মহুয়ার দেশ – বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর {Part-1} – দ্বাদশ শ্রেণি – বাংলা

মহুয়ার দেশ – বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর {Part-1} – দ্বাদশ শ্রেণি – বাংলা

‘আমার ক্লান্তির উপর ঝরুক’ – 

  • ক) মহুয়া ফুল
  • খ) মচকা ফুল
  • গ) মোরগ ফুল
  • ঘ) শীতল বাতাস

উত্তর: Show

ক) মহুয়া ফুল

‘সেখানে পথের দু’ধারে ছায়া ফেলে’ – কোন্ গাছের দীর্ঘ রহস্য? –

  • ক) শালগাছের
  • খ) পলাশের
  • গ) সেগুন গাছের
  • ঘ) দেবদারু গাছের 

উত্তর: Show

ঘ) দেবদারু গাছের

মহুয়ার দেশ কবিতায় মহুয়া বনের ধারে রয়েছে –

  • ক) কয়লা খনি
  • খ) তামার খনি
  • গ) হীরের খনি
  • ঘ) অভ্রর খনি

উত্তর: Show

ক) কয়লা খনি

‘মহুয়ার দেশ’ কবিতায় কোন্ জায়গার নিসর্গ প্রকৃতির বর্ণনা আছে? –

  • ক) পুরুলিয়ার
  • খ) বাঁকুড়ার
  • গ) মেদিনীপুরের
  • ঘ) সাঁওতাল পরগনার 

উত্তর: Show

) সাঁওতাল পরগনার

‘মহুয়ার দেশ’ কবিতাটি কয়টি স্তবক বিভক্ত –

  • ক) ১টি
  • খ) ২টি
  • গ) ৩টি
  • ঘ) ৪টি 

উত্তর: Show

) ২টি

উজ্জ্বল আলোর স্তম্ভ হল – 

  • ক) গলিত সোনার মতো
  • খ) জ্বলন্ত লাভার মতো
  • গ) পাকা সোনার মতো
  • ঘ) প্রজ্বলিত সোনার মতো 

উত্তর: Show

ক) গলিত সোনার মতো

‘মহুয়ার দেশ’ কবিতাটি কোন্ কাব্যগ্রন্থ থেকে নেওয়া –

  • ক) খোলাচিঠি
  • খ) নানাকথা
  • গ) কয়েকটি কবিতা
  • ঘ) তিন পুরুষ 

উত্তর: Show

গ) কয়েকটি কবিতা

‘অলস সূর্য ছবি আঁকে’ –

  • ক) দিগন্তে
  • খ) পশ্চিমের আকাশে
  • গ) সন্ধ্যার জলস্রোতে
  • ঘ) হৃদয়ে 

উত্তর: Show

গ) সন্ধ্যার জলস্রোতে

‘আর আগুন লাগে’ – কোথায় আগুন লাগে? –

  • ক) জলের অন্ধকারে ধূসর ফেনায়
  • খ) আলোর স্তম্ভে
  • গ) শীতের দুঃস্বপ্নে
  • ঘ) সন্ধ্যার জলস্রোতে

উত্তর: Show

ক) জলের অন্ধকারে ধূসর ফেনায়

‘ঘুরেফিরে ঘরে আসে’ – কী ঘুরে ফিরে ঘরে আসে? –

  • ক) ধোঁয়ার বঙ্কিম নিশ্বাস
  • খ) মহুয়ার গন্ধ
  • গ) কয়লাখনির শব্দ
  • ঘ) ধুলোর কলঙ্ক 

উত্তর: Show

ক) ধোঁয়ার বঙ্কিম নিশ্বাস

‘ধোঁয়ার বঙ্কিম নিশ্বাস ঘুরেফিরে ঘরে আসে’ – ‘বঙ্কিম’ শব্দটির অর্থ হল – 

  • ক) বাঁকা
  • খ) ঋজু
  • গ) সমান্তরাল
  • ঘ) এরমধ্যে কোনোটিই নয়

উত্তর: Show

ক) বাঁকা

‘মেঘ-মদির মহুয়ার দেশ’ – ‘মদির’ শব্দের অর্থ – 

  • ক) মত্ত
  • খ) মদযুক্ত
  • গ) অহংযুক্ত
  • ঘ) ভালোবাসা

উত্তর: Show

ক) মত্ত

কোন্ গাছের দীর্ঘ রহস্যের কথা ‘মহুয়ার দেশ’ কবিতায় ব্যক্ত? 

  • ক) দেবদারু
  • খ) আম
  • গ) জাম
  • ঘ) মহুয়া 

উত্তর: Show

ক) দেবদারু

‘মহুয়ার দেশ’ কবিতায় রাতের নির্জন-নিঃসঙ্গতাকে আলোড়িত করে –

  • ক) নিশাচরের কোলাহল
  • খ) সমুদ্রের দীর্ঘশ্বাস
  • গ) শিকারির পদসঞ্চার
  • ঘ) অবসন্ন মানুষের আনাগোনা 

উত্তর: Show

খ) সমুদ্রের দীর্ঘশ্বাস

মহুয়ার দেশে মাঝে মাঝে কবি কী শোনেন?-

  • ক) জলস্রোতের শব্দ
  • খ) মাদলের শব্দ
  • গ) কয়লাখনির শব্দ
  • ঘ) শিশিরের শব্দ 

উত্তর: Show

গ) কয়লাখনির শব্দ

‘অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক’ – কবি কখন অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক দেখেন? 

  • ক) শিশিরে ভেজা সবুজ সকালে
  • খ) রাত্রিতে
  • গ) সন্ধ্যায়
  • ঘ) উজ্জ্বল স্তব্ধতায় 

উত্তর: Show

ক) শিশিরে ভেজা সবুজ সকালে

অবসন্ন মানুষের চোখ কেমন? – 

  • ক) জাগ্রত
  • খ) ক্লান্ত
  • গ) ঘুমহীন
  • ঘ) অবসন্ন 

উত্তর: Show

গ) ঘুমহীন

‘মেঘ-মদির মহুয়ার দেশ’ আছে –

  • ক) খুব, খুব কছে
  • খ) অনেক, অনেক দূরে
  • গ) নিবিড় অরণ্যে
  • ঘ) প্রান্তরের শেষে

উত্তর: Show

খ) অনেক, অনেক দূরে

অবসন্ন মানুষের চোখে কী হানা দেয়? – 

  • ক) ক্লান্ত দুঃস্বপ্ন
  • খ) ঘুম
  • গ) ধুলোর কলঙ্ক
  • ঘ) গভীর শব্দ

উত্তর: Show

ক) ক্লান্ত দুঃস্বপ্ন

‘গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ’ – কে এঁকে দেয়? –

  • ক) ডুবন্ত সূর্য
  • খ) অলস সূর্য
  • গ) উদীয়মান সূর্য
  • ঘ) উদীয়মান সূর্য

উত্তর: Show

খ) অলস সূর্য

সবুজ সকাল কীসে ভেজা – 

  • ক) শিশিরে
  • খ) জলে
  • গ) মেঘে
  • ঘ) ভোরের আলোয়

উত্তর: Show

ক) শিশিরে

‘মেঘ-মদির মহুয়ার দেশ’ – কোথায় আছে?

  • ক) নির্জন অরণ্যে
  • খ) খুব কাছে
  • গ) অনেক, অনেক দূরে
  • ঘ) পথের দু’ধারে

উত্তর: Show

গ) অনেক, অনেক দূরে

‘ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরেফিরে ঘরে আসে।’ –

  • ক) নির্জন নিঃসঙ্গতার মতো
  • খ) উজ্জ্বল স্তব্ধতাযর মতো
  • গ) সমুদ্রের দীর্ঘশ্বাসের মতো
  • ঘ) শীতের দুঃস্বপ্নের মতো

উত্তর: Show

ঘ) শীতের দুঃস্বপ্নের মতো 

‘অবসন্ন মানুষের শরীরে দেখি’ –

  • ক) চাঁদের কলঙ্ক
  • খ) ধুলোর কলঙ্ক
  • গ) অপমানের কলঙ্ক
  • ঘ) প্রতিহিংসা

উত্তর: Show

খ) ধুলোর কলঙ্ক

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *