একাদশ শ্রেণির সেমিস্টার-I বাংলা (প্রথম ভাষা) মক টেস্ট 2024 – 5

একাদশ শ্রেণির সেমিস্টার-I পরীক্ষার বাংলা (প্রথম ভাষা) বিষয়ের মক টেস্ট 2024 (WBCHSE 11 Semester-I Mock Test 2024 for Bengali-A)

নিচে বিভিন্ন সেট দেওয়া হল যা ছাত্র-ছাত্রীরা অনলাইনে ও অফলাইনে অভ্যাস করতে পারবে। অফলাইনে পরীক্ষার জন্য পরে প্রশ্ন ও OMR Answer Sheet এর pdf ফাইল ডাউনলোড করার লিঙ্ক নিচে দেওয়া হল।

একাদশ শ্রেণির সেমিস্টার-I বাংলা (প্রথম ভাষা) মক টেস্ট 2024 – 5

একাদশ শ্রেণির সেমিস্টার-I পরীক্ষার বাংলা (প্রথম ভাষা) বিষয়ের মক টেস্ট 2024

Mock Test – 5

/40
106

একাদশ শ্রেণির সেমিস্টার-I : বাংলা (প্রথম ভাষা) – প্র্যাকটিস সেট – 5

মোট প্রশ্নসংখ্যা – 40

সন্তোষজনক স্কোর – 30%

নিচে দেওয়া তথ্যগুলি পূরণ করুন

1 / 40

1) সঠিক ঘটনাক্রম বেছে নাও:

 

(i) যে জন আশ্রয় লয় সুবর্ণ-চরণে।

(ii) নিশায় সু-শান্ত নিদ্রা, ক্লান্তি দূর করে।

(iii) দীন যে, দীনের বন্ধু!-উজ্জ্বল জগতে

(iv) পরিমলে ফুল-কুল দশদিশ ভরে;

বিকল্পগুলি:

2 / 40

2) সংস্কৃত ও বাংলা ভাষা হল-

3 / 40

3) সঠিক ঘটনাক্রম বেছে নাও:

 

(i) শিবমঙ্গল কাব্য-রামকৃষ্ণ রায়

(ii) পদ্মপুরাণ-বিজয়গুপ্ত

(iii) অন্নদামঙ্গল-ভারতচন্দ্র

(iv) হাকন্দপুরাণ-ময়ূরভট্ট

বিকল্পগুলি:

4 / 40

4) ভারভারা রাও যে ভাষার কবি-

5 / 40

5) ‘সরিষাভোর’ বলতে কী বোঝানো হয়েছে?

6 / 40

6) ‘আরব-দুলাল’ হলেন-

7 / 40

7) শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:

কুলধর্মে বিদ্যাপতি ……. ছিলেন।

8 / 40

8) ভোটচিনা ভাষার শাখা ক-টি?

9 / 40

9) সত্য-মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও:

(i) মার্জারের কথাগুলি অপটিমিস্টিক।

(ii) মার্জারের কথাগুলি শ্রেণিবৈষম্যের মূল।

(iii) মার্জারের কথাগুলি সোশিয়ালিস্টিক।

(iv) মার্জারের কথাগুলি সমাজ-বিশৃঙ্খলার মূল।

 

বিকল্পগুলি :

10 / 40

10) স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

11 / 40

11) বিড়াল অতি মধুর স্বরে ‘মেও’ বলেছে-কারণ-

12 / 40

12) সঠিক ঘটনাক্রম বেছে নাও:

(i) অন্নপূর্ণা তেলেবেগুনে জ্বলিয়া উঠিলেন।

(ii) তোমাকে একঘরে করতে বেশি সময় লাগে নাকি?

(iii) তুমি কী সমাজের মাথা, না একজন মাতব্বর?

(iv) চাল নেই, চুলো নেই, এক কড়ার মুরোদ নেই।

বিকল্পগুলি :

13 / 40

13) তথ্যভিত্তিক সঠিক বিকল্পটি বেছে নাও:

বরেন্দ্রী উপভাষার বৈশিষ্ট্যগুলি হল-

 

(i) ‘র’ > ‘অ’ হয় ‘অ’ > ‘র’ হয়।

(ii) শব্দের আদিতে ‘হ’ > ‘অ’ হয়।

(iii) ‘ড়’ ধ্বনি ‘র’ রূপে উচ্চারিত হয়।

(iv) সঘোষ মহাপ্রাণ ধ্বনি শব্দের আদিতে বজায় থাকে।

বিকল্পগুলি:

14 / 40

14) বাংলা ভাষার জন্ম হয়েছে-

15 / 40

15) সত্য-মিথ্যার সঠিক বিকল্প বেছে নাও:

 

(i) পৃথিবীজুড়ে ৫টি ভাষাবংশ আছে।

(ii) ইন্দো-ইউরোপীয় ভাষাবংশের মোট ভাষাগোষ্ঠী ৯টি।

(iii) ইলিয়াড ও ওডিসি গ্রিক ভাষায় লেখা।

(iv) আফগানিস্তানের ভাষা বেলুচি।

বিকল্পগুলি :

16 / 40

16) বিবৃতির সঠিক কারণ বিকল্প থেকে বেছে নাও:

বিবৃতি: ভারতের দাক্ষিণাত্যে দ্রাবিড় ভাষাই প্রধান।

কারণ:

17 / 40

17) ‘বনেশ্বরী’ বলতে কবিতায় কাকে বোঝানো হয়েছে?

18 / 40

18) এলিসেন্দা আর পেলাইও বুড়োকে দেখার জন্য দর্শনি ধার্য করেছিল-

19 / 40

19) বিবৃতির সঠিক কারণ বিকল্প থেকে বেছে নাও:

বিবৃতি: ‘অন্নপূর্ণার চোখে জল আসিল।’

 

কারণ:

20 / 40

20) ‘কাবা-ভবন’ আছে-

21 / 40

21) খোন্দ জনজাতির ভাষা হল-

22 / 40

22) মূলত উত্তরবঙ্গের উপভাষা হল-

23 / 40

23) তথ্যভিত্তিক সঠিক বিকল্পটি বেছে নাও:

দাস-রূপ ধরে দীর্ঘ-শিরঃ তরু-দল প্রদান করে-

 

(i) অমৃত-ফল

(ii) ফুল-কুল

(iii) বারি

(iv) সু-শান্ত নিদ্রা

বিকল্পগুলি :

24 / 40

24) শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:

নেশার ঘোরে কমলাকান্ত নিজেকে ……. ভেবেছিলেন।

25 / 40

25) বিবৃতির সঠিক কারণ বিকল্প থেকে বেছে নাও:

বিবৃতি: ‘কবিকে তখন ভয় পায় ওরা’

কারণ:

26 / 40

26) ক্ষেন্তি পিঠে খেয়েছিল-

27 / 40

27) চোদ্দো-পনেরো বছরের মেয়েটির চেহারা-

28 / 40

28) তথ্যভিত্তিক সঠিক বিকল্পটি বেছে নাও:

সঙ্গিনসমেত সেনাবাহিনীকে ডাকতে হল- 

 

(i) কৌতূহলী জনতার ভিড় হটাতে

(ii) থুরথুরে বুড়োকে বাগে আনতে

(iii) পাদ্রে গোনাসাগার আদেশে

(iv) পেলাইও আর এলিসেন্দাকে ধরে নিয়ে যাওয়ার জন্য

বিকল্পগুলি:

29 / 40

29) তথ্যভিত্তিক সঠিক বিকল্পটি বেছে নাও:

 

জামার ইতিহাস নিম্নলিখিত রূপ-

 

(i) রাসের মেলা থেকে কেনা

(ii) দশ আনা দাম

(iii) আড়াই টাকা দাম

(iv) একেবারে নতুন

 

বিকল্পগুলি:

30 / 40

30) কৃত্তিবাসী রামায়ণে ক-টি কান্ড রয়েছে?

31 / 40

31) শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:

‘গ্রন্থসাহিব’ …… ভাষায় লেখা।

32 / 40

32) শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:

সহায়হরির মতে সহায়হরির বড়ো মেয়ের বয়স ………  বছর।

33 / 40

33) ইনকাদের ব্যবহৃত ভাষা ছিল-

34 / 40

34) রাঢ় বাংলার নিজস্ব মহাকাব্য হল-

35 / 40

35) স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

36 / 40

36) স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

37 / 40

37) স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

38 / 40

38) সত্য-মিথ্যার সঠিক বিকল্প বেছে নাও:

 

(i) কালীমায়ের চণ্ডীমণ্ডপে সহায়হরির ডাক পড়ে

(ii) দুর্গা বাড়ুজ্যে বাড়ির মেয়ে

(iii) ইতুর ঘট মুখুজ্যে বাড়ির

(iv) শ্রীমন্ত মজুমদারের মেয়ের সঙ্গে ক্ষেন্তির বিয়ে ঠিক হয়

বিকল্পগুলি:

39 / 40

39) বিবৃতির সঠিক কারণ বিকল্প থেকে বেছে নাও:

বিবৃতি: ‘গাহি সাম্যের গান’

40 / 40

40) ‘হেমকান্তি’ বলতে কী অর্থ বোঝায়?

Your score is

0%

Please rate this quiz

User NameScore
Nandini52%
Nandini65%
Souvik sardar2%
Utpal50%
Munira Khatun85%
I55%
Raj sutradhar55%
Ankit sarkar42%
Ushmi das35%
S80%
Partha70%
Nandini das52%
Jayetri72%
Suraj karmakar40%
A.p77%
Arpita pal95%
S47%
Mainuddin60%
Suyanka Aich55%
Shrabana sen85%
Sarifa Khatun80%
Raj sutradhar55%
Ushmi das37%
Kiran Das55%
Sudip50%
A40%
Shreya Das75%
.60%
Deep Mandal62%
Chandrima35%
Kusum Dutta42%
Miku80%
Tanmoy50%
Abubakkar siddique42%
Kartick dey42%
A77%
J75%
Arnab45%
Eshani75%
Purnima95%
Purnima97%
Arpita pal82%
Purnima70%
Nandini60%
Puspendu Mondal70%
IMTIAZ22%
Namita80%
NEON72%
Sanchita Sarkar70%
Koyel Roy75%
Namita25%
Nikita dey67%
Brishti dutta30%
Priti62%
SHUBHOJIT SAHA100%
SHUBHOJIT57%
Anu65%
Susmita Sardar62%
Chandra65%
Sayandipgoswami42%
sunam50%
Akash pramanik70%
Kalyan Ghatak60%
Shuvodeep santra50%
Piyus Marik72%
Hhdhjd57%
Srija Saha15%
Trisha sarkar47%
Subhasish barman67%
Pronati Halder30%
Nilay Mandal32%
Nikita dey82%
Nikita dey62%
Nikita dey25%
Rahul47%
Gia85%
Jesmin khatun55%
Nikita dey22%
Srija Saha15%
Mrinmoy47%
Rajdip30%
Bhu37%
Bhumika Dey52%
Bijoy barman40%
Kosish Dey50%
Akankha60%
Md Riyaz57%
Arindam das35%
Ushmi32%
Arindam das20%
Jaya barman67%
আদৃত ঘোষ62%
Rajat naha42%
Rajat Naha50%
Raj mandal50%
Sohom sau52%
babuchand das55%
Tithi50%
Kuna Das62%
আদৃত ঘোষ52%
Anjali karan52%
জগদীশ পাল92%
Atreyi Halder52%
Mousumi Gain50%
Saheba khan57%
Saheba j60%

অফলাইনে পরীক্ষার জন্য পরে প্রশ্ন ও OMR Answer Sheet এর pdf ফাইল ডাউনলোড করার লিঙ্ক

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *