রূপনারানের কূলে : বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর – দ্বাদশ শ্রেণি – বাংলা

রূপনারানের কূলে : বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর – দ্বাদশ শ্রেণি – বাংলা

Rupnaraner Kule MCQ

রূপনারানের কূলেঃ রবীন্দ্রনাথ ঠাকুর

‘এ জগৎ’ –

  • ক) মিথ্যে নয়
  • খ) স্বপ্ন নয়
  • গ) সত্য নয়
  • ঘ) কঠিন নয়

উত্তর: Show

খ) স্বপ্ন নয়

‘রক্তের অক্ষরে দেখিলাম’ –

  • ক) মৃত্যুর রূপ
  • খ) প্রকৃতির রূপ
  • গ) আপনার রূপ
  • ঘ) রূপনারানের রূপ

উচ্চ মাধ্যমিক – ২০২০, ২০১৮

উত্তর: Show

গ) আপনার রূপ

‘সে কখনো করে না বঞ্চনা।’ – এখানে ‘সে’ বলতে বোঝানো হয়েছে –

  • ক) সত্যকে
  • খ) মৃত্যুকে
  • গ) কঠিনকে
  • ঘ) জীবনকে

উচ্চ মাধ্যমিক – ২০১৯, ২০১৫

উত্তর: Show

ক) সত্যকে

রূপনারানের কূলে কবিতাটি রবীন্দ্রনাথ লিখেছিলেন –

  • ক) জোড়াসাঁকোতে
  • খ) শান্তিনিকেতনে
  • গ) শিলাইদহে
  • ঘ) মংপুতে

উচ্চ মাধ্যমিক – ২০১৬

উত্তর: Show

খ) শান্তিনিকেতনে

‘চিনিলাম আপনারে’ –

  • ক) সত্য-কঠিনে
  • খ) আঘাতে-আঘাতে
  • গ) দুঃখের তপস্যায়
  • ঘ) বেদনায় যন্ত্রণায়

উত্তর: Show

খ) আঘাতে-আঘাতে

কবিতায় ‘রূপনারায়ন’ কীসের প্রতীক? –

  • ক) কল্পনার
  • খ) মৃত্যুর
  • গ) বিশ্বসংসারের
  • ঘ) কঠিনের

উত্তর: Show

গ) বিশ্বসংসারের

‘রূপনারানের কূলে’ কবিতাটি যে কাব্যগ্রন্থের অংশ –

  • ক) মানসী
  • খ) বলাকা
  • গ) মহুয়া
  • ঘ) শেষ লেখা

উত্তর: Show

ঘ) শেষ লেখা

‘শেষ লেখা’ কাব্যগ্রন্থে কবিতার সংখ্যা –

  • ক) ১০
  • খ) ১৫
  • গ) ২০
  • ঘ) ২৫

উত্তর: Show

খ) ১৫

‘রূপনারানের কূলে’ কবিতাটি কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? –

  • ক) ১০ সংখ্যক
  • খ) ১১ সংখ্যক
  • গ) ১২ সংখ্যক
  • ঘ) ১৩ সংখ্যক

উত্তর: Show

খ) ১১ সংখ্যক

জীবনের সব দেনা কবি শোধ করবেন কীভাবে? –

ক) মৃত্যুর মধ্য দিয়ে

খ) জন্মের মধ্য দিয়ে

গ) জীবন উপলব্ধির মধ্য দিয়ে

ঘ) কঠিন সত্যকে জানার মধ্য দিয়ে

উত্তর: Show

ক) মৃত্যুর মধ্য দিয়ে

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *