাবী। – ‘A’
অথবা, বিপরীত বিরোধিতা কাকে বলে?
উত্তর : একই উদ্দেশ্য ও একই বিধেয় পদযুক্ত দুটি সামান্য বচনের মধ্যে যখন গুনগত পার্থক্য লক্ষ্য করা যায় তখন সেই দুটি বচনের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক তাকে বলা হয় বিপরীত বিরোধিতা।
উদাহরণ :
- সকল মানুষ হয় ধার্মিক ব্যক্তি। – ‘A’
- কোনো মানুষ নয় ধার্মিক ব্যক্তি। – ‘E’
(iv) সংজ্ঞার্থমূলক A বচনের আবর্তনের একটি দৃষ্টান্ত দাও।
উত্তর : সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন প্রাণী। – ‘A’
∴ সকল বুদ্ধিবৃত্তিসম্পন্ন প্রাণী হয় মানুষ। – ‘A’
অথবা, ‘I’ বচনের বিবর্তনের আবর্তিত বচনটি কী হবে?
উত্তর : I বচনের বিবর্তন ‘O’ বচন এবং তার আবর্তন তথা ‘O’ বচনের আবর্তন সম্ভব নয়।
(v) প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার প্রথম নিয়মটি লেখো।
উত্তর : প্রাকল্পিক ন্যায়ে প্রধান আশ্রয়বাক্যের পূর্বগকে ‘অপ্রধান আশ্রয় বাক্যে’ স্বীকার করে সিদ্ধান্তে অনুগকে স্বীকার করতে হবে।
(vi) প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের একটি মূর্ত দৃষ্টান্ত দাও।
উত্তর : যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে।
বৃষ্টি হয়েছে।
∴ মাটি ভিজেছে।
অথবা, বৈধতা/অবৈধতা নির্ণয় করো : সে জীবিত অথবা মৃত। সে মৃত, অতএব সে জীবিত নয়।
উত্তর : যুক্তিটির আদর্শমূল :
হয় সে জীবিত অথবা মৃত।
সে মৃত।
∴ সে জীবিত নয়।
বিচার : যুক্তিটি বৈধ (D.S.) – বিসংবাদী অর্থে।
(vii) ‘শূন্যগর্ভ শ্রেণি’ কাকে বলে?
উত্তর : যে শ্রেণিতে অন্তঃতপক্ষে একজনও সদস্য নেই অথবা যে শ্রেণিতে কোনো বস্তুর বা ব্যক্তির বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্যগর্ভ শ্রেণি বলে।
(viii) শ্রেণি ব্যবচ্ছেদ কী?
উত্তর : যে সব ব্যক্তি বা বস্তু একইসঙ্গে দুটি শ্রেণির সদস্য, তাদের নিয়ে সে ক্ষুদ্রতর শ্রেণি গঠন করা হয়, সেই ক্ষুদ্রতর শ্রেণিটিকে উক্ত শ্রেণি দুটির গুনফল বা ব্যবচ্ছেদ বলে।
অথবা, ভেনচিত্রে প্রকাশ করো: ‘মৎস্যা কন্যা আছে’।
উত্তর : মৎস্যা কন্যা আছে। – I
মৎস্যা কন্যা = S
বুলীয় ভাষ্যরূপ : S ≠ O
(ix) নিবেশন দৃষ্টান্ত কাকে বলে?
উত্তর : একটি বচনাকার থেকে প্রাপ্ত একাধিক বচনকে বলা হয় নিবেশন দৃষ্টান্ত।
(x) A ও B সত্য এবং X ও Y মিথ্যা হলে প্রদত্ত বচনাকারের সত্যমূল্য নির্ণয় করো : (~ A v B) ⊃ (~ X . Y)।
উত্তর : (~ A v B) ⊃ (~X . Y)
= (~ T v T) ⊃ (~ F . F)
= (~ F v T) ⊃ (~ T . F)
= T ⊃ F
= F
অথবা, একটি সংযৌগিক বচন কখন মিথ্যা হয়?
উত্তর : সংযৌগিক বচনের যেকোনো একটি সংযোগী মিথ্যা হলে সমগ্র সংযৌগিক বচনটি মিথ্যা হবে।
(xi) কোন্ অনুমানকে শিশুসুলভ অনুমান বলা হয়?
উত্তর : লৌকিক আরোহ অনুমানকে
(xii) বৈজ্ঞানিক আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কী কী?
উত্তর : পর্যবেক্ষন ও পরিক্ষন।
(xiii) সরল গণনামূলক আরোহ অনুমান কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর : যে অনুমানে সমস্ত দৃষ্টান্ত পর্যবেক্ষন করে আমরা একটি সামান্য বচন সিদ্ধান্ত করি সরল গণনামূলক আরোহ অনুমান বা পূর্ণ ??? মূলক আরোহ আনুমান বলে।
(xiv) শক্তির অবিনশ্বরতার সূত্রটি কী?
উত্তর : এই পৃথীবিতে যে সমস্ত শক্তি আছে তা অবিনশ্বর। শক্তির রূপান্তর ঘটে মাত্র কিন্তু তার পরিমানের কোনো হ্রাস বা বৃদ্ধি ঘটে না।
অথবা, ‘কারণ ও শর্তের’ সম্বন্ধ কী?
উত্তর : কারণ হল শর্তের সমষ্টি। অপরপক্ষে, শর্ত হল কারণের এমন এক অপরিহার্য অংশ যা কার্য সৃষ্টির সহায়ক।
(xv) কারণকে আবশ্যিক-পর্যাপ্ত শর্তরূপে গ্রহণ করেন কোন্ তর্ক বিজ্ঞানীরা?
উত্তর : কোপি (COPI)
(xvi) পর্যাপ্ত শর্ত কোন্ জাতীয় বচনে প্রকাশিত হয়?
উত্তর : সদর্থক বচন।
Its very useful to students, thanks a lot