ABTA Higher Secondary Test Paper 2022-2023 : Bengali A
বাংলা ক – সেট 9 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2022-2023
IX
BENGALI (Group-A)
১। সঠিক বিকল্পটি নির্বাচন করো : ১ × ১৮ = ১৮
১.১ রূপমূল হ’ল – (H.S. – 15)
- (ক) ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক
- (খ) পদের গঠন বৈচিত্র্য
- (গ) শব্দার্থের উপাদান
- (ঘ) ভাষার ক্ষুদ্রতম উচ্চারণগত একক
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ক) ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক [/expand]
১.২ উষ্মধ্বনিটি হল – (H.S. – 15)
- (ক) ত্
- (খ) শ্
- (গ) ম্
- (ঘ) ল্
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) শ্ [/expand]
১.৩ ‘মেঘে ঢাকা তারা’ ছায়াছবিটি তৈরি করেছেন – (H.S. – 15)
- (ক) সত্যজিৎ রায়
- (খ) মৃণাল সেন
- (গ) উত্তমকুমার
- (ঘ) ঋত্বিক ঘটক
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) ঋত্বিক ঘটক [/expand]
১.৪ অভিধানে ‘পট’ শব্দটির অর্থ – (H.S. – 15)
- (ক) পতাকা
- (খ) পুস্তক
- (গ) চিত্র
- (ঘ) সঙ্গীত
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) চিত্র [/expand]
১.৫ ‘বলো বলো বলো সবে’ – গানটি লিখেছেন- (H.S. – 15)
- (ক) কাজী নজরুল ইসলাম
- (খ) রজনীকান্ত সেন
- (গ) দ্বিজেন্দ্রলাল রায়
- (ঘ) অতুলপ্রসাদ সেন
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) অতুলপ্রসাদ সেন [/expand]
১.৬ “সাত বছরের যুদ্ধ জিতেছিল” – (H.S. – 15)
- (ক) দ্বিতীয় ফ্রেডারিক
- (খ) আলেকজান্ডার
- (গ) সিজার
- (ঘ) ফিলিপ
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ক) দ্বিতীয় ফ্রেডারিক [/expand]
অথবা, বলী কান্ধারী ছিলেন একজন- (H.S. – 15)
- (ক) ধনী ব্যক্তি
- (খ) দরবেশ
- (গ) গৃহী ব্যক্তি
- (ঘ) ভীরু ব্যক্তি
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) দরবেশ [/expand]
১.৭ ‘যাও যাও – এই কী রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি’? – গানটি হল – (H.S. – 15)
- (ক) ‘ভালোবেশে সখী নিভৃত যতনে’
- (খ) ‘আলো আমার আলো’
- (গ) ‘ঐ মহামানব আসে’
- (ঘ) ‘মালতীলতা দোলে’
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) ‘মালতীলতা দোলে [/expand]
অথবা, “যারা বলে ‘নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প’- তারা সব” – (H.S. – 15)
- (ক) গাধা
- (খ) ভেড়া
- (গ) বোকা
- (ঘ) চালাক
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ক) গাধা [/expand]
১.৮ ‘নানা রঙের দিন’ নাটকটিতে চরিত্র আছে- (H.S. – 15)
- (ক) একটি
- (খ) দুটি
- (গ) তিনটি
- (ঘ) পাঁচটি
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) দুটি [/expand]
অথবা, “বহুরূপী তখন লাটে উঠবে”– বহুরূপী একটি- (H.S. – 15)
- (ক) বিদ্যালয়
- (খ) পাঠশালা
- (গ) গ্রাম
- (ঘ) নাট্যগোষ্ঠী
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) নাট্যগোষ্ঠী [/expand]
১.৯ ‘সরকার খাজনা আদায় করত’-
- (ক) গান শুনিয়ে
- (খ) ভালোবেসে
- (গ) ভয় দেখিয়ে
- (ঘ) বিচিত্র সাঁড়াশি ভঙ্গিতে
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) বিচিত্র সাঁড়াশি ভঙ্গিতে [/expand]
অথবা, টুল সোজা করে তার উপরে বসেন-
- (ক) রজনীকান্ত
- (খ) কালীনাথ
- (গ) রামব্রীজ
- (ঘ) শম্ভু
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ক) রজনীকান্ত [/expand]
১.১০ ‘ক্রন্দনরতা জননীর পাশে’ কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে গৃহীত- (H.S. – 15)
- (ক) আমপাতা জামপাতা
- (খ) সর্ষে ক্ষেত
- (গ) ধান ক্ষেত থেকে
- (ঘ) জলপাই কাঠের এমরাজ
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) ধান ক্ষেত থেকে [/expand]
১.১১ “অবসন্ন মানুষের শরীরে দেখি”- (H.S. – 15)
- (ক) ধূলোর কলঙ্ক
- (খ) অপমানের কলঙ্ক
- (গ) পোড়াদাগ
- (ঘ) চাঁদের কলঙ্ক
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ক) ধূলোর কলঙ্ক [/expand]
১.১২ “রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো”- (H.S. – 15)
- (ক) কবির হৃদয়ের রং
- (খ) আকাশের রং
- (গ) সূর্যের আলোর রং
- (ঘ) দেশোয়ালিদের জ্বালানো আগুনের রং
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) দেশোয়ালিদের জ্বালানো আগুনের রং [/expand]
১.১৩ “রক্তের অক্ষরে দেখিলাম”- (H.S. – 15)
- (ক) মৃত্যুর রূপ
- (খ) প্রকৃতির রূপ
- (গ) আপনার রূপ
- (ঘ) রূপনারানের রূপ
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) আপনার রূপ [/expand]
১.১৪ “…বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে” – (H.S. – 15)
- (ক) পউষে বাদলা
- (খ) ডাওর
- (গ) ফাঁপি
- (ঘ) ঝড় বৃষ্টি
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) ফাঁপি [/expand]
১.১৫ “কালো বিড়ালের লোম আনতে গেছে” – (H.S. – 15)
- (ক) ভজন চাকর
- (খ) বড়ো পিসিমা
- (গ) উচ্ছব
- (ঘ) বড়ো বউ
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ক) ভজন চাকর [/expand]
১.১৬ বুড়ো কর্তার খাট আনা হয়েছিল –
- (ক) বড়োবাজার থেকে
- (খ) রাধাবাজার
- (গ) শ্যামবাজার থেকে
- (ঘ) বাগবাজার থেকে
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) বাগবাজার থেকে [/expand]
১.১৭ ‘ভারতবর্ষ’ গল্পের ঘটনা –
- (ক) শীতকালের
- (খ) বসন্তকালের
- (গ) হেমন্তকালের
- (ঘ) বর্ষাকালের
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ক) শীতকালের [/expand]
১.১৮ নিখিল প্রতিমাসে টাকা পাঠায় –
- (ক) চার জায়গায়
- (খ) তিন জায়গায়
- (গ) পাঁচ জায়গায়
- (ঘ) দু-জায়গায়
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) তিন জায়গায় [/expand]
২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও : ১ × ১২ = ১২
২.১ ‘ফুটপাতও বেশি নেই’ -কোথায় বেশী ফুটপাত নেই?
উত্তরঃ সমাজ সচেতন গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘কে বাঁচায়, কে বাঁচে’ গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয়ের বাড়ি শহরের এমন এক নিরিবিলি অঞ্চলে, সেখানে বেশি ফুটপাত নেই।
২.২ “খুবই অদ্ভুত কথা”- অদ্ভুত কথাটি কী?
উত্তরঃ কথাসাহিত্যিক মহাশ্বেতা দেবী রচিত ‘ভাত’ গল্পে বড় বাড়ির মেয়ে বড় পিসির বিয়ে না হওয়ার ঘটনাটিকেই ‘অদ্ভুত কথা’ বলা হয়েছে।
২.৩ সত্যের মূল্য দিতে কবি কী চেয়েছেন?
উত্তরঃ জীবন সায়াহ্নে উপনীত সত্যদ্রষ্টা কবি রবীন্দ্রনাথ সত্যের দারুন মূল্য দিতে নিজের জীবনকে উৎসর্গ করতে চেয়েছেন।
২.৪ ‘অবসন্ন মানুষের শরীর দেখি’– কী দেখেন?
উত্তরঃ নাগরিক কবি সমর সেনের ‘মহুয়ার দেশ’ কবিতায় খনি শ্রমিকদের অবসন্ন শরীরে ধুলোর কলঙ্ক দেখতে পান।
২.৫ এই ভোরের জন্য অপেক্ষা ক’রে কে, কাকে চমক লাগিয়ে দিতে চেয়েছিল?
উত্তরঃ উত্তররৈবিককবি জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতায় সারারাত ধরে সুন্দর বাদামি হরিণটি চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে শরীরীভঙ্গিমায়, মাদকতায়, মোহাবিষ্টতায় অন্যান্য হরিণীদের চমক লাগিয়ে দিতে চেয়েছিল।
২.৬ তাড়িত ধ্বনির ও পার্শ্বিক ধ্বনির একটি করে উদাহরণ দাও।
উত্তরঃ
- তাড়িত ধ্বনিঃ ‘ড়্’ ও ‘ঢ়্’।
- পার্শ্বিক ধ্বনিঃ ‘ল’।
২.৭ ভাষা বিজ্ঞানে LAD এবং LAS কী?
উত্তরঃ
LAD: নোয়ান চমস্কির মতে, মানুষের মাথায় একটা ভাষা-প্রত্যঙ্গ রয়েছে, যার নাম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস (Language Acquisition Device)। মানুষের ভাষা বলার সহজাত ক্ষমতাকে উসকে দেওয়াই এর কাজ। সংক্ষেপে একে বলে ল্যাড (LAD)।
LAS: মানুষের মাথায় যে ভাষা শেখার প্রক্রিয়া ঘটে থাকে, তা-ই হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিসান সিস্টেম (Language Acquisition System)। যাকে সংক্ষেপে বলে – (LAS)
২.৮ গাছের সবুজটুকু শরীরে কীসের জন্য প্রয়োজন?
উত্তরঃ ‘অঙ্গুরি তোর হিরণ্য জল’-এর কবি শঙ্খ ঘোষ নগর সভ্যতার দৈনন্দিন যন্ত্রময়তার ক্লান্ত শরীরের আরোগ্যের জন্য গাছের সবুজ টুকু খুবই প্রয়োজন।
২.৯ আলাপ, বিলাপ, প্রলাপ প্রভৃতি শব্দের ‘লাপ’ অংশটি কী?
উত্তরঃ ‘লাপ’ অংশটুকু উল্লেখিত শব্দের পার্থক্য করতে সমর্থক। তাই ‘লাপ’ হল ক্র্যানবেরি রূপমূল।
২.১০ ‘রাজারা কি পাথর ঘাড়ে করে আনত?’- কারা পাথর আনার শ্রম দিত আর কাদের খ্যাতি হ’ত? (H.S. – 20)
উত্তরঃ বার্টোল্ট ব্রেখট-এর ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় ঐতিহাসিক স্থাপত্য নির্মাণের পাথর বহন করে আনত শ্রমিকেরা অথচ দিগ্বিদিক সুনাম ছড়ায় রাজাদের।
অথবা, ‘আমি কৌতূহলী হয়ে উঠি’ বক্তা কোন্ বিষয়ে কৌতূহলী হন? (H.S. – 19, 20)
উত্তরঃ পাঞ্জাবি ভাষার বিশিষ্ট লেখক কর্তার সিং দুগ্গাল তাঁর মায়ের মুখ থেকে গুরু নানকের গ্রীষ্মের দুপুরে হাসান আব্দালের জঙ্গলে পৌঁছানোর গল্পটি বলায় পরবর্তী অংশ শোনার জন্য লেখক আগ্রাহান্বিত হয়ে পড়েন।
২.১১ ‘মরে যাব তবু ভুলব না” – কে, কী ভুলবে না? (H.S. – 20)
উত্তরঃ আন্তন চেখভের ‘সোয়ন সং’ নাটকের অনুপ্রেরণায় রচিত অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’ নাটকের কেন্দ্রীয় চরিত্র বৃদ্ধ রজনী চট্টোপাধ্যায় তার প্রেমিকার আশ্চর্য ভালোবাসা, যা তিনি কখনোই ভুলতে পারবেন না বলে উল্লেখ করেছেন।
অথবা, ‘নানা রঙের দিন’-এর ‘চরিত্রলিপি’ বয়সসহ উল্লেখ করো।
উত্তরঃ চরিত্রলিপি
নাম | চরিত্র | বয়স |
রজনীকান্ত চট্টোপাধ্যায় | বৃদ্ধ অভিনেতা | ৬৮ বছর |
কালীনাথ সেন | প্রম্পটার | প্রায় ৬০ বছর |
২.১২ ‘তাতে বয়েসটা ঠিক বোঝা যায় না’– কার বয়েস কেন বোঝা যায় না? (H.S. – 16, 19)
উত্তরঃ অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’ নাটকের প্রধান চরিত্র রজনীকান্তবাবু ছোকরাদের মতো আদব-কায়দা করেন তাছাড়া লম্বা-চওড়া চেহারার অধিকারী তিনি। আর সর্বোপরি তিনি তার লম্বা চুলে প্রত্যহ হাফ সিসি করে কলপ লাগিয়ে এমন ইয়ার্কি করেন যে, তার বয়সটা বোঝা যায় না।
অথবা, ‘বিভাব’ নাটকে অমর গাঙ্গুলি কোন্ নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তরঃ নাট্যকার শম্ভু মিত্রের ‘বিভাব’ নাটকের অন্যতম চরিত্র অমর গাঙ্গুলী ‘বহুরূপী’ নাট্যগোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন।