পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন : বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর {Part-2} – দ্বাদশ শ্রেণি – বাংলা – আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প

পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন : বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর {Part-2} – দ্বাদশ শ্রেণি – বাংলা – আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প

“একলাই না কি?”— এখানে যার কথা বলা হয়েছে তিনি হলেন – 

  • ক) আলেকজান্ডার
  • খ) নেপােলিয়ন
  • গ) বিসমার্ক
  • ঘ) পুরু

উত্তর: Show

ক) আলেকজান্ডার

‘গলদের’ নিপাত করেছিল –

  • ক) আলেকজান্ডার
  • খ) সিজার
  • গ) দ্বিতীয় ফ্রেডরিক
  • ঘ) হিটলার

উত্তর: Show

খ) সিজার

“গলদের নিপাত করেছিল সিজার।”— গলদের নিপাত করার সময় সিজারের সঙ্গে আর কেউ না থাকলেও অন্তত পাশে কে ছিল?

  • ক) বন্ধু
  • খ) পরামর্শদাতা
  • গ) রাঁধুনি
  • ঘ) সৈনিক

উত্তর: Show

গ) রাঁধুনি

আর্মাডা ডুবে গেলে কেঁদেছিলেন – [উ. মা. – ’17]

  • ক) ফ্রেডারিক
  • খ) সিজার
  • গ) ফিলিপ
  • ঘ) আলেকজান্ডার

উত্তর: Show

গ) ফিলিপ

আর্মাডা হল – 

  • ক) স্প্যানিশ নৌবহর
  • খ) বিজয়তরির বহর
  • গ) জাহাজের বহর
  • ঘ) সাবমেরিন

উত্তর: Show

ক) স্প্যানিশ নৌবহর

“ম্পেনের ফিলিপ কেঁদেছিল খুব।”— কারণ – 

  • ক) বিরাট আর্মাডা ডুবল
  • খ) ব্যাবিলন গুঁড়াে হল
  • গ) একজন ক্রীতদাসের জন্য
  • ঘ) সিজার জয়ী হল

উত্তর: Show

ক) বিরাট আর্মাডা ডুবল

“আর কেউ কাঁদেনি ?”— কেবল –

  • ক) আলেকজান্ডার কেঁদেছিল
  • খ) এক সামান্য ক্রীতদাস কেঁদেছিল
  • গ) স্পেনের ফিলিপ কেঁদেছিল
  • ঘ) দু-একজন ফরাসি কেঁদেছিল

উত্তর: Show

স্পেনের ফিলিপ কেঁদেছিল

“সাত বছরের যুদ্ধ জিতেছিল” – [উ. মা. – ’16]

  • ক) দ্বিতীয় ফ্রেডারিক
  • খ) আলেকজান্ডার
  • গ) সিজার
  • ঘ) ফিলিপ

উত্তর: Show

ক) দ্বিতীয় ফ্রেডারিক

“কে জিতেছিল? একলা সে?”— একলা বলতে কার কথা বলা হয়েছে? [উ. মা. – ’19]

  • ক) সিজার
  • খ) স্পেনের ফিলিপ
  • গ) দ্বিতীয় ফ্রেডারিক
  • ঘ) আলেকজান্ডার

উত্তর: Show

গ) দ্বিতীয় ফ্রেডারিক

“জয়ােৎসবের ভোজ বানাত কারা ?”— জয়ােৎসবের ভোজ বানায় –

  • ক) রাজারা
  • খ) রানিরা
  • গ) প্রজাসাধারণ
  • ঘ) ঠাকুর বা রাঁধুনি

উত্তর: Show

গ) ঘ) ঠাকুর বা রাঁধুনি

“দশ-দশ বছরে এক-একজন” করে কার উদ্ভব হয়?

  • ক) রাজা
  • খ) মহামানব
  • গ) মহান নেতা
  • ঘ) বাদশাহ

উত্তর: Show

খ) মহামানব

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *