দর্শন – সেট 2 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024

দর্শন – সেট 2 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024 (Philosophy Set-2 ABTA HS Test Paper Solution 2023-2024)

দর্শন – সেট 2 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024

II (AC-185, AC-186)

PHILOSOPHY

ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2023-24

MCQ

1. বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী (MCQ)। বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: 1 × 24 = 24

(i) ‘যদি অভীপ্সা কম্পিউটার কেনে তবে সোহম মোবাইল কিনবে’ – এটি হল একটি – 

  • (a) নিরপেক্ষ বচন 
  • (b) প্রাকল্পিক বচন 
  • (c) বৈকল্পিক বচন 
  • (d) দ্বি-প্রাকল্পিক বচন 

উত্তর : Show

(b) প্রাকল্পিক বচন

(ii) “বৈধ অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে।” বিবৃতিটি –

  • (a) সত্য 
  • (b) মিথ্যা 
  • (c) অনিশ্চিত 
  • (d) স্ববিরোধী 

উত্তর : Show

(a) সত্য

(iii) যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলে – 

  • (a) অবৈজ্ঞানিক আরোহ 
  • (b) বৈজ্ঞানিক আরোহ 
  • (c) উপমা যুক্তি 
  • (d) অবরোহ যুক্তি 

উত্তর : Show

(d) অবরোহ যুক্তি

(iv) উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় – 

  • (a) সামান্য বচনের 
  • (b) বিশেষ বচনের 
  • (c) সদর্থক বচনের 
  • (d) নঞর্থক বচনের 

উত্তর : Show

(a) সামান্য বচনের

(v) একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হল – 

  • (a) দুটি 
  • (b) তিনটি 
  • (c) চারটি 
  • (d) ছয়টি 

উত্তর : Show

(c) চারটি

(vi) বচনের বিরোধানুমান হল এক প্রকার – 

  • (a) মাধ্যম অনুমান 
  • (b) অমাধ্যম অনুমান 
  • (c) ন্যায় অনুমান 
  • (d) যৌগিক যুক্তি 

উত্তর : Show

(b) অমাধ্যম অনুমান

(vii) একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে তাকে বলা হয় – 

  • (a) বিপরীত বিরোধিতা 
  • (b) অধীন বিপরীত বিরোধিতা 
  • (c) অসম বিরোধিতা 
  • (d) বিরুদ্ধ বিরোধিতা 

উত্তর : Show

(a) বিপরীত বিরোধিতা

(viii) নিরপেক্ষ ন্যায়ের মোট বৈধ মূর্তির সংখ্যা হল – 

  • (a) 17 
  • (b) 18 
  • (c) 19 
  • (d) 20 

উত্তর : Show

(c) 19

(ix) ‘DIMARIS’ মূর্তিটি বৈধ হয় – 

  • (a) প্রথম সংস্থান 
  • (b) দ্বিতীয় সংস্থান 
  • (c) তৃতীয় সংস্থান 
  • (d) চতুর্থ সংস্থান 

উত্তর : Show

(d) চতুর্থ সংস্থান

(x) প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির যে বাক্যটি প্রাকল্পিক বচন তা হল – 

  • (a) প্রধান আশ্রয়বাক্য 
  • (b) অপ্রধান আশ্রয়বাক্য 
  • (c) তৃতীয় আশ্রয়বাক্য 
  • (d) সিদ্ধান্ত

উত্তর : Show

(a) প্রধান আশ্রয়বাক্য

(xi) শর্ত অনুযায়ী বচন দুই প্রকার – 

  • (a) প্রাকল্পিক বচন ও বৈকল্পিক বচন 
  • (b) বিশ্লেষক বচন ও সংশ্লেষক বচন 
  • (c) সাপেক্ষ বচন ও নিরপেক্ষ বচন 
  • (d) সামান্য সদর্থক বচন ও সামান্য নঞর্থক বচন 

উত্তর : Show

(a) প্রাকল্পিক বচন ও বৈকল্পিক বচন

(xii) ‘সকল অ-S হয় অ-P – বচনটির বুলীয় ভাষ্য হল – 

  • (a) \(S\overline{P}=O\) 
  • (b) \(\overline{S}P=O\) 
  • (c) \(SP=O\) 
  • (d) \(\overline{S}\overline{P}=O\) 

উত্তর : Show

(b) \(\overline{S}P=O\)

(xiii) কোনো কোনো ছাত্র নয় অ-কবি। বচনটির ভেনচিত্র হল –

দর্শন - সেট 2 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024

উত্তর : Show

(b)

(xiv) যে যৌগিক বচনের সত্যসারণীর সবকটি নিবেশন দৃষ্টান্ত সত্য হয় তাকে বলে – 

  • (a) স্বতঃসত্য 
  • (b) স্বতঃমিথ্যা 
  • (c) আপতিক 
  • (d) বিশ্লেষক 

উত্তর : Show

(a) স্বতঃসত্য

(xv) “খেলা চলবে যদি বৃষ্টি না হয়” – বচনটির প্রতীকায়িত রূপ হল – 

  • (a) ~ R ⊃ M 
  • (b) M ⊃ ~ R
  • (c) ~M ⊃ R 
  • (d) ~ R ⊃ ~ M 

উত্তর : Show

(a) ~ R ⊃ M

(xvi) ‘P ⊃ Q’ এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি –

  • (a) P সত্য এবং Q মিথ্যা হয় 
  • (b) P মিথ্যা এবং Q মিথ্যা হয় 
  • (c) P সত্য এবং Q সত্য হয় 
  • (d) P মিথ্যা এবং Q সত্য হয় 

উত্তর : Show

(a) P সত্য এবং Q মিথ্যা হয়

(xvii) আরোেহ অনুমানের বস্তুগত ভিত্তি হল – 

  • (a) পর্যবেক্ষণ ও পরীক্ষণ 
  • (b) প্রকৃতির একরূপতা নীতি 
  • (c) কার্য-কারণ নীতি 
  • (d) সামান্যীকরণ 

উত্তর : Show

(a) পর্যবেক্ষণ ও পরীক্ষণ

(xviii) লৌকিক আরোেহ অনুমানকে ‘শিশুসুলভ’ অনুমান বলেছেন – 

  • (a) মিল 
  • (b) হবস 
  • (c) জনসন 
  • (d) বেকন

উত্তর : Show

(d) বেকন

(xix) অপ্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি হল – 

  • (a) লৌকিক আরোহ 
  • (b) বৈজ্ঞানিক আরোহ 
  • (c) মন্দ উপমা 
  • (d) ভালো উপমা 

উত্তর : Show

(c) মন্দ উপমা

(xx) কে এককারণবাদ সমর্থন করেন? – 

  • (a) অ্যারিস্টটল 
  • (b) কান্ট 
  • (c) হিউম 
  • (d) কোপি 

উত্তর : Show

(d) কোপি

(xxi) “অক্সিজেনের উপস্থিতি হল দহনের কারণ” – এখানে ‘কারণ’ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হল – 

  • (a) আবশ্যিক শর্ত 
  • (b) পর্যাপ্ত শর্ত 
  • (c) বহুকারণবাদ 
  • (d) আবশ্যিক পর্যাপ্ত শর্ত 

উত্তর : Show

(a) আবশ্যিক শর্ত

(xxii) শক্তির অবিনশ্বরতা-র সূত্রটি হল – 

  • (a) কারণের পরিমাণগত লক্ষণ 
  • (b) কারণের গুণগত লক্ষণ 
  • (c) কারণের আবশ্যিক শর্ত 
  • (d) কারণের পর্যাপ্ত শর্ত

উত্তর : Show

(a) কারণের পরিমাণগত লক্ষণ

(xxiii) যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরোহী যুক্তির প্রবর্তন করেন তিনি হলেন – 

  • (a) আই. এম. কোপি 
  • (b) কার্ভেদ রীড 
  • (c) জন স্টুয়ার্ট মিল 
  • (d) ডব্লু. ভি. ও. কোয়াইন

উত্তর : Show

(c) জন স্টুয়ার্ট মিল 

(xxiv মিলের যে আরোহ পদ্ধতিটি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তা হল – 

  • (a) অন্বয়ী পদ্ধতি 
  • (b) ব্যতিরেকী পদ্ধতি 
  • (c) যুগ্ম পদ্ধতি 
  • (d) সহ-পরিবর্তন পদ্ধতি

উত্তর : Show

(b) ব্যতিরেকী পদ্ধতি

VSAQ

2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1 × 16 = 16 

(i) যুক্তি কাকে বলে? 

উত্তর : যুক্তি হল এমন বচন সমষ্টি, যেখানে একটি বচনের সত্যত্বার অপর একটি বচনের সত্যত্ত্বার ওপর নির্ভর করে বলে দাবি করা হয়।

উদাহরণ : সকল মানুষ হয় মরণশীল।

রাম হয় মানুষ।

∴ রাম হয় মরণশীল।

অথবা, অবরোহ যুক্তি বলতে কী বোঝ? 

উত্তর : যে যুক্তিতে সিদ্ধান্তটি এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি আশ্রয়বাক্যের তুলনায় কম ব্যাপক বা সমব্যাপক হয়, তাকে বলা হয় অবরোহ যুক্তি।

(ii) অমাধ্যম অনুমান কাকে বলে? 

উত্তর : যে অবরোহ যুক্তিতে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি আশ্রয়বাক্যের তুলনায় কম ব্যাপক বা সমব্যাপক হয়, তাকে অমাধ্যম অনুমান বলে।

উদাহরণ : কোনো মশা নয় মাছি। – ‘E’

∴ কোনো মাছি নয় মশা। – ‘E’

(iii) অসম বিরোধিতার সত্যতার নিয়মটি লেখো। 

উত্তর : ১) সামান্য বচন সত্য হলে বিশেষ বচন সত্য হয় কিন্তু এর বিপরীত কথা সত্য নয় অর্থাৎ, বিশেষ বচন সত্য হলে আমান্য বচন হবে অনিশ্চিত।

২) বিশেষ বচন মিথ্যা হলে সামান্য বচন মিথ্যা হয় কিন্তু এর বিপরীত কথা সত্য নয় অর্থাৎ, সামান্য বচন মিথ্যা হলে বিশেষ বচন হবে অনিশ্চিত।

অথবা, “কোনো কোনো মানুষ হয় সত্যনিষ্ঠ ব্যক্তি।” – বচনটির অধীন বিপরীত বচন উল্লেখ করো। 

উত্তর : L.F. – কোনো কোনো মানুষ হয় সত্যনিষ্ঠ ব্যক্তি। – ‘I’ 

∴ উপরের ‘’ বচনের অধীন বিপরীত বিরোধিতা হবে – কোনো কোনো মানুষ নয় সত্যনিষ্ঠ ব্যক্তি। – ‘O’

(iv) ‘A’ বচনটির একটি সরল আবর্তনের উদাহরণ দাও। 

উত্তর : সকল ফুল হয় পুষ্প। – ‘A’ 

∴ সকল পুষ্প হয় ফুল। – ‘A’

(v) প্রাকল্পিক ন্যায়ের গঠনমূলক (M.P) আকারের দৃষ্টান্ত দাও। 

উত্তর : যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে।

বৃষ্টি হয়েছে।

∴ মাটি ভিজেছে।

অথবা, বিসংবাদী বিকল্প বলতে কী বোঝ? 

উত্তর : যখন বৈকল্পিক বচনের ছুটি বিকল্প পরস্পর বিরোধী হয়, অর্থাৎ যখন দুটি বিকল্প একসঙ্গে সত্য হতে পারে না তখন তাকে বিসংবাদী বিকল্প বলে।

উদাহরণ : হয় নাম কলকাতায় অথবা দিল্লিতে।

(vi) বৈধতা/ অবৈধতা নির্ণয় করো : যদি লক বস্তুবাদী হন তবে তিনি দার্শনিক, লক দার্শনিক। সুতরাং তিনি বস্তুবাদী। 

উত্তর : যুক্তিটির আদর্শরূপঃ যদি লক বস্তুবাদী হন তবে তিনি দার্শনিক। 

লক দার্শনিক।

∴ তিনি বস্তুবাদী।

বিচার : যুক্তিটি অবৈধ।

দোষ : অনুগ স্বীকার জনিত দোষ।

(vii) ‘শূন্যগর্ভ শ্রেণি’ কাকে বলে? 

উত্তর : যে শ্রেণিতে অন্তঃতপক্ষে  একজনও সদস্য নেই অথবা যে শ্রেণিতে কোনো বস্তুর বা ব্যক্তির বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্যগর্ভ শ্রেণি বলে।

অথবা, ‘O’ বচনের বুলীয় ব্যাখ্যা কী? 

উত্তর : \(S \overline{P} \neq 0\)

(viii) ভেনচিত্রে প্রকাশ করো: ‘ভূত নেই’। 

উত্তর : ভূত নেই। – ‘E’

ভূত = S

বুলীয় ভাষ্যরূপ : S = 0

ভেনচিত্রে উপস্থাপন 

ভেনচিত্রে প্রকাশ করো 'ভূত নেই

(ix) বুলীয়ান বিরোধ চতুষ্কোণটি দেখাও। 

উত্তর : 

বুলীয়ান বিরোধ চতুষ্কোণ

অথবা, অস্তিত্বমূলক দোষ কাকে বলে? 

উত্তর : সে বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই (A ও E) সেই বচনকে আশ্রয়বাক্য করে যদি এমন বচন সিদ্ধান্ত হিসাবে নিঃসৃত করা হয় যার অস্তিত্বমূলক তাৎপর্য আাছে (I ও O) তখন সেই যুক্তিতে যে দোষ ঘটে তাকে অস্তিত্বমূলক দোষ বলে।

(x) স্বতঃসত্য বাক্য কাকে বলে? 

উত্তর : যে যৌগিক বচনের সত্যসারণীর সবকটি নিবেষণ দৃষ্টান্ত সত্য হয় তাকে বলা হয় স্বতঃসত্য বাক্য।

অথবা, আপতিক বচনাকার কিরূপ? 

উত্তর : P . Q

PQP.Q
TTT
TFF
FTF
FFF

(xi) আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কী কী? 

উত্তর : পর্যবেক্ষণ ও পরিক্ষণ।

অথবা, প্রকৃতির একরূপতার নীতি কাকে বলে? 

উত্তর : উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতা নির্ভর করে যে নীতির ওপর, তা হল প্রকৃতির একরূপতার নীতি।

(xii) বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি কী বচন? 

উত্তর : সামান্য সংশ্লেষ বচন।

(xiii) সামান্যীকরণ বলতে কী বোঝায়? 

উত্তর : সে প্রক্রিয়ার সাহায্যে কয়েকটি বিশেষ বিশেষ দৃষ্টান্ত, পর্যবেক্ষণ ও পরিক্ষণ করে একটি সামান্য বচন প্রতিষ্ঠা করা হয় তাকে সামান্যীকরণ বলে।

(xiv) কার্ভেদ রীড কিভাবে কারণের লক্ষণ দিয়েছেন? 

উত্তর : কারণের গুনগত লক্ষণ : গুণের দিক থেকে কারণ হল কার্যের অব্যবহৃত, শর্তান্তরহীন, অপরিবর্তনীয়, পূর্ববর্তী ঘটনা।

কারণের পরিমানগত লক্ষণ : পরিমানের দিক থেকে কারণ হল কার্যের সমান।

অথবা, কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তিগুলি কী কী? 

উত্তর : a) বস্তুর অবিনশ্বতার নিয়ম।

b) শক্তির অবিনশ্বতার নিয়ম।

(xv) কারণ ও শর্তের মধ্যে মূল পার্থক্য কী? 

উত্তর : কারণ হল শর্তের সমষ্টি। অপরপক্ষে, শর্ত হল কারণের এমন এক অপরিহার্য অংশ যা কার্য সৃষ্টির সহায়ক।

অথবা, কারণের সদর্থক শর্ত বলতে কী বোঝায়?

উত্তর : যে শর্তগুলি উপস্থিত না থাকলে কার্য ঘটতে পারে না, তা হল সদর্থক শর্ত।

(xvi) “যদি A ঘটে তবে B নামক ঘটনাটিও ঘটে” – এখানে A, B-এর কী রূপ শর্ত? 

উত্তর : পর্যাপ্ত শর্ত।

অথবা, বহুকারণ সমন্বয়ের নীতিটি উল্লেখ করো।

উত্তর : যে মতবাদ অনুসারে একাধিক কারণ একত্র মিলিত হয়ে যখন একটি মিশ্র কার্য উৎপন্ন করে তখন সেই মিশ্র কার্যের কারণকে বলা হয় বহুকারণ সমন্বয়।

উদাহরণ : যখন একাধিক লোক মিলিত হয়ে একটি গাড়ি টানে, তখন বহুকারণ সমন্বয় কার্যটি সম্পন্ন হয়।

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *