ধাতুবিদ্যা – অনুশীলনী প্রশ্নোত্তর – প্রান্তিক প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান

ধাতুবিদ্যা (Metallurgy) অনুশীলনী প্রান্তিক প্রকাশনী : দশম শ্রেণির ভৌতবিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল ধাতুবিদ্যা (Metallurgy)। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত প্রান্তিক প্রকাশনীর (গৌরহরি ভুঁইয়া ও সুগত রঞ্জন সাহা) বইটির অনুশীলনীর প্রশ্নগুলির উত্তর এই পোস্টে আলোচনা করা হল।  

ধাতুবিদ্যা – অনুশীলনী প্রশ্নোত্তর – প্রান্তিক প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান

A) বহুবিকল্পভিত্তিক প্রশ্ন

প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো: প্রতিটি প্রশ্নের মান – 1

1.1 প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক?

  • (a) বক্সাইট
  • (b) হিমাটাইট্ 
  • (c) ম্যালাকাইট
  • (d) চ্যালকোপাইরাইট্স

উত্তর: Show

(a) বক্সাইট

1.2 প্রদত্ত কোন্ ধাতুসংকরে জিঙ্ক বর্তমান?

  • (a) কাঁসা
  • (b) পিতল 
  • (c) ব্রোঞ্জ 
  • (d) ডুর‍্যালুমিন 

উত্তর: Show

(b) পিতল

1.3 প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত? 

  • (a) \(Al_2 O_3\)
  • (b) \(Al_2 O_3, H_2 O\)
  • (c) \(Al_2 O_3, 2 H_2 O\)
  • (d) \(AlF_3.3NaF\)

উত্তর: Show

(c) \(Al_2 O_3, 2 H_2 O\)

1.4 লোহার আকরিক রেড হিমাটাইটের সংকেত হল –

  • (a) \(FeO\)
  • (b) \(Fe_2 O_3\)
  • (C) \(Fe_3 O_4\)
  • (d) \(FeCO_3\)

উত্তর: Show

(b) \(Fe_2 O_3\)

1.5 আর্দ্র বায়ুতে তামা সবুজ বর্ণের যে যৌগ উৎপন্ন করে, তা হল –

  • (a) বেসিক কপার কার্বনেট
  • (b) বেসিক কপার সালফেট
  • (c) বেসিক কপার নাইট্রেট
  • (d) বেসিক কপার ফসফেট

উত্তর: Show

(a) বেসিক কপার কার্বনেট

1.6 প্রদত্ত কোনটি জিঙ্কের আকরিক জিঙ্ক ব্লেন্ডের সংকেত?

  • (a) \(ZnO\)
  • (b) \(ZnS\)
  • (c) \(ZnCO_3\)
  • (d) \(ZnSO_4\)

উত্তর: Show

(b) \(ZnS\)

B. অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন

একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও : প্রতিটি প্রশ্নের মান – 1

2.1 অ্যালুমিনিয়ামের একটি ব্যবহার লেখো। 

উত্তর: Show

রান্নার বাসনপত্র, দরজা-জানালার ফ্রেম, চেয়ার-টেবিল প্রভৃতি নির্মাণে।

2.2 অ্যালুমিনিয়াম ও লোহার মধ্যে কোনটি ভারতে সমৃদ্ধ? 

উত্তর: Show

Ans

2.3 কপার ও  ম্যাগনেশিয়ামের মধ্যে কোনটি পিতলে বর্তমান? 

উত্তর: Show

কপার

2.4 কপারের একটি আকরিকের নাম ও সংযুক্তি লেখো। 

উত্তর: Show

কপার গ্ল্যান্স \((Cu_2 S)\)

2.5 জিঙ্কের একটি আকরিকের নাম ও সংযুক্তি লেখো। 

উত্তর: Show

জিঙ্ক ব্লেন্ড \((ZnS)\)

2.6 কোন্ কোন্ ধাতু আলোক বাজি প্রস্তুতিতে ব্যবহৃত হয়?  

উত্তর: Show

অ্যালুমিনিয়াম

2.7 বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো:

A স্তম্ভB স্তম্ভ
2.7.1 একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু(a) Fe
2.7.2 ধাতুসংকর ইনভার-এ যে ধাতুটি শতকরা সর্বোচ্চ পরিমাণে থাকে(b) Zn
2.7.3 একটি ক্ষার ধাতু(c) Ca
2.7.4 আয়রনের মরিচারোধে যে ধাতুটির প্রলেপ দেওয়া হয়(d) K

উত্তর: Show

2.7.1→c, 2.7.2→a, 2.7.3→d, 2.7.4→b

C. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন 

নীচের প্রশ্নগুলি দু-তিনটি বাক্যে উত্তর দাও : প্রতিটি প্রশ্নের মান – 2

3.1 জিঙ্ক অক্সাইড থেকে কীভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায়? বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

3.2 CuSO4-এর জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কী হয়? ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে এটি একটি জারণ-বিজারণ বিক্রিয়া। 

3.3 জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ ও আকরিক দুই-ই বলা যায় কেন?

3.4 লোহার মরিচা পড়া প্রতিরোধের দুটি উপায় উল্লেখ করো। 

3.5 থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপাদনের বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এই পদ্ধতিটির একটি প্রয়োগ উল্লেখ করো। 

3.6 CuSO4-এর জলীয় দ্রবণে এক টুকরো ধাতব আয়রন যোগ করলে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটির সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এই বিক্রিয়া থেকে ধাতুদের সক্রিয়তা শ্রেণিতে Cu ও Fe-এর আপেক্ষিক অবস্থান সম্বন্ধে কী জানা যায়? 

3.7 কপার ও অ্যালুমিনিয়ামের একটি করে ব্যবহার উল্লেখ করো। 3.8 তড়িদ্বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনে প্রদত্ত বিক্রিয়াটি কোন্ তড়িদ্বারে ঘটে? M+ + ne → M (M = ধাতু) বিক্রিয়াটি জারণ না বিজারণ? যুক্তিসহ উত্তর দাও।

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *