আদরিণী গল্পের বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ {Part-1} – দ্বাদশ শ্রেণি – বাংলা

আদরিণী MCQ প্রশ্ন উত্তর : দ্বাদশ শ্রেণির বাংলা ক বিষয়ের অন্তর্গত একটি গল্প হল ‘আদরিণী’। এই গল্পের অনুচ্ছেদ ১ – ৩ (‘পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জ বিহারী বাবু বিকালে পান চিবাইতে চিবাইতে, …… আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি?’) এর জন্য কিছু বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ নিচে দেওয়া হয়েছে। 

গল্পটির লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়।

Adarini

আদরিণী গল্পের বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ {Part-1} – দ্বাদশ শ্রেণি – বাংলা

আদরিণী

প্রভাত কুমার মুখোপাধ্যায়

শব্দার্থ ও টীকা 

  • মোক্তার: উকিলের সহকারী
  • নিমন্ত্রণ: ভোজনার্থে আহ্বান
  • বাইজি: পেশাদার নর্তকী ও গায়িকা
  • খেমটা: সঙ্গীতের একটি বিশেষ তাল ও নাচের একটি প্রকার। একসময়ে ধনী ও জমিদারদের বৈঠক খানায় ও অন্তঃপুরে আমোদ প্রমোদের উদ্দেশ্যে যথেষ্ট প্রচলিত ছিল। 
  • বৈঠকখানা: বাড়ির বাইরের বসার ঘর, যেখানে বসে লোকজন গল্প বা আলোচনা করে।
  • হুঁকা: তামাকজাত ধোঁয়া সেবনের জন্য নলযুক্ত নারকেলের খোলের অংশ বিশেষ। 
  • আগন্তুক: হঠাৎ উপস্থিত ব্যক্তি।
  • এস্টেট: জমিদারি, তালুক, কোনো ব্যক্তির সমস্ত সম্পত্তি
  • বাৎসল্য: অলঙ্কার শাস্ত্রে কথিত রস বিশেষ; মাতা ও পুত্রের মধ্যে প্রবাহিত ভাবরসের অনুরূপ ভাবরস।

বহুবিকল্পীয় প্রশ্ন ও উত্তর (MCQ)

(i) ‘আদরিণী’ গল্পটি প্রথম প্রকাশিত হয় – 

  • (ক) ভারতী পত্রিকায় 
  • (খ) যুগান্তর পত্রিকায়
  • (গ) সাহিত্য পত্রিকায়
  • (ঘ) আনন্দবাজার পত্রিকায়

উত্তর: Show

(গ) সাহিত্য পত্রিকায়

(ii) আদরিণী গল্পটির প্রকাশকাল – 

  • (ক) ১৩১০ বঙ্গাব্দ 
  • (খ) ১৩২০ বঙ্গাব্দ
  • (গ) ১৩৩০ বঙ্গাব্দ
  • (ঘ) ১৩৪০ বঙ্গাব্দ

উত্তর: Show

(খ) ১৩২০ বঙ্গাব্দ

(iii) ‘আদরিণী’ গল্পটির লেখক হলেন – 

  • (ক) প্রভাত কুমার বন্দ্যোপাধ্যায় 
  • (খ) প্রভাত কুমার মুখোপাধ্যায় 
  • (গ) প্রভাত কুমার চট্টোপাধ্যায় 
  • (ঘ) প্রভাত কুমার গঙ্গোপাধ্যায়

উত্তর: Show

(খ) প্রভাত কুমার মুখোপাধ্যায়

(iv) ‘আদরিণী’ গল্পটির উৎস – 

  • (ক) মেঘমল্লার 
  • (খ) গল্পাঞ্জলি 
  • (গ) কুড়িয়ে ছড়িয়ে 
  • (ঘ) যাত্রাদল

উত্তর: Show

(খ) গল্পাঞ্জলি

(v) ‘বাংলার মপাসাঁ’ নামে খ্যাত – 

  • (ক) বলাইচাঁদ মুখোপাধ্যায়
  • (খ) প্রভাত কুমার মুখোপাধ্যায় 
  • (গ) প্রেমেন্দ্র মিত্র 
  • (ঘ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

উত্তর: Show

(খ) প্রভাত কুমার মুখোপাধ্যায়

(vi) পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে যাঁরা নিমন্ত্রণ পেয়েছেন – 

  • (ক) খগেন ও কুঞ্জবিহারী 
  • (খ) নগেন ও বঙ্কুবিহারী 
  • (গ) খগেন ও বঙ্কুবিহারী 
  • (ঘ) নগেন ও কুঞ্জবিহারী

উত্তর: Show

(ঘ) নগেন ও কুঞ্জবিহারী

(vii) নগেন বাবুর পেশা হলো – 

  • (ক) শিক্ষকতা 
  • (খ) ডাক্তারি 
  • (গ) ওকালতি 
  • (ঘ) ইঞ্জিনিয়ারিং

উত্তর: Show

(খ) ডাক্তারি

(viii) কুঞ্জবিহারী বাবুর পেশা হলো – 

  • (ক) শিক্ষকতা 
  • (খ) ডাক্তারি 
  • (গ) ওকালতি 
  • (ঘ) চাষবাস

উত্তর: Show

(গ) ওকালতি

(ix) নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী বাবু যে সময় জয়রাম বাবুরসঙ্গে দেখা করতে এলেন – 

  • (ক) সকাল 
  • (খ) দুপুর 
  • (গ) বিকেল 
  • (ঘ) সন্ধ্যে

উত্তর: Show

(গ) বিকেল

(x) জয়রাম বাবুর বাড়িতে আসার সময় কুঞ্জ বিহারী বাবুর হাতে ছিল – 

  • (ক) হুঁকো 
  • (খ) ছড়ি 
  • (গ) ব্যাগ 
  • (ঘ) ছাতা

উত্তর: Show

(খ) ছড়ি

(xi) মোক্তার শব্দের অর্থ হলো – 

  • (ক) মুক্তিদাতা 
  • (খ) ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট 
  • (গ) ট্রেনের চালক 
  • (ঘ) উকিলের সহকারী

উত্তর: Show

(ঘ) উকিলের সহকারী

(xii) পীরগঞ্জের বাবুদের বাড়িতে যেদিন বিয়ে তা হলো – 

  • (ক) রবিবার 
  • (খ) সোমবার 
  • (গ) বুধবার 
  • (ঘ) শুক্রবার

উত্তর: Show

(খ) সোমবার

(xiii) পীরগঞ্জের বাবুদের বাড়িতে যার বিয়ে ছিল – 

  • (ক) বড়বাবুর ছেলে 
  • (খ) মেজবাবুর মেয়ে 
  • (গ) সেজবাবুর ছেলে 
  • (ঘ) ছোটবাবুর মেয়ে

উত্তর: Show

(খ) মেজবাবুর মেয়ে

(xiv) বিয়েতে বাইজি আসছে – 

  • (ক) কলকাতা থেকে 
  • (খ) লক্ষ্ণৌ থেকে 
  • (গ) বেনারস থেকে 
  • (ঘ) নবাবগঞ্জ থেকে

উত্তর: Show

(গ) বেনারস থেকে

(xiv) খেমটা যেখান থেকে আসছে – 

  • (ক) কলকাতা 
  • (খ) বেনারস 
  • (গ) ঢাকা 
  • (ঘ) পুরুলিয়া

উত্তর: Show

(ক) কলকাতা

(xvi) মোক্তার সাহেব তাঁর বাড়িতে যেখানে বসেছিলেন – 

  • (ক) উঠোনে 
  • (খ) বারান্দায় 
  • (গ) খাওয়ার ঘরে 
  • (ঘ) শোয়ার ঘরে

উত্তর: Show

(খ) বারান্দায়

(xvii) মোক্তার সাহেব যার উপরে উপবেশন করেছিলেন – 

  • (ক) চেয়ারে 
  • (খ) বেঞ্চে 
  • (গ) খাটে 
  • (ঘ) আরাম কেদারায়

উত্তর: Show

(খ) বেঞ্চে

(xviii) মোক্তার সাহেব যে নেশা করেন – 

  • (ক) পান 
  • (খ) চুরুট 
  • (গ) হুকা 
  • (ঘ) মদ

উত্তর: Show

(গ) হুকা

(xix) মোক্তার সাহেব যত বছর ধরে পীরগঞ্জের বাবুদের এস্টেটে কাজ করছেন – 

  • (ক) দশ বছর 
  • (খ) বিশ বছর 
  • (গ) পঁচিশ বছর 
  • (ঘ) ত্রিশ বছর

উত্তর: Show

(খ) বিশ বছর

(xx) অতি অল্প কারণে জয়রাম বাবু – 

  • (ক) রেগে যান 
  • (খ) চিৎকার চেঁচামেচি করেন 
  • (গ) চুপ করে যান 
  • (ঘ) তীব্র অভিমান করেন

উত্তর: Show

(ঘ) তীব্র অভিমান করেন

(xxi) জয়রাম বাবুর হৃদয় – 

  • (ক) পাষাণ 
  • (খ) উদার 
  • (গ) মাখনের মতো
  • (ঘ) কুসুম কোমল

উত্তর: Show

(ঘ) কুসুম কোমল

(xxii) উক্ত জেলার বিষয়ী লোক মাত্রেই জয়রাম বাবু কর্তৃক – 

  • (ক) উপকৃত 
  • (খ) ক্ষতিগ্রস্ত 
  • (গ) অনুপকৃত 
  • (ঘ) সাহায্যপ্রাপ্ত

উত্তর: Show

(ক) উপকৃত

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *