বাংলা ক – সেট 11 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2022-2023

ABTA Higher Secondary Test Paper 2022-2023 : Bengali A

বাংলা ক – সেট 11 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2022-2023

XI

BENGALI (Group-A)

১। সঠিক বিকল্পটি নির্বাচন করো : ১ × ১৮ =১৮

১.১ ‘এভাবে দেশের লোককে বাঁচানো যায় না’ কারণ-

  • (ক) এটি এক ধরনের স্বার্থপরতা
  • (খ) এটি শুধু একজনের বদলে আর একজনকে খাওয়ানো
  • (গ) যে অন্ন পাওয়া যাচ্ছে সে অন্ন কারো না কারো পেটে যাবেই
  • (ঘ) কয়েক জনকে বাঁচানোর চেষ্টা করার সান্ত্বনা মাত্র

উত্তর: Show

(খ) এটি শুধু একজনের বদলে আর একজনকে খাওয়ানো

১.২ ‘খুবই অদ্ভুত কথা’– অদ্ভুত কথাটি হ’ল–

  • (ক) বড়োবাড়ির সব কিছুই বড়ো পিসিমার নিয়মে চলে
  • (খ) বড়ো বাড়িতে একটা শিবমন্দিরও আছে
  • (গ) বড়োকর্তা দূরদর্শী লোক ছিলেন
  • (ঘ) বড়ো পিসিমার বিয়ে হয়নি

উত্তর: Show

(ঘ) বড়ো পিসিমার বিয়ে হয়ন

১.৩ বুড়ির দেহের দখল নিতে হিন্দু-মুসলমান জনতা যে বস্তু হাতে তুলে নিয়েছিল-

  • (ক) লাঠি
  • (খ) মারাত্মক অস্ত্রশস্ত্র
  • (গ) বন্দুক
  • (ঘ) গোলাগুলি

উত্তর: Show

(খ) মারাত্মক অস্ত্রশস্ত্র

১.৪ মৃত্যুঞ্জয় তার মাইনের যে অংশ রিলিফ ফান্ডে দান করার জন্য নিখিলকে দিতে চেয়েছিল-

  • (ক) বোনাস পাওয়া অংশ
  • (খ) মাইনের অর্ধেক অংশ
  • (গ) মাইনের একের চার ভাগ
  • (ঘ) সমস্ত মাইনেটাই

উত্তর: Show

(ঘ) সমস্ত মাইনেটাই

১.৫ ‘অন্নলক্ষ্মী’ একথা বলত –

  • (ক) উৎসবের মা
  • (খ) উৎসবের পিসিমা
  • (গ) উৎসবের ঠাকুমা
  • (ঘ) উৎসবের বাবা

উত্তর: Show

(গ) উৎসবের ঠাকুমা

১.৬ ‘আমি দেখি’ কবিতায় কবি তুলে আনতে বলেছেন-

  • (ক) পাথর
  • (খ) মাটি
  • (গ) গাছ
  • (ঘ) ইট

উত্তর: Show

(গ) গাছ

১.৭ ‘একটি তারা এখন আকাশে রয়েছে’– এই তারাকে কবির মনে হয়েছে-

  • (ক) ঘাসফড়িং-এর দেহের মতো
  • (খ) মচকাফুলের পাপড়ির মতো
  • (গ) টেরিকাটা মানুষের মতো
  • (ঘ) পাড়াগাঁয়ের বাসর ঘরের মেয়েটির মতো

উত্তর: Show

(ঘ) পাড়াগাঁয়ের বাসর ঘরের মেয়েটির মতো

১.৮ কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন- (H.S. – 18)

  • (ক) ইসথেটিক মরা
  • (খ) অস্বাভাবিক মরা
  • (গ) অদ্ভুত মরা
  • (ঘ) স্বাভাবিক মরা

উত্তর: Show

(ক) ইসথেটিক মরা

অথবা, কালীনাথ সেন পেশায় ছিলেন-

  • (ক) অভিনেতা
  • (খ) নাট্যকার
  • (গ) প্রম্পটার
  • (ঘ) নির্দেশক

উত্তর: Show

(গ) প্রম্পটার

১.৯ ‘শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়’- তার ফলে- (H.S. – 19)

  • (ক) গাছ মরে যায়
  • (খ) শহরের রং ফ্যাকাসে হয়ে যায়
  • (গ) সবুজের অনটন ঘটে
  • (ঘ) ঝড়ে গাছ পড়ে যায়

উত্তর: Show

(গ) সবুজের অনটন ঘটে

১.১০ ‘আমি তা পারি না’- এখানে আমি-

  • (ক) পাঠক
  • (খ) শ্রোতা
  • (গ) কবি স্বয়ং
  • (ঘ) বিবেক

উত্তর: Show

(গ) কবি স্বয়ং

১.১১ ‘হেডপণ্ডিত ইস্কুলে আমাকে প্রমোশন দেননি।’- কারণ (H.S. – 18)

  • (ক) সংস্কৃতে বারো পেয়েছিলেন
  • (খ) সংস্কৃতে তেরো পেয়েছিলেন
  • (গ) সংস্কৃতে চোদ্দ পেয়েছিলেন
  • (ঘ) সংস্কৃতে পনেরো পেয়েছিলেন

উত্তর: Show

(খ) সংস্কৃতে তেরো পেয়েছিলেন

অথবা, ‘পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম’- বক্তা- (H.S. – 15)

  • (ক) অমর
  • (খ) বৌদি
  • (গ) শম্ভু
  • (ঘ) বল্লভাই

উত্তর: Show

(খ) বৌদি

১.১২ ‘স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব।’- কখন?-

  • (ক) আটলান্টিস ডুবে গেলে
  • (খ) লিমা ধ্বংস হলে
  • (গ) ব্যাবিলন গুঁড়ো হয়ে গেলে
  • (ঘ) আর্মাডা ডুবে গেলে

উত্তর: Show

(ঘ) আর্মাডা ডুবে গেলে

অথবা ‘মর্দানা শুনেই ছুটে গেল’- (H.S. – 17)

  • (ক) গুরু নানকের কাছে
  • (খ) গড়িয়ে পড়া পাথরের দিকে
  • (গ) বলী কান্ধারীর কাছে
  • (ঘ) রেললাইনের দিকে

উত্তর: Show

(গ) বলী কান্ধারীর কাছে

১.১৩ ‘আজ সারারাত্রি ঘুমাব না’- বলেছিল-

  • (ক) সুজা পিয়ারাবানুকে
  • (খ) রজনী কালীনাথকে
  • (গ) ঔরঙ্গজেব মহম্মদকে
  • (ঘ) রজনী চাটুজ্যে তাঁর প্রেমিকাকে

উত্তর: Show

(ক) সুজা পিয়ারাবানুকে

অথবা, ‘বিভাব’ নাটকে শোভাযাত্রার লোকেরা যার জন্য দাবী জানিয়েছিল-

  • (ক) চাল ও কাপড়
  • (খ) উপযুক্ত মজুরি
  • (গ) শিক্ষার সুযোগ
  • (ঘ) আইন-শৃঙ্খলার উন্নতি

উত্তর: Show

(ক) চাল ও কাপড়

১.১৪ ‘প’ বর্গের ধ্বনিগুলি মুখগহ্বরের যে স্থান স্পর্শ করে উচ্চারিত হয়-

  • (ক) দত্ত
  • (খ) কণ্ঠ
  • (গ) ওষ্ঠ
  • (ঘ) মূর্ধা

উত্তর: Show

(গ) ওষ্ঠ

১.১৫ ‘শৈলী’ শব্দের অর্থ-

  • (ক) সৃষ্টি
  • (খ) রচনারীতি
  • (গ) কৌশল
  • (ঘ) ভাষা

উত্তর: Show

(খ) রচনারীতি

১.১৬ ঢপকীর্তনে ‘ঢপ’ শব্দের অর্থ–

  • (ক) শুদ্ধ সৌষ্ঠবসম্পন্ন
  • (খ) অতি সুন্দর
  • (গ) ভ্রান্ত ও অপ্রাসঙ্গিক
  • (ঘ) গৌরকান্তি সুদশ

উত্তর: Show

(ক) শুদ্ধ সৌষ্ঠবসম্পন্ন

১.১৭ যেখানকার চিত্রকরদের আগমন ও প্রাধান্যের কারণে মুরশিদাবাদ চিত্রকলার রীতিতে লক্ষণীয় পরিবর্তন সূচিত হয়-

  • (ক) লখনউ
  • (খ) দিল্লী
  • (গ) আসাম
  • (ঘ) ওড়িশা

উত্তর: Show

(খ) দিল্লী

১.১৮ সাহিত্যিক বনফুল তাঁর শিক্ষক বনবিহারী মুখোপাধ্যায়ের স্মৃতি তুলে ধরেছেন যে উপন্যাসে-

  • (ক) ডানা
  • (খ) জঙ্গম
  • (গ) অগ্নীশ্বর
  • (ঘ) সে ও আমি

উত্তর: Show

(গ) অগ্নীশ্বর

২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলোর উত্তর দাও : ১ × ১২ = ১২

২.১ ‘তাই লোকের মেজাজ গেল বিগড়ে।’- লোকের মেজাজ বিগড়ে গিয়েছিল কেন?

উত্তরঃ প্রখ্যাত কথাসাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের ‘ভারতবর্ষ’ গল্পে তখনও ধান কাটা হয়নি অথচ অতর্কিতেই এসে পড়ে ফাঁপি। এই অকাল দুর্যোগের আগমনের কারণে চাষাভুষো মানুষগুলো মেজাজ বিগড়ে যায়। 

২.২ ‘তাস পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে।’- কেন ছেলেগুলি অস্বস্তিতে পড়েছিল?

উত্তরঃ লেখিকা মহাশ্বেতা দেবীর ‘ভাত’ গল্পের কেন্দ্রীয় চরিত্র উৎসব হঠাৎই কাঁদতে শুরু করলে মন্দিরের চাতালে বসে তাস পেটানো ছেলেরা কারণ জানতে চাইলে সে জানায়, ঝড়-জলে রাক্ষসী মাতলা নদী তার স্ত্রী-সন্তান-সম্পত্তি সর্বস্ব গ্রাস করেছে। উক্ত কথা শুনেই তারা অস্বস্তিতে পড়ে যায়। 

২.৩ ‘মাঠ ভর্তি লোক নিঃশব্দে এসব মেনে নিয়ে দেখলে।’- ‘এসব’ বলতে কী বোঝানো হয়েছে?

উত্তরঃ নাট্যকার শম্ভু মিত্রের ‘বিভাব’ একাঙ্ক নাটকের ভূমিকা অংশ বলেন, একবার এক মারাঠি তামাশয় দেখেছিলেন, এক চাষী মঞ্চের একপাশে দাঁড়িয়ে জমিদারের কাছে ব্যর্থ মিনতি করে নালিশ জানাতে জানাতে মঞ্চেই কয়েক পা ঘুরে মঞ্চের অন্যপ্রান্তে কাল্পনিক মন্দিরের সামনে দাঁড়িয়ে ভগবানের কাছে অন্তরের দুঃখ নিবেদন করে। আর যে জমিদার সেজেছিল, সে দর্শকের সামনেই পুরোহিত সেজে ধর্মীয় তর্জন শুরু করে দেয়। এসব দৃশ্যই দর্শক মেনে নেয়। 

অথবা, ‘সব মিলিয়ে যেন একটা শ্মশান’- কেন শ্মশান মনে হচ্ছে?

উত্তরঃ নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’ নাটকের দীর্ঘ পঁয়তাল্লিশ বছরের থিয়েটার জীবনের মাঝরাতে একা মদ্যপান করে স্টেজে দাঁড়িয়ে থেকে রজনীকান্তবাবু নিঃসীম একাকীত্ব অনুভব করেছেন, উপলব্ধি করেছেন জীবনের দ্রুত শেষ হয়ে যাওয়াকে। তাই তার মনে হচ্ছে তার সামনে যেন একটা অনন্ত শ্মশান। 

২.৪ কবি দেনা শোধ করে দিতে চান কীভাবে?

উত্তরঃ জীবন সায়াহ্নে উপনীত কবি মৃত্যুর হাতে নিজেকে নিশ্চিন্তে সমর্পণ করতে চান। তাই কবি জীবনের যাবতীয় দেনার দায় পরিশোধ করে দিতে চান। 

২.৫ ‘অলস সূর্য দেয় এঁকে’– কী এঁকে দেয়? (H.S. – 17)

উত্তরঃ নাগরিক কবি সমর সেনের ‘মহুয়ার দেশ’ কবিতায় দিনান্তের দিনমণি সন্ধ্যার জলশ্রোতে গলিত সোনার মত উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয়। 

২.৬ ‘আমি দেখি” কবিতায় কবি কেন গাছ তুলে আনার কথা বলেছেন?

উত্তরঃ ‘আমি দেখি’ কবিতার কবি শক্তি চট্টোপাধ্যায় নগর জীবনের যান্ত্রিকতা, বিষাক্ত ধূলিধূসরিত পান্ডুরতা, বিবর্ণ পৃথিবীর নির্মমতায় কবির মন ও চোখ দুই-ই ক্লান্ত এবং দূষিত। সবুজ গাছ দেখা আর তার স্পর্শ কবির শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন। আর সে কারণেই গাছ তুলে আনার নির্দেশ করে দিয়েছেন। 

২.৭ ক্রন্দনরতা জননীর পাশে না থাকলে কবি কী কী ব্যর্থ বলে মনে করেন? (H.S. – 18, 20)

উত্তরঃ মানবিক কবি মৃদুল দাশগুপ্তের ‘ধানক্ষেত থেকে’ কাব্যগ্রন্থের ‘ক্রন্দনরতা জননীর পাশে’ কবিতায় কবির মনে হয়েছে বিপন্ন সময়ে মাতৃভূমির পাশে না থাকতে পারলে লেখালেখি গান গাওয়া, ছবি আঁকা সবই মিথ্যে হয়ে যায়। 

২.৮ ‘নিদেন একটা রাধুনি তো ছিল?’– একথা বলার তাৎপর্য লেখো।

উত্তরঃ অনুবাদক কবি শঙ্খ ঘোষের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় কবি ব্যঙ্গের সুরে বলেছেন যে, আর কেউ উপস্থিত না থাকলেও নিদেনপক্ষে একজন রাঁধুনি তো অবশ্যই ছিল। কেননা কোন রাজাই একা যুদ্ধ করতে পারেন না। সম্রাট সিজারও তার ব্যতিক্রম নন। 

অথবা, ‘আমার চোখে জল’– বক্তার চোখে জল এসেছিল কেন?

উত্তরঃ প্রাদেশিক ভাষার বিশিষ্ট লেখক কর্তার সিং দুগগালের ‘অলৌকিক’ গল্পের কথকের চোখে জল। কারণ পাঞ্জা সাহেবের মানুষেরা নিজেদের জীবন তুচ্ছ করে চলন্ত ট্রেন থামিয়ে দিয়ে খিদে-তেষ্টায় কাতর বন্দী ভারতীয় বিপ্লবীদের রুটি-জল-পায়েস পৌঁছে দিতে চেয়েছিল। 

২.৯ মুন্ডমাল শব্দ কাকে বলে, উদাহরণ সহ বুঝিয়ে দাও।

উত্তরঃ একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনিগুলির সমাবেশ ঘটিয়ে একটি শব্দ গঠন করাকে মুন্ডমাল শব্দ বা অ্যাক্রোনিম বলে। 

উদাহরণঃ 

  • ল.সা.গু. – লঘিষ্ঠ সাধারণ গুণিতক।
  • গু.গা.বা.বা. – গুপী গাইন বাঘা বাইন।
  • VIP – Very Important Person.

বাংলায় এ জাতীয় শব্দের ব্যবহার কম হলেও ইংরেজিতে এর প্রচুর উদাহরণ দেখা যায়।

২.১০ বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি ক’টি ও কী কী? 

উত্তরঃ বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা হল ৭টি। যথাঃ অ, আ, অ্যা, ই, উ, এ, ও।

২.১১ থিসরাস কাকে বলে? উদাহরণ দাও। (H.S. – 20, 16)

উত্তরঃ থিসরাস হল শব্দার্থের এমন এক প্রাসঙ্গিক পুস্তক, যেখানে অর্থ-সম্পর্ক যুক্ত (সমার্থক বা বিপরীতার্থক) শব্দগুলিকে বর্ণনাক্রমে তালিকাবদ্ধ করা হয়। 

একটি বাংলা থিসরাস হল অশোক মুখোপাধ্যায় সম্পাদিত ও সাহিত্য সংসদ প্রকাশিত ‘সমার্থ শব্দকোষ’।

বি.দ্র. – 

১। থিসরার শব্দের ব্যুৎপত্তিগত অর্থ – রত্নাগার।

২। সংস্কৃত ভাষায় রচিত থিসরাস হল – অমরকোষ।

৩। একজন দেশি থিসরাস প্রণেতা হলেন – অমর সিংহ। তাঁর থিসরাসটি হল ‘অমরার্থচন্দ্রিকা’ বা ‘অমরকোষ’।

৪। একজন বিদেশি থিসরাস প্রণেতা হলেন – পিটার মার্ক রজেট।

২.১২ ‘Box Office’ বলেও তো একটা কথা আছে?’– বক্তা কখন একথা বলেন? (H.S. – 16)

উত্তরঃ ‘বিভাব’ নাটকে বৌদি ওরফে তৃপ্তি মিত্র ‘মালতি লতা দোলে’ রবীন্দ্র সংগীতটি এই ফিল্মি কায়দায় গাওয়া নিয়ে শম্ভু মিত্র আপত্তি করলে নেপথ্যের হারমোনিয়াম বাদক উক্ত কথাটি বলেছিলেন।

অথবা, ‘সেই রাত্রেই জীবনে প্রথম মোক্ষম বুঝলুম’– বক্তা কী বুঝেছিলেন? (H.S. – 17)

উত্তরঃ থিয়েটারে অভিনয় দেখে প্রেমে পড়া মেয়েটি বিয়ের সময় রজনীকান্তকে অভিনয় ছেড়ে দিতে বললে সেই রাতেই রজনীকান্ত বুঝেছিলেন যে, যারা নাট্যাভিনয়কে পবিত্র শিল্প বলে তারা সব গাধা। তারা সব মিথ্যা কথা বা বাজে কথা বলেন।

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *