একাদশ শ্রেণির দর্শন সিলেবাস ও প্রশ্ন বিন্যাস 2024-2025 (WBCHSE 11 Philosophy Syllabus & Question Pattern 2024-2025)
পশ্চিমবঙ্গ উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education – WBCHSE) এর অধীন বিদ্যালয়গুলিতে 2024-2025 শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণির দর্শন (Philosophy) নতুন সিলেবাস চালু হয়েছে। একাদশ শ্রেণির পরীক্ষা দুটি সেমিস্টারে হবে।
সেমিস্টার অনুযায়ী দর্শন সিলেবাস, প্রশ্নের ধরণ এবং প্রশ্ন বিন্যাস নিচে দেওয়া হয়েছে।
একাদশ শ্রেণির দর্শন সিলেবাস ও প্রশ্ন বিন্যাস 2024-2025 (WBCHSE 11 Philosophy Syllabus & Question Pattern 2024-2025)
দর্শন (Philosophy – PHIL)
সেমিস্টার – I
পূর্ণমান – 40
থিয়োরি | প্রোজেক্ট | প্রশ্নের ধরণ |
---|---|---|
40 | 0 | MCQ |
সেমিস্টার – I : একাদশ শ্রেণির দর্শন (থিয়োরি) প্রশ্ন বিন্যাস 2024-2025 (WBCHSE 11 Philosophy Question Pattern 2024-2025)
Unit | Topic_Name | MCQ ( 1_Mark ) | Total |
---|---|---|---|
1 | পাশ্চাত্য দর্শন | 1 × 24 = 24 | 24 |
2 | ভারতীয় দর্শন | 1 × 16 = 16 | 16 |
Total | 40 | 40 |
সেমিস্টার – I : একাদশ শ্রেণির দর্শন (থিয়োরি) সিলেবাস 2024-2025 (WBCHSE 11 Philosophy Syllabus 2024-2025)
- Unit-1 : ভারতীয় দর্শন (Introduction to Indian Philosophy) (24 Marks, 58 Hours) :
- 1. দর্শন শব্দের অর্থ (The meaning of the term Darśana) (2 Marks, 3 Hours)
- 2. ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ : সংক্ষেপে (Classification of Indian Philosophical System: in brief) (3 Marks, 8 Hours)
- 3. জ্ঞানলাভের ছয়টি পদ্ধতি – প্রমাণ সম্পর্কে ভারতীয় তত্ত্বসমূহ (Six ways of knowing Indian theories of pramāna) (3 Marks, 10 Hours)
- 4. চার্বাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন (Refutation of inference by Cārvāka) (3 Marks, 5 Hours)
- 5. ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ (Nyaya definition of pratyaksa or perception) (3 Marks, 6 Hours)
- 6. নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য (Distinction between determinate & indeterminate perception) (3 Marks, 6 Hours)
- 7. ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য (Nyaya theory of inference) :
- অনুমিতির লক্ষণ (Definition of anumiti) (2 Marks, 5 Hours)
- পক্ষ, সাধ্য ও হেতুর ধারণা (The concepts of pakşa, sādhya, hetu) (2 Marks, 9 Hours)
- ব্যাপ্তির স্বরূপ (The nature of vyāpti) (3 Marks, 6 Hours)
- Unit-2 : পাশ্চাত্য দর্শন (Introduction to Western Philosophy) (16 Marks, 42 Hours) :
- 1. দর্শনের স্বরূপ ও শাখাসমূহ (Nature and branches of Philosophy) (6 Marks, 10 Hours)
- 2. জ্ঞানের উৎসসমূহ (Sources of Knowledge)
- ৪. অভিজ্ঞতাবাদ – লক, বার্কলে, হিউম (Empiricism – Locke, Berkeley, Hume) (5 Marks, 16 Hours)
- b. বুদ্ধিবাদ – ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ (Rationalism – Descartes, Leibnitz, Spinoza) (5 Marks, 16 Hours)
সেমিস্টার – II
পূর্ণমান – 60
থিয়োরি | প্রোজেক্ট | প্রশ্নের ধরণ |
---|---|---|
40 | 20 | SAQ & DQ |
সেমিস্টার – II : একাদশ শ্রেণির দর্শন (থিয়োরি) প্রশ্ন বিন্যাস 2024-2025 (WBCHSE 11 Philosophy Question Pattern 2024-2025)
Unit | Topic_Name | SAQ (2_Marks) | SAQ (3_Marks) | Descriptive (6_Marks) | Total |
---|---|---|---|---|---|
1 | যুক্তিবিজ্ঞান | 2×3(5)=6 | 3×4(6)=12 | 6×1(2)=6 | 24 |
2 | নীতিবিদ্যা | 2×2(4)=4 | 3×2(4)=6 | 6×1(2)=6 | 16 |
Total | 10 | 18 | 12 | 40 |
সেমিস্টার – II : একাদশ শ্রেণির দর্শন (থিয়োরি) সিলেবাস 2024-2025 (WBCHSE 11 Philosophy Syllabus 2024-2025)
- Unit-1 : Introduction to Logic (24 Marks, 46 Hours) :
- 1. যুক্তিবিজ্ঞানের প্রকৃতি অবরোহ এবং আরোহ (The nature of Logic-Deductive and Inductive) (2 Marks, 4 Hours)
- 2. পদ, বাক্য, বচন, পদের ব্যাপ্যতা, সত্যতা ও বৈধতা (Terms, sentences, propositions, distribution of terms, truth & validity) (4 Marks, 6 Hours)
- 3. বাক্য থেকে বচনে রূপান্তর (Changing sentences into logical forms) (4 Marks, 8 Hours)
- 4. বচনের বিরোধিতা (Opposition of proposition) (3 Marks, 4 Hours)
- 5. অমাধ্যম অনুমান আবর্তন, বিবর্তন, সমবিবর্তন (Immediate Inferences: Conversion, Obversion, Contraposition) (4 Marks, 8 Hours)
- 6. নিরপেক্ষ ন্যায় মূর্তি ও সংস্থান এবং বৈধতা বিচার (Categorical Syllogism: Figure & Mood & validity testing) (4 Marks, 10 Hours)
- 7. যৌগিক যুক্তিঃ প্রাকল্পিক ও বৈকল্পিক (Compound arguments: Hypothetical and Disjunctive) (3 Marks, 6 Hours)
- Unit-2 : Introduction to Ethics (16 Marks, 34 Hours) :
- 1. ভারতীয় নীতিবিদ্যা (Indian Ethics):
- a. পুরুষার্থ (Purusartha) (2 Marks, 4 Hours)
- b. শ্রীমদ্ভগবৎ গীতা – নিষ্কাম কর্মের ধারণা (Srimadbhagavad Gita – The concept of Niskama Karma) (2 Marks, 4 Hours)
- c. বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের ধারণা (Buddhist concept of Eight-fold Margas) (2 Marks, 6 Hours)
- d. চার্বাক সুখবাদ (Carvaka Hedonism) (2 Marks, 4 Hours)
- 2. পাশ্চাত্য নীতিবিদ্যা (Western Ethics):
- a. নৈতিক প্রত্যয়সমূহ – নৈতিক, অনৈতিক, নীতি – বহির্ভূত; উদ্দেশ্য ও অভিপ্রায়; ঠিক ও ভুল; ভাল ও মন্দ; ন্যায়বিচার (Ethical concepts: moral, immoral, non-moral; motive and Intention; right and wrong: good and bad; justice) (4 Marks, 8 Hours)
- b. নৈতিক তত্ত্বসমূহ (Theories of Ethics) : Teleological & deontological Theories (4 Marks, 8 Hours)
- 1. ভারতীয় নীতিবিদ্যা (Indian Ethics):
সেমিস্টার – II : প্রোজেক্ট (Project) সিলেবাস
Suggested Topics:
- 1. Distinction between Ordinary and Extra-ordinary Contact (Laukika and Alaukika Sannikarsa)
- 2. Svarthanumiti and Pararthanumiti
- 3. Realism and Its Different Forms
- 4. Idealism-Subjective Idealism of Berkeley
Project Guideline:
Project is a piece of planned work or an activity that is finished over a period and intended to achieve a particular purpose following some steps.
- 1. Topic or Title of the study
- 2. Purpose of the study
- 3. Method of the study
- 4. Analysis and findings of the study
- 5. Conclusions
Reference
Preliminary pages should contain – I. Acknowledgement, II. Certificate, lII. Content page