“কারাে বুকে নালিশ নেই, কারাে মনে প্রতিবাদ নেই।” – কাদের কথা বলা হয়েছে?
- ক) মৃত্যুঞ্জয়ের বাড়ির লােকজন দের
- খ) মৃত্যুঞ্জয়ের সহকর্মীদের
- গ) শহরের উচ্চবিত্তদের
- ঘ) দুর্ভিক্ষপীড়িত মানুষদের
উত্তর: Show
ঘ) দুর্ভিক্ষপীড়িত মানুষদের
মৃত্যুঞ্জয়ের ছেলেমেয়েগুলি চেঁচিয়ে কাঁদে –
- ক) অনাহারে, অবহেলায়, ক্ষুধার জ্বালায়
- খ) মৃত্যুঞ্জয়ের অস্বাভাবিক আচরণ দেখে
- গ) টুনুর মার কড়া শাসনে
- ঘ) বাবাকে না দেখতে পেয়ে
উত্তর: Show
ক) অনাহারে, অবহেলায়, ক্ষুধার জ্বালায়
টুনুর মা নিখিলকে কী অনুরােধ জানিয়েছিল?
- ক) একবেলার খাবার বিলিয়ে দিতে
- খ) মাইনের অর্থ দান করতে
- গ) আর্থিক সাহায্য করতে
- ঘ) মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে
উত্তর: Show
ঘ) মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে
“ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয়।” – কারণ –
- ক) নিখিল নিজেই অসুস্থ হয়ে পড়েছিল
- খ) মৃত্যুঞ্জয়ের স্ত্রী মৃত্যুঞ্জয়কে সমর্থন করছিল
- গ) নিখিল তার সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল
- ঘ) নিখিলের যুক্তি মৃত্যুঞ্জয়ের অভিজ্ঞতার কাছে অর্থহীন হয়ে পড়ে
উত্তর: Show
ঘ) নিখিলের যুক্তি মৃত্যুঞ্জয়ের অভিজ্ঞতার কাছে অর্থহীন হয়ে পড়ে
মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা কীরকম? –
- ক) দুঃস্থ
- খ) শােচনীয়
- গ) ভালাে
- (ঘ) মন্দ
উত্তর: Show
খ) শােচনীয়
“… আজ চোখে পড়ল প্রথম।” – আজ মৃত্যুঞ্জয়ের প্রথম চোখে পড়ল –
- ক) তার চাকর বাজার করছে
- খ) তার এলাকায় ফুটপাথ বেশি নেই
- গ) খবরের কাগজে মন্বন্তরের রিপাের্ট ছাপা হয়েছে
- ঘ) অনাহারের ফলে মৃত
উত্তর: Show
ঘ) অনাহারের ফলে মৃত
“বাড়িটাও তার শহরের…।” – মৃত্যুঞ্জয়ের বাড়ি শহরের –
- ক) কেন্দ্রস্থলে
- খ) একপ্রান্তে
- গ) বাইরে
- ঘ) এক নিরিবিলি অঞ্চলে
উত্তর: Show
ঘ) এক নিরিবিলি অঞ্চলে
”চলতে থাকে শারীরিক কষ্টবােধ।” – মৃত্যুঞ্জয়ের শরীরে কষ্ট বােধ হওয়ার কারণ –
- ক) সে আঘাত পেয়েছে
- খ) তার খাওয়া হয়নি
- গ) তার মনে আঘাত লেগেছে
- ঘ) তার খাওয়া বেশি হয়ে গেছে
উত্তর: Show
গ) তার মনে আঘাত লেগেছে
‘কে বাঁচায়, কে বাঁচে’ গল্পের প্রেক্ষাপট হল –
- ক) ১৯৪৩-এর মন্বন্তর
- খ) ভারত ছাড়াে আন্দোলন
- গ) ৭৬-এর মন্বন্তর
- ঘ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
উত্তর: Show
ক) ১৯৪৩-এর মন্বন্তর
“সংসারে তার নাকি মন নেই।” – এখানে যার কথা বলা হয়েছে, সে হল –
- ক) মৃত্যুঞ্জয়
- খ) নিখিলের স্ত্রী
- গ) নিখিল
- ঘ) মৃত্যুঞ্জয়ের স্ত্রী
উত্তর: Show
গ) নিখিল
“অন্য সকলের মতাে মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে।” – মৃত্যুঞ্জয়কে নিখিলের পছন্দ করার কারণ –
- ক) মৃত্যুঞ্জয় অত্যন্ত বন্ধুবৎসল
- খ) মৃত্যুঞ্জয় অত্যন্ত নিরীহ ও ভালােমানুষ
- গ) মৃত্যুঞ্জয় আদর্শবাদের কল্পনা-তাপস
- ঘ) মৃত্যুঞ্জয় অন্যের বিপদে পাশে দাঁড়াতে জানে
উত্তর: Show
গ) মৃত্যুঞ্জয় আদর্শবাদের কল্পনা-তাপস
“মৃদু ঈর্ষার সঙ্গেই সে তখন ভাবে যে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না।” – নিখিল এমনটি ভাবে, যখন –
- ক) মৃত্যুঞ্জয় আপন শক্তিপ্রয়ােগে তৎপর হয়ে ওঠে
- খ) মৃত্যুঞ্জয়ের কাছে সে কাবু হয়ে পড়ে
- গ) সকলে মৃত্যুঞ্জয়ের প্রশংসা করে
- ঘ) সে দেখে, মৃত্যুঞ্জয়ের প্রতি অফিসের সকলে নির্ভর করে।
উত্তর: Show
খ) মৃত্যুঞ্জয়ের কাছে সে কাবু হয়ে পড়ে
“মৃত্যুঞ্জয়ের রকম দেখেই নিখিল অনুমান করতে পারল…।” – নিখিল অনুমান করল –
- ক) তার শরীর ভালাে নেই
- খ) বড়াে একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে
- গ) তার মন ভালাে নেই
- ঘ) তার উপর সে রাগ করে আছে
উত্তর: Show
খ) বড়াে একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে
“…মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে।” – নিখিলের এ কথা মনে হল, যখন –
- ক) মৃত্যুঞ্জয় তার কোনাে কথারই ঠিক উত্তর দিল না
- খ) মৃত্যুঞ্জয়কে সে কয়েকটি প্রশ্ন করে যথাযথ উত্তর পেলনা
- গ) মৃত্যুদৃশ্য দেখে মৃত্যুঞ্জয় অত্যন্ত মর্মাহত হয়ে পড়েছিল
- ঘ) মৃত্যুঞ্জয় আর্তনাদ করে উঠল
উত্তর: Show
খ) মৃত্যুঞ্জয়কে সে কয়েকটি প্রশ্ন করে যথাযথ উত্তর পেলনা
“সেটা আশ্চর্য নয়।” – এখানে যে বিষয়টিকে নিখিলের আশ্চর্য বলে মনে হয়নি, তা হল –
- ক) অনাহারে মানুষের মারা যাওয়া
- খ) অনাহারে মৃত মানুষকে পথের পাশে পড়ে থাকতে দেখা
- গ) মৃত মানুষকে দেখে বিমর্ষ হয়ে পড়া
- ঘ) সমাজের দুর্দশা নিয়ে ভাবিত হয়ে পড়া
উত্তর: Show
খ) অনাহারে মৃত মানুষকে পথের পাশে পড়ে থাকতে দেখা
“.এ অপরাধের প্রায়শ্চিত্ত কী?” – বক্তা এখানে অপরাধ মনে করেন –
- ক) নিজের বেঁচে থাকাকে
- খ) নিজের চারবেলা করে ভাত খাওয়াকে
- গ) যথাযথ রিলিফ ওয়ার্ক না হওয়াকে
- ঘ) নিজের উদাসীন থাকাকে
উত্তর: Show
খ) নিজের চারবেলা করে ভাত খাওয়াকে
মৃত্যুঞ্জয় নিখিলের থেকে মাইনে বেশি পায় –
- ক) ৩০ টাকা
- খ) ৪০ টাকা
- গ) ৫০ টাকা
- ঘ) ৬০ টাকা
উত্তর: Show
গ) ৫০ টাকা
নিখিল দেখেছিল যে মৃত্যুঞ্জয় শার্সিতে আটকানাে মৌমাছির মতাে –
- ক) উড়ে বেড়াচ্ছে
- খ) মধু খাচ্ছে
- গ) গুনগুন করছে
- ঘ) মাথা খুঁড়ছে
উত্তর: Show
ঘ) মাথা খুঁড়ছে
মৃত্যুঞ্জয় অফিসে যায় –
- ক) ট্রেনে
- খ) ট্রামে
- গ) বাসে
- ঘ) হেঁটে
উত্তর: Show
খ) ট্রামে
“কী হল হে তােমার?” – মৃত্যুঞ্জয়কে এই প্রশ্ন করেছিল-
- ক) অফিসের বস
- খ) নিখিল
- গ) লঙ্গরখানার মালিক
- ঘ) নিখিলের দাদা
উত্তর: Show
খ) নিখিল
“শার্সিতে আটকানাে —— মতাে সে মাথা খুঁড়ছে…।” –
- ক) মশার
- খ) পতঙ্গের
- গ) পাখির
- ঘ) মৌমাছির
উত্তর: Show
ঘ) মৌমাছির
“নিখিল সন্তর্পণে প্রশ্ন করল।” – প্রশ্নটি ছিল –
- ক) তােমার কী হল?
- খ) কী হল তােমার?
- গ) কী হল হে তােমার?
- ঘ) কী হয়েছে তােমার?
উত্তর: Show
গ) কী হল হে তােমার?
‘কে বাঁচায়, কে বাঁচে’ গল্পটি প্রকাশিত হয়েছিল –
- ক) আনন্দবাজার পত্রিকায়
- খ) বঙ্গদর্শন পত্রিকায়
- গ) কল্লোল পত্রিকায়
- ঘ) ভৈরব পত্রিকায়
উত্তর: Show
ঘ) ভৈরব পত্রিকায়
“নিখিল রােগা, তীক্ষ্ণবুদ্ধি এবং একটু ……………………. ।” –
- ক) আলসে প্রকৃতির লােক
- খ) সাহসী প্রকৃতির লােক
- গ) ভীরু প্রকৃতির লােক
- ঘ) চালাক প্রকৃতির লােক
উত্তর: Show
ক) আলসে প্রকৃতির লােক
“ফুটপাথে হাঁটা তার বেশি প্রয়ােজন হয় না।” – কার প্রয়ােজন হয় না?
- ক) নিখিলের
- খ) টুনুর মার
- গ) মৃত্যুঞ্জয়ের
- ঘ) টুনুর নিম
উত্তর: Show
গ) মৃত্যুঞ্জয়ের
মৃত্যুঞ্জয় অনাহারে মৃত্যু দেখেছিল –
- ক) অফিস থেকে ফেরার পথে
- খ) অফিস যাওয়ার পথে
- গ) সকালে প্রাতঃভ্রমণে
- ঘ) বাজার করতে যাও সময়
উত্তর: Show
খ) অফিস যাওয়ার পথে
আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও