বিশ্বের ভাষা ও পরিবার MCQ {Part-2} – একাদশ শ্রেণি – বাংলা

বিশ্বের ভাষা ও পরিবার MCQ প্রশ্ন উত্তর : একাদশ শ্রেণির বাংলা ক বিষয়ের অন্তর্গত প্রথম অধ্যায়: বিশ্বের ভাষা ও পরিবার। এই অধ্যায়ের কিছু বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) নিচে দেওয়া হয়েছে। 

# Biswer Bhasha O Paribar MCQ

বিশ্বের ভাষা ও পরিবার-এর বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) {Part-2} – একাদশ শ্রেণি – বাংলা

বহুবিকল্পীয় প্রশ্ন ও উত্তর (MCQ)

(i) একই বংশজাত ভাষা গুলিকে বলা হয় – 

  • (ক) সমবায়ী ভাষা
  • (খ)  অসমবায়ী ভাষা
  • (গ)  অত্যন্বয়ী ভাষা
  • (ঘ)  সমগোত্রজ ভাষা

উত্তর: Show

  (ঘ)  সমগোত্রজ ভাষা

(ii) পৃথিবীর বেশিরভাগ ভাষাই মোট কতগুলি পরিবারে বর্গীভূত হয়েছে? – 

  • (ক) ২৫ / ২৬ টি 
  • (খ) ২৭ / ২৮ টি
  • (গ) ৩০ / ৩২ টি 
  • (ঘ) ২৩ / ২৫ টি

উত্তর: Show

(ক) ২৫ / ২৬ টিতে

(iii) পৃথিবী জুড়ে যে সব ভাষা বংশ ছড়িয়ে আছে সেগুলির মধ্যে প্রধান ভাষা বংশের সংখ্যা হল – 

  • (ক) ১৩ টি  
  • (খ) ৩৩ টি
  • (গ) ২৩ টি 
  • (ঘ) ২১ টি

উত্তর: Show

(ক) ১৩ টি

(iv) পৃথিবীর বৃহত্তম ভাষা বংশটি হলো – 

  • (ক) ইন্দো ইউরোপীয়  
  • (খ) এসপেরান্ত
  • (গ) মরিশাস ক্রেওল 
  • (ঘ) উপরের সবকটি

উত্তর: Show

(ক) ইন্দো ইউরোপীয়

(v) ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত ভাষা সংখ্যা হল ছটি – 

  • (ক) ৭ টি 
  • (খ) ৯ টি 
  • (গ) ১১ টি
  • (ঘ) ১৩ টি

উত্তর: Show

(খ) ৯ টি

(vi) ইউরোপের ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ ভাষাগুলির মধ্যে নিঃসন্দেহে উল্লেখযোগ্য ভাষা হল – 

  • (ক) জার্মানিক ভাষা
  • (খ) গ্রিক ভাষা
  • (গ) ইতালীয় ভাষা
  • (ঘ) স্প্যানিশ ভাষা

উত্তর: Show

(খ) গ্রিক ভাষা

(vii) ইলিয়াড ও ওডিসি কোন্‌ ভাষায় রচিত – 

  • (ক) গ্রিক ভাষা
  • (খ) জার্মানিক ভাষা
  • (গ) স্লাভিক
  • (ঘ) আর্মেনীয়

উত্তর: Show

(ক) গ্রিক ভাষা

(viii) ইলিয়াড ও ওডিসি কে রচনা করেন? – 

  • (ক) হেরোডোটাস  
  • (খ) বায়রন
  • (গ) ওভিদ 
  • (ঘ) হোমার

উত্তর: Show

(ঘ) হোমার

(ix) ক্রীট দ্বীপে প্রাপ্ত গ্রিক ভাষার নিদর্শনটি কত খ্রিস্টপূর্বাব্দের – 

  • (ক) ১৪৪০ খ্রি.পূ.
  • (খ) ১৪৫০ খ্রি.পূ.
  • (গ) ১৪৬০ খ্রি.পূ.
  • (ঘ) ১৪৭০ খ্রি.পূ.

উত্তর: Show

(খ) ১৪৫০ খ্রি.পূ.

(x) রোম সাম্রাজ্যের ঐশ্বর্য ও প্রতিপত্তির নিদর্শন স্বরূপ ইতালীয় শাখার প্রধান ভাষা হল – 

  • (ক) স্প্যানিশ 
  • (খ) জার্মানিক
  • (গ) ল্যাটিন 
  • (ঘ) সুইডিশ

উত্তর: Show

(গ) ল্যাটিন

(xi) ফরাসি ভাষা যে শাখার অন্তর্ভুক্ত – 

  • (ক) ইতালীয়
  • (খ) তোখারীয় 
  • (গ) আরমেনীয়  
  • (ঘ) বুলগেরীয়

উত্তর: Show

(ক) ইতালীয়

(xii) ইতালীয় ভাষা ফ্রান্স ছাড়া আর কোথায় কোথায় প্রচলিত? – 

  • (ক) জার্মান ও ইংল্যান্ড
  • (খ লিথুয়ানিয়া ও বুলগেরিয়া 
  • (গ) বেলজিয়াম, সুইজারল্যান্ড ও কানাডা   
  • (ঘ) এশিয়া মাইনর, ইরান ও পারস্য

উত্তর: Show

(গ) বেলজিয়াম, সুইজারল্যান্ড ও কানাডা

(xiii) তিউনিশীয় বা জার্মানিক শাখা থেকে যে ভাষা এসেছে – 

  • (ক) পর্তুগিজ
  • (খ) সুইডিশ
  • (গ) আইরিশ  
  • (ঘ) পারসিক

উত্তর: Show

(খ) সুইডিশ

(xiv) কেলতিক ভাষা গুলির মধ্যে বর্তমানে সবচেয়ে সমৃদ্ধ ভাষা হল – 

  • (ক) আইরিশ
  • (খ) পারসিক  
  • (গ) ইংরেজি 
  • (ঘ) পোলিশ

উত্তর: Show

(ক) আইরিশ

(xv) ইংরেজি ভাষা যে ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে – 

  • (ক) দক্ষিণ জার্মানিক
  • (খ) উত্তর জার্মানিক 
  • (গ) পূর্ব জার্মানিক  
  • (ঘ) পশ্চিম জার্মানিক

উত্তর: Show

(ঘ) পশ্চিম জার্মানিক

(xvi) পোলিশ ও রুশ ভাষা যে ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত  – 

  • (ক) ইরানীয়
  • (খ) ইতালীয় 
  • (গ) বালতো শ্লাভিক  
  • (ঘ) কেলতিক

উত্তর: Show

(গ) বালতো শ্লাভিক

(xvii) এশিয়া মাইনর ও কোকেশাস অঞ্চলে প্রচলিত ভাষার নাম হল – 

  • (ক) আরমেনীয়
  • (খ) বুলগেরীয় 
  • (গ) ইরানীয়
  • (ঘ) তোখারীয়

উত্তর: Show

(ক) আরমেনীয়

(xviii) মধ্যে এশিয়ায় প্রচলিত ভাষাটি হল  – 

  • (ক) আরমেনীয়
  • (খ) বুলগেরীয় 
  • (গ) ইরানীয়
  • (ঘ) তোখারীয়

উত্তর: Show

(ঘ) তোখারীয়

(xix) ইন্দো ইরানীয় শাখাটি কটি ভাগে বিভক্ত? – 

  • (ক) দুটি ভাগে
  • (খ) তিনটি ভাগে
  • (গ) চারটি ভাগে
  • (ঘ) ছয়টি ভাগে

উত্তর: Show

(ক) দুটি ভাগে

(xx) ইরানীয় আর্য শাখাটি যে ভাষা শাখার অন্তর্গত – 

  • (ক) ইতালীয়
  • (খ) ভারতীয় আর্য 
  • (গ) ইন্দো ইরানীয়
  • (ঘ) গ্রিক

উত্তর: Show

(গ) ইন্দো ইরানীয়

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *