পরমাণুর নিউক্লিয়াস (Atomic Nucleus) – অনুশীলনী প্রশ্নোত্তর – অভিনব প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান
পরমাণুর নিউক্লিয়াস – অনুশীলনী প্রশ্নোত্তর – অভিনব প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান
1. বহুবিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) : (প্রশ্নের মান-1)
1.1 92U235 নিউক্লিয়াস থেকে একটি α-কণা নির্গত হলে নতুন নিউক্লিয়াসটি হবে –
- (a) 92U238
- (b) 90Th231
- (c) 93Np235
- (d) 82Pb206
উত্তর: Show
(b) 90Th231
1.2 তেজস্ক্রিয়তার S.I. একক হল –
- (a) কুরী
- (b) বেকারেল
- (c) রাদারফোর্ড
- (d) হেনরি
উত্তর: Show
(b) বেকারেল
1.3 সর্বাধিক ভেদন ক্ষমতা বিশিষ্ট তেজস্ক্রিয় রশ্মিটি হল –
- (a) α-রশ্মি
- (b) β-রশ্মি
- (c) γ-রশ্মি
- (d) সবগুলিই
উত্তর: Show
(c) γ-রশ্মি
1.4 1 u (amu)-এর সমতুল্য শক্তি হল –
- (a) 200 MeV
- (b) 931.5 MeV
- (c) 932 J
- (d) 200 Cal
উত্তর: Show
(b) 932 MeV
1.5 ক্যানসার রোগের চিকিৎসায় ব্যবহৃত তেজস্ক্রিয় আইসোটোপটি হল –
- (a) 131I
- (b) 14C
- (c) 60Co
- (d) 226Ra
উত্তর: Show
(c) 60Co
1.6 তেজস্ক্রিয় রশ্মিগুলির আয়নায়ন ক্ষমতার সঠিক কম হল –
- (a) α > β > γ
- (b) α < β < γ
- (c) α > γ > β
- (d) γ > α > β
উত্তর: Show
(a) α > β > γ
2. অতি-সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (VSAQ): (প্রশ্নের মান-1)
➤ এককথায় উত্তর দাও:
2.1 ইউরেনিয়াম খনিতে কোন্ নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়?
উত্তর: Show
হিলিয়াম
2.2 তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোন্টি ঋণাত্মক তড়িৎগ্রস্থ কণার স্রোেত?
উত্তর: Show
β-রশ্মি
2.3 নক্ষত্রের মধ্যে কোন্ নিউক্লিয় বিক্রিয়া সংঘটিত হয়?
উত্তর: Show
নিউক্লিয় সংযোজন
2.4 পুরাতন কাঠের বয়স নির্ধারণে কোন্ তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয়?
উত্তর: Show
(b) 14C
2.5 ভরত্রুটি ও বন্ধন শক্তির মধ্যে সম্পর্ক কী?
উত্তর: Show
E = Δm C2, E → বন্ধন শক্তি ও Δm → ভরত্রুটি
➤ শূন্যস্থান পূরণ করো:
2.6 অনিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজনকে বলা হয় ………. বিকিয়া।
উত্তর: Show
অনিয়ন্ত্রিত শৃঙ্খল
2.7 ZXA → Y+1 + ……….
উত্তর: Show
Ans
2.8 1 কুরী = ………. বেকারেল।
উত্তর: Show
3.7 × 1010
2.9 I131 আইসোটোপটি ব্যবহৃত হয় ………. রোগের চিকিৎসায়।
উত্তর: Show
থাইরয়েড
➤ সত্য না মিথ্যা লেখো:
2.10 পারমাণবিক বোমার বিস্ফোরণের সময় নিউক্লিয় বিভাজন সংঘটিত হয়।
উত্তর: Show
সত্য
2.11 তেজস্ক্রিয়তা একটি ইলেকট্রনীয় ঘটনা।
উত্তর: Show
মিথ্যা
2.12 বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করা:
বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
i. তেজস্ক্রিয়তার আবিষ্কারক | (a) নিউক্লিয় বিভাজন |
ii. হাইড্রোজেন বোমা | (b) আইনস্টাইন |
iii. ভর ও শক্তির তুল্যতা সূত্র | (c) বেকারেল |
iv. নিউক্লিয় চুল্লী | (d) নিউক্লিয় সংযোজন |
উত্তর: Show
i → c, ii → d, iii → b, iv → a
3. দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন (LAQ): (প্রশ্নের মান-3)
3.1 তেজস্ক্রিয় মৌল কাদের বলে? দুটি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো।
3.2 ‘তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা’- ব্যাখ্যা করো।
3.3 α -বিঘটন ও β-বিঘটন সমীকরণের সাহায্যে দেখাও।
3.4 তেজস্ক্রিয় আইসোটোপ কাদের বলে? তেজস্ক্রিয় আইসোটোপের দুটি ব্যবহার উল্লেখ করো।
3.5 নিউক্লিয় সংযোজন কাকে বলে? নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো প্রয়োজন কেন?
3.6 নিউক্লিয় সংযোজন ও নিউক্লিয় বিভাজনের মধ্যে তিনটি পার্থক্য লেখো।
> নিউক্লীয় বিভাজন ও নিউক্লীয় সংযোজনের মধ্যে পার্থক্যগুলি নিম্নরূপ-
নিউক্লিয় বিভাজন | নিউক্লিয় সংযোজন |
① এই প্রক্রিয়ায় কোনো ভারী নিউক্লিয়াস প্রায় সমান ভরের দুটি কেন্দ্রকে বিভাজিত হয়। | ① এই প্রক্রিয়ায় কয়েকটি হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি ভারী নিউক্লিয়াস গঠন করে। |
② এই প্রক্রিয়ায় উৎপন্ন শক্তি সমভরের পদার্থের সংযোজনে উৎপন্ন শক্তির তুলনায় কম। | ② এই প্রক্রিয়ায় উৎপন্ন শক্তি সমভরের পদার্থের বিভাজনে উৎপন্ন শক্তির তুলনায় বেশি। |
③ এই প্রক্রিয়ায় টার্গেট নিউক্লিয়াসকে আঘাত করার জন্য তাপীয় নিউট্রনের প্রয়োজন হয়। | ③ এই প্রক্রিয়ায় কোনো আঘাতকারী কণার প্রয়োজন হয় না। |
④ এই প্রক্রিয়া সাধারণ উষ্ণতাতেই ঘটে। | ④ এই প্রক্রিয়া প্রায় 107 °C থেকে 108 °C উষ্ণতার মধ্যে ঘটে। |
⑤ এই প্রক্রিয়ায় তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। | ⑤ এই প্রক্রিয়ায় কোনো তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় না। |
3.7 পরমানুর নিউক্লিয়াসে কোন্ ইলেকট্রন থাকে না, তা সত্ত্বেও তেজস্ক্রিয পরমাণুর নিউক্লিয়াসে বিঘটনে β-কণা (ইলেকট্রনের সদৃশ কণা) নির্গত হয় কীভাবে? তেজস্ক্রিয়তার দুটি বৈশিষ্ট্য লেখো।
➤ β-কণা নিঃসরণের ঘটনায় তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াসের একটি নিউট্রন (n) বিভাজিত হয়ে একটি প্রোটন (p) ও একটি ইলেকট্রন (e) উৎপন্ন হয়। উৎপন্ন প্রোটনটি নিউক্লিয়াসে থেকে যায় এবং ইলেকট্রনটি তীব্র বেগে নিউক্লিয়াস থেকে β-কণা হিসেবে বেরিয়ে আসে।
এইভাবে নিউক্লিয়াসে ইলেকট্রন না থাকা সত্ত্বেও তেজস্ক্রিয় মৌলের পরমাণু থেকে β-কণা রূপে ইলেকট্রন নির্গত হয়।