বিশ্বের ভাষা ও পরিবার MCQ প্রশ্ন উত্তর : একাদশ শ্রেণির বাংলা ক বিষয়ের অন্তর্গত প্রথম অধ্যায়: বিশ্বের ভাষা ও পরিবার। এই অধ্যায়ের কিছু বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) নিচে দেওয়া হয়েছে।
# Biswer Bhasha O Paribar MCQ
বিশ্বের ভাষা ও পরিবার-এর বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) {Part-1} – একাদশ শ্রেণি – বাংলা
বহুবিকল্পীয় প্রশ্ন ও উত্তর (MCQ)
(i) ভাষাবিজ্ঞানীদের মতে পৃথিবীতে কত সংখ্যক ভাষার মধ্যে বৈচিত্র্য রয়েছে? –
- (ক) পাঁচ হাজার
- (খ) ছয় হাজার
- (গ) চার হাজার
- (ঘ) তিন হাজার
উত্তর: Show
৬ হাজার
(ii) ভাষাবিজ্ঞানীদের মতে পৃথিবীর বেশিরভাগ ভাষা ব্যবহারকারীর সংখ্যা হল –
- (ক) দশ লক্ষের মতো
- (খ) দশ লক্ষ থেকে কয়েকশো বেশি
- (গ) দশ লক্ষ থেকে কয়েকশোর মধ্যে
- (ঘ) দশ লক্ষ থেকে কয়েকশো কম
উত্তর: Show
(গ) দশ লক্ষ থেকে কয়েকশোর মধ্যে
(iii) পন্ডিত শুলৎস কোন্ দেশের ভাষাবিদ ছিলেন? –
- (ক) ফ্রান্স
- (খ) ইতালি
- (গ) আফ্রিকা
- (ঘ) জার্মানি
উত্তর: Show
(ঘ) জার্মানি
(iv) পন্ডিত ক্যারদুও কোন্ দেশের ভাষাবিদ ছিলেন? –
- (ক) ফ্রান্স
- (খ) ইতালি
- (গ) আফ্রিকা
- (ঘ) জার্মানি
উত্তর: Show
(ক) ফ্রান্স
(v) পৃথিবীর বিভিন্ন ভাষার মধ্যে কোন সম্পর্ক আছে কিনা এই বিষয়ে প্রারম্ভিক চিন্তা করেছিলেন –
- (ক) ফরাসি গ্রন্থাগারিকরা
- (খ) রোমান ক্যাথলিক মিশনারিরা
- (গ) এল. এল. জামেন হফ
- (ঘ) উইলিয়াম জোন্স
উত্তর: Show
(খ) রোমান ক্যাথলিক মিশনারিরা
(vi) সংস্কৃত ভাষার সঙ্গে ইউরোপীয় ভাষার সাদৃশ্য রয়েছে বলে কারা মনে করেন? –
- (ক) শুলৎস ও ক্যারদুও
- (খ) এল. এল. জামেন হফ
- (গ) উইলিয়াম জোন্স ও শ্যোশুর
- (ঘ) জন মার্শাল ও উইলিয়াম কেরি
উত্তর: Show
(ক) শুলৎস ও ক্যারদুও
(vii) কলকাতা রয়্যাল সোসাইটির অধিবেশন বসে –
- (ক) ১৭৭৬ খ্রিস্টাব্দে
- (খ) ১৭৮৬ খ্রিস্টাব্দে
- (গ) ১৮৮৬ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৮৯৬ খ্রিস্টাব্দে
উত্তর: Show
(খ) ১৭৮৬ খ্রিস্টাব্দে
(viii) ১৭৮৬ খ্রিস্টাব্দে কলকাতার রয়্যাল সোসাইটির অধিবেশনে যিনি সংস্কৃত, গ্রীক, লাতিন ও জার্মানিক গোষ্ঠীর ভাষাগুলির মধ্যে গভীর মিলের কথা বলেছিলেন তিনি হলেন পয়সা –
- (ক) শার্ল বোদলেয়ার
- (খ) এল. এল. জামেন হফ
- (গ) উইলিয়াম জোন্স
- (ঘ) জন মার্শাল
উত্তর: Show
(গ) উইলিয়াম জোন্স
(ix) পৃথিবীর সমস্ত ভাষাকে মোট যে কয়টি বিশেষ পদ্ধতিতে বর্গীকরণ করা হয়েছে তা হলো-
- (ক) চার রকম
- (খ) ছয় রকম
- (গ) আট রকম
- (ঘ) বারো রকম
উত্তর: Show
(খ) ছয় রকম
(x) পৃথিবীতে এমন অনেক ভাষা আছে যেসব ভাষার যেসব ভাষার শব্দের সঙ্গে কোন উপসর্গ প্রত্যয় বিভক্তি যুক্ত থাকে না, এমন একটি ভাষা হল –
- (ক) চীনা ভাষা
- (খ) তুর্কি ভাষা
- (গ) বাংলা ভাষা
- (ঘ) ইংরেজি ভাষা
উত্তর: Show
(ক) চীনা ভাষা
(xi) বাক্যের মধ্যে শব্দের অবস্থান দেখে কর্তা-কর্ম ইত্যাদি নিরূপণ করা হয় এই ধরনের শ্রেণীবিভাগের নাম –
- (ক) মুক্তান্বয়ী বর্গ
- (খ) অত্যন্বয়ী বর্গ
- (গ) অনন্বয়ী বর্গ
- (ঘ) সমন্বয়ী বর্গ
উত্তর: Show
(গ) অনন্বয়ী বর্গ
(xii) চিনা ভাষাগোষ্ঠীর ভাষা ও ভারতীয় ভোটচিনা ভাষা কোন্ শ্রেণিবিভাগের অন্তর্ভুক্ত? –
- (ক) মুক্তান্বয়ী বর্গ
- (খ) অত্যন্বয়ী বর্গ
- (গ) অনন্বয়ী বর্গ
- (ঘ) সমন্বয়ী বর্গ
উত্তর: Show
(গ) অনন্বয়ী বর্গ
(xiii) তুর্কি ও আফ্রিকার সোয়াহিলি কোন্ বর্গের অন্তর্ভুক্ত?-
- (ক) মুক্তান্বয়ী বর্গ
- (খ) কেন্তুম বর্গ
- (গ) অনন্বয়ী বর্গ
- (ঘ) সতম্ বর্গ
উত্তর: Show
(ক) মুক্তান্বয়ী বর্গ
(xiv) মুক্তান্বয়ী বর্গকে যার উপর নির্ভর করে কয়েকটি উপ বর্গে ভাগ করা হয় –
- (ক) ভাষা উপভাষার ব্যবহারের উপর ভিত্তি করে
- (খ) উপসর্গ-অনুসর্গের ব্যবহারের উপর ভিত্তি করে
- (গ) কারক বিভক্তির ব্যবহারের উপর ভিত্তি করে
- (ঘ) ধাতু ও ক্রিয়া ব্যবহারের উপর ভিত্তি করে
উত্তর: Show
(খ) উপসর্গ-অনুসর্গের ব্যবহারের উপর ভিত্তি করে
(xv) দ্রাবিড় ভাষাগোষ্ঠীর ভাষা যে বর্গের অন্তর্গত, তা হল-
- (ক) মুক্তান্বয়ী বর্গ
- (খ) অত্যন্বয়ী বর্গ
- (গ) অনন্বয়ী বর্গ
- (ঘ) সমন্বয়ী বর্গ
উত্তর: Show
(ক) মুক্তান্বয়ী বর্গ
(xvi) এমন কিছু ভাষা আছে যেখানে বাক্যের বাইরে শব্দের কোন স্বাধীন সত্তাই নেই, শুধু কিছু অসম্পূর্ণ ভাবের বাহক মাত্র। এই ভাষা যে বর্গের অন্তর্ভুক্ত তা হল –
- (ক) মুক্তান্বয়ী বর্গ
- (খ) অত্যন্বয়ী বর্গ
- (গ) অনন্বয়ী বর্গ
- (ঘ) সমন্বয়ী বর্গ
উত্তর: Show
(খ) অত্যন্বয়ী বর্গ
(xvii) অত্যন্বয়ী বর্গের একটি ভাষা হল-
- (ক) দ্রাবিড় গোষ্ঠীর ভাষা
- (খ) এস্কিমোদের ভাষা
- (গ) বান্টুদের ভাষা
- (ঘ) বাংলা চাষা
উত্তর: Show
(খ) এস্কিমোদের ভাষা
(xviii) যে ভাষায় প্রত্যয়, বিভক্তি, উপসর্গ প্রভৃতি সম্পর্কজ্ঞাপক চিহ্নগুলি এমনভাবে শব্দের সঙ্গে যুক্ত হয় যে আলাদা অস্তিত্ব থাকে না; এই ধরনের ভাষা যে বর্গের, তা হল –
- (ক) মুক্তান্বয়ী বর্গ
- (খ) অত্যন্বয়ী বর্গ
- (গ) অনন্বয়ী বর্গ
- (ঘ) সমন্বয়ী বর্গ
উত্তর: Show
(ঘ) সমন্বয়ী বর্গ
(xix) সংস্কৃত, বাংলা, ল্যাটিন, ইংরেজি, আরবি ভাষাগুলি যে বর্গের অন্তর্ভুক্ত, তা হল –
- (ক) মুক্তান্বয়ী বর্গ
- (খ) অত্যন্বয়ী বর্গ
- (গ) অনন্বয়ী বর্গ
- (ঘ) সমন্বয়ী বর্গ
উত্তর: Show
(ঘ) সমন্বয়ী বর্গ