তার সঙ্গে Mock Test | Tar Sange Mock Test MCQ

তার সঙ্গে (Tar Sange) Mock Test : উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3 (দ্বাদশ শ্রেণি) এর বাংলা ক বিষয়ের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কবিতা হল তার সঙ্গে (Tar Sange)। আন্তর্জাতিক কবিতার কবি পাবলো নেরুদা (অনুবাদ: শক্তি চট্টোপাধ্যায়)।

এই গল্পের কিছু Mock Test ছাত্রছাত্রীদের সুবিধার জন্য দেওয়া হল।

তার সঙ্গে (Tar Sange) Mock Test

/15
77
Created by Dipak Kumar Maity

তার সঙ্গে Mock Test – 1

মোট প্রশ্নসংখ্যা – 15

সন্তোষজনক স্কোর – 30%

নিচে দেওয়া তথ্যগুলি পূরণ করুন

1 / 15

1) আমাদের দুজনের হাতগুলোই লাগবে”- দুজনের হাতগুলো কোন্ কাজে লাগবে বলে কবির ধারণা-

(i) ফুল ফোটানোর জন্য (ii) মধু তালাসের জন্য (iii) শাবল-ঝুড়ি বহন করার জন্য (iv) ধুয়ে মুছে আগুন বানানোর জন্য

2 / 15

2) ‘তার সঙ্গে’ কবিতাটি বাংলায় ভাষান্তর করেন –

3 / 15

3) ‘আমাদের দুজনের ……….. লাগবে’

4 / 15

4) কোন্ যুদ্ধের প্রেক্ষাপটে আলোচ্য ‘তার সঙ্গে’ কবিতাটি রচিত?

5 / 15

5) স্তম্ভ মেলাও।

তার সঙ্গে

6 / 15

6) “খুব সম্‌ঝে একে পার করতে হবে।”- কী পার করতে হবে?

7 / 15

7) আলোচ্য কবিতায় কোন্ ফুলের কথা বলা হয়েছে?

8 / 15

8) যখন সময় সুবিধের না তখন কী করতে হবে?

9 / 15

9) বিবৃতি (A): আমার জন্য অপেক্ষা করো।

কারণ (R): সময়টা খুব সুবিধের না।

10 / 15

10) পাবলো নেরুদার প্রকৃত নাম কী?

11 / 15

11) কবি-কথকের প্রিয়তমার প্রতি দেওয়া নিম্নলিখিত নির্দেশগুলি ক্রমানুসারে সাজাও-

(i) জুতো পরো, (ii) রোসো, আমার জন্যে দাঁড়াও, (iii) কাঁকে ঝুড়ি নাও, শাবল নাও, (iv) কাপড়চোপড় সঙ্গে নিয়ে যাও

12 / 15

12) বিবৃত্তি ১: আমাদের দুজনের হাতগুলোই লাগবে / ধুয়ে মুছে আগুন বানাবার জন্য।

বিবৃতি ২: আমরা আমাদের চার হাত চার চোখে একে যুঝবোই।

13 / 15

13) ‘যারা ……… বেঁচেবর্ত্তে এসেছে’।

14 / 15

14) ‘তার সঙ্গে’ কবিতাটি মূল কোন্ ভাষায় রচিত?

15 / 15

15) সত্য-মিথ্যা সঠিক বিকল্পটি বেছে নাও:

(i) সময়টা খুব সুবিধের না।

(ii) দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে।

(iii) ব্যাপারটা বুঝবো, রুখে দাঁড়াবো।

(iv) কাঁকে ঝুড়ি নাও, কোদাল নাও।

Your score is

0%

Please rate this quiz

Results of তার সঙ্গে (Tar Sange) Mock Test

User NameScore
Jayeta Dolai25%
Saheb Mondal47%
Chounak57%
Sumanta57%
A70%
Ayushman Banerjee60%
Abcd75%
rajibul25%
Munira Khatun75%
IMTIAZ80%
IMTIAZ60%
Fhj60%
Sujay adhikari50%
Ujssm67%
RH40%
Swapna shil95%
Swapna shil75%
Swapna shil77%
Partha60%
Debabrata maity42%
A p57%
Mainuddin50%
Tajmul alam67%
Debabrata maity32%
Namita72%
Wiiwwi75%
Bikram Biswas57%
Jiniya62%
Debjit67%
Swapna shil92%
Swapna shil55%
Jit42%
Purnima60%
Joker ff47%
Pallabi das77%
Jesmin khatun62%
Pallabi das47%
Md Riyaz67%
Puspendu Mondal62%
LABANI60%
Sampad adhikary67%
Payel das32%
Shreya Das60%
Piyus57%
Ayus Marik55%
Debabrata maity35%
Tanmoy Manna52%
Sampad55%
Bhajan55%
Arka Maity72%
Eshani57%
Priti65%
Animesh35%
Jesmin khatun55%
Koyel sardar65%
Tajmul67%
Prasenjit nandi57%
Subrata joarder75%
Saheba khatun80%
Dipak77%
Saheba65%
Swagata roy47%

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *