নানা রঙের দিন : বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর {Part-3} – দ্বাদশ শ্রেণি – বাংলা
রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি –
- ক) পুলিশে
- খ) ডাকবিভাগে
- গ) হাসপাতালে
- ঘ) কলেজে
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) পুলিশে [/expand]
”তারপর একদিন, বুঝলে— চাকরিটা ছেড়ে দিলাম।” রজনীকান্তবাবু চাকরিটা ছেড়ে দিলেন, কারণ –
- ক) ব্যাবসা করবেন বলে
- খ) চাকরি ভালাে লাগত না বলে
- গ) চাকরিতে মানাতে পারছিলেন না বলে
- ঘ) নাটক করে জীবন কাটাবেন বলে
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ঘ) নাটক করে জীবন কাটাবেন বলে [/expand]
“আর একরকম করে জীবন শুরু করা গেল,”— কীভাবে জীবন শুরু করা গেল?
- ক) নাটক নিয়ে
- খ) যাত্রাপালা নিয়ে
- গ) নাটক লিখে
- ঘ) নাটক প্রযােজনা করে
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) নাটক নিয়ে [/expand]
“শেষ হয়ে গেল জীবনের সব ভালাে ভালাে দিনগুলাে,” রজনীবাবুর জীবনের ভালাে দিনগুলাে শেষ হয়ে গেল কারণ –
- ক) অলস ছিলেন বলে
- খ) কথা শুনতেন না বলে
- গ) বয়স হয়েছে বলে
- ঘ) নেশা করতেন বলে
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) বয়স হয়েছে বলে [/expand]
থিয়েটারের ব্ল্যাকওয়ালের দিকে তাকিয়ে রজনীবাবুর মনে হয়েছিল –
- ক) কারা যেন সেই অন্ধকার থেকে বেরিয়ে আসছে
- খ) কে যেন তার জীবনের খাতাখানি চোখের সামনে মেলে ধরেছে
- গ) নাটকের কুশীলবগণ তার দিকে চেয়ে রয়েছে
- ঘ) ভবিষ্যতের অশনিসংকেত মূর্ত হয়ে উঠেছে
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) কে যেন তার জীবনের খাতাখানি চোখের সামনে মেলে ধরেছে [/expand]
“থিয়েটারের দেয়ালে দেয়ালে অঙ্গরের গভীর কালাে অক্ষরে লেখা,”— কী লেখা আছে?
- ক) রজনীকান্তের জীবনের যৌবনের কথা
- খ) রজনীকান্তের জীবনের পঁচিশটা বছর
- গ) রজনীকান্তের জীবনের করুণ ইতিহাস
- ঘ) রজনীকান্তের জীবনের পঁয়তাল্লিশটা বছর
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ঘ) রজনীকান্তের জীবনের পঁয়তাল্লিশটা বছর [/expand]
“একদিন একটা মেয়ে থিয়েটার দেখে”- রজনীকান্তের থিয়েটার দেখে মেয়েটির কী প্রতিক্রিয়া হয়েছিল?
- ক) দর্শক আসনে চোখের জল ফেলল
- খ) রজনীকান্তকে অভিবাদন জানিয়ে গেল
- গ) রজনীকান্তের প্রেমে পড়ল
- ঘ) রজনীকান্তের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলল
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) রজনীকান্তের প্রেমে পড়ল [/expand]
“আর মনটা ছিল দারুণ ভালাে,”— কার মনের কথা এখানে বলা হয়েছে?
- ক) ছেলেটির
- খ) বুড়িটির
- গ) নাতিটির
- ঘ) মেয়েটির
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ঘ) মেয়েটির [/expand]
রজনীকান্তের প্রেমে যে মেয়েটি পড়েছিল তার মধ্যে কী লুকিয়ে ছিল?
- ক) আনন্দের ভাব
- খ) দুঃখের করাল ছায়া
- গ) বীভৎস রাগ
- ঘ) আগুন
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ঘ) আগুন [/expand]
“কেমন করে বােঝাব তােমাকে?”— কী বােঝাবেন?
- ক) সে কী আশ্চর্য ছেলে
- খ) সে কী আশ্চর্য বুড়াে
- গ) সে কী আশ্চর্য মেয়ে
- ঘ) সে কী আশ্চর্য ঘটনা
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) সে কী আশ্চর্য মেয়ে [/expand]
“অন্ধকার রাতে একা একা ভাবলে মনে হত”—মেয়েটি সম্পর্কে কী মনে হত?
- ক) সে যেন কোনাে অচেনা দিনের আলাে
- খ) সে যেন পশ্চিম আকাশের আগুন
- গ) সে যেন প্রস্ফুটিত গােলাপ
- ঘ) সে যেন চেনা মনের মাধুরী
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) সে যেন কোনাে অচেনা দিনের আলাে [/expand]
“আর একদিন তাকে দেখে মনে হয়েছিল” –
- ক) মােমের আলাের চেয়েও পবিত্র
- খ) চাঁদের আলাের চেয়েও স্নিগ্ধ
- গ) ভােরের আলাের চেয়েও সুন্দর
- ঘ) গােধুলির আলাের চেয়েও মায়াবী
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) চাঁদের আলাের চেয়েও স্নিগ্ধ [/expand]
“মরে যাব তবু ভুলব না”—কী না ভুলে যাওয়ার কথা বলা হয়েছে? –
- ক) মেয়েটির সেই অপূর্ব মুখশ্রী
- খ) মেয়েটির সেই আশ্চর্য চোখের চাহনি
- গ) মেয়েটির সেই আশ্চর্য ভালােবাসা
- ঘ) মেয়েটির সেই অপূর্ব অভিনয়
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) মেয়েটির সেই আশ্চর্য ভালােবাসা [/expand]
মেয়েটি রজনীকান্তকে কেবল কোন চরিত্রে পার্ট করতে দেখেছিল?
- ক) দিলদারের
- খ) সাজাহানের
- গ) আলমগিরের
- ঘ) জাহানারার
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) আলমগিরের [/expand]
“আর তখনকার দিনে আমার অ্যাকটিং মানে”— তখনকার দিনে রজনীকান্তের অ্যাকটিং মানে –
- ক) এক বিষয়
- খ) এক ব্যাপার
- গ) এক ঘটনা
- ঘ) এক অবস্থা
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) এক ব্যাপার [/expand]
“তখন তাে আমার বয়সও বেশি না, সামনে পড়ে রয়েছে রজনীকান্তের সামনে তখন পড়েছিল –
- ক) ব্রিলিয়ান্ট ফিউচার
- খ) ডাল ফিউচার
- গ) অ্যাকাডেমিক ফিউচার
- ঘ) এক্সসিল্যান্ট ফিউচার
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) ব্রিলিয়ান্ট ফিউচার [/expand]
“এবার আমাদের বিয়ের কথাটা”- রজনীকান্ত কাকে তাদের বিয়ের কথাটা বলতে চেয়েছেন?
- ক) মেয়েটির বাবা-মাকে
- খ) মেয়েটির দাদাকে
- গ) মেয়েটির বাবাকে
- ঘ) মেয়েটির মাকে
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) মেয়েটির বাবাকে [/expand]
রজনীকান্তকে তার প্রেয়সী বিবাহের প্রস্তাবে কী জানিয়েছিল ?
- ক) রজনীকান্তকে অনেক বেশি রােজগার করতে হবে
- খ) রজনীকান্তকে বিবাহ করতে সে প্রস্তুত নয়
- গ) বিবাহের আগে রজনীকান্তকে থিয়েটার ছাড়তে হবে
- ঘ) তার বাবা বিবাহ দিতে ইচ্ছুক নয়
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) বিবাহের আগে রজনীকান্তকে থিয়েটার ছাড়তে হবে [/expand]
“স্টেজে দাঁড়িয়ে পার্ট করতে করতে”— হঠাৎ রজনীকান্তের কী প্রতিক্রিয়া হয়েছিল?
- ক) রজনীকান্তের চোখ খুলে গেল
- খ) রজনীকান্তের মেয়েটির মুখ মনে পড়ে গেল
- গ) রজনীকান্তের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল
- ঘ) রজনীকান্তের চোখ বন্ধ হয়ে গেল
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) রজনীকান্তের চোখ খুলে গেল [/expand]
“যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প’ — তারা সব” –
- ক) ভেড়া
- খ) গাধা
- গ) বােকা
- ঘ) চালাক
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) গাধা [/expand]
দর্শক তাঁকে খাতির করলেও রজনীকান্ত আর দর্শকদের বিশ্বাস করেন না কারণ –
- ক) দর্শকদের সবাই অভিনেতাকে স্টেজেই সম্মান দেন তারপরে আর নয়
- খ) সামাজিক জীবনে অভিনেতার তেমন কদর নেই
- গ) অভিনেতার সঙ্গে কেউ নিজের পরিবারের বৈবাহিক সম্পর্ক স্থাপনে ইচ্ছুক নয়
- ঘ) উপরের সবকটি কারণই সত্য
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ঘ) উপরের সবকটি কারণই সত্য [/expand]
রজনীকান্তবাবুর মতে, অভিনেতা স্টেজ থেকে নামলে –
- ক) মস্ত বােকা
- খ) সমাজশিক্ষক
- গ) অস্পৃশ্য ভাঁড়
- ঘ) খুবই জ্ঞানী
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) অস্পৃশ্য ভাঁড় [/expand]
রজনীকান্ত ‘আবােলতাবােল সব পাট’ করতে শুরু করেছিলেন –
- ক) প্রেমে ব্যর্থ হওয়ার পর
- খ) অতিরিক্ত অর্থের আকাঙ্ক্ষায়
- গ) জীবনের প্রতি বিতৃষ্ণায়
- ঘ) থিয়েটারের প্রতি বিরক্তির কারণে
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) প্রেমে ব্যর্থ হওয়ার পর [/expand]
“তখন ওইসব জ্ঞানী ব্যক্তিরাই বলেছেন”— কখন তারা বলেছেন?
- ক) যখন রজনীকান্ত রাস্তায় নেমেছেন
- খ) যখন রজনীকান্ত স্টেজে নেমেছেন
- গ) যখন রজনীকান্ত বাসে চড়েছেন
- ঘ) যখন রজনীকান্ত বই পড়েছেন
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) যখন রজনীকান্ত স্টেজে নেমেছেন [/expand]
‘জ্ঞানী ব্যক্তিরা’ রজনীকান্তকে কী বলেছেন?
- ক) ধুত্তোর নিকুচি করেছে ট্যালেন্টের
- খ) বাঃ বাঃ দারুণ! কী ট্যালেন্ট
- গ) যতসব গাধার দল
- ঘ) লােকগুলাে সব গােল্লায় গেল
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) বাঃ বাঃ দারুণ! কী ট্যালেন্ট [/expand]