স্বাস্থ্য ও শারীরশিক্ষা – সেট 1 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025 (Health and Physical Education Set-1 ABTA HS Test Paper Solution 2024-2025)
ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2023-2024
স্বাস্থ্য ও শারীরশিক্ষা – সেট 1 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025
I (AC-38)
HEALTH AND PHYSICAL EDUCATION (PHED)
বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি
1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: 1 × 8 = 8
(i) প্রথম আধুনিক অলিম্পিক কবে অনুষ্ঠিত হয়?
- (a) 1896
- (b) 1899
- (c) 1996
- (d) 1999।
উত্তর : Show
(a) 1896
(ii) এটিক শব্দের অর্থ –
- (a) শ্রবণ
- (b) দর্শন
- (c) গ্রহণ
- (d) পরিহার।
উত্তর : Show
(b) দর্শন
(iii) আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় –
- (a) 21 জানুয়ারি
- (b) 21 মার্চ
- (c) 21 জুন
- (d) 21 জুলাই।
উত্তর : Show
(c) 21 জুন
(iv) কঠোর পরিশ্রমী মানুষের দৈনিক ক্যালোরির চাহিদা হল –
- (a) 1000 ক্যালরি
- (b) 2000 ক্যালোরি
- (c) 3000 ক্যালোরি
- (d) 4000 ক্যালোরি।
উত্তর : Show
(d) 4000 ক্যালোরি
(v) মানুষের স্বাভাবিক রক্তচাপ হল – mm/Hg
- (a) 60/120
- (b) 80/120
- (c) 90/100
- (d) 70/130।
উত্তর : Show
(b) 80/120
(vi) ডায়াবেটিস সাধারণত কয় প্রকার?
- (a) 2
- (b) 3
- (c) 4
- (d) 51
উত্তর : Show
(a) 2
(vii) সাধারণ পুরুষ মানুষের বায়ু ধারকত্বের পরিমাণ কত?
- (a) 6.5 লিটার
- (b) 4.8 লিটার
- (c) ৪ লিটার
- (d) 10 লিটার।
উত্তর : Show
(b) 4.8 লিটার
(viii) নিউটন প্রিন্সিপিয়া গ্রন্থটি লেখেন –
- (a) 1678 খ্রিস্টাব্দে
- (b) 1687 খ্রিস্টাব্দে
- (c) 1689 খ্রিস্টাব্দে
- (d) 1698 খ্রিস্টাব্দে।
উত্তর : Show
(b) 1687 খ্রিস্টাব্দে
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1 × 4 = 4
(i) যোগের আটটি স্তর কী?
উত্তর : 1) ইয়ম, 2) নিয়ম, 3) আসন, 4) প্রানায়াম, 5) প্রত্যাহার, 6) ধারনা, 7) ধ্যান, 8) সমাধি।
অথবা, দেহভর সূচকের সূত্রটি লেখো।
উত্তর : উত্তর :
(ii) আর্থ্রাইটিস কথার অর্থ কী?
উত্তর : ‘আর্থ্রাইটিস’ শব্দটি দুটি গ্ৰিক শব্দ ‘আর্থ’ এবং ‘টিস’- এর সমন্বয়ে গঠিত। ‘আর্থ’ শব্দের অর্থ সন্ধি এবং ‘টিস’ শব্দের অর্থ প্রদাহ বা ব্যথা।অর্থাৎ, আর্থ্রাইটিস কথাটির অর্থ হল অস্থিসন্ধির ব্যথা। আর্থ্রাইটিসকে বাংলায় বাত বলা হয়।
অথবা, কোন যন্ত্রের সাহায্যে বায়ু ধারকত্ব পরিমাপ করা হয়?
উত্তর : ওয়েট স্পাইরোমিটার।
(iii) WHO এর পূর্ণ রূপ কী?
উত্তর : World Health Organization।
অথবা, কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ পরিমাপ করা হয়?
উত্তর : স্ফিগমোম্যানোমিটার।
(iv) উচ্চ লম্ফণের পদক্ষেপগুলি লেখো।
উত্তর : উচ্চ লম্ফণের তিনটি পদক্ষেপ রয়েছে। সেগুলি হল – 1. ওয়েস্টার্ন রোল, 2. স্ট্র্যাডল রোল, 3. ফসবারি ফ্লপ।
অথবা, অলিম্পিক মোটো অলটিয়াসের অর্থ কী?
উত্তর : আরো উঁচুতে।