ধ্বনিতত্ত্ব : বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর – দ্বাদশ শ্রেণি – বাংলা

ধ্বনিতত্ত্ব (Dhwanitattwa) : বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর – দ্বাদশ শ্রেণি – বাংলা

ধ্বনিতত্ত্ব (Dhwanitattwa): বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর – দ্বাদশ শ্রেণি – বাংলা

মুখের মান্য বাংলার ধ্বনির সংখ্যা – (H.S. – 23)

  • ক) ছয়
  • খ) সাত
  • গ) আট
  • ঘ) নয়

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) সাত [/expand]

বিভাজ্য ধ্বনির অপর নাম – (H.S. – 22)

  • ক) যুক্ত ধ্বনি
  • খ) পার্শ্বিক ধ্বনি
  • গ) খন্ড ধ্বনি
  • ঘ) তাড়িত ধ্বনি 

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) খন্ড ধ্বনি [/expand]

একটি তাড়িত ধ্বনি হল – (H.S. – 16)

  • ক) ঝ্
  • খ) ম্
  • গ) ঞ্
  • ঘ) ড়্ 

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ঘ) ড়্ [/expand]

উষ্ম ধ্বনিটি হল – (H.S. – 15)

  • ক) ত্
  • খ) শ্
  • গ) ম্
  • ঘ) ল্  

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) শ্ [/expand]

বাগধ্বনি প্রধানত কয় প্রকার? –

  • ক) দুই
  • খ) তিন
  • গ) চার
  • ঘ) পাঁচ 

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) দুই [/expand]

খণ্ডধ্বনিকে বলা হয় –

  • ক) পদ
  • খ) দল
  • গ) বিভাজ্য ধ্বনি
  • ঘ) অবিভাজ্য ধ্বনি 

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) বিভাজ্য ধ্বনি [/expand]

বাংলায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা –

  • ক) ৩০ টি
  • খ) ৩২ টি
  • গ) ৩৪ টি
  • ঘ) ৩৬ টি 

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) ৩০ টি [/expand]

পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলে –

  • ক) দ্বিত্ব ধ্বনি
  • খ) যুক্তধ্বনি
  • গ) গুচ্ছধ্বনি
  • ঘ) জোটধ্বনি 

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) গুচ্ছধ্বনি [/expand]

‘ল্’ – ধ্বনিটি –

  • ক) পার্শ্বিক ধ্বনি
  • খ) নাসিক্য ধ্বনি
  • গ) কম্পিত ধ্বনি
  • ঘ) উষ্মধ্বনি 

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) পার্শিক ধ্বনি [/expand]

প্রদত্ত কোনটি বাগ্ যন্ত্রের অন্তর্ভুক্ত নয় –

  • ক) দন্ত
  • খ) নাসিকা
  • গ) কর্ণ
  • ঘ) কন্ঠ 

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) কর্ণ [/expand]

‘Phonology’ বলতে বুঝি – 

  • ক) ভাষাদর্শন
  • খ) ভাষা বিনিময়
  • গ) ভাষাবিজ্ঞান
  • ঘ) ধ্বনিতত্ত্ব 

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ঘ) ধ্বনিতত্ত্ব [/expand]

পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনার সমাবেশকে বলে –

  • ক) দ্বিত্ব ধ্বনি
  • খ) যুক্তধ্বনি
  • গ) জোট ধ্বনি
  • ঘ) গুচ্ছ ধ্বনি

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ঘ) গুচ্ছ ধ্বনি [/expand]

নূন্যতম শব্দজোড়ের শব্দ দুটি হওয়া চাই –

  • ক) একই ভাষার
  • খ) একাধিক ভাষার
  • গ) দুটি ভাষার
  • ঘ) মিশ্র ভাষার

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) একই ভাষার [/expand]

শ্,স্, হ্ – বর্ণগুলি –

  • ক) উষ্ম ধ্বনি
  • খ) নাসিক্য ধ্বনি
  • গ) কম্পিত ধ্বনি
  • ঘ) তাড়িত ধ্বনি 

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) উষ্ম ধ্বনি [/expand]

ঙ্, ঞ্, ন্, ঙ্, ম্ – বর্ণগুলি –

  • ক) উষ্ম ধ্বনি
  • খ) নাসিক্য ধ্বনি
  • গ) কম্পিত ধ্বনি
  • ঘ) তাড়িত ধ্বনি

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) নাসিক্য ধ্বনি [/expand]

বিভাজ্য ধ্বনিকে ক-টি ভাগে ভাগ করা যায়? –

  • ক) দুটি
  • খ) তিনটি
  • গ) চারটি
  • ঘ) পাঁচটি

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) দুটি [/expand]

দৈর্ঘ্য, শ্বাসাঘাত, সুরতরঙ্গ, যতি হলো –

  • ক) বিভাজ্য ধ্বনি
  • খ) অবিভাজ্য ধ্বনি
  • গ) বাগ্ ধ্বনি
  • ঘ) সহধ্বনি 

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) অবিভাজ্য ধ্বনি [/expand]

বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা –

  • ক) তিনটি
  • খ) চারটি
  • গ) পাঁচটি
  • ঘ) ছটি 

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) চারটি [/expand]

‘র্’ – ধ্বনিটি হলো –

  • ক) কম্পিত
  • খ) পার্শ্বিক
  • গ) তাড়িত
  • ঘ) নাসিক্য

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) কম্পিত [/expand]

ড়্, ঢ়্ – ধ্বনিটি –

  • ক) কম্পিত
  • খ) পার্শ্বিক
  • গ) তাড়িত
  • ঘ) নাসিক্য

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) তাড়িত [/expand]

দুটি ভিন্ন শব্দের মধ্যে নূন্যতম উচ্চারণ পার্থক্য থাকলে তাকে বলে –

  • ক) মুক্তবৈচিত্র্য
  • খ) পরিপূরক অবস্থান
  • গ) ন্যূনতম শব্দজোড়
  • ঘ) ধ্বনির সমাবেশ 

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) ন্যূনতম শব্দজোড় [/expand]

একদলের অন্তর্গত ব্যঞ্জন সমাবেশকে বলে –

  • ক) যুগ্মধ্বনি
  • খ) গুচ্ছধ্বনি
  • গ) যুক্তধ্বনি
  • ঘ) দ্বিস্বরধ্বনি

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) যুক্তধ্বনি [/expand]

বাংলায় দুটি ব্যঞ্জনের সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা কমপক্ষে –

  • ক) ১০০
  • খ) ২০০
  • গ) ২৮
  • ঘ) ১৮ 

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) ২০০ [/expand]

শব্দের শুরুতে বা শেষে থাকে যে ব্যঞ্জন-সমাবেশ, তা –

  • ক) যুগ্মধ্বনি
  • খ) গুচ্ছধ্বনি
  • গ) যুক্তধ্বনি
  • ঘ) সহধ্বনি 

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) যুক্তধ্বনি [/expand]

কন্ঠনালীয় বর্ণটি হল –

  • ক) শ্
  • খ) হ্
  • গ) র্
  • ঘ) ক্

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) হ্ [/expand]

তিনটি ব্যঞ্জন-এর গুচ্ছধ্বনি বাংলায় –

  • ক) পাঁচটি
  • খ) ছটি
  • গ) সাতটি
  • ঘ) আটটি

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ঘ) আটটি [/expand]

চারটি ব্যঞ্জন-এর গুচ্ছধ্বনি বাংলায় –

  • ক) তিনটি
  • খ) একটি
  • গ) পাঁচটি
  • ঘ) আটটি

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) একটি [/expand]

তিনটি ব্যঞ্জন-এর যুক্তধ্বনি সংখ্যা –

  • ক) একটি
  • খ) দুটি
  • গ) তিনটি
  • ঘ) আটটি

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) দুটি [/expand]

একাধিক দল যুক্ত শব্দের কোনো একটিকে বেশি জোর দিয়ে উচ্চারণ করা হল –

  • ক) যতি
  • খ) শ্বাসাঘাত
  • গ) সুরতরঙ্গ
  • ঘ) দৈর্ঘ্য 

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) শ্বাসাঘাত [/expand]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *