দর্শন – সেট 4 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024 (Philosophy Set-4 ABTA HS Test Paper Solution 2023-2024)
দর্শন – সেট 4 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024
IV
PHILOSOPHY
ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2023-24
বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী
1. বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: 1 x 24 = 24
(i) যে যুক্তির আশ্রয়বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা হয় তা হল –
- (a) বৈধ যুক্তি
- (b) অবৈধ যুক্তি
- (c) আরোহ যুক্তি
- (d) অবরোহ যুক্তি
উত্তর : Show
(b) অবৈধ যুক্তি
(ii) যুক্তির অংশ দুটি হল –
- (a) আকার ও উপাদান
- (b) শব্দ ও পদ
- (c) অবয়ব ও বচন
- (d) যুক্তিবাক্য ও সিদ্ধান্ত
উত্তর : Show
(d) যুক্তিবাক্য ও সিদ্ধান্ত
(iii) বৈধতার প্রশ্নটি যুক্ত থাকে –
- (a) বচনের সঙ্গে
- (b) বাক্যের সঙ্গে
- (c) শব্দের সঙ্গে
- (d) যুক্তির সঙ্গে
উত্তর : Show
(d) যুক্তির সঙ্গে
(iv) গুণ অনুসারে বচন –
- (a) দুই প্রকার
- (b) তিন প্রকার
- (c) চার প্রকার
- (d) পাঁচ প্রকার
উত্তর : Show
(a) দুই প্রকার
(v) যে বচনের কেবলমাত্র বিধেয় পদ ব্যাপ্য হয় তা হল –
- (a) A বচন
- (b) E বচন
- (c) O বচন
- (d) I বচন
উত্তর : Show
(c) O বচন
(vi) অ্যারিস্টটলের মতে প্রকৃত বিরোধিতা হল –
- (a) বিপরীত বিরোধিতা
- (b) অধীন বিপরীত বিরোধিতা
- (c) অসম বিরোধিতা
- (d) বিরুদ্ধ বিরোধিতা
উত্তর : Show
(d) বিরুদ্ধ বিরোধিতা
(vii) বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে O বচন সত্য হলে A বচন হবে –
- (a) সত্য
- (b) মিথ্যা
- (c) অনিশ্চিত
- (d) কোনোটিই নয়
উত্তর : Show
(b) মিথ্যা
(viii) AAA মূর্তিটি বৈধ হয় –
- (a) প্রথম সংস্থানে
- (b) দ্বিতীয় সংস্থানে
- (c) তৃতীয় সংস্থানে
- (d) চতুর্থ সংস্থানে
উত্তর : Show
(a) প্রথম সংস্থানে
(ix) নিরপেক্ষ ন্যায়ের বৈধ মূর্তির সংখ্যা হল –
- (a) 16 টি
- (b) 17 টি
- (c) 1৪ টি
- (d) 19 টি
উত্তর : Show
(d) 19 টি
(x) বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের নিয়মটিকে বলা হয় –
- (a) MP
- (b) MT
- (c) DS
- (d) CD
উত্তর : Show
(c) DS
(xi) বিসংবাদী বিকল্পগুলি একই সাথে –
- (a) সত্য হয়
- (b) মিথ্যা হয়
- (c) সত্য হয় না
- (d) সবগুলি ঠিক
উত্তর : Show
(c) সত্য হয় না
(xii) শূন্য শ্রেণির বুলীয় ভাষ্যটি হল –
- (a) S=O
- (b) S#O
- (c) SP=O
- (d) SP#O
উত্তর : Show
(a) S=O
(xiii) মূল শ্রেণির বিরুদ্ধ শ্রেণিকে বলা হয় –
- (a) শূন্য
- (b) অশূন্য
- (c) পরিপূরক
- (d) এদের কোনোটিই নয়
উত্তর : Show
(c) পরিপূরক
(xiv) দুটি বচনগ্রাহক সম্বলিত সত্যসারণীর সারির সংখ্যা হল –
- (a) দুটি
- (b) চারটি
- (c) আটটি
- (d) ষোলোটি
উত্তর : Show
(b) চারটি
(xv) P এবং Q উভয়ে মিথ্যা হলে PVQ হবে-
- (a) সত্য
- (b) মিথ্যা
- (c) আপতিক
- (d) কোনটিই নয়
উত্তর : Show
(b) মিথ্যা
(xvi) ‘PV(P⊃P) এই যৌগিক বাক্যটি সর্বদাই –
- (a) স্বতঃ সত্য
- (b) স্বতঃ মিথ্যা
- (c) বৈধ
- (d) অনিয়ত
উত্তর : Show
(a) স্বতঃ সত্য
(xvii) আরোহ অনুমানের আকারগত ভিত্তি হল –
- (a) দৃষ্টান্ত গণনা
- (b) পর্যবেক্ষণ ও পরীক্ষণ
- (c) সাদৃশ্যের প্রাসঙ্গিকতা
- (d) প্রকৃতির একরূপতানীতি ও কার্যকরণ নীতি
উত্তর : Show
(d) প্রকৃতির একরূপতানীতি ও কার্যকরণ নীতি
(xviii) আরোহ অনুমানের সমস্যাটি হল –
- (a) বৈধতা নির্ণয়
- (b) অবৈধতা নির্ণয়
- (c) আকারগত সত্যতা নির্ণয়
- (d) সামান্যীকারণ
উত্তর : Show
(d) সামান্যীকারণ
(xix) অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে শিশু সুলভ আরোহ অনুমান বলেছেন –
- (a) বেকন
- (b) বুল
- (c) ভেন
- (d) কান্ট
উত্তর : Show
(a) বেকন
(xx) কারণের অপরিহার্য অংশকে বলা হয় –
- (a) কার্য
- (b) কারণ
- (c) শর্ত
- (d) কারণাংশ
উত্তর : Show
(c) শর্ত
(xxi) বহুকারণবাদে কারণকে গ্রহণ করা হয় –
- (a) আবশ্যিক শর্ত হিসাবে
- (b) পর্যাপ্ত শর্ত হিসাবে
- (c) আবশ্যিক পর্যাপ্ত শর্ত হিসাবে
- (d) নঞর্থক শর্ত হিসাবে
উত্তর : Show
(b) পর্যাপ্ত শর্ত হিসাবে
(xxii) পরিমাণের দিক থেকে কারণ হল –
- (a) শর্তের সমান
- (b) গুণের সমান
- (c) অংশের সমান
- (d) কার্যের সমান
উত্তর : Show
(d) কার্যের সমান
(xxiii) মিলের যে পদ্ধতিকে মূলত আবিষ্কারের পদ্ধতি বলা হয় তা হল –
- (a) অন্বয়ী পদ্ধতি
- (b) ব্যতিরেকী পদ্ধতি
- (c) সহপরিবর্তন পদ্ধতি
- (d) পরিশেষ পদ্ধতি
উত্তর : Show
(a) অন্বয়ী পদ্ধতি
(xxiv) দ্বৈত অন্বয়ী পদ্ধতি হল –
- (a) অন্বয়ী পদ্ধতি
- (b) ব্যতিরেকী পদ্ধতি
- (c) অন্বয়ী-ব্যতিরেকী পদ্ধতি
- (d) সহপরিবর্তন পদ্ধতি
উত্তর : Show
(c) অন্বয়ী-ব্যতিরেকী পদ্ধতি
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী
2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1 × 16 = 16
(i) যুক্তি কাকে বলে?
উত্তর : যুক্তি হল এমন বচন সমষ্টি, যেখানে একটি বচনের সত্যত্বার অপর একটি বচনের সত্যত্ত্বার ওপর নির্ভর করে বলে দাবি করা হয়।
উদাহরণ : সকল মানুষ হয় মরণশীল।
রাম হয় মানুষ।
∴ রাম হয় মরণশীল।
অথবা, যুক্তির বস্তুগত সত্যতা বলতে কী বোঝায়?
উত্তর : যুক্তির বস্তুগত সত্যতা বলতে বোঝায় তার বাস্তবানুগতাকে অর্থাৎ যুক্তির অন্তর্গত বচনগুলি তখন সত্য হবে, যখন সেই বচনকে প্রকাশিত বিষয়ের সঙ্গে বাস্তবের মিল থাকে, তাকেই যুক্তির বস্তুগত সত্যতা বলে।
(ii) বিপরীত বিরোধিতা কাকে বলে?
উত্তর : একই উদ্দেশ্য ও একই বিধেয় পদযুক্ত দুটি সামান্য বচনের মধ্যে যখন গুনগত পার্থক্য লক্ষ্য করা যায় তখন সেই দুটি বচনের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক তাকে বলা হয় বিপরীত বিরোধিতা।
উদাহরণ : সকল মানুষ হয় ধার্মিক ব্যক্তি। – ‘A’
কোনো মানুষ নয় ধার্মিক ব্যক্তি। – ‘E’
(iii) অসম বিরোধিতার সত্যতার নিয়মটি লেখো।
উত্তর : ১) সামান্য বচন সত্য হলে বিশেষ বচন সত্য হয় কিন্তু এর বিপরীত কথা সত্য নয় অর্থাৎ, বিশেষ বচন সত্য হলে আমান্য বচন হবে অনিশ্চিত।
২) বিশেষ বচন মিথ্যা হলে সামান্য বচন মিথ্যা হয় কিন্তু এর বিপরীত কথা সত্য নয় অর্থাৎ, সামান্য বচন মিথ্যা হলে বিশেষ বচন হবে অনিশ্চিত।
অথবা, কোন্ কোন্ বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতা রয়েছে?
উত্তর : I-O (অধীন বিপরীত বিরোধিতা)
(iv) সীমিত আবর্তন কাকে বলে?
উত্তর : যে আবর্তনের আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হয় তাকে সীমিত আবর্তন বলে।
অথবা, A বচনের সম আবর্তনের একটি দৃষ্টান্ত দাও।
উত্তর : সকল ফুল হয় পুষ্প। – ‘A’
∴ সকল পুষ্প হয় ফুল। – ‘A
(v) প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে?
উত্তর : যে সাপেক্ষ যুক্তির প্রধান আশ্রয়বাক্য প্রাকল্পিক বচন এবং অপ্রধান আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত নিরপেক্ষ বচন হয় তাকে বলা হয় প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়।
(vi) বিকল্প পরিগ্রহণ দোষ কাকে বলে?
উত্তর : বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয়বাক্যের যেকোনো একটি বিকল্পকে অপ্রধান আশ্রয়বাক্যে স্বীকার করে সিদ্ধান্তে অন্য বিকল্পকে অস্বীকার করতে হবে তখন সেক্ষেত্রে সে দোষ ঘটবে তা হল বিকল্প পরিগ্রহন দোষ।
অথবা, বিকল্প পরিগ্রহণ দোষের একটি উদাহরণ দাও।
উত্তর : হয় রাম অভিনেতা অথবা গায়ক।
রাম অভিনেতা
∴ রাম গায়ক নয়।
(vii) অস্তিত্বমূলক দোষ কাকে বলে?
উত্তর : সে বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই (A ও E) সেই বচনকে আশ্রয়বাক্য করে যদি এমন বচন সিদ্ধান্ত হিসাবে নিঃসৃত করা হয় যার অস্তিত্বমূলক তাৎপর্য আাছে (I ও O) তখন সেই যুক্তিতে যে দোষ ঘটে তাকে অস্তিত্বমূলক দোষ বলে।
(viii) বুলীয় লিপির উদ্ভাবক কে?
উত্তর : জর্জবুল।
অথবা, ভেনচিত্রের রূপকার কে?
উত্তর : জন ভেন।
(ix) প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়?
উত্তর : প্রাকল্পিক বচনের পূর্বগ সত্য এবং অনুগ মিথ্যা হলে সমগ্র প্রাকল্পিক বচন হবে মিথ্যা।
অথবা, ~ P কখন সত্য হয়?
উত্তর :
(x) বৈকল্পিক বচনের অংশগুলিকে কী বলা হয়?
উত্তর :
(xi) আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কী কী?
উত্তর : পর্যবেক্ষণ ও পরিক্ষণ।
(xii) উপমাযুক্তি কাকে বলে?
উত্তর :
অথবা, মন্দ উপমাযুক্তির একটি দৃষ্টান্ত দাও।
উত্তর : গোরুরও চারটি পা রয়েছে। টেবিলেরও চারটি পা রয়েছে। গোরু যেমন দৌড়াতে পারে ঠিক তেমনি টেবিলও দৌড়াতে পারে।
(xiii) আরোহ অনুমানের লাফকে ‘অন্ধকারের ঝাঁপ দেওয়া’ কে বলেছেন?
উত্তর : মিল।
(xiv) বহুকারণবাদ বলতে কী বোঝায়?
উত্তর :
অথবা, বহুকারণবাদের সমর্থক কারা?
উত্তর : মিল, বেইন।
(xv) কে কারণকে পর্যাপ্ত শর্ত হিসাবে গ্রহণ করেছেন?
উত্তর :
(xvi) ক হলো খ-এর আবশ্যিক শর্ত – এ কথার অর্থ কী?
উত্তর : ক না ঘটলে খ ঘটে না। কিন্তু ক ঘটলে খ নাও ঘটতে পারে।
অথবা, আবশ্যিক শর্ত হিসাবে কারণের একটি দৃষ্টান্ত দাও।
উত্তর : অগ্নিসংযোগ না ঘটলে ধূম সৃষ্টি হয়না। কিন্তু অগ্নিসংযোগ ঘটলে ধূমসৃষ্টি নাও হতে পারে।