ভৌতবিজ্ঞান – সেট 2 : ABTA মাধ্যমিক টেস্ট পেপার সমাধান 2023-2024 (Physical Science Set-2 ABTA Madhyamik Test Paper Solution 2023-2024)
ভৌতবিজ্ঞান – সেট 2 : ABTA মাধ্যমিক টেস্ট পেপার সমাধান 2023-2024
II
ABTA MADHYAMIK TEST PAPERS 2023-24
PHYSICAL SCIENCE
বিভাগ-‘ক’
1. বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: 1 × 15 = 15
1.1 মেরুজ্যোতি দেখা যায় বায়ুমণ্ডলের –
- (a) শান্তমণ্ডলে
- (b) আয়নমণ্ডলে
- (c) ক্ষুব্ধ মণ্ডলে
- (d) কোনোটিই নয়
উত্তর: Show
(b) আয়নমণ্ডলে
1.2 STP তে 5.6 লিটার CO2 এর ভর –
- (a) 5.6 গ্রাম
- (b) 11 গ্রাম
- (c) 11.2 গ্রাম
- (d) 22 গ্রাম
উত্তর: Show
(b) 11 গ্রাম
1.3 একটি গ্যাসের বাষ্পঘনত্ব 24 হলে গ্যাসটি হবে –
- (a) H2S
- (b) NH3
- (c) SO2
- (d) O3
উত্তর: Show
(d) O3
1.4 কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত হল –
- (a) 1:2
- (b) 1:3
- (c) 2:3
- (d) 1:8
উত্তর: Show
(b) 1:3
1.5 লেন্সের আলোককেন্দ্রগামী রশ্মির চ্যুতির মান –
- (a) 45°
- (b) 0°
- (c) 90°
- (d) 60°
উত্তর: Show
(b) 0°
1.6 হলুদের পরিপূরক বর্ণ হল –
- (a) বেগুনী
- (b) লাল
- (c) সবুজ
- (d) নীল
উত্তর: Show
(d) নীল
1.7 ‘ওয়াট-ঘণ্টা’ কোন রাশির একক? –
- (a) তড়িতাধান
- (b) তড়িৎশক্তি
- (c) তড়িৎক্ষমতা
- (d) তড়িৎচালক বল
উত্তর: Show
(b) তড়িৎশক্তি
1.8 কোন্ বাল্বটির রোধ সরচেয়ে বেশি?-
- (a) 220V-40W
- (b) 220V-60W
- (c) 220V-100W
- (d) 220V-150W
উত্তর: Show
(a) 220V-40W
1.9 গাছের বয়স নির্ধারণে ব্যবহৃত হয় –
- (a) 12C
- (b) 13C
- (c) 14C
- (d) 14N
উত্তর: Show
(c) 14C
1.10 পর্যায় সারণীর 15 নং শ্রেণির মৌলগুলিকে বলে –
- (a) চ্যালকোজেন
- (b) নিকটোজেন
- (c) হ্যালোজেন
- (d) এরোজেন
উত্তর: Show
(b) নিকটোজেন
1.11 ত্রিবন্ধন যুক্ত একটি সমযোজী মৌলিক অণু হল –
- (a) Cl2
- (b) O2
- (c) N2
- (d) O3
উত্তর: Show
(c) N2
1.12 অ্যানোড মাডে যে ধাতুটি পাওয়া যায় –
- (a) গোল্ড
- (b) ম্যাগনেশিয়াম
- (c) লোহা
- (d) অ্যালুমিনিয়াম
উত্তর: Show
(a) গোল্ড
1.13 কোন্ গ্যাসের সংস্পর্শে নেসলার বিকারক বাদামী বর্ণে পরিণত হয়? –
- (a) CO2
- (b) H2S
- (c) NH3
- (d) SO2
উত্তর: Show
(c) NH3
1.14 কার্বন-বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় –
- (a) Ca
- (b) Mg
- (c) Zn
- (d) Al
উত্তর: Show
(c) Zn
1.15 কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন নয়?-
- (a) CH4
- (b) C2H6
- (c) C3H8
- (d) C2H2
উত্তর: Show
(d) C2H2
বিভাগ-‘খ’
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1 × 21 = 21
2.1 বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি?
উত্তর: Show
মেসোস্ফিয়ার
অথবা, ‘ফায়ার আইস’ (Fire ice) কাকে বলে?
উত্তর: Show
মিথেন হাইড্রেটকে \(4CH_4,\: 23H_2O\)
2.2 বায়োগ্যাসের প্রধান উপাদান কি?
উত্তর: Show
\(CH_4\)
2.3 -27°C উষ্ণতার মান পরম স্কেলে কত?
উত্তর: Show
(-27+273) K = 246 K
2.4 সত্য না মিথ্যা লেখো: আদর্শ গ্যাসের বাস্তবে কোনো অস্তিত্ব নেই।
উত্তর: Show
সত্য
2.5 তাপ সঞ্চালনের যে পদ্ধতিতে কণাগুলির স্থানচ্যুতি ঘটে না, তার নাম কী?
উত্তর: Show
বিকিরণ পদ্ধতি
অথবা, SI পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক কী?
উত্তর: Show
J m-1K-1S-1 অথবা W m-1K-1
2.6 শূন্যস্থান পূরণ করো: প্রিজম …….… সৃষ্টি করতে পারে না।
উত্তর: Show
বর্ণ
2.7 দীর্ঘ দৃষ্টি বলতে কী বোঝ?
উত্তর: কোনো ত্রুটিপূর্ণ চোখ যদি দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছের বস্তুকে স্পষ্ট দেখতে না পায় তাহলে চোখের ওই ত্রুটিকে দীর্ঘ দৃষ্টি বা হাইপার মেট্রোপিয়া বলে।
2.৪ সত্য/মিথ্যা নিরূপণ করো : গৃহবর্তনীতে সব যন্ত্র শ্রেণি সমবায়ে যুক্ত থাকে।
উত্তর: Show
মিথ্যা
2.9 LED এর পুরো নাম কী?
উত্তর: Show
Light Emitting Diode
2.10 শূন্যস্থান পূরণ করো: 1 কুরী = ………. বেকারেল।
উত্তর: Show
3.7 × 1010
2.11 কোন্ শ্রেণির সকল মৌল গ্যাসীয়?
উত্তর: Show
18 শ্রেণি
অথবা, দুটি বিরল মৃত্তিকা মৌলের নাম লেখো।
উত্তর: Show
সিরিয়াম (Ce) এবং লুটেশিয়াম (Lu)
2.12 শূন্যস্থান পূরণ করো : ক্ষার ধাতু জলের সঙ্গে বিক্রিয়া করে ………. গ্যাস উৎপন্ন করে।
উত্তর: Show
হাইড্রোজেন
2.13 অষ্টক সংকুচিত হয়েছে এরূপ একটি যৌগের নাম লেখো।
উত্তর: Show
বোরণ ট্রাইফ্লুওরাইড (BF3)
অথবা, যে মৌলের পরমাণু ক্রমাঙ্ক 20, তার যোজ্যতা কত?
[Hint : ইলেকট্রন বিন্যাস – 2(K), 8(L), 8(M), 2(N)উত্তর: Show
2
2.14 তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোন্ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
উত্তর: Show
তড়িৎশক্তি থেকে রাসায়নিক শক্তি
2.15 কোন্ গ্যাসের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়?
উত্তর: Show
হাইড্রোজেন ক্লোরাইড (HCl)
2.16 সত্য/মিথ্যা নিরূপণ করো: ধাতব যৌগ থেকে ধাতু নিষ্কাশন সর্বদাই একটি জারণ প্রক্রিয়া।
উত্তর: Show
মিথ্যা
অথবা, বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত সংকর ধাতুটির নাম কি?
উত্তর: Show
ডুরালুমিন
2.17 রূপার তড়িৎলেপনে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কোন্ পদার্থ ব্যবহৃত হয়?
উত্তর: Show
পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড {K[Ag(CN)2]} -এর জলীয় দ্রবণ
অথবা, তড়িৎ বিশ্লেষণের সময় কী ধরণের তড়িৎপ্রবাহ ব্যবহার করা হয়?
উত্তর: Show
সমপ্রবাহ (DC)
2.18 বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো:
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
2.18.1 লাইকার অ্যামোনিয়া | (a) অম্লধর্মী |
2.18.2 H2S এর জলীয় দ্রবণ | (b) মিথেন |
2.18.3 জৈব ভঙ্গুর পলিমার | (c) ক্ষারধর্মী |
2.18.4 আলেয়া | (d) সেলুলোজ |
উত্তর:
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
2.18.1 লাইকার অ্যামোনিয়া | (c) ক্ষারধর্মী |
2.18.2 H2S এর জলীয় দ্রবণ | (a) অম্লধর্মী |
2.18.3 জৈব ভঙ্গুর পলিমার | (d) সেলুলোজ |
2.18.4 আলেয়া | (b) মিথেন |