জৈব রসায়ন – অনুশীলনী প্রশ্নোত্তর – অভিষিক্তা প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান

জৈব রসায়ন – অনুশীলনী প্রশ্নোত্তর – অভিষিক্তা প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ)

1) একটি হাইড্রোকার্বন যৌগ হল –

  • a) ইথানল
  • b) বেনজোয়িক অ্যাসিড
  • c) মিথেন
  • d) ফরম্যালডিহাইড

উত্তর: Show

c) মিথেন

2) নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি জীববিনাশী? –

  • a) PHB
  • b) ডিডিটি
  • c) BHC
  • d) পলিথিন

উত্তর: Show

a) PHB (β-হাইড্রক্সিবিউটাইরেট)

3) জৈব অ্যাসিডে উপস্থিত থাকে যে গ্রুপটি, সেটি হল –

  • a) –OH
  • b) –CHO
  • c) –O–
  • d) –COOH

উত্তর: Show

d) –COOH

4) –COOH গ্রুপটিকে বলা হয় –

  • a) কার্বক্সিল
  • b) কিটো
  • c) হাইড্রক্সিল
  • d) কার্ব-অ্যালকক্সি

উত্তর: Show

a) কার্বক্সিল

5) নিম্নলিখিত কোন যৌগটি Br2/CCI4 দ্রবণের বর্ণ নষ্ট করে? –

  • a) CH4
  • b) H2C=CH2
  • c) C2H6
  • d) CH3OH

উত্তর: Show

b) H2C=CH2

6) অ্যালকেন শ্রেণির কোনো যৌগ থেকে 1 টি H পরমাণু অপসারিত হলে উৎপন্ন গ্রুপকে বলা হয় –

  • a) অ্যালকাইল গ্রুপ
  • b) অ্যারাইল গ্রুপ
  • c) অ্যালকিল গ্রুপ
  • d) ফিনাইল গ্রুপ

উত্তর: Show

c) অ্যালকিল গ্রুপ

7) কাঁচা ফল পাকাতে নিচের কোন গ্যাসটি ব্যবহৃত হয়? –

  • a) ইথেন
  • b) মিথেন
  • c) ইথিলিন
  • d) প্রোপিলিন

উত্তর: Show

c) ইথিলিন

8) অজৈব পদার্থ থেকে প্রথম কৃত্রিম উপায়ে জৈব যৌগ প্রস্তুত করেন বিজ্ঞানী –

  • a) কেকুলে
  • b) ভোল্‌হার
  • c) প্রিস্টলে
  • d) নিউটন

উত্তর: Show

b) ভোল্‌হার

9) কার্বন লক্ষাধিক জৈব যৌগ গঠন করে যে ধর্মের জন্য সেটি হল –

  • a) ক্যাটিনেশন ধর্ম
  • b) সমাবয়বতা ধর্ম
  • c) উভয়ের জন্য
  • d) কোনোটিই নয়

উত্তর: Show

a) ক্যাটিনেশন ধর্ম

10) অ্যালডিহাইডের কার্যকরী মূলক হল –

  • a) –CHO
  • b) –COOH
  • c) –O–
  • d) –OH

উত্তর: Show

a) –CHO

অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি

1) সমস্ত জৈব যৌগে কোন্‌ মৌলটি সর্বদাই উপস্থিত থাকে?

উত্তর: কার্বন

2) নিম্নলিখিত যৌগগুলির কার্যকরী মূলকের গঠন লেখো- (A) অ্যালকোহল (B) অ্যালডিহাইড (C) কিটোন (D) কার্বক্সিলিক অ্যাসিড (E) অ্যামিন (F) ইথার

উত্তর:

কার্যকরী মূলক

3) নিম্নলিখিত যৌগগুলির IUPAC নাম লেখো : a) CH3–CH2–CH3 b) H2C=CH2 c) \( HC \equiv CH\) d) CH3CHO e) CH3-CO-CH3 f) CH3COOH g) HCOOH h) CH3-CH2-OH

উত্তর:

যৌগIUPAC নাম
a) CH3–CH2–CH3প্রোপেন
b) H2C=CH2ইথিন
c) \( HC \equiv CH\)ইথাইন
d) CH3CHOইথান্যাল
e) CH3-CO-CH3প্রোপানোন
f) CH3COOHইথানোয়িক অ্যাসিড
g) HCOOHমিথানোয়িক অ্যাসিড
h) CH3-CH2-OHইথানল

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *