ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা : অতি সংক্ষিপ্ত প্রশ্ন (VSAQ) ও উত্তর {Part-1} – দ্বাদশ শ্রেণি – বাংলা
ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা
ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা VSAQ
bhashabigyan o tar bibhinna shakha
১। LAD – কী?
উত্তরঃ নোয়ান চমস্কির মতে মানুষের মাথায় একটা ভাষা প্রত্যঙ্গ রয়েছে, যার নাম Language Acquisition Device। মানুষের ভাষা বলার সহজাত ক্ষমতাকে উসকে দেওয়াই এর কাজ। সংক্ষেপে একে বলে – LAD।
২। LAS – কী?
উত্তরঃ মানুষের মাথায় যে ভাষা শেখার প্রক্রিয়া ঘটে থাকে, সেটি হলো – Language Acquisition System। যাকে সংক্ষেপে বলে – LAS।
৩। ‘থিসরাস’ কাকে বলে? একটি বাংলা থিসরাসের উদাহরণ দাও। (H.S. – 2020, 2016)
উত্তরঃ থিসরাস হল শব্দার্থের এমন এক প্রাসঙ্গিক পুস্তক, যেখানে অর্থ-সম্পর্ক যুক্ত (সমার্থক বা বিপরীতার্থক) শব্দগুলিকে বর্ণনাক্রমে তালিকাবদ্ধ করা হয়।
একটি বাংলা থিসরাস হল অশোক মুখোপাধ্যায় সম্পাদিত ও সাহিত্য সংসদ প্রকাশিত ‘সমার্থ শব্দকোষ’।
বি.দ্র. –
- ক) থিসরার শব্দের ব্যুৎপত্তিগত অর্থ – রত্নাগার।
- খ) সংস্কৃত ভাষায় রচিত থিসরাস হল – অমরকোষ।
- গ) একজন দেশি থিসরাস প্রণেতা হলেন – অমর সিংহ। তাঁর থিসরাসটি হল ‘অমরার্থচন্দ্রিকা’ বা ‘অমরকোষ’।
- ঘ) একজন বিদেশি থিসরাস প্রণেতা হলেন – পিটার মার্ক রজেট।
৪। রেজিস্টার কী?
উত্তরঃ উপলক্ষ্য অনুযায়ী সমাজ ভাষাবিজ্ঞানে ভাষা ও উপভাষার যে বদল হয়, তাকে রেজিস্টার বলে।
৫। শৈলীবিজ্ঞান কাকে বলে? (H.S. – 2020)
উত্তরঃ শৈলীবিজ্ঞান হল – ভাষাবিজ্ঞানের সেই অংশ, যেখানে ভাষা ব্যবহারের রূপ-রীতি ও স্টাইলের ব্যাখ্যা ও ও পর্যালোচনা করা হয়।
৬। একভাষিক অভিধান কাকে বলে? (H.S. – 2017)
উত্তরঃ যে অভিধানে এক ভাষার শব্দকে সেই ভাষাতে ব্যাখ্যা করা হয় তাকে বলা হয় একভাষিক অভিধান।
যেমন – বাংলা থেকে বাংলা, রাজশেখর বসুর ‘চলন্তিকা’।
৭। দ্বিভাষিক অভিধান কাকে বলে? (H.S. – 2017)
উত্তরঃ যে অভিধানে এক ভাষার শব্দকে সর্বদাই অন্য আরেক ভাষা দিয়ে ব্যাখ্যা করা হয় তাকে বলা হয় দ্বিভাষিক অভিধান।
যেমন – Samsad English-Bengali Dictionary.
৮। পারোল কী?
উত্তরঃ লাঙ্ সংবিধিকে মান্য করে ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে নিজস্ব একটি বিন্যাসের স্পষ্ট ও প্রকট বাচন ক্রিয়াই হলো পারোল।
৯। লাঙ্ কী?
উত্তরঃ ভাষার নানান উপাদান (ধ্বনি, রূপ বা শব্দাংশ, বাক্য ইত্যাদি) এবং তার পারস্পরিক সম্পর্কের মূল সংবিধি, ভাষার বিভিন্ন উপাদান ও উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের জাল বিন্যাসকে সোস্যুর লাঙ্ বলেছেন।
১০। কে, কত খ্রিস্টাব্দে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন?
উত্তরঃ স্যার উইলিয়াম জোন্স, ১৭৮৬ খ্রিস্টাব্দে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন।
১১। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কী কী? (H.S. – 2015)
উত্তরঃ বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় চারটি। যথা –
- ক) ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব
- খ) রূপ তত্ত্ব
- গ) বাক্য তত্ত্ব
- ঘ) শব্দার্থ তত্ত্ব
১২। অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ সংস্কৃত বৈয়াকরণিক পানিনি।
১৩। ”Style is the man himself’ – উক্তিটি কার?
উত্তরঃ বুঁফো।
১৪। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল কবে?
উত্তরঃ বিংশ শতাব্দীর গোড়ার দিকে।
১৫। কোড-বদল কী?
উত্তরঃ কোন ব্যক্তি বিশেষ উপভাষার বিশেষ রীতি ব্যবহার করেন তাকে কোড বলে। সেই ব্যক্তির ভাষা যদি পরিস্থিতি অনুযায়ী বদলে যায়, তার সেই প্রক্রিয়াটিকে বলে কোড-বদল।
১৬। ভারতে অভিধান রচনা সূত্রপাত কে করেন?
উত্তরঃ ভাষাবিজ্ঞানী জাক্স অভিধান রচনার সূত্রপাত করেন ‘নিরুক্ত’ গ্রন্থের মধ্যদিয়ে।
১৭। Dictionary – শব্দটি কবে, কোথায় প্রথম পাওয়া যায়? (H.S. – 2019, 2022)
উত্তরঃ ১৮৫৩ খ্রিস্টাব্দে Dictionary-শব্দটি পাওয়া যায় স্যার থমাস এলিয়েটের ল্যাটিন ইংরেজি অভিধানে।
১৮। Dictionarius – শব্দটি কে, কবে প্রথম ব্যবহার করেন?
উত্তরঃ ত্রয়োদশ শতাব্দীতে ‘অভিধান’ বোঝাতে জন গারল্যান্ড প্রথম Dictionarius-শব্দটি ব্যবহার করেন।
১৯। স্যার উইলিয়াম জোন্স কোন্, কোন্ ভাষা গুলির মধ্যে সাদৃশ্য খুঁজে পান? (H.S. – 2018, 2022)
উত্তরঃ উইলিয়াম জোন্স সংস্কৃত, লাতিন, গ্রিক ও ফরাসি ভাষাগুলির মধ্যে সাদৃশ্য পেয়েছিলেন।
২০। সমাজ ভাষা বিজ্ঞানের সংজ্ঞা দাও। (H.S. – 2022)
উত্তরঃ ভাষা সমাজে কীভাবে কাজ করে এবং সমাজ ভাষার উপর কীভাবে প্রভাব বিস্তার করে, তা যে শাস্ত্র আলোচনা করে; তা-ই হলো সমাজভাষাবিজ্ঞান।
ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা – বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর {Part-2} – দ্বাদশ শ্রেণি – বাংলা
This question is very useful for my exam