চলতড়িৎ – অনুশীলনী প্রশ্নোত্তর – অভিনব প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান

চলতড়িৎ – অনুশীলনী প্রশ্নোত্তর – অভিনব প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান

চলতড়িৎ – মাধ্যমিক ভৌতবিজ্ঞান অনুশীলনী প্রশ্নোত্তর – অভিনব প্রকাশনী – দশম শ্রেণি

বহু বিকল্পভিত্তিক প্রশ্ন : (MCQ) প্রশ্নের মান – 1

1.1 নীচের কোনটি তড়িদাধানের একক ? –

  • (a) ভোল্ট
  • (b) কুলম্ব
  • (c) ওহম
  • (d) ওয়াট

উত্তর :  Show

(b) কুলম্ব

1.2 3 ohm ও 6 ohm দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তাদের তুল্যাঙ্ক রোধ –

  • (a) 3 ohm
  • (b) 4 ohm
  • (c) 2 ohm
  • (d) 1 ohm

উত্তর :  Show

(c) 2 ohm

1.3 যান্ত্রিক শক্তি থেকে তড়িৎশক্তি উৎপন্ন করা যায় –

  • (a) বার্লোচক্রে
  • (b) বৈদ্যুতিক জেনারেটারে
  • (c) বৈদ্যুতিক মোটরে 
  • (d) ট্রান্সফরমারে

উত্তর :  Show

(b) বৈদ্যুতিক জেনারেটারে

1.4 তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি উৎপন্ন করা যায় – 

  • (a) বৈদ্যুতিক জেনারেটরে
  • (b) বৈদ্যুতিক মোটরে
  • (c) ট্রান্সফরমারে
  • (d) AC ডায়ানামোতে

উত্তর :  Show

(b) বৈদ্যুতিক মোটরে

1.5 কিলোওয়াট-ঘণ্টা দ্বারা যে ভৌতরাশির পরিমাপ হয় তা হল –

  • (a) তড়িৎশক্তি
  • (b) তড়িৎ ক্ষমতা
  • (c) তড়িৎ প্রবাহমাত্রা
  • (d) তড়িৎ আধান

উত্তর :  Show

(a) তড়িৎশক্তি

1.6 কোনো তড়িৎবর্তনীতে ব্যবহৃত কোশের রোধ \(r\) এবং বহিবর্তনীতে \(R\) রোধের মধ্যে দিয়ে \(I\)তড়িৎ প্রবাহিত হলে কোশটির তড়িৎচালক বলের মান –

  • (a) \(R(I + r)\) 
  • (b) \(r (I + R)\)
  • (c) \(I (R+ r)\)
  • (d) \(IR + r\)

উত্তর :  Show

(c) \(I (R+ r)\)

1.7 গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীর শুরুতেই থাকে – 

  • (a) মেইন-ফিউজ
  • (b) মিটার বক্স
  • (c) মেইন সুইজ
  • (d) কলিং বেল

উত্তর :  Show

(b) মিটার বক্স

1.8 অতিপরিবাহীর রোধাঙ্কের মান কত? 

  • (a) অসীম
  • (b) 1
  • (c) শূণ্য
  • (d) -1

উত্তর :  Show

(c) শূণ্য

1.9 লাইভ তারের রং হল –

  • (a) বাদামী
  • (b) সবুজ
  • (c) হলুদ
  • (d) নীল

উত্তর :  Show

(a) বাদামী

1.10 বাতির বৈদ্যুতিক সরঞ্জামগুলি –

  • (a) শ্রেণি সমবায়ে যুক্ত
  • (b) সমান্তরাল সমবায়ে যুক্ত 
  • (c) মিশ্র সমবায়ে যুক্ত
  • (d) এলোমেলোভাবে যুক্ত

উত্তর :  Show

(b) সমান্তরাল সমবায়ে যুক্ত

1.11 যে রাশিটির একক বিভব পার্থক্যের এককের সমান, সেটি হল –

  • (a) তড়িৎ প্রবাহমাত্রা 
  • (b) তড়িৎ-চালক বল
  • (c) তড়িৎ শক্তি
  • (d) তড়িৎ ক্ষমতা

উত্তর :  Show

(b) তড়িৎ-চালক বল

1.12 (ভোল্ট × অ্যাম্পিয়ার) দ্বারা নীচের কোনটিকে প্রকাশ করা হয় ?

  • (a) তড়িৎশক্তি
  • (b) তড়িৎ-ক্ষমতা
  • (c) বিভব প্রভেদ
  • (d) রোধাঙ্ক

উত্তর :  Show

(b) তড়িৎ-ক্ষমতা

1.13 \(r\) ব্যাসার্ধের একটি তামার তারের রোধ \(R\) I একই দৈর্ঘ্যের কিন্তু \(2r\)’ ব্যাসার্ধের অপর একটি তামার তারের রোধ হবে –

  • (a) \(R\)
  • (b) \(\frac{R} {2}\)
  • (c) \(\frac{R} {4}\)
  • (d) \(2R\)

উত্তর :  Show

(c) \(\frac{R} {4}\)

1.14 উষ্ণতা বৃদ্ধিতে রোধ হ্রাস পায় কোনটির? –  

  • (a) রূপো 
  • (b) ক্রোমিয়াম 
  • (c) জার্মেনিয়াম 
  • (d) কাচ
[Hint : অর্ধপরিবাহী, তড়িৎবিশ্লেষ্য প্রভৃতির ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে রোধ হ্রাস পায়]

উত্তর :  Show

(c) জার্মেনিয়াম

1.15 তড়িৎ ক্ষমতার একক হল –

  • (a) জুল
  • (b) ওয়ার্ট 
  • (c) ভোল্ট 
  • (d) কুলম্ব

উত্তর :  Show

(b) ওয়ার্ট

2. অতি-সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন : (প্রশ্নের মান 1 )

2.1 ‘ওয়াট-ঘণ্টা’ কোন ভৌতরাশির একক? 

উত্তর :  Show

তড়িৎ শক্তি

2.2 ‘200V-100W’ রেটিং যুক্ত বাতিটির মধ্য দিয়ে সর্বোচ্চ কত প্রবাহমাত্রা যেতে পারে? 

[Hint : প্রবাহমাত্রা = তড়িৎ-ক্ষমতা / বিভব প্রভেদ

উত্তর :  Show

0.5 অ্যাম্পিয়ার

2.3 রোধাঙ্কের S.I. একক কী? 

উত্তর :  Show

ওহম.মিটার

2.4 ফিউজ তারের উপাদানগুলি কী কী ? 

উত্তর :  Show

টিন (25%) এবং সীসা (75%)

2.5 1 কিলোওয়াট ঘন্টা = কত জুল? 

উত্তর :  Show

\(3.6 × 10^6\) জুল

2.6 ফিউজ তার মূলবর্তনীর সঙ্গে কোন্‌ সমবায়ে যুক্ত থাকে? 

উত্তর :  Show

শ্রেণি সমবায়ে

2.7 পৃথিবীর বিভব কত? 

উত্তর :  Show

শূণ্য 

2.8 দুটি অ-ওহমীয় পরিবাহীর উদাহরণ দাও। 

উত্তর :  Show

জার্মেনিয়াম ও সিলিকন

2.9 BOT কিসের একক? 

উত্তর :  Show

তড়িৎ শক্তি

2.10 1 কুলম্ব = কত stat কুলম্ব। 

উত্তর :  Show

\(3 × 10^9\) stat কুলম্ব

শূন্যস্থান পূরণ করো :

2.10 CFL এর সম্পূর্ণ নাম ………. I 

উত্তর :  Show

Compact Fluorescent Lamp

2.11 1 BOT = ………. ওয়াট-ঘন্টা। 

উত্তর :  Show

1000 ওয়াট-ঘন্টা

2.12. ………. বালবে পারদজনিত দূষণ হয়। 

উত্তর :  Show

CFL

2.13 ফ্যারাডের প্রথম সূত্র থেকে ………. ও ………. জানা যায়। 

উত্তর :  Show

তড়িৎ চুম্বকীয় আবেশের কারণ ও স্থায়িত্ব

2.14 থ্রি-পিন প্লাগের মোটা ও লম্বা পিনটি হল ………. পিন। 

উত্তর :  Show

আর্থ কানেকশন

2.15 রোধের অনন্যক হল ………. ।

উত্তর :  Show

পরিবাহিতা

সত্য/মিথ্যা নির্বাচন করো :

2.15 কতকগুলি রোধের সমান্তরাল সমবায়ের তুল্যরোধ সবচেয়ে কম মানের রোধ অপেক্ষাও কম হয়। 

উত্তর :  Show

সত্য

2.16 MCB এর সম্পূর্ণ নাম হল Multiple Circuit Breaker 

[Hint : MCB – Miniature Circuit Breaker]

উত্তর :  Show

মিথ্যা

2.17 তড়িৎ ক্ষমতা \((P) = I^2RT.\) 

উত্তর :  Show

মিথ্যা

2.18 অর্ধ পরিবাহীকে ওহমীয় পরিবাহীও বলা হয়। 

উত্তর :  Show

মিথ্যা

2.19 কিলোওয়াট হল তড়িৎশক্তির একক। 

উত্তর :  Show

মিথ্যা

2.20 বার্লোচক্রের ঘূর্ণনের সময় তড়িৎশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। 

উত্তর :  Show

সত্য

2.21 জার্মেনিয়ামের রোধাঙ্ক তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পায়। 

উত্তর :  Show

মিথ্যা

2.22 আবিষ্ট তড়িৎ-চালক বলের মান চৌম্বক ফ্লাক্স পরিবর্তনের হারের সমানুপাতিক। 

উত্তর :  Show

সত্য

2.23 বামস্তম্ভের সঙ্গে ডানস্তত্ত্বের সামঞ্জস্য বিধান করো।
বামস্তম্ভডানস্তম্ভ
1. ডায়নামো নিয়ম(a) তড়িৎপ্রবাহের দরুন সৃষ্ট চৌম্বকক্ষেত্রের অভিমুখ
2. অ্যাম্পিয়ারের সম্ভারন নিয়ম(b) ফ্যারাডে
3. ফ্লেমিং এর বামহস্ত নিয়ম(c) ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম
4. তড়ি-চুম্বকীয় আবেশ(d) মোটরের নিয়ম

উত্তর : 

বামস্তম্ভডানস্তম্ভ
1. ডায়নামো নিয়ম(c) ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম
2. অ্যাম্পিয়ারের সম্ভারন নিয়ম(a) তড়িৎপ্রবাহের দরুন সৃষ্ট চৌম্বকক্ষেত্রের অভিমুখ
3. ফ্লেমিং এর বামহস্ত নিয়ম(d) মোটরের নিয়ম
4. তড়ি-চুম্বকীয় আবেশ(b) ফ্যারাডে

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *