চলতড়িৎ – অনুশীলনী প্রশ্নোত্তর – অভিনব প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান
চলতড়িৎ – মাধ্যমিক ভৌতবিজ্ঞান অনুশীলনী প্রশ্নোত্তর – অভিনব প্রকাশনী – দশম শ্রেণি
বহু বিকল্পভিত্তিক প্রশ্ন : (MCQ) প্রশ্নের মান – 1
1.1 নীচের কোনটি তড়িদাধানের একক ? –
- (a) ভোল্ট
- (b) কুলম্ব
- (c) ওহম
- (d) ওয়াট
উত্তর : Show
(b) কুলম্ব
1.2 3 ohm ও 6 ohm দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তাদের তুল্যাঙ্ক রোধ –
- (a) 3 ohm
- (b) 4 ohm
- (c) 2 ohm
- (d) 1 ohm
উত্তর : Show
(c) 2 ohm
1.3 যান্ত্রিক শক্তি থেকে তড়িৎশক্তি উৎপন্ন করা যায় –
- (a) বার্লোচক্রে
- (b) বৈদ্যুতিক জেনারেটারে
- (c) বৈদ্যুতিক মোটরে
- (d) ট্রান্সফরমারে
উত্তর : Show
(b) বৈদ্যুতিক জেনারেটারে
1.4 তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি উৎপন্ন করা যায় –
- (a) বৈদ্যুতিক জেনারেটরে
- (b) বৈদ্যুতিক মোটরে
- (c) ট্রান্সফরমারে
- (d) AC ডায়ানামোতে
উত্তর : Show
(b) বৈদ্যুতিক মোটরে
1.5 কিলোওয়াট-ঘণ্টা দ্বারা যে ভৌতরাশির পরিমাপ হয় তা হল –
- (a) তড়িৎশক্তি
- (b) তড়িৎ ক্ষমতা
- (c) তড়িৎ প্রবাহমাত্রা
- (d) তড়িৎ আধান
উত্তর : Show
(a) তড়িৎশক্তি
1.6 কোনো তড়িৎবর্তনীতে ব্যবহৃত কোশের রোধ \(r\) এবং বহিবর্তনীতে \(R\) রোধের মধ্যে দিয়ে \(I\)তড়িৎ প্রবাহিত হলে কোশটির তড়িৎচালক বলের মান –
- (a) \(R(I + r)\)
- (b) \(r (I + R)\)
- (c) \(I (R+ r)\)
- (d) \(IR + r\)
উত্তর : Show
(c) \(I (R+ r)\)
1.7 গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীর শুরুতেই থাকে –
- (a) মেইন-ফিউজ
- (b) মিটার বক্স
- (c) মেইন সুইজ
- (d) কলিং বেল
উত্তর : Show
(b) মিটার বক্স
1.8 অতিপরিবাহীর রোধাঙ্কের মান কত?
- (a) অসীম
- (b) 1
- (c) শূণ্য
- (d) -1
উত্তর : Show
(c) শূণ্য
1.9 লাইভ তারের রং হল –
- (a) বাদামী
- (b) সবুজ
- (c) হলুদ
- (d) নীল
উত্তর : Show
(a) বাদামী
1.10 বাতির বৈদ্যুতিক সরঞ্জামগুলি –
- (a) শ্রেণি সমবায়ে যুক্ত
- (b) সমান্তরাল সমবায়ে যুক্ত
- (c) মিশ্র সমবায়ে যুক্ত
- (d) এলোমেলোভাবে যুক্ত
উত্তর : Show
(b) সমান্তরাল সমবায়ে যুক্ত
1.11 যে রাশিটির একক বিভব পার্থক্যের এককের সমান, সেটি হল –
- (a) তড়িৎ প্রবাহমাত্রা
- (b) তড়িৎ-চালক বল
- (c) তড়িৎ শক্তি
- (d) তড়িৎ ক্ষমতা
উত্তর : Show
(b) তড়িৎ-চালক বল
1.12 (ভোল্ট × অ্যাম্পিয়ার) দ্বারা নীচের কোনটিকে প্রকাশ করা হয় ?
- (a) তড়িৎশক্তি
- (b) তড়িৎ-ক্ষমতা
- (c) বিভব প্রভেদ
- (d) রোধাঙ্ক
উত্তর : Show
(b) তড়িৎ-ক্ষমতা
1.13 \(r\) ব্যাসার্ধের একটি তামার তারের রোধ \(R\) I একই দৈর্ঘ্যের কিন্তু \(2r\)’ ব্যাসার্ধের অপর একটি তামার তারের রোধ হবে –
- (a) \(R\)
- (b) \(\frac{R} {2}\)
- (c) \(\frac{R} {4}\)
- (d) \(2R\)
উত্তর : Show
(c) \(\frac{R} {4}\)
1.14 উষ্ণতা বৃদ্ধিতে রোধ হ্রাস পায় কোনটির? –
- (a) রূপো
- (b) ক্রোমিয়াম
- (c) জার্মেনিয়াম
- (d) কাচ
উত্তর : Show
(c) জার্মেনিয়াম
1.15 তড়িৎ ক্ষমতার একক হল –
- (a) জুল
- (b) ওয়ার্ট
- (c) ভোল্ট
- (d) কুলম্ব
উত্তর : Show
(b) ওয়ার্ট
2. অতি-সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন : (প্রশ্নের মান 1 )
2.1 ‘ওয়াট-ঘণ্টা’ কোন ভৌতরাশির একক?
উত্তর : Show
তড়িৎ শক্তি
2.2 ‘200V-100W’ রেটিং যুক্ত বাতিটির মধ্য দিয়ে সর্বোচ্চ কত প্রবাহমাত্রা যেতে পারে?
[Hint : প্রবাহমাত্রা = তড়িৎ-ক্ষমতা / বিভব প্রভেদউত্তর : Show
0.5 অ্যাম্পিয়ার
2.3 রোধাঙ্কের S.I. একক কী?
উত্তর : Show
ওহম.মিটার
2.4 ফিউজ তারের উপাদানগুলি কী কী ?
উত্তর : Show
টিন (25%) এবং সীসা (75%)
2.5 1 কিলোওয়াট ঘন্টা = কত জুল?
উত্তর : Show
\(3.6 × 10^6\) জুল
2.6 ফিউজ তার মূলবর্তনীর সঙ্গে কোন্ সমবায়ে যুক্ত থাকে?
উত্তর : Show
শ্রেণি সমবায়ে
2.7 পৃথিবীর বিভব কত?
উত্তর : Show
শূণ্য
2.8 দুটি অ-ওহমীয় পরিবাহীর উদাহরণ দাও।
উত্তর : Show
জার্মেনিয়াম ও সিলিকন
2.9 BOT কিসের একক?
উত্তর : Show
তড়িৎ শক্তি
2.10 1 কুলম্ব = কত stat কুলম্ব।
উত্তর : Show
\(3 × 10^9\) stat কুলম্ব
শূন্যস্থান পূরণ করো :
2.10 CFL এর সম্পূর্ণ নাম ………. I
উত্তর : Show
Compact Fluorescent Lamp
2.11 1 BOT = ………. ওয়াট-ঘন্টা।
উত্তর : Show
1000 ওয়াট-ঘন্টা
2.12. ………. বালবে পারদজনিত দূষণ হয়।
উত্তর : Show
CFL
2.13 ফ্যারাডের প্রথম সূত্র থেকে ………. ও ………. জানা যায়।
উত্তর : Show
তড়িৎ চুম্বকীয় আবেশের কারণ ও স্থায়িত্ব
2.14 থ্রি-পিন প্লাগের মোটা ও লম্বা পিনটি হল ………. পিন।
উত্তর : Show
আর্থ কানেকশন
2.15 রোধের অনন্যক হল ………. ।
উত্তর : Show
পরিবাহিতা
সত্য/মিথ্যা নির্বাচন করো :
2.15 কতকগুলি রোধের সমান্তরাল সমবায়ের তুল্যরোধ সবচেয়ে কম মানের রোধ অপেক্ষাও কম হয়।
উত্তর : Show
সত্য
2.16 MCB এর সম্পূর্ণ নাম হল Multiple Circuit Breaker
[Hint : MCB – Miniature Circuit Breaker]উত্তর : Show
মিথ্যা
2.17 তড়িৎ ক্ষমতা \((P) = I^2RT.\)
উত্তর : Show
মিথ্যা
2.18 অর্ধ পরিবাহীকে ওহমীয় পরিবাহীও বলা হয়।
উত্তর : Show
মিথ্যা
2.19 কিলোওয়াট হল তড়িৎশক্তির একক।
উত্তর : Show
মিথ্যা
2.20 বার্লোচক্রের ঘূর্ণনের সময় তড়িৎশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।
উত্তর : Show
সত্য
2.21 জার্মেনিয়ামের রোধাঙ্ক তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পায়।
উত্তর : Show
মিথ্যা
2.22 আবিষ্ট তড়িৎ-চালক বলের মান চৌম্বক ফ্লাক্স পরিবর্তনের হারের সমানুপাতিক।
উত্তর : Show
সত্য
2.23 বামস্তম্ভের সঙ্গে ডানস্তত্ত্বের সামঞ্জস্য বিধান করো।
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
---|---|
1. ডায়নামো নিয়ম | (a) তড়িৎপ্রবাহের দরুন সৃষ্ট চৌম্বকক্ষেত্রের অভিমুখ |
2. অ্যাম্পিয়ারের সম্ভারন নিয়ম | (b) ফ্যারাডে |
3. ফ্লেমিং এর বামহস্ত নিয়ম | (c) ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম |
4. তড়ি-চুম্বকীয় আবেশ | (d) মোটরের নিয়ম |
উত্তর :
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
---|---|
1. ডায়নামো নিয়ম | (c) ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম |
2. অ্যাম্পিয়ারের সম্ভারন নিয়ম | (a) তড়িৎপ্রবাহের দরুন সৃষ্ট চৌম্বকক্ষেত্রের অভিমুখ |
3. ফ্লেমিং এর বামহস্ত নিয়ম | (d) মোটরের নিয়ম |
4. তড়ি-চুম্বকীয় আবেশ | (b) ফ্যারাডে |