স্বাস্থ্য ও শারীরশিক্ষা – সেট 2 (Page AC-131) : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025

স্বাস্থ্য ও শারীরশিক্ষা – সেট 2 (Page AC-131) : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025 (Health and Physical Education Set-2 ABTA HS Test Paper Solution 2024-2025)

ABTA Test Paper 2024-2025 Class 12 Health and Physical Education

ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2024-2025

স্বাস্থ্য ও শারীরশিক্ষা – সেট 2 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025 | ABTA Test Paper 2024-2025 Class 12 Health and Physical Education Page AC 131

II (AC-131)

HEALTH AND PHYSICAL EDUCATION (PHED)

বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি

1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: 1 × 8 = 8

(i) কত বছর বয়সে মেয়েদের বয়ঃসন্ধি শুরু হয়? 

  • (a) 11 
  • (b) 13 
  • (c) 9 
  • (d) 151 

উত্তর : Show

(a) 11

(ii) প্রথম আধুনিক অলিম্পিক কবে অনুষ্ঠিত হয়? 

  • (a) 1896 
  • (b) 1899 
  • (c) 1996 
  • (d) 1999। 

উত্তর : Show

(a) 1896

(iii) দেহভর সূচক অনুসারে স্থূলকায় মানুষের সূচক – 

  • (a) 25 Kg/m² 
  • (b) 25-29.9 Kg/m² 
  • (c) 30-40 Kg/m²  
  • (d) 40 Kg/m² 

উত্তর : Show

(b) 25-29.9 Kg/m²

(iv) Motivation কথার অর্থ হল – 

  • (a) প্রক্ষোভ 
  • (b) প্রবৃত্তি 
  • (c) আগ্রহ 
  • (d) কোনোটি নয়। 

উত্তর : Show

(b) প্রবৃত্তি

(v) যোগচর্চা প্রথম শুরু হয় – 

  • (a) জাপান 
  • (b) ভারতে 
  • (c) চীনে 
  • (d) গ্রিসে। 

উত্তর : Show

(b) ভারতে

(vi) দীর্ঘ লম্ফন রানওয়ের দূরত্ব – 

  • (a) 25-30 mts 
  • (b) 45-55 mts 
  • (c) 40-45 mts 
  • (d) 60 mts

উত্তর : Show

(c) 40-45 mts

(vii) কোন যন্ত্রে রক্তে উপস্থিত শর্করা পরিমাপ করা হয় – 

  • (a) স্টেথোস্কোপ 
  • (b) থার্মোমিটার 
  • (c) স্ফিগমোম্যানোমিটার 
  • (d) গ্লুকোমিটার

উত্তর : Show

(d) গ্লুকোমিটার

(viii) নিউটনের কোন সূত্রটি জড়তা বা জাড্যের সূত্র – 

  • (a) প্রথম গতিসূত্র 
  • (b) দ্বিতীয় গতিসূত্র 
  • (c) তৃতীয় গতিসূত্র 
  • (d) কোনোটিই নয়

উত্তর : Show

(a) প্রথম গতিসূত্র

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1 × 4 = 4 

(i) প্রবাহী বায়ু বলতে কী বোঝ? 

উত্তর : স্বাভাবিক ভাবে শ্বাস গ্ৰহণ (প্রশ্বাস) এবং শ্বাস ত্যাগে (নিঃশ্বাস) যে পরিমাণ বায়ু গৃহীত বা বর্জিত হয় তার পরিমাণকে প্রবাহী বায়ু বলে। এর পরিমাণ 500 ml।

অথবা, স্বাস্থ্য সম্পর্কিত দুটি সক্ষমতার উপাদানের নাম লেখো। 

উত্তর : 1. পেশী শক্তি, 2. পেশী সহনশীলতা।

(ii) SAI-এর পুরো নাম কী? 

উত্তর : Sports Authority of India 

অথবা, প্রবৃত্তি কাকে বলে? 

উত্তর : প্রবৃত্তি বলতে বোঝায়, কোনও ব্যাক্তির নিজস্ব ঝোঁক, অভিরুচি বা স্পৃহা। প্রবৃত্তি মানুষের আচরনণর উপর প্রভাব ফেলে। প্রবৃত্তি বিষয়ে গবেষণা করা হয় জেনেটিক্স, লিম্বিক সিস্টেম, স্নায়বিক পথ এবং পরিবেশের ক্ষেত্রে।

(iii) ‘ফার্ট লেক’- কথার অর্থ কী? 

উত্তর : ফার্ট লেক কথাটির অর্থ হল – গতির খেলা।

অথবা, খো-খো খেলার খুঁটি বা পোস্টের উচ্চতা কত? 

উত্তর : দৈর্ঘ্যে 120-125 সেমি এবং ব্যাস 9-10 সেমি।

(iv) আধুনিক অলিম্পিকের নীতিবাক্যটি লেখো। 

উত্তর : আধুনিক অলিম্পিকের নীতিবাক্যটি হল – দ্রুততর, উচ্চতর এবং শক্তিশালী যা ইংরেজিতে – Citius, Altius, Fortius ।

অথবা, ত্বরণ কাকে বলে?

উত্তর : সময়ের সাথে কোনো বস্তুর বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে।

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *