আলো – অনুশীলনী প্রশ্নোত্তর – অভিনব প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান

আলো (Light) – অনুশীলনী প্রশ্নোত্তর – অভিনব প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান – মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর

আলো – অনুশীলনী প্রশ্নোত্তর – অভিনব প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান

1. বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) : প্রশ্নের মান – 1

1.1 একটি অবতল দর্পনের মেরু ও ফোকাসের মাঝখানে একটি বস্তু রাখলে রৈখিক বিবর্ধন হবে – 

  • (a) \(2\)
  • (b) \(\frac {1}{2}\)
  • (c) \(1\)  
  • (d) \(\frac {2}{3}\)

উত্তর: Show

(a) \(2\)

1.2 ENT ডাক্তারের মাথায় যে দর্পণ থাকে সেটি হল –

  • (a) সমতল
  • (b) অবতল
  • (c) উত্তল
  • (d) বক্র দর্পণ 

উত্তর: Show

(b) অবতল

1.3 মোটর গাড়ির হেডলাইটে ব্যবহৃত দর্পণ হল –

  • (a) সমতল
  • (b) উত্তল
  • (c) অবতল
  • (d) যেকোনো একটি 

উত্তর: Show

(c) অবতল

1.4 কোন্‌ আপতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয় – 

  • (a) 60°
  • (b) 0°
  • (c) 90°
  • (d) 45°

উত্তর: Show

(b) 0°

1.5 আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 30° ও 45° হলে, কৌণিক চ্যুতির মান কত? – 

  • (a) 50°
  • (b) 85°
  • (c) 15°
  • (d) 90°

উত্তর: Show

(c) 15°

1.6 বস্তু অপেক্ষা বৃহত্তম অসদবিম্ব তৈরি করতে প্রয়োজন – 

  • (a) সমতল দর্পণ
  • (b) অবতল দর্পণ
  • (c) উত্তল দর্পণ
  • (d) কোনোটিই নয়

উত্তর: Show

(b) অবতল দর্পণ

1.7 দীর্ঘ দৃষ্টির প্রতিকারের জন্য ব্যবহৃত হয়, উপযুক্ত ফোকাস দূরত্বের – 

  • (a) উত্তল লেন্স
  • (b) অবতল লেন্স
  • (c) উত্তল দর্পণ
  • (d) অবতল দর্পণ

উত্তর: Show

(a) উত্তল লেন্স

1.8 কোনটি হ্রস্ব দৃষ্টির কারণ নয়? – 

  • (a) চোখের লেন্সের f কমে যাওয়া
  • (b) অক্ষিগোলকের আকার বড়ো হওয়া
  • (c) অক্ষিপটের আকার বড়ো হওয়া
  • (d) কর্ণিকা তলের বক্রতা কমে যাওয়া

উত্তর: Show

(d) কর্ণিকা তলের বক্রতা কমে যাওয়া

1.9 সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গ হল –

  • (a) অবলোহিত তরঙ্গ
  • (b) অতিবেগুনি তরঙ্গ
  • (c) এক্স-রশ্মি
  • (d) গামা রশ্মি
[Hint : তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম : রেডিয়ো তরঙ্গ > মাইক্রো তরঙ্গ > অবলোহিত রশ্মি > দৃশ্যমান আলো > অতিবেগুনি রশ্মি > এক্স-রশ্মি > গামা রশ্মি]

উত্তর: Show

(d) গামা রশ্মি

1.10 লম্ব আপাতনের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান –

  • (a) 0°
  • (b)30°
  • (c) 60°
  • (d) 90° 

উত্তর: Show

(a) 0°

1.11 নীল কাচের মধ্য দিয়ে একটি লালরঙের ফুলকে দেখায় – 

  • (a) লাল
  • (b) নীল
  • (c) বেগুনি
  • (d) কালো

উত্তর: Show

(d) কালো

1.12 প্রিজমে কোন্ বর্ণের আলোর জন্য চ্যুতি সর্বাধিক? – 

  • (a) কমলা
  • (b) সবুজ
  • (c) হলুদ
  • (d) নীল

উত্তর: Show

(d) নীল

2. অতি-সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন : প্রশ্নের মান -1

2.1 কোন দর্পণ সর্বদা অসদ ও খর্বাকৃতি প্রতিবিম্ব গঠন করে? 

উত্তর: Show

উত্তল দর্পণ

2.2 দন্ত চিকিৎসক কোন্ ধরনের দর্পণ ব্যবহার করেন? 

উত্তর: Show

অবতল দর্পণ

2.3 অবতল দর্পনে বস্তু কোথায় থাকলে প্রতিবিম্ব বস্তুর সমান আকৃতির হবে?

উত্তর: Show

বক্রতা কেন্দ্রে [সদ্‌ অবশীর্ষ] বা মেরুতে [অসদ্‌ সমশীর্ষ]

2.4 সমতল দর্পনের ফোকাস দূরত্ব কত? 

উত্তর: Show

অসীম

2.5 এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশের সময় আলোর কোন্ ধর্ম অপরিবর্তনীয় থাকে?

[Hint : আলোর প্রতিসরণের ফলে বেগ, তীব্রতা ও তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হয়।]

উত্তর: Show

কম্পাঙ্ক

2.6 লম্ব আপতনের জন্য প্রতিসরণ কোণের মান কত? 

উত্তর: Show

2.7 কোন্ লেন্স সর্বদা অসদবিম্ব গঠন করে? 

উত্তর: Show

অবতল লেন্স

2.8 ক্যামেরায় কোন্ ধরনের লেন্স ব্যবহার করা হয়? 

উত্তর: Show

উত্তল লেন্স

2.9 মৌলিক বর্ণ কোন্‌গুলি?

উত্তর: Show

লাল, সবুজ এবং নীল

2.10 গাড়ির হেডলাইটে কোন্ ধরনের গোলীয় দর্পণ ব্যবহার করা হয়। 

উত্তর: Show

অবতল দর্পণ

2.11 আলোক কী ধরনের তরঙ্গ? 

উত্তর: Show

তড়িৎচুম্বকীয় তরঙ্গ

2.12 কোন্ আলোকীয় ঘটনার জন্য দিনের আকাশ নীল দেখায়? 

উত্তর: Show

আলোর বিক্ষেপন

2.13 সর্বাপেক্ষা কম ও সর্বাপেক্ষা বেশি তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট দৃশ্যমান বর্ণগুলি কি কি? 

[Hint : তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম : লাল > কমলা > হলুদ > সবুজ > নীল > আকাশি > বেগুনি]

উত্তর: Show

সর্বাপেক্ষা কম তরঙ্গ দৈর্ঘ্য – বেগুনি ও সর্বাপেক্ষা বেশি তরঙ্গ দৈর্ঘ্য – লাল

2.14 বিবর্ধক কাঁচ হিসাবে কোন্ প্রকারের লেন্স ব্যবহার করা হয়? 

উত্তর: Show

উত্তল লেন্স

2.15 কোন্‌ ধরণের রশ্মি মানবদেহে ভিটামিন D তৈরি করে? 

উত্তর: Show

অতিবেগুনি (UV) রশ্মি

2.16 সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কি? 

[Hint : তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম : রেডিয়ো তরঙ্গ > মাইক্রো তরঙ্গ > অবলোহিত রশ্মি > দৃশ্যমান আলো > অতিবেগুনি রশ্মি > এক্স-রশ্মি > গামা রশ্মি]

উত্তর: Show

গামা রশ্মি

2.17 সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎচুম্বকীয় তরঙ্গ কী? 

[Hint : তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম : রেডিয়ো তরঙ্গ > মাইক্রো তরঙ্গ > অবলোহিত রশ্মি > দৃশ্যমান আলো > অতিবেগুনি রশ্মি > এক্স-রশ্মি > গামা রশ্মি]

উত্তর: Show

রেডিয়ো তরঙ্গ

2.18 কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক 1.5 হলে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত?

[Hint : \(_a \mu _b =\frac {1}{_b \mu _a}\) ]

উত্তর: Show

\(\frac{2}{3}\)

2.19 X-রশ্মির একটি ব্যবহার লেখো।

উত্তর: Show

রেডিওগ্রাফির কাজে (হাড় ভেঙে গেলে বা দাঁতের ভিতরের গঠন জানার জন্য)

2.20 γ-রশ্মির একটি ব্যবহার লেখো।

উত্তর: Show

রেডিয়োথেরাপিতে ক্যানসার কোশ ধ্বংশ করার জন্য

• শূন্যস্থান পূরণ করো :

2.21 আলোককেন্দ্র লেন্সের …… এর ওপর অবস্থিত একটি বিন্দু। 

উত্তর: Show

প্রধান অক্ষ

2.22 …… দর্পণকে অপসারি দর্পণ বলে। 

উত্তর: Show

উত্তল

2.23 উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে ফোকাস দূরত্ব = …… × …… 

উত্তর: Show

\(r × \frac {1}{2}\)

• সত্য/মিথ্যা নির্বাচন করো : 

2.24 উত্তল লেন্সের অভিসারি ক্ষমতা নেই। 

উত্তর: Show

মিথ্যা

2.25 দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা 4 × 10-7m – 8 × 10-7

উত্তর: Show

সত্য

2.26 স্বল্পদৃষ্টি ত্রুটি সম্পন্ন ব্যক্তি কাছের বস্তু স্পষ্ট দেখতে পায় না। 

উত্তর: Show

মিথ্যা

2.27 দন্ত চিকিৎসকগন অবতল দর্পণ ব্যবহার করেন। 

উত্তর: Show

সত্য

2.28 আলোকের তরঙ্গ দৈর্ঘ্য কম হলে, বিক্ষেপণ হবে।

উত্তর: Show

সত্য

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *