স্বাস্থ্য ও শারীরশিক্ষা – সেট 4 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024

স্বাস্থ্য ও শারীরশিক্ষা – সেট 4 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024 (Health and Physical Education Set-4 ABTA HS Test Paper Solution 2023-2024)

স্বাস্থ্য ও শারীরশিক্ষা – সেট 4 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024

ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2023-2024

IV (AC-367)

HEALTH AND PHYSICAL EDUCATION (PHED)

বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী

1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: 1 × 8 = 8 

(i) অলিম্পিক বলয়ের হলুদ রঙ কোন মহাদেশের প্রতীক? 

  • (a) অস্ট্রেলিয়া 
  • (b) এশিয়া 
  • (c) আফ্রিকা 
  • (d) ইউরোপ 

উত্তর : Show

(b) এশিয়া

(ii) মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? 

  • (a) 60/120 mmHg 
  • (b) 80/120 mmHg 
  • (c) 90/100 mmHg 
  • (d) 100/120 mmHg 

উত্তর : Show

(b) 80/120 mmHg

(iii) একজন পরিশ্রমী মানুষের দৈনিক ক্যালোরি চাহিদা হল – 

  • (a) 1000 ক্যালোরি 
  • (b) 2000 ক্যালোরি 
  • (c) 3000 ক্যালোরি 
  • (d) 4000 ক্যালোরি 

উত্তর : Show

(d) 4000 ক্যালোরি

(iv) অলিম্পিক পতাকার নকশা প্রথম তৈরি করেন – 

  • (a) থিয়োডোসিয়াস 
  • (b) হেরোডোটাস 
  • (c) আলেকজান্ডার 
  • (d) ব্যারন গিয়ের কুর্বাতিন 

উত্তর : Show

(d) ব্যারন গিয়ের কুর্বাতিন

(v) অক্সিজেন ঘাটতি পূরণ হয় কোন পদ্ধতির জন্য- 

  • (a) শীতলীকরণ 
  • (b) উষ্মীকরণ 
  • (c) বিরামযুক্ত 
  • (d) কন্ডিশনিং 

উত্তর : Show

(b) উষ্মীকরণ

(vi) ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ পালন করা হয় – 

  • (a) 21 শে জুন 
  • (b) 7 ই এপ্রিল 
  • (c) 23 শে জুন 
  • (d) 5 ই জুন 

উত্তর : Show

(b) 7 ই এপ্রিল

(vii) লৌহ গোলক নিক্ষেপ সেক্টর এর ব্যাসের মাপ কত? –

  • (a) 1.235 m 
  • (b) 2.135 m 
  • (c) 2.50 m 
  • (d) 3.50 m 

উত্তর : Show

(b) 2.135 m

(viii) অনুলোম-বিলোম হল একটি – 

  • (a) আসন 
  • (b) ধ্যান 
  • (c) প্রাণায়াম 
  • (d) কর্মযোগ

উত্তর : Show

(c) প্রাণায়াম

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর তিন/চার লাইনের মধ্যে দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1 × 4 = 4

(i) SAI-এর সম্পূর্ণ নাম কী? 

উত্তর : Sports Authority of India 

অথবা, IOC-এর সম্পূর্ণ নাম কী? 

উত্তর : International Olympic Committee

(ii) নিউটনের তৃতীয় গতিসূত্রটি লেখো। 

উত্তর : প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।

অথবা, কত খ্রিস্টাব্দে নিউটন প্রিন্সিপিয়া নামক গ্রন্থটি লেখেন?

উত্তর : 1687 খ্রিষ্টাব্দে।

(iii) কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ পরিমাপ করা হয়? 

উত্তর : স্ফিগমোম্যানোমিটার।

অথবা, ব্রাডিকার্ডিয়া (কম হৃৎস্পন্দন) কী? 

উত্তর : হৃদস্পন্দনের হার মিনিটে ৬০ বারের থেকে কমে যাওয়াকে বিজ্ঞানে ব্রাডিকার্ডিয়া বলে।

(iv) ডায়াবেটিস এর প্রধান দুটি প্রকারভেদ উল্লেখ করো। 

উত্তর : ডায়াবেটিস মেলিটাস টাইপ – 1

           ডায়াবেটিস মেলিটাস টাইপ – 2

অথবা, ফার্টলেক কথাটির অর্থ কী?

উত্তর : ফার্টলেক কথাটির অর্থ হল – গতির খেলা।

ABTA Higher Secondary Test Paper 2023-2024

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *