জৈব রসায়ন – অনুশীলনী প্রশ্নোত্তর – অভিনব প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান
1. বহুবিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ)
1.1 প্রথম আবিষ্কৃত জৈব যৌগটি হল—
- a) মিথেন
- b) অ্যাসিটিলিন
- c) ইউরিয়া
- d) অ্যাসিটিক অ্যাসিড
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] c) ইউরিয়া [/expand]
1.2 CH4 যৌগে H−C−H বন্ধন কোণের মান হল –
- a) 120°
- b) 180°
- c) 109°28’
- d) 94°28’
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] c) 109°28’ [/expand]
1.3 কাঁচা ফল পাকাতে নীচের কোন্ গ্যাসটি ব্যবহৃত হয়?
- a) ইথেন
- b) মিথেন
- c) ইথিলিন
- d) প্রোপিলিন
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] c) ইথিলিন [/expand]
1.4 কার্বাইড গ্যাস বাতিতে যে গ্যাসটি জ্বলে সেটি হল –
- a) কার্বন-ডাই-অক্সাইড
- b) ইথেন
- c) ইথিলিন
- d) অ্যাসিটিলিন
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] d) অ্যাসিটিলিন [/expand]
1.5 কোন যৌগটি লালবর্ণের ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে?
- a) মিথেন
- b) ইথেন
- c) ইথিন
- d) প্রোপেন
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] c) ইথিন [/expand]
1.6 দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন যৌগটি হল —
- a) ইথানল
- b) প্রোপাইন
- c) মিথেন
- d) ইথিলিন
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] d) ইথিলিন [/expand]
1.7 একটি জৈব ভঙ্গুর পলিমার হল —
- a) পলিথিন
- b) পলিভিনাইল ক্লোরাইড
- c) পলিল্যাকটিক অ্যাসিড
- d) পলিটেট্রাফ্লুরো ইথিন
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] c) পলিল্যাকটিক অ্যাসিড [/expand]
1.8 PVC-এর মনোমার হল —
- a) মিথাইল ক্লোরাইড
- b) ইথিলিন
- c) ভিনাইল ক্লোরাইড
- d) টেট্রাফ্লুরো ইথিলিন
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] c) ভিনাইল ক্লোরাইড [/expand]
1.9 অ্যালকিনের সাধারণ সংকেত হল —
- a) CnH2n-2
- b) CnH2n
- c) CnH2n+2
- d) CnH2n+1
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] b) CnH2n [/expand]
1.10 CH3CH(OH)CH3 -এর IUPAC নাম হল –
- a) প্রোপান–1–অল
- b) প্রোপান-2-অল
- c) প্রোপান্যাল
- d) বিউটান–1–অল
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] b) প্রোপান-2-অল [/expand]
1.11 অ্যাসিটিলিনের IUPAC নাম হল —
- a) ইথেন
- b) মিথেন
- c) ইথাইন
- d) ইথিন
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] c) ইথাইন [/expand]
1.12 ফর্ম্যালডিহাইডের কার্যকরী মুলকটির গঠন সংকেত হল –
- a) -OH
- b) –CHO
- c) –O-
- d) -COOH
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] b) –CHO [/expand]
1.13 ইথাইল অ্যালকোহলের আইসোমার হল—
- a) ইথেন
- b) ইথিন
- c) ডাইমিথাইল ইথার
- d) অ্যাসিট্যালডিহাইড
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] c) ডাইমিথাইল ইথার [/expand]
1.14 নিম্নলিখিত কোন্ যৌগটি CCl4 দ্রবনে দ্রবীভূত Br2 এর দ্রবনকে বর্ণহীন করে –
- a) CH4
- b) C2H4
- c) C2H6
- d) C3H8
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] b) C2H4 [/expand]
2. অতি-সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (VSAQ)
2.1 অ্যাসিটিক অ্যাসিড সোডিয়ামবাইকার্বনেটের (NaHCO3) সঙ্গে বিক্রিয়া করে কোন্ কোন্ পদার্থ উৎপন্ন করে?
Hint : NaHCO3 + CH3COOH → CH3COONa + CO2 + H2O
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] সোডিয়াম অ্যাসিটেট, কার্বন ডাই অক্সাইড এবং জল [/expand]
2.2 কোন্ গ্যাসকে মার্শ গ্যাস বলা হয়?
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] মিথেন গ্যাস [/expand]
2.3 মিথেনে H-C-H কোণের মান কত?
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] 109˚28’ [/expand]
2.4 সরলতম অ্যালকিনের নাম ও সংকেত লেখো।
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] মিথেন (CH4) [/expand]
2.5 ক্যালশিয়াম কার্বাইড ও জলের বিকিয়ায় কোন্ গ্যাস উৎপন্ন হয়?
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] অ্যাসিটিলিন (C2H2) [/expand]
2.6 অ্যালকাইন শ্রেণির জৈব যৌগগুলির সাধারণ সংকেত লেখো।
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] CnH2n-2 যেখানে n = 2, 3, 4, …… [/expand]
2.7 LPG -এর পুরো নাম কী ?
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] Liquified Petroleum Gas [/expand]
2.8 টেফলনের মনোমার এককটির নাম কী ?
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] টেট্রাফ্লুরো ইথিলিন [/expand]
2.9 ফরমিক অ্যাসিডের IUPAC নাম কী ?
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] মিথানোয়িক অ্যাসিড [/expand]
2.10 ডিনচার্ড স্পিরিটের মুখ্য উপাদান কী?
Hint : 95.6% ইথানল ও 4.4% জলের মিশ্রণকে রেক্টিফায়েড স্পিরিট বলা হয়। রেক্টিফায়েড স্পিরিটকে পানীয় রূপে ব্যবহারের অযোগ্য করার জন্য এর সাথে প্রায় 10% মিথাইল অ্যালকোহল এবং সামান্য পিরিডিন, রবার নির্যাস ও ন্যাপথা মিশিয়ে বিষাক্ত করা হয়। এই মিশ্রণকে মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার্ড স্পিরিট বলে।
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ইথানল [/expand]
শূন্যস্থান পূরণ করো
2.11 LPG সিলিণ্ডারে ব্যবহৃত দুর্গন্ধযুক্ত পদার্থটি হল ……………… ।
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] মিথাইল মারক্যাপটান (CH3SH) বা ইথাইল মারক্যাপটান (C2H5SH) [/expand]
2.12 সম্পৃক্ত মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বনকে ……………… বলে।
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] অ্যালকেন [/expand]
2.13 CH3CH2OH ও CH3OCH3 যৌগ দুটি পরস্পরের ……………… ।
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] কার্যকরী মূলকঘটিত সমাবয়ব [/expand]
2.14 সরলতম কিটোনের IUPAC নাম হল ……………… ।
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] প্রোপান-2-ওন [/expand]
2.15 ইথিলিন অণুটিতে H–C-C বন্ধন কোণের মান ……………… ।
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] 120° [/expand]
নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো
2.16 ইথেন অণুতে H-C-C বন্ধন কোণের মান 120° ।
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] মিথ্যা [/expand]
2.17 বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
2.17.1 আলেয়া | a) ইথিলিন |
2.17.2 CnH2n-2 | b) মিথেন |
2.17.3 CnH2n | c) অ্যালকাইন |
2.17.4 পলিথিন | d) অ্যালকিন |
উত্তর:
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
2.17.1 আলেয়া | b) মিথেন |
2.17.2 CnH2n-2 | c) অ্যালকাইন |
2.17.3 CnH2n | d) অ্যালকিন |
2.17.4 পলিথিন | a) ইথিলিন |
2.18 দুটি H পরমানুযুক্ত একটি হাইড্রোকার্বনের গঠন সংকেত উল্লেখ করো।
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] \( H-C \equiv C-H\) [/expand]
2.19 একটি জৈব ভঙ্গুর পলিমারের নাম লেখো।
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] পলিহাইড্রোবিউটারেট [/expand]
2.20 CH3COCH3 -এর IUPAC নাম লেখো।
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] প্রোপান-2-ওন [/expand]