ভাত : বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর {Part-4} – দ্বাদশ শ্রেণি – বাংলা
“কিন্তু সাগরে শিশির পড়ে।” উপমাটি প্রযুক্ত হয়েছে –
- ক) খালি পেটে ভাত খাওয়ার প্রসঙ্গে
- খ) খালি পেটে জল খাওয়ার প্রসঙ্গে
- গ) খালি পেটে ছাতু খাওয়ার প্রসঙ্গে
- ঘ) খালি পেটে মুড়ি খাওয়ার প্রসঙ্গে
উত্তর: Show
গ) খালি পেটে ছাতু খাওয়ার প্রসঙ্গে
“উচ্ছব তাড়াতাড়ি হাত চালায়।” কারণ –
- ক) কাঠ কাটলে হােম, হােম হলে ভাত খাবে
- খ) কর্তার অবস্থা ভালাে নয়
- গ) পিসিমা রাগ করবেন
- ঘ) কাঠ কাটা শেষ করে ছাতু খেতে যাবে
উত্তর: Show
ক) কাঠ কাটলে হােম, হােম হলে ভাত খাবে
“মহানাম শতপতি তাে এল না।”—উৎসবের গ্রামের লােকেরা মহানাম শতপতিকে খবর দেয়, কারণ –
- ক) গ্রামে অনুষ্ঠান চলছিল
- খ) গ্রামে নিভুঁই উৎসবের বাড়িঘর ভেসে যায়
- গ) কর্তামশায়ের শ্রাদ্ধ করতে হবে
- ঘ) গ্রামের যারা অপঘাতে মারা গেছে তাদের শ্রাদ্ধ সারতে হবে
উত্তর: Show
ঘ) গ্রামের যারা অপঘাতে মারা গেছে তাদের শ্রাদ্ধ সারতে হবে
“উচ্ছব কালীঘাটে ছরাদ সারবে।”—উৎসব কালীঘাটে শ্রাদ্ধ সারবে, কারণ –
- ক) তার বউ-ছেলেমেয়ে অপঘাতে মরেছে
- খ) বড়াে কর্তা মারা গেছেন
- গ) গ্রামের লােকেদের জন্য
- ঘ) তার বাবা মারা গেছে
উত্তর: Show
ক) তার বউ-ছেলেমেয়ে অপঘাতে মরেছে
“সতীশবাবু বলেছে, উচ্ছবের মতিচ্ছন্ন হয়েছে বই তাে নয়।” কারণ –
- ক) সে পাগল হয়ে গেছে
- খ) সে কলকাতা গেছে
- গ) সে ভাত ভাত করছে
- ঘ) সে টিনের কৌটো খুঁজছে
উত্তর: Show
গ) সে ভাত ভাত করছে
“তুমি কি বুঝবে সতীশবাবু”—সতীশবাবু কী বুঝবেন?
- ক) অভাব কাকে বলে
- খ) অন্নাভাবের জ্বালা
- গ) দুর্যোগপীড়িত মানুষের কষ্ট
- ঘ) সবগুলি ঠিক
উত্তর: Show
ঘ) সবগুলি ঠিক
“দেশ জোড়া দুর্যোগেও” কার ঘরে রান্না হয়?
- ক) সতীশবাবুর
- খ) সাধনবাবুর
- গ) অবিনাশবাবুর
- ঘ) মহানাম শতপতির
উত্তর: Show
ক) সতীশবাবুর
“সেই হতেই তাে উচ্ছবের আধ-পেটা সিকি-পেটা উপােসের শুরু।”— কখন থেকে উৎসবের উপােসের শুরু?
- ক) যবে উৎসব কলকাতায় এসেছে
- খ) যবে উৎসবের স্ত্রী-সন্তানের মৃত্যু ঘটল
- গ) যবে পােকায় ধান নষ্ট হল
- ঘ) যবে বড়াে কর্তা মারা গেলেন
উত্তর: Show
গ) যবে পােকায় ধান নষ্ট হল
“উচ্ছবও প্রেত হয়ে আছে।”— উৎসব প্রেত হয়ে আছে, কারণ –
- ক) তার বউ মারা গেছে
- খ) তার পেটে ভাত নেই
- গ) তার ঘর ভেসে গেছে
- ঘ) তার ভাতের ডেকচি চুরি হয়েছে
উত্তর: Show
খ) তার পেটে ভাত নেই
“ভাত খেলে সে মানুষ হবে।” এ কথা কার সম্পর্কে বলা হয়েছে?
- ক) সতীশবাবু সম্পর্কে
- খ) সাধনবাবু সম্পর্কে
- গ) উৎসব সম্পর্কে
- ঘ) হরিহর সম্পর্কে
উত্তর: Show
গ) উৎসব সম্পর্কে
“মানুষ থাকলে ও ঠিকই বুঝত যে”— মানুষ থাকলে উৎসব কী বুঝত?
- ক) জলের টানে মানুষ ভেসে গেছে
- খ) বড়াে বাড়িতে যজ্ঞের আয়ােজন চলছে
- গ) বড়াে পিসিমা অবিবাহিত
- ঘ) বড়াে বাড়িতে উৎসব ভাত খেতে পাবে
উত্তর: Show
ক) জলের টানে মানুষ ভেসে গেছে
“দেহে ক্ষমতা ছিল না।” – দেহে ক্ষমতা না থাকা সত্ত্বেও উৎসব আড়াই মন কাঠ কেটেছে –
- ক) লবণের আশায়
- খ) জলের আশায়
- গ) চালের আশায়
- ঘ) ভাতের আশায়
উত্তর: Show
ঘ) ভাতের আশায়
“ডাক্তারকে কল দিন।”— এ কথা কে বলেছিল?
- ক) বড়াে পিসিমা
- খ) বাসিনী
- গ) নার্স
- ঘ) বড়াে বউ
উত্তর: Show
গ) নার্স
“একন চান করব নে।”—উৎসব তখন চান করতে চায়নি কারণ –
- ক) অবেলায় চান করলে শরীর খারাপ হবে
- খ) সমস্ত কাজ সেরে তবেই সে স্নান করবে
- গ) মাথায় জল ঢাললেই পেট মানতে চায় না
- ঘ) কর্তামশায়ের দাহকার্যের পরই সে স্নান করবে বলে
উত্তর: Show
গ) মাথায় জল ঢাললেই পেট মানতে চায় না
ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব কী করবে?
- ক) বাদাটা খুঁজে বের করবে
- খ) বড়াে বাড়ির ভাঁড়ার ঘর খুঁজে বের করবে
- গ) বড়াে বাড়ির ধনসম্পদ খুঁজে বের করবে
- ঘ) শিবমন্দিরটা খুঁজে বের করবে
উত্তর: Show
ক) বাদাটা খুঁজে বের করবে
মন্দিরের চাতালে তাস পেটে –
- ক) চারটি ছেলে
- খ) তিনটি ছেলে
- গ) দুটি ছেলে
- ঘ) একটি ছেলে
উত্তর: Show
খ) তিনটি ছেলে
“অন্ন লক্ষ্মী”—এ কথা বলত –
- ক) উৎসবের পিসিমা
- খ) উৎসবের মাসিমা
- গ) উৎসবের ঠাকুমা
- ঘ) উৎসবের দিদিমা
উত্তর: Show
গ) উৎসবের ঠাকুমা
মন্দিরের চাতালে বসা ছেলেরা বড়াে বাড়িতে বুড়াে কর্তাকে বাঁচিয়ে তােলার জন্য আয়ােজিত হােমযজ্ঞকে বলেছে –
- ক) অপ্রয়ােজনীয়
- খ) অনাবশ্যক
- গ) অবাস্তব
- ঘ) ফালতু
উত্তর: Show
ঘ) ফালতু
বাড়িতে ঢুকে উৎসবের কানে কার বিলাপ আসে?
- ক) বড়াে পিসিমার
- খ) বড়াে বউ-এর
- গ) মেজো বউ-এর
- ঘ) বাসিনীর
উত্তর: Show
ক) বড়াে পিসিমার
বুড়াে কর্তা মরল যে বয়সে –
- ক) একাশিতে
- খ) আটানব্বইতে
- গ) বিরানব্বইতে
- ঘ) বিরাশিতে
উত্তর: Show
ঘ) বিরাশিতে
বুড়াে কর্তার কত বছর বাঁচার কথা ছিল?
- ক) ৮২ বছর
- খ) ৮৪ বছর
- গ) ৯০ বছর
- ঘ) ৯৮ বছর
উত্তর: Show
ঘ) ৯৮ বছর
“রাতে রাতে কাজ সারতে হবে।”– কর্তার কাজ রাতে রাতে সারতে হবে, কারণ –
- ক) নইলে মৃতদেহে পচন ধরবে
- খ) নইলে বাধা আসবে
- গ) নইলে দোষ লাগবে
- ঘ) নইলে শববাহকদের পাওয়া যাবে না
উত্তর: Show
গ) নইলে দোষ লাগবে
“হােম যজ্ঞ করেও বুড়াে কত্তার প্রাণটা যে রইল না, তাতে তান্ত্রিককে এতটুকু কুষ্ঠিত দেখা যায় না।” তান্ত্রিকের মতে হােমযজ্ঞ করেও কর্তা মশায়কে বাঁচানাে গেল না, কারণ –
- ক) তিন ছেলে হােম ছেড়ে উঠে যায়
- খ) হােমের আগেই সবাই ভাত খায়
- গ) হােমের কাঠগুলাে মাপ অনুসারে কাটা হয়নি
- ঘ) হােমের সময় উৎসব ঘুমিয়ে পড়ে
উত্তর: Show
ক) তিন ছেলে হােম ছেড়ে উঠে যায়
“বাড়ির উনুনই জ্বলবে না।”—কারণ –
- ক) বাসিনী দেশে চলে গিয়েছে
- খ) বড়াে কর্তার মৃত্যু হয়েছে
- গ) সেদিন অরন্ধন উৎসব অনুষ্ঠিত হচ্ছে
- ঘ) বাড়িতে সেদিন জ্বালানির আয়ােজন ছিল না
উত্তর: Show
খ) বড়াে কর্তার মৃত্যু হয়েছে
“রাস্তার দোকান থেকে চা আসতে থাকে।” কারণ –
- ক) বাড়িতে চায়ের ব্যবস্থা নেই
- খ) বাড়ির উনুনই জ্বলবে না
- গ) বাড়িতে সবাই কাজে ব্যস্ত
- ঘ) বাড়িতে চা করার মতাে কেউ নেই
উত্তর: Show
খ) বাড়ির উনুনই জ্বলবে না