কে বাঁচায়, কে বাঁচে : বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর {Part-3} – দ্বাদশ শ্রেণি – বাংলা

মৃত্যুঞ্জয় অনাহারে মৃত্যু দেখেছিল –

  • ক) অফিস থেকে ফেরার পথে
  • খ) অফিস যাওয়ার পথে
  • গ) সকালে প্রাতঃভ্রমণে
  • ঘ) বাজার করতে যাও সময় 

উত্তর: Show

খ) অফিস যাওয়ার পথে

মৃত্যুঞ্জয় ও নিখিলের দাম্পত্যজীবন যথাক্রমে –

  • ক) ছয় ও আট বছরের
  • খ) চার ও পাঁচ বছরের
  • গ) আট ও নয় বছরের
  • ঘ) ছয় ও সাত বছরের

উত্তর: Show

ক) ছয় ও আট বছরের

বাড়ি থেকে কতটা হেঁটে মৃত্যুঞ্জয় ট্রামে চড়ত? –

  • ক) ১০০ মিটার
  • খ) ১০০ গজ
  • গ) দু-পা
  • ঘ) ১০০ পা

উত্তর: Show

গ) দু-পা

মৃত্যুঞ্জয় নিখিলের থেকে পঞ্চাশ টাকা বেশি মাইনে পেত। কারণ—

  • ক) মৃত্যুঞ্জয়ের চাকরি বেশিদিনের
  • খ) মৃত্যুঞ্জয় ওপরওয়ালার প্রিয়পাত্র ছিল
  • গ) মৃত্যুঞ্জয় অফিসে বাড়তি দায়িত্ব পালন করত
  • ঘ) মৃত্যুঞ্জয়ের বয়স বেশি ছিল

উত্তর: Show

গ) মৃত্যুঞ্জয় অফিসে বাড়তি দায়িত্ব পালন করত

“অন্য সকলের মতাে মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে।”— ‘সে’ কে? 

  • ক) তার অফিসের বস
  • খ) নিখিল
  • গ) টুনুর মা
  • ঘ) টুনু

উত্তর: Show

খ) নিখিল

“আনমনে অর্ধ-ভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয়।” কী কথা বলে? 

  • ক) সব কিছু ধ্বংস হয়ে গেল
  • খ) কেউ কথা রাখল না
  • গ) মরে গেল! না খেয়ে মরে গেল!
  • ঘ) কী স্বার্থপর আমি

উত্তর: Show

গ) মরে গেল! না খেয়ে মরে গেল!

মৃত্যুঞ্জয়ের সংসারের বাজার ও কেনাকাটা করে—

  • ক) সে নিজে
  • খ) চাকর
  • গ) ছােটোভাই
  • ঘ) চাকর ও ছােটোভাই 

উত্তর: Show

ঘ) চাকর ও ছােটোভাই

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *