ভূগোল – সেট 1 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024 (Geography Set-2 ABTA HS Test Paper Solution 2023-2024)
ভূগোল – সেট 1 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024
ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2023-2024
I (AC-19)
GEOGRAPHY
MCQ
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে প্রদত্ত মূল উত্তরপত্রে লেখো: 1 × 21 = 21
(i) চুনাপাথর গঠিত গুহার দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন্ ভূমিরূপটি গঠিত হয়?-
- (a) স্ট্যালাকটাইট
- (b) স্ট্যালাগমাইট
- (c) হেলিকটাইট
- (d) স্তম্ভ
উত্তর : Show
(c) হেলিকটাইট
(ii) যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয় –
- (a) আরোহন
- (b) অবরোহন
- (c) পর্যায়ন
- (d) জৈবিক আবহবিকার
উত্তর : Show
(a) আরোহন
(iii) যে পুরোদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোন দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে, তাকে বলে –
- (a) ফিয়র্ড
- (b) টম্বোলো
- (c) স্পিট
- (d) হুক
উত্তর : Show
(b) টম্বোলো
(iv) “একটি ভূমিরূপের নির্দিষ্ট জীবন ইতিহাস আছে।” উক্তিটি করেন –
- (a) সি এইচ ক্রিকসে
- (b) ডব্লু এম ডেভিস
- (c) জে টি হ্যাক
- (d) ডব্লু পেঙ্ক
উত্তর : Show
(b) ডব্লু এম ডেভিস
(v) মালভূমির খাড়া ঢালে যে জল নির্গম প্রণালী গড়ে ওঠে, তাকে বলে –
- (a) বৃক্ষরূপী জল নির্গম প্রণালী
- (b) অঙ্গুরীয় সদৃশ জলনির্গম প্রণালী
- (c) জাফরিরূপী জল নির্গম প্রণালী
- (d) সমান্তরাল জলনির্গম প্রণালী
উত্তর : Show
(a) বৃক্ষরূপী জল নির্গম প্রণালী
(vi) একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হল –
- (a) লিথোসল
- (b) রেগোসল
- (c) পলিমৃত্তিকা
- (d) পডজল
উত্তর : Show
(d) পডজল
(vii) উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ হল –
- (a) লোহা
- (b) ম্যাঙ্গানিজ
- (c) তামা
- (d) নাইট্রোজেন
উত্তর : Show
(d) নাইট্রোজেন
(viii) নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে যেটি গ্রিনহাউস গ্যাস নয়, সেটি হল –
- (a) CO2
- (b) O2
- (c) O3
- (d) CFC
উত্তর : Show
(b) O2
(ix) হ্যারিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের জন্ম দেয় –
- (a) চীন সাগর
- (b) বঙ্গোপসাগর
- (c) বিস্কে উপসাগর
- (d) ক্যারিবিয়ান সাগর
উত্তর : Show
(d) ক্যারিবিয়ান সাগর
(x) লবণাক্ত জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদ শ্রেণিকে বলে –
- (a) হাইড্রোফাইট
- (b) লিথোফাইট
- (c) হ্যালোফাইট
- (d) জেরোফাইট
উত্তর : Show
(c) হ্যালোফাইট
(xi) ভারতে জীববৈচিত্র্যের উষ্ণবিন্দু বলে পরিগণিত হয় –
- (a) পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য
- (b) গাঙ্গেয় সমভূমি
- (c) ছোটোনাগপুর মালভূমি
- (d) থর মরুভূমি
উত্তর : Show
(a) পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য
(xii) একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হল –
- (a) সুনামি
- (b) খরা
- (c) ভূপাল গ্যাস বিপর্যয়
- (d) ধস
উত্তর : Show
(c) ভূপাল গ্যাস বিপর্যয়
(xiii) সোনালী পোশাক কর্মীরূপে নিযুক্ত ব্যক্তিবর্গের কাজের স্তরটি হল –
- (a) অতি নব্যস্তর
- (b) প্রাথমিক স্তর
- (c) পরিষেবা স্তর
- (d) দ্বিতীয় বা গৌণ স্তর
উত্তর : Show
(a) অতি নব্যস্তর
(xiv) ভারতে ‘নীল বিপ্লব’ যে উৎপাদনের সাথে জড়িত, তা হল –
- (a) দুধ
- (b) মাংস
- (c) ডিম
- (d) মাছ
উত্তর : Show
(d) মাছ
(xv) মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হল –
- (a) পাট শিল্প
- (b) কাগজ শিল্প
- (c) রবার শিল্প
- (d) পেট্রো রসায়ন শিল্প
উত্তর : Show
(c) রবার শিল্প
(xvi) ‘পর্যটন’ যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত, তা হল –
- (a) প্রাথমিক ক্ষেত্র
- (b) দ্বিতীয় ক্ষেত্র
- (c) তৃতীয় ক্ষেত্র
- (d) চতুর্থ ক্ষেত্র
উত্তর : Show
(c) তৃতীয় ক্ষেত্র
(xvii) ভারতে ‘খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে’ একটি অগ্রণী রাজ্য হল –
- (a) পশ্চিমবঙ্গ
- (b) বিহার
- (c) মধ্যপ্রদেশ
- (d) মিজোরাম
উত্তর : Show
(a) পশ্চিমবঙ্গ
(xviii) সুয়েজ খাল সংযুক্ত করেছে –
- (a) ভূমধ্যসাগর ও এডেন উপসাগরকে
- (b) ভূমধ্যসাগর ও আরল সাগরকে
- (c) ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে
- (d) ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে
উত্তর : Show
(d) ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে
(xix) ‘জনসংখ্যা বিবর্তন তত্ত্ব’র প্রথম পর্যায় বলতে বোঝায় –
- (a) প্রাক্ শিল্পবিপ্লব সময়কালকে
- (b) শিল্প বিপ্লবের সময়কালকে
- (c) শিল্পবিপ্লব পরবর্তী সময়কালকে
- (d) বর্তমান সময়কালকে
উত্তর : Show
(a) প্রাক্ শিল্পবিপ্লব সময়কালকে
(xx) ভারতে পরিযান সর্বাধিক ঘটে –
- (a) গ্রাম থেকে শহরে
- (b) শহর থেকে শহরে
- (c) গ্রাম থেকে গ্রামে
- (d) শহর থেকে গ্রামে
উত্তর : Show
(a) গ্রাম থেকে শহরে
(xxi) অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হল –
- (a) সাক্ষরতার হার
- (b) মোট অভ্যন্তরীণ উৎপাদন
- (c) প্রত্যাশিত আয়ুষ্কাল
- (d) ক্রয় ক্ষমতার সমতা
উত্তর : Show
(b) মোট অভ্যন্তরীণ উৎপাদন
VSAQ
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1 × 14 = 14
(i) ‘পর্যায়ন’ কাকে বলে?
উত্তর : নদী উৎস থেকে মোহনা পর্যন্ত ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে নদী খাতের ঢালের মধ্যে যে ভারসাম্যে সৃষ্টি হয়, তা পর্যায়ন নামে পরিচিত।
অথবা, ‘অন্ধ উপত্যকা’ কাকে বলে?
উত্তর : চুনাপাথর গঠিত অঞ্চলের উপর দিয়ে নদী প্রবাহিত হওয়ার সময় নদীপথে sink hole অবস্থান করলে, নদী ঐ sinkhole এর মধ্যে প্রবেশ করে, যার ফলে উপর থেকে নদীকে আর দেখতে পাওয়া যায় না এরূপ নদী উপত্যকাকে অন্ধ উপত্যকা বলা হয়।
(ii) ‘টম্বোলো’ কাকে বলে?
উত্তর : ‘টম্বোলো’ হলো সমুদ্রের তরঙ্গের সঞ্চয় কাজের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ। সমুদ্রের নিকটবর্তী কোনো দ্বীপ যখন মূল ভূখণ্ডের সাথে নুড়ি, বালি,ইত্যাদি দিয়ে তৈরি একপ্রকার সংযোগকারী বাঁধ।
অথবা ‘ফিয়র্ড উপকূল’ বলতে কী বোঝ?
উত্তর :হিমবাহ উপত্যকার সমুদ্রের জলে নিমজ্জিত হয়ে যে উপকূল গঠন করে তাকে ফিয়ড উপকূল বলে। এর আকৃতি সাধারণত ইংরেজি ‘U’ অক্ষরের মতো হয়।
(iii) ‘পেডিমেন্ট’ কীভাবে গঠিত হয়?
উত্তর : পর্বতের পাদদেশে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে নদীবাহিত নুড়ি,বালি,পলি ইত্যাদি সঞ্চিত হয়ে প্রায় মসৃণ ঢালযুক্ত পস্তরময় ভূমিরূপ গঠিত হয় যা পেডিমেন্ট নামে পরিচিত।
(iv) পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও।
উত্তর : যেসব নদী ভূমির উত্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য ভূমি ভাগ গভীরভাবে কেটে পূর্বেকার প্রবাহ পথ বজায় রেখে প্রবাহিত হয় তাকে পূর্ববর্তী নদী বলে।
অথবা, ‘অঙ্গুরীয় জলনির্গম প্রণালী’ বলতে কী বোঝ?
উত্তর : সাধারণত গম্বুজাকৃতি পার্বত্য অঞ্চলে কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে অবস্থান করলে কোমল শিলা স্তর বরাবর সৃষ্ট নদীগুলি গম্বুজের চারপাশে প্রায় গোল হয়ে প্রবাহিত হওয়ার মাধ্যমে যে নদী নকশা গড়ে ওঠে তাকে অঙ্গুরীয় জল নির্গম প্রণালী বলে। হাজারীবাগ মালভূমিতে এই ধরনের নদী নকশা গড়ে উঠেছে।
(v) ‘হিউমিফিকেশন’ কাকে বলে?
উত্তর : মৃত্তিকার উপরিস্তরে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহাবশেষ ও বর্জ্য পদার্থকে আণুবীক্ষণিক জীব বিয়োজিত ও পরিবর্তিত করে যে জটিল বাদামি বা কালো রংয়ের অকেলাসিত আকার হীন যে মাটির সৃষ্টি হয় তাকে হিউমাস বলে। এইভাবে হিউমাস মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলা হয়।
অথবা, মৃত্তিকার গ্রথন বলতে কী বোঝ?
উত্তর : মৃত্তিকা কণার আপেক্ষিক অনুপাতকে এক কথায় মৃত্তিকার গ্রথন বলে। যা মাটির সূক্ষ্মতা ও স্থুলতাকে নির্দেশ করে।
(vi) ‘উচ্চতাপযুক্ত উদ্ভিদ’ বলতে কী বোঝায়?
উত্তর : আলোকপ্রিয় উদ্ভিদ কে বোঝায়। এই ধরনের উদ্ভিদ প্রধানত নিরক্ষীয় অঞ্চলে জন্মায়।
(vii) ‘লা নিনা’ বলতে কী বোঝায়?
উত্তর : লা নিনা-একটি স্পেনীয় শব্দ যার ইংরেজি অর্থ The little girl.বাংলায় বোঝায় ছোট্টো মেয়ে। অর্থের দিক দিয়ে এটি El nino এর ঠিক বিপরীত অবস্থা। অর্থাৎ, চিলি, পেরু ও ইকুয়েডর এর সমুদ্র উপকূল ভাগে যে শীতল সামুদ্রিক স্রোত প্রবাহিত হয় তাকে লা নিনা বলে।
অথবা, আয়ন বায়ু কাকে বলে?
উত্তর : দুই ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর যে বায়ু নিয়মিত ভাবে প্রবাহিত হয় তাকে আয়ন বায়ু বলে। উত্তর গোলার্ধে উত্তর-পূর্ব আয়ন বায়ু,দক্ষিণ গোলার্ধে দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু নামে পরিচিত ।
(viii) ‘জীববৈচিত্র্য’-এর সংজ্ঞা দাও।
উত্তর :পৃথিবীর শিলামন্ডল, জলমন্ডল ও বায়ুমণ্ডল এ বসবাসকারী বিভিন্ন প্রাণী ও অনুজীব এবং উদ্ভিদের মধ্যে জিনগত,প্রজাতিগত ও বাস্তুতান্ত্রিক গত বৈচিত্র্য কে জীববৈচিত্র্য বলে ।১৯৮০ সালে টমাস ই লাভজয় প্রথম এই শব্দটি ব্যবহার করেন।
অথবা, নিজস্ব প্রাকৃতিক পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণকে কী নামে অভিহিত করা যায়?
উত্তর : In situ সংরক্ষণ বলে।
(ix) ‘হড়পাবান’ বলতে কী বোঝ?
উত্তর : সাধারণত হঠাৎ করে অল্প সময়ের মধ্যে অতিরিক্ত বৃষ্টিপাত হলে বিশাল মাত্রায় দ্রুতগতি সম্পন্ন জলপ্রবাহ ঘটে তাকে হড়পা বান বলে।পার্বত্য অঞ্চলে এই প্রকার বন্যা সবথেকে বেশি লক্ষ্য করা যায়। ২০১৩ সালে ভারতের উত্তরাখণ্ডে এই প্রকার বন্যায় প্রচুর মানুষের জীবন ও সম্পত্তিহানি ঘটে।
(x) বাজারভিত্তিক উদ্যান কৃষি বলতে কী বোঝ?
উত্তর : প্রধানত বড় বড় শহরের দৈনন্দিন শাকসবজি, ফুল, ফল ইত্যাদি চাহিদা মেটানোর জন্য শহরের উপকণ্ঠে আধুনিক পদ্ধতিতে এই প্রকার শাকসবজি,ফুল,ফল চাষ করা হয়,তখন তাকে বাজারভিত্তিক উদ্যান কৃষি বলে। আমেরিকা যুক্তরাষ্ট্রে এই কৃষি কে ট্রাক ফার্মিং বলে।
অথবা, ‘আর্দ্র কৃষি’-এর সংজ্ঞা দাও।
উত্তর : পৃথিবীর যেসব অঞ্চলে নিয়মিত এবং পর্যাপ্ত বৃষ্টিপাত হয়, সেই সব অঞ্চলে জল সেচের সাহায্য ছাড়াই কেবলমাত্র বৃষ্টির জলকে কেন্দ্র করে যখন কৃষিকাজ করা হয, তাকে আদ্র কৃষি বলে। নিরক্ষীয় জলবায়ু ও মৌসুমী জলবায়ু অঞ্চলে এই প্রকার কৃষি কাজ বেশি লক্ষ্য করা যায়।
(xi) আইসোটিম কী?
উত্তর : সমপরিবহন ব্যয় রেখাকে আইসোটিম বলে। ওয়েবার তার শিল্পস্থানিকতা মতবাদে কাঁচামালের পরিবহন ব্যয় ও উৎপাদিত দ্রব্যের পরিবহন ব্যয় কে পৃথকভাবে বোঝানোর জন্য এই কাল্পনিক রেখা সৃষ্টি করেন।
(xii) তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সংজ্ঞা দাও।
উত্তর :প্রাথমিক ও দ্বিতীয় স্তরের কাজকর্ম গুলিকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য মানুষ যখন কোন ব্যক্তি বা গোষ্ঠীকে পরিষেবা দেয় তখন তাকে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপ বলে। বাণিজ্য, পরিবহন, পর্যটন ইত্যাদি এই স্তরের কার্যাবলীর অন্তর্গত।
(xiii) ‘জলবিন্দু বসতি’ বলতে কী বোঝ?
উত্তর : সাধারণত জলের উৎস স্থানকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তাকে জলবিন্দু বসতি বলে। শুষ্ক বা মুরুপ্রায় অঞ্চলে এই ধরনের জনবসতি গড়ে ওঠে।
(xiv) পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও।
উত্তর : যখন কোন অঞ্চলের সুষম অর্থনৈতিক উন্নতির জন্য বিভিন্ন পরিকল্পনা করে এবং বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে অঞ্চলটির এমনভাবে উন্নয়ন করা হয় যা সর্বত্র সমভাবে এক ও অভিন্ন প্রকৃতির হয় তাকে পরিকল্পনা অঞ্চল বলে।