পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন : বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর {Part-1} – দ্বাদশ শ্রেণি – বাংলা – আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প
‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতাটির রচনাকার হলেন –
- ক) হেটা মুলার
- খ) হিলডে ডােমিন
- গ) বের্টোল্ট ব্রেখট
- ঘ) হাইনরিখ হাইনে
উত্তর: Show
গ) বের্টোল্ট ব্রেখট
বের্টোল্ট ব্রেখট হলেন একজন –
- ক) ফরাসি কবি
- খ) জার্মান কবি
- গ) ইটালিয়ান কবি
- ঘ) ইংরেজ কবি
উত্তর: Show
খ) জার্মান কবি
‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন [উ.মা. – 2022, 18] –
- ক) অনিন্দ্য সৌরভ
- খ) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
- গ) শঙ্খ ঘােষ
- ঘ) উৎপল কুমার বসু
উত্তর: Show
গ) শঙ্খ ঘোষ
“কে বানিয়েছিল”— এখানে কী বানানাের কথা বলা হয়েছে?
- ক) ব্যাবিলন
- খ) সাত দরজাওয়ালা থিবস্
- গ) চিনের প্রাচীর
- ঘ) রােম
উত্তর: Show
খ) সাত দরজাওয়ালা থিবস্
“কে বানিয়েছিল সাত দরজাঅলা থিবস?”— এখানে থিবস হল –
- ক) একটি প্রাচীন সৌধ
- খ) উত্তর মিশরের বিলুপ্ত প্রাচীন নগর
- গ) কল্পিত নগরী
- ঘ) প্রত্নতাত্ত্বিক নিদর্শন
উত্তর: Show
খ) উত্তর মিশরের বিলুপ্ত প্রাচীন নগর
বইতে কাদের নাম লেখা হয়?
- ক) প্রজার
- খ) সৈনিকের
- গ) রাজার
- ঘ) রানির
উত্তর: Show
গ) রাজার
“ব্যাবিলন এতবার গুড়াে হল,”— এখানে ব্যাবিলন হল –
- ক) একটি প্রাচীন সৌধ
- খ) প্রাচীন রাজ্য
- গ) একটি ঝুলন্ত বাগান
- ঘ) প্রাচীন মূর্তি
উত্তর: Show
খ) প্রাচীন রাজ্য
ব্যাবিলন সভ্যতা হল আসলে প্রাচীনকালের –
- ক) আজটেক সভ্যতা
- খ) মেসােপটেমিয়া সভ্যতা
- গ) মায়া সভ্যতা
- ঘ) সিন্ধু সভ্যতা
উত্তর: Show
খ) মেসােপটেমিয়া সভ্যতা
‘ব্যাবিলন’ শব্দের অর্থ হল –
- ক) নরকের দ্বার
- খ) মন্দিরের দ্বার
- গ) ঈশ্বরের দ্বার
- ঘ) মসজিদের দ্বার
উত্তর: Show
গ) ঈশ্বরের দ্বার
ব্যাবিলন বিখ্যাত ছিল যে-কারণে – [উ.মা. – 2020] –
- ক) শূন্য মাঠ
- খ) শূন্য পুরী
- গ) শূন্য মরুভূমি
- ঘ) শূন্য উদ্যান
উত্তর: Show
ঘ) শূন্য উদ্যান
ব্যাবিলনের শূন্য উদ্যানকে বলা হত –
- ক) খালি বাগান
- খ) ঝুলন্ত বাগান
- গ) সুন্দর উদ্যান
- ঘ) শূন্য বাগান
উত্তর: Show
খ) ঝুলন্ত বাগান
লিমা হল –
- ক) পেরুর রাজধানী
- খ) জাপানের রাজধানী
- গ) মিশরের রাজধানী
- ঘ) গ্রিসের রাজধানী
উত্তর: Show
ক) পেরুর রাজধানী
“সােনা-ঝকঝকে লিমা যারা বানিয়েছিল” – লিমা অবস্থিত –
- ক) আটলান্টিক মহাসাগরের উপকূলে
- খ) প্রশান্ত মহাসাগরের উপকূলে
- গ) ভারত মহাসাগরের উপকূলে
- ঘ) বঙ্গোপসাগরের উপকূলে
উত্তর: Show
খ) প্রশান্ত মহাসাগরের উপকূলে
“তারা থাকত কোন বাসায়?”— কাদের সম্পর্কে এই প্রশ্ন?
- ক) রাজমিস্ত্রিদের
- খ) পাথর ঘাড়ে করা লােকেদের
- গ) যারা লিমা বানিয়েছিল
- ঘ) ক্রীতদাসদের
উত্তর: Show
গ) যারা লিমা বানিয়েছিল
পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি হল –
- ক) চিনের প্রাচীর
- খ) রােমের ত্রেভি ফোয়ারা
- গ) প্যারিসের ল্যুভর মিউজিয়াম
- ঘ) লন্ডন আই
উত্তর: Show
ক) চিনের প্রাচীর
“চিনের প্রাচীর যখন শেষ হল সেই সন্ধ্যায় কোথায় গেল” – কাদের আর খুঁজে পাওয়া গেল না?
- ক) রাজমিস্ত্রিদের
- খ) কাঠের মিস্ত্রিদের
- গ) ইঞ্জিনিয়ারদের
- ঘ) মালিকরা
উত্তর: Show
ক) রাজমিস্ত্রিদের
বিজয়তোরণে ঠাসা ছিল –
- ক) প্যারিস
- খ) ভেনিস
- গ) অস্ট্রিয়া
- ঘ) রােম
উত্তর: Show
ঘ) রােম
“বানাল কে?”— মহনীয় রােম আসলে তৈরি করেছিল –
- ক) জুলিয়াস সিজার
- খ) তকালীন শ্রমিক-মজুর
- গ) দ্বিতীয় ফ্রেডারিক
- ঘ) নেপােলিয়ন
উত্তর: Show
খ) তকালীন শ্রমিক-মজুর
“কাদের জয় করল সিজার?”— সিজার বলতে এখানে কাকে বােঝানাে হয়েছে?
- ক) রােমের ক্রীতদাসকে
- খ) রােমের রাষ্ট্রনেতাকে
- গ) রােমের প্রসিদ্ধ জুলিয়াস সিজারকে
- ঘ) রােমের এক যােদ্ধাকে
উত্তর: Show
গ) রােমের প্রসিদ্ধ জুলিয়াস সিজারকে
“সেখানে কি সবাই প্রাসাদেই থাকত?” – কোন্ জায়গার কথা বলা হয়েছে? [উ. মা. – 16]
- ক) ব্যাবিলন
- খ) বাইজেনটিয়াম
- গ) রোম
- ঘ) আটলান্টিস
উত্তর: Show
খ) বাইজেনটিয়াম
উপকথার আটলান্টিস হল একটি –
- ক) শহর
- খ) বন্দর
- গ) উদ্যান
- ঘ) দ্বীপ
উত্তর: Show
ঘ) দ্বীপ
“যখন সমুদ্র তাকে খেল”— সমুদ্র কাকে খেল?
- ক) রােমকে
- খ) ব্যাবিলনকে
- গ) আটলান্টিসকে
- ঘ) লিমাকে
উত্তর: Show
গ) আটলান্টিসকে
“ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল”— চিৎকার উঠেছিল – কারণ –
- ক) রাজার জন্য
- খ) নাবিকদের জন্য
- গ) সৈনিকদের জন্য
- ঘ) ক্রীতদাসের জন্য
উত্তর: Show
ঘ) ক্রীতদাসের জন্য
“ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল”— কারণ –
- ক) ব্যাবিলন গুঁড়াে হল
- খ) চিনের প্রাচীর শেষ হল
- গ) গদের নিপাত হয়েছিল
- ঘ) আটলান্টিসকে সমুদ্র গ্রাস করল
উত্তর: Show
ঘ) আটলান্টিসকে সমুদ্র গ্রাস করল
“ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার।” – আলেকজান্ডার ছিলেন –
- ক) দিগ্বিজয়ী বীর
- খ) ম্যাসিডনের রাজার পৌত্র
- গ) অ্যারিস্টটলের প্রিয় বন্ধু
- ঘ) একজন ক্রীতদাস
উত্তর: Show
ক) দিগ্বিজয়ী বীর