বাংলা ক – সেট 6 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024

বাংলা ক – সেট 6 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024 (Bengali A Set-6 ABTA HS Test Paper Solution 2023-2024)

বাংলা ক – সেট 6 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024

VI

BENGALI (Group-A)

(বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী)

১। ঠিক বিকল্পটি নির্বাচন করো (যেকোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ১ × ১৮ = ১৮

i) “নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু….” –

  • (ক) আলসে প্রকৃতির লোক
  • (খ) সাহসী প্রকৃতির লোক
  • (গ) ভীরু প্রকৃতির লোক
  • (ঘ) চালাক প্রকৃতির লোক

উত্তর: Show

(ক) আলসে প্রকৃতির লোক

(ii) “ফুটপাথে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না;” কার প্রয়োজন হয় না?- 

  • (ক) নিখিলের
  • (খ) টুনুর মা-র
  • (গ) মৃত্যুঞ্জয়ের
  • (ঘ) টুনুর

উত্তর: Show

(গ) মৃত্যুঞ্জয়ের

(iii) “রেঁধে-বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ” – কার কাজ?- 

  • (ক) বড়ো বউয়ের
  • (খ) মেজো বউয়ের
  • (গ) সেজো বউয়ের
  • (ঘ) ছোটো বউয়ের।

উত্তর: Show

(খ) মেজো বউয়ের

(iv) বাসিনী লুকিয়ে উচ্ছবকে কী খেতে দেয়?-

  • (ক) চিড়ে
  • (খ) মুড়ি
  • (গ) বাতাসা
  • (ঘ) ছাতু

উত্তর: Show

(ঘ) ছাতু

(v) বুড়িকে ‘হরি বোল’ বলতে স্পষ্ট শুনেছে- 

  • (ক) নিবারণ বাগদি
  • (খ) নকড়ি নাপিত
  • (গ) ভটচাজ মশাই
  • (ঘ) চা-ওলা জগা

উত্তর: Show

(খ) নকড়ি নাপিত

(vi) “রক্তের অক্ষরে দেখিলাম” – কী দেখলেন?-

  • (ক) আপনার স্বপ্ন
  • (খ) আপনার রূপ
  • (গ) আপনার বেদনা
  • (ঘ) আপনার শোক

উত্তর: Show

(খ) আপনার রূপ

(vii) “নদীর জল …….. পাপড়ির মতো লাল” – শূন্য স্থানে হবে- 

  • (ক) মচকা ফুলের
  • (খ) জবা ফুলের
  • (গ) গোলাপ ফুলের
  • (ঘ) মোরগ ফুলের

উত্তর: Show

(ক) মচকা ফুলের

(viii) “গাছের সবুজটুকু শরীরে দরকার” –

  • (ক) প্রসাধনের জন্য
  • (খ) পুষ্টির জন্য
  • (গ) আরোগ্যের জন্য
  • (ঘ) বুদ্ধি বিকাশের জন্য

উত্তর: Show

(গ) আরোগ্যের জন্য

(ix) ছিন্নভিন্ন দেহ পাওয়া গেছে যে মেয়েটির, সে –

  • (ক) পথ হারিয়েছিল
  • (খ) নিখোঁজ ছিল
  • (গ) খেলতে গিয়েছিল
  • (ঘ) পালিয়ে গিয়েছিল

উত্তর: Show

(খ) নিখোঁজ ছিল

(x) “রাজা রথারোহণম নাটয়তি” লেখা আছে এক পুরানো- 

  • (ক) ওড়িয়া নাটকে
  • (খ) বাংলা নাটকে
  • (গ) সংস্কৃত নাটকে
  • (ঘ) মারাঠি নাটকে

উত্তর: Show

(খ) বাংলা নাটকে

অথবা, (xi) “গ্রিনরুমে ঘুমাই…..” কে ঘুমান?-

  • (ক) কালীনাথ সেন
  • (খ) রজনীকান্ত চট্টোপাধ্যায়
  • (গ) রামব্রীজ
  • (ঘ) রামচরণ 

উত্তর: Show

(ক) কালীনাথ সেন

(xii) “এবার নিশ্চয় লোকের খুব হাসি পাবে?” – সংলাপটি বলেছেন- 

  • (ক) শম্ভু
  • (খ) বৌদি
  • (গ) অমর
  • (ঘ) জনৈক ভদ্রলোক

উত্তর: Show

(ক) শম্ভু

অথবা, (xiii) ‘নানা রঙের দিন’ নাটকের অভিনেতা রজনীকান্তর বয়স – 

  • (ক) ৫০ বছর
  • (খ) ৫৮ বছর
  • (গ) ৬০ বছর
  • (ঘ) ৬৮ বছর

উত্তর: Show

(ঘ) ৬৮ বছর

(xiv) ‘The night is calling me-me-me’ – সংলাপটি কার লেখা?- 

  • (ক) বার্নাড শ
  • (খ) শেলী
  • (গ) শেকস্পিয়র
  • (ঘ) বায়রন

উত্তর: Show

(ক) বার্নাড শ

অথবা, (xv) মেয়েটি রজনীকান্তকে কেবল কোন্ চরিত্রে পার্ট করতে দেখেছিল? – 

  • (ক) দিলদারের
  • (খ) সাজাহানের
  • (গ) আলমগিরের
  • (ঘ) মহম্মদের

উত্তর: Show

(গ) আলমগিরের

(xvi) থিবসের দরজা ছিল- 

  • (ক) সাতটি
  • (খ) নয়টি
  • (গ) এগারোটি
  • (ঘ) তেরোটি

উত্তর: Show

(ক) সাতটি

অথবা, (xvii) বলীকান্ধারী মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন?-

  • (ক) একবার
  • (খ) দুইবার
  • (গ) তিনবার
  • (ঘ) চারবার

উত্তর: Show

(গ) তিনবার

(xviii) সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ ছবির সংগীত পরিচালনা করেন – 

  • (ক) সত্যজিৎ রায়
  • (খ) পণ্ডিত রবিশঙ্কর
  • (গ) ওস্তাদ বিলায়েৎ খাঁ
  • (ঘ) সলিল চৌধুরী

উত্তর: Show

(খ) পণ্ডিত রবিশঙ্কর

(xix) রবীন্দ্রনাথের ‘সহজপাঠ’ গ্রন্থের অলংকরণ করেছিলেন- 

  • (ক) যামিনী রায়
  • (খ) নন্দলাল বসু
  • (গ) অবনীন্দ্রনাথ ঠাকুর
  • (ঘ) সুনয়নী দেবী

উত্তর: Show

(খ) নন্দলাল বসু

(xx) বাঙালির সার্কাসের প্রাণপুরুষ হলেন- 

  • (ক) মনমোহন বসু
  • (খ) প্রিয়নাথ বসু
  • (গ) মনমোহন ঘোষ
  • (ঘ) প্রিয়নাথ ঘোষ

উত্তর: Show

(খ) প্রিয়নাথ বসু

(xxi) ভাষা বিজ্ঞানের আলোচনায় কোন্ ভাষার গুরুত্ব অনেক বেশি? – 

  • (ক) মুখের ভাষা
  • (খ) লেখার ভাষা
  • (গ) সাধুভাষা
  • (ঘ) চলিত ভাষা

উত্তর: Show

(ক) মুখের ভাষা

(xxii) ‘প্লেন’ শব্দটি হল- 

  • (ক) ক্লিপিংসের উদাহরণ
  • (খ) বিকল্পনের উদাহরণ
  • (গ) মুণ্ডমাল শব্দের উদাহরণ
  • (ঘ) বর্গান্তরের উদাহরণ

উত্তর: Show

(ক) ক্লিপিংসের উদাহরণ

(সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী)

২. অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ১ × ১২ = ১২

(i) ‘তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে।’- সে কাবু হয়ে পড়েছিল কেন? 

উ. ‘সে’ অর্থাৎ মৃত্যুঞ্জয় অফিসে যাওয়ার সময় ফুটপাতে অনাহারে প্রথম মানুষের মৃত্যু দেখার কারণে, অফিসে এসে রীতিমত কাবু হয়ে পড়েছিল।

(ii) ‘বোঝা গেল, বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে।’- বুড়ির কী অভিজ্ঞতা ছিল? 

উ. ‘ভারতবর্ষ’ গল্পের বুড়ি নড়তে-নড়তে বটতলায় গিয়ে, গুঁড়ির কাছে একটা মোটা শিকড়ে বসে পড়ল। শিকড়টার পিছনে গুঁড়ির গায়ে খোঁদলে পিঠ ঠেকিয়ে পা ছড়িয়ে এমনভাবে বসলো সে, দেখে বোঝা গেল যে বুড়ির এই বিষয়ে প্রচুর অভিজ্ঞতা রয়েছে।  

(iii) ‘কঠিনেরে ভালোবাসিলাম’ – কঠিনকে ভালোবাসার কারণ কী?  (H.S. – 17, 15)

উ. সত্যদ্রষ্টা কবি রবি ঠাকুর তাঁর ‘রূপনারানের কূলে’ কবিতায় ‘কঠিন’কে ভালোবেসে ছিলেন কারণ কঠিন হলো সত্যের স্বরূপ আর সত্য কখনও  বঞ্চনা করে না তাই।

(iv) ‘সে নামল’-কে, কোথায় নেমেছিল? (H.S. – 18)

উ. জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতায় সুন্দর বাদামী হরিণ নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমেছিল। সারারাত চিতা বাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচাতে বনে ঘুরে ঘুরে ক্লান্ত ও বিহল শরীরটাকে স্রোতের মতন আবেশ দেওয়ার জন্য বাদামি হরিণটি জলে নেমেছিল।

(v) ‘আমি দেখি’ কবিতায় কবির চোখ ও দেহ কী কামনা করেছে?

উ. কবি শক্তি চট্টোপাধ্যায়ের ‘আমি দেখি’ কবিতায় কবির চোখ সজীব প্রাণবন্ত সবুজ আর দেহ সবুজ বাগানে গাছের সান্নিধ্য প্রার্থনা করেছে।

(vi) ‘আমি কি তাকাব আকাশের দিকে’ – কোন্ প্রসঙ্গে কবির এই জিজ্ঞাসা?

উ. কবি মৃদুল দাশগুপ্তের মতে আকাশের দিকে তাকিয়ে বিধির বিধান প্রার্থনা করে কোনদিন কোন সামাজিক তথা ব্যক্তিক সমস্যার সমাধান করা বা অন্যায়ের অবসান ঘটানো সম্ভব নয়। তাই তিনি প্রতিবাদধর্মিতাকে প্রাধান্য দেওয়ার জন্য বিধির বিধান চওয়ার প্রসঙ্গ উত্থাপন করেছেন। 

(vii) অমর গাঙ্গুলিকে স্কুলের হেডপণ্ডিত প্রমোশন দেননি কেন? 

উ. অমর গাঙ্গুলি সংস্কৃত পরীক্ষায় মাত্র তেরো পেয়েছিলেন, তাই স্কুলের হেড পণ্ডিত তাঁকে প্রোমোশন দেননি।

অথবা, ‘মরে যাব, তবু ভুলব না’ – কাকে না ভুলবার কথা বলা হয়েছে? (H.S. – 20)

উ. অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’ নাটক থেকে গৃহীত উদ্ধৃতাংশে রজনীকান্ত বলেছেন তার প্রেমিকার আশ্চর্য ভালোবাসা তিনি কখনো ভুলবেন না।

(viii) ‘ওঃ দাতাকর্ণ যে’ – কে, কাকে একথা বলেছেন? 

উ. আমর শম্ভুকে চা খাওয়ানোর জন্য তার হাতে থাকা না শেষ হওয়া সিগারেটটি ফেলে দিতে বলেন এবং পরিবর্তে তাঁকে একটি সিগারেট দেওয়ার প্রতিশ্রুতি দেন। তাই শম্ভু অমরকে ‘দাতাকর্ণ’ বলেছিলেন। 

অথবা, ‘এই তো জীবনের সত্য কালীনাথ’ – সত্যটি কী?

উ. ‘নানা রঙের দিন’ নাটকের প্রধান চরিত্র রজনীকান্তের মতে, প্রতিভা যার আছে বয়সে তার কিছু যায় আসে না। এটাই হলো জীবনের প্রকৃত সত্য।

(ix) ‘তাকে সামনের পাথরটা তুলতে বললেন।’ পাথরটা তেলার পর কী দেখা গিয়েছিল? 

উ. কর্তার সিং দুগালের ‘অলৌকিক’ গল্প অনুসারে নানকের নির্দেশে মর্দানা সামনের পাথরটা সরাতেই তলা থেকে জলের ঝরনা বেরিয়ে এসেছিল। এবং নিমিষেই চারিদিকে জল থৈ থৈ করে।

অথবা, ‘স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব’ – কেন ফিলিপ কেঁদেছিলেন?

উ. জগৎ বিখ্যাত স্প্যানিশ আর্মাডা ছিল স্পেনের জাতীয় গৌরবের প্রতীক, সেই নৌবহরের পরাস্ত হয়ে ডুবে যাওয়ার অশুভক্ষণে যন্ত্রণায় অধীর হয়ে কেঁদেছিলেন সম্রাট ফিলিপ। 

(x) ফলিত ভাষাবিজ্ঞানের যে কোনো দুটি শাখার নাম লেখো।

উ. ফলিত ভাষাবিজ্ঞানের শাখাগুলি হলো –

  • ১। সমাজ ভাষাবিজ্ঞান 
  • ২। মনো ভাষাবিজ্ঞান 
  • ৩। স্নায়ু ভাষাবিজ্ঞান 
  • ৪। নৃ ভাষাবিজ্ঞান 
  • ৫। শৈলী ভাষাবিজ্ঞান 
  • ৬। অভিধান বিজ্ঞান 

(xi) শ্বাসাঘাত কী? (H.S. – 22)

উ. একাধিক দল যুক্ত শব্দের কোন একটি দলকে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করার প্রবণতাকে শ্বাসাঘাত বলে। সাধারণত, শব্দের প্রথম দলটির সমগ্র অংশ জুড়ে শ্বাসাঘাতের উপস্থিতি লক্ষিত হয়। 

(xii) ‘সঞ্জননী ব্যাকরণ’ কাকে বলে? (H.S. – 16)

উ. সমস্ত বাক্য কীভাবে সঞ্জাত হয়, তার খবর যে ব্যাকরণ দেয়, তাকে বলা হয় ‘সঞ্জননী ব্যাকরণ’।

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *