বিভাব : বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর {Part-2} – দ্বাদশ শ্রেণি – বাংলা
“এঁরা দুজনেই বউদির হাত থেকে’’ –
- ক) চায়ের গ্লাস নেন
- খ) কফির গ্লাস নেন
- গ) বসে পড়ে
- ঘ) চায়ের কাপ নেন
উত্তর: Show
ঘ) চায়ের কাপ নেন
“ঠিক আছে ফেলে দিন না—আবার দেব” কী বলা হয়েছে?
- ক) খাবার
- খ) সিগারেট
- গ) জল
- ঘ) চা
উত্তর: Show
খ) সিগারেট
“ওঃ দাতাকর্ণ যে।”—কথাটি কে বলেছিলেন?
- খ) শম্ভু অমরকে
- ক) বউদি অমরকে
- গ) অমর শম্ভুকে
- ঘ) বউদি শম্ভকে
উত্তর: Show
খ) শম্ভু অমরকে
“সে কী! এত কষ্ট করছি তবু’’ –
- ক) হাসি পাচ্ছে না
- খ) খেতে পাচ্ছি না
- গ) বলতে পারছি না
- ঘ) ওপরের কোনােটিই
উত্তর: Show
ক) হাসি পাচ্ছে না
পৃথিবীতে সবচেয়ে পপুলার বলতে শম্ভু ও অমর বুঝেছিলেন –
- ক) ভক্তিগীতি
- খ) প্রেম
- গ) লারে লাপ্পা
- ঘ) নাটক
উত্তর: Show
ক) ধ্বনিবিজ্ঞানে
“পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে …..”—
- ক) নাটক
- খ) গান
- গ) প্রেম
- ঘ) লারেলাপ্পা
উত্তর: Show
ঘ) লারেলাপ্পা
“পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে….. ।”
- ক) নাটক
- খ) গান
- গ) প্রেম
- ঘ) বন্ধুত্ব
উত্তর: Show
গ) প্রেম
“পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম।” উক্তিটি করেছেন –
- ক) অমর
- খ) বউদি
- গ) শম্ভু
- ঘ) নাট্যকার
উত্তর: Show
খ) বউদি
‘বিভাব’ নাটকে অমর গাঙ্গুলি লভ সিন দেখেছিল –
- ক) বায়ােস্কোপে
- খ) সিনেমায়
- গ) থিয়েটারে
- ঘ) রাস্তায়
উত্তর: Show
ক) বায়ােস্কোপে
”আচ্ছা, তাহলে আমাদের দরকার……।”
- ক) একজন নায়ক
- খ) একজন নায়িকা
- গ) একজন নায়ক এবং একজন নায়িকা
- ঘ) ওপরের কোনােটিই নয়
উত্তর: Show
গ) একজন নায়ক এবং একজন নায়িকা
“অনেকদিন থেকে আমাদের দলে রয়েছেন।”— উদ্দিষ্ট ব্যক্তিটি হলেন
- ক) শম্ভু
- খ) অমর
- গ) বউদি
- ঘ) সুবীর
উত্তর: Show
গ) বউদি
“হ্যা, হা, শম্ভুদা আপনিই হােন।”— কী হওয়ার কথা বলা। হয়েছে?
- ক) যুবক চরিত্র
- খ) নায়ক চরিত্র
- গ) সার্জেন্ট চরিত্র
- ঘ) খলনায়ক চরিত্র
উত্তর: Show
খ) নায়ক চরিত্র
‘বিভাব’ নাটকে তৈরি হওয়া প্রেমের দৃশ্যে নায়িকা ফিরাছল
- ক) অফিস থেকে
- খ) কলেজ থেকে
- গ) বন্ধুর বাড়ি থেকে
- ঘ) গ্রাম থেকে
উত্তর: Show
খ) কলেজ থেকে
লভ সিনে ধাক্কা দেওয়ার জন্য নায়িকা শম্ভুকে কী করে?
- ক) গালে একটা চড় মারে
- খ) গালাগাল দেয়
- গ) অসন্তোষ প্রকাশ করে
- ঘ) মুখ ফিরিয়ে চলে যায়
উত্তর: Show
ক) গালে একটা চড় মারে
‘লভ সিন’-এ কোন্ বাদ্যযন্ত্রের ব্যবহার হয়েছিল?
- ক) বেহালা
- খ) সেতার
- গ) গীটার
- ঘ) হারমােনিয়াম
উত্তর: Show
ঘ) হারমােনিয়াম
‘বিভাব’ নাটকে রবীন্দ্রনাথের ব্যবহৃত গানটি হল –
- ক) মালতী লতা দোলে
- খ) আমাদের জাতীয় সংগীত
- গ) আমি রূপে তােমায় ভােলাব না
- ঘ) আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে
উত্তর: Show
ক) মালতী লতা দোলে
“একটি মেয়ের কণ্ঠে শােনা যায়।
- ক) মালতী লতা দোলে গানের লাইনটি
- খ) ভারত আমার ভারতবর্ষ গানের লাইনটি
- গ) চোখের আলােয় দেখেছিলাম গানের লাইনটি
- ঘ) কোনােটিই নয়
উত্তর: Show
ক) মালতী লতা দোলে গানের লাইনটি
‘দু-হাত দিয়ে ধরে থাকেন…….।’
- ক) একটা কল্পিত গাছের ডাল
- খ) একটি গাছের ডাল
- গ) একটি গাছ
- ঘ) একটি কল্পিত গাছের পাতা
উত্তর: Show
ক) একটা কল্পিত গাছের ডাল
‘মালতীলতা দোলে’—গানটি যেভাবে গাওয়া হয়েছিল –
- ক) ফিল্মি কায়দায়
- খ) শাস্ত্রীয় ভঙ্গিতে
- গ) কীর্তনের আঙ্গিকে
- ঘ) ঠুংরির ধরনে
উত্তর: Show
ক) ফিল্মি কায়দায়
“যাও যাও—এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি?” গানটি ? হল –
- ক) ভালােবেসে সখী নিভৃত যতনে
- খ) আলাে আমার আলাে
- গ) ঐ মহামানব আসে
- ঘ) মালতী লতা দোলে
উত্তর: Show
ঘ) মালতী লতা দোলে
“আরে সবসময়ে কি aesthetic দিক দেখালেই চলে?”—কার উক্তি ?
- ক) শম্ভু মিত্র
- খ) তৃপ্তি মিত্র
- গ) হারমােনিয়াম বাদক
- ঘ) প্রম্পটার
উত্তর: Show
গ) হারমােনিয়াম বাদক
রবীন্দ্রনাথের গানের অনুমতি কোথা থেকে পেতে হত?
- ক) রবীন্দ্রভারতী থেকে
- খ) সরকারের কাছ থেকে
- গ) বিশ্বভারতী থেকে
- ঘ) সুরকারের কাছ থেকে
উত্তর: Show
গ) বিশ্বভারতী থেকে
“এর মাথায় খালি লভ সিন ঘােরে রে?”—কার কথা বলা হয়েছে?
- ক) অমর
- খ) শম্ভ
- গ) বউদি
- ঘ) অমিত
উত্তর: Show
গ) বউদি
দ্বিতীয় লভ সিনটা কী?
- ক) প্রােগ্রেসিভ লভ সিন
- খ) রােমান্টিক লভ সিন
- গ) সােসাল লভ সিন
- ঘ) সুপার রােমান্টিক লভ সিন
উত্তর: Show
ক) প্রােগ্রেসিভ লভ সিন
‘প্রগ্রেসিভ লভ সিন’ করার ভাবনা কার মাথায় এসেছিল?
- ক) অমরের
- গ) বউদির
- ঘ) পরিচালকের
উত্তর: Show
গ) বউদির