বাংলা ক – সেট 15 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2022-2023

বাংলা ক – সেট 15 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2022-2023

বাংলা ক – সেট 15 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2022-2023

ABTA Higher Secondary Test Paper 2022-2023 : Bengali A

XV 

BENGALI (Group-A)

১। সঠিক বিকল্পটি নির্বাচন করো : ১ × ১৮ = ১৮

১.১ ‘দূরদর্শী লোক ছিলেন’ – 

  • (ক) বুড়োকর্তা
  • (খ) বড়োকর্তা
  • (গ) তান্ত্রিক
  • (ঘ) ছোট বৌয়ের বাবা

উত্তর: Show

(ক) বুড়োকর্তা

১.২ ‘কনকপানি চালের ভাত খান’– 

  • (ক) বড়োবাবু
  • (খ) মেজোবাবু
  • (গ) ছোটবাবু
  • (ঘ) বাসিনী

উত্তর: Show

(ক) বড়োবাবু

১.৩ পউষে বাদলা সম্পর্কিত বচনটি হ’ল- 

  • (ক) জাতকের
  • (খ) পঞ্চতন্ত্রের
  • (গ) ডাকপুরুষের
  • (ঘ) ঈশপের

উত্তর: Show

(গ) ডাকপুরুষের

১.৪ বান্দা মানুষ হলেন- 

  • (ক) মোল্লাসাহেব
  • (খ) ফজলু সেখ
  • (গ) করিম ফরাজি
  • (ঘ) নিবারণ বাগদি

উত্তর: Show

(গ) করিম ফরাজি

১.৫ ‘রন্ন হলো মা নক্কী’ – বক্তা – 

  • (ক) বাঘিনী
  • (খ) উচ্ছব
  • (গ) উচ্ছবের ঠাকমা
  • (ঘ) বড়বৌ

উত্তর: Show

(গ) উচ্ছবের ঠাকমা

১.৬ কবি রবীন্দ্রনাথের দৃষ্টিতে সত্যের রূপ কেমন? 

  • (ক) সহজ
  • (খ) কঠিন
  • (গ) কোমল
  • (ঘ) শক্ত

উত্তর: Show

(খ) কঠিন

১.৭ আমার ক্লান্তির উপর ঝরুক – 

  • (ক) মহুয়া
  • (খ) শিউলি
  • (গ) বকুল
  • (ঘ) মচকা ফুল

উত্তর: Show

(ক) মহুয়া

১.৮ ‘আমি তো চললাম’ – বক্তা – 

  • (ক) বৌদি
  • (খ) অমর
  • (গ) শম্ভু
  • (ঘ) আইজেনস্টাইন

উত্তর: Show

(গ) শম্ভু

অথবা ‘রাজনীতি বড়ো কূট’- বক্তা – [H.S. – 17]

  • (ক) আলমগীর
  • (খ) কালীনাথ
  • (গ) কিংলিয়র
  • (ঘ) ওরঙ্গজেব

উত্তর: Show

(ঘ) ওরঙ্গজেব

১.৯ আইজেনস্টাইন যে দেশীয় চিত্র পরিচালক –

  • (ক) জাপান
  • (খ) চীন
  • (গ) রুশ
  • (ঘ) ভারত

উত্তর: Show

(গ) রুশ

অথবা, রজনীকান্তের বয়স – 

  • (ক) ৫০ বছর
  • (খ) ৫৮ বছর
  • (গ) ৬৮ বছর
  • (ঘ) ৭০ বছর

উত্তর: Show

(গ) ৬৮ বছর

১.১০ যারা বলে ‘নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প’ – তারা সব – [H.S. – 18]

  • (ক) বোকা
  • (খ) গাধা
  • (গ) ধূর্ত
  • (ঘ) চাটুকার

উত্তর: Show

(খ) গাধা

অথবা, ‘হ্যাঁ, হ্যাঁ, শম্ভুদা আপনিই হোন’ – যা হওয়ার কথা বলা হয়েছে – [H.S. – 16]

  • (ক) যুবক চরিত্র
  • (খ) নায়ক চরিত্র
  • (গ) সার্জেন্ট চরিত্র
  • (ঘ) খলনায়ক চরিত্র

উত্তর: Show

(খ) নায়ক চরিত্র

১.১১ সাত দরজাওয়ালা শহর হল – 

  • (ক) এথেন্স
  • (খ) থিবস
  • (গ) পেরু
  • (ঘ) বাইজেনটিয়াম

উত্তর: Show

(খ) থিবস

অথবা, বলী কান্ধারী মর্দানাকে ফেরত পাঠায় –

  • (ক) একবার
  • (খ) দুইবার
  • (গ) তিনবার
  • (ঘ) চারবার

উত্তর: Show

(গ) তিনবার

১.১২ ‘পট’ শব্দের অর্থ – [H.S. – 15]

  • (ক) চিত্র
  • (খ) পাটা
  • (গ) ঘট
  • (ঘ) বই

উত্তর: Show

(ক) চিত্র

১.১৩ বাংলায় প্রথম নির্বাক চলচিত্র – 

  • (ক) পথে হল দেরী
  • (খ) বিল্বমঙ্গল
  • (গ) আলমআরা
  • (ঘ) বিদ্যাপতি

উত্তর: Show

(খ) বিল্বমঙ্গল

১.১৪ টেবিল টেনিসের শহর – 

  • (ক) কোলকাতা
  • (খ) মালদা
  • (গ) শিলিগুড়ি
  • (ঘ) মুর্শিদাবাদ

উত্তর: Show

(গ) শিলিগুড়ি

১.১৫ ‘সেই কবিতায় জাগে’ – কবিতায় যা জাগে – [H.S. – 15]

  • (ক) বিবেক
  • (খ) হতাশা
  • (গ) দুঃখ
  • (ঘ) ক্রোধ

উত্তর: Show

(ক) বিবেক

১.১৬ “ভোরের জন্য অপেক্ষা করছিল”- 

  • (ক) শিকারীরা
  • (খ) দেশওয়ালিরা
  • (গ) গোধুলিমদির মেয়েটি
  • (ঘ) বাদামি হরিণ

উত্তর: Show

(ঘ) বাদামি হরিণ

১.১৭ তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূচনা করেন –

  • (ক) সুকুমার সেন
  • (খ) উইলিয়াম জোনস
  • (গ) নোয়াম চমস্কি
  • (ঘ) উইলিয়াম কেরি

উত্তর: Show

(খ) উইলিয়াম জোনস

১.১৮ তাড়িত অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনি কোনটি – 

  • (ক) ঝ্
  • (খ) ম্
  • (গ) ঞ্
  • (ঘ) ড়্

উত্তর: Show

(ঘ) ড়

২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলোর উত্তর দাও : ১ × ১২ = ১২

২.১ ডাওর বলতে কী বোঝ?

উত্তরঃ ‘ডাওর’ – হলো আঞ্চলিক উপভাষার শব্দ, যার অর্থ প্রবল বৃষ্টিপাত। শীতকালের রাঢ় বাংলায় বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে ছোটলোকেরা তাকে বলে ডাওর। 

২.২ উচ্ছবের বাদায় কী কী পাওয়া যায়? 

উত্তরঃ মাতলা নদীর তীরে বসবাসকারী উৎসবের সুন্দরবনের বাদায় পাওয়া যায় গুগলি, গেঁড়ি, গুগলি, কচুশাক, সুশনো শাক । 

২.৩ ঘুমহীন তাদের চোখে কী হানা দেয়? [H.S. – 19]

উত্তরঃ নাগরিক কবি সমর সেনের ‘মহুয়ার দেশ’ কবিতায় সমাজে উপেক্ষিত ও শ্রমজীবী খনি শ্রমিক মানুষদের চোখে হানাদেয় ক্লান্তির দুঃস্বপ্ন। 

২.৪ ‘দেহ চায় সবুজ বাগান’- কবির একথা বলার কারণ কী? 

উত্তরঃ কবি শক্তি চট্টোপাধ্যায়ের ‘আমি দেখি’ কবিতায় কবির দেহ সবুজ বাগানে গাছের সান্নিধ্য প্রার্থনা করেছে যন্ত্র সভ্যতার ক্লান্তি থেকে আরোগ্য লাভ করতে।

২.৫ ‘মা ব্রুয়াৎ সত্যম অপ্রিয়ম্’- একথার অর্থ কী? 

উত্তরঃ শম্ভু মিত্রের ‘বিভাব’ নাটকে উল্লিখিত সংস্কৃত শ্লোক ‘মা ব্রুয়াৎ সত্যম অপ্রিয়ম’-এ সংস্কৃত ‘মা’ শব্দের বাংলা অর্থ ‘না’ ইংরেজিতে ”do not’ অর্থাৎ অপ্রিয় সত্য পথ সত্য বলো না, বা বলা উচিত নয়।

অথবা, ‘আমরা একটা প্যাঁচ বের করেছি’- প্যাঁচটা কী? (H.S. – 20)

উত্তরঃ ভালো স্টেজ, সিনসিনারি, দরজা-জানালা, টেবিল-বেঞ্চি ইত্যাদির অভাব; সর্বোপরি বাংলা সরকারের খাজনার চাপকে সুকৌশলে এড়িয়ে ‘বহুরূপী’ নাট্যগোষ্ঠীর শম্ভূ মিত্র নাটক চালিয়ে যেতে ভঙ্গি বহুল এক নাটক উপস্থাপনার ব্যবস্থা করেছেন। আনুষঙ্গিক উপকরণের অভাব থাকা সত্ত্বেও শুধু নাটকের প্রতি প্রীতিকে অবলম্বন করে কোনরকম একটা প্ল্যাটফর্ম-এ অভিনয়ের অভিনব কৌশলকে ‘প্যাঁচ’ বলা হয়েছে।

২.৬ ‘এই তো জীবনের সত্য কালীনাথ’ – সত্যটা কী? 

উত্তরঃ ‘নানা রঙের দিন’ নাটকের প্রধান চরিত্র রজনীকান্তের মতে, প্রতিভা যার আছে বয়সে তার কিছু যায় আসে না। এটাই হলো জীবনের প্রকৃত সত্য।

অথবা, ‘শিল্পকে যে মানুষ ভালোবেসেছে’ – তার কী থাকে না? 

উত্তরঃ ‘নানা রঙের দিন’ নাটকের কেন্দ্রীয় চরিত্র রজনী চট্টোপাধ্যায় মনে করেন শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই, একাকীত্ব নেই, রোগ নেই, মৃত্যু ভয়ের উপর সে হাসতে হাসতে ডাকাতি করতে পারে।

২.৭ “সাকা” বলতে কী বোঝায়? 

উত্তরঃ ন্যায়সঙ্গত অধিকারের জন্য বা কোনো মহৎ উদ্দেশ্যে মৃত্যুবরণের ঘটনাটিকে পাঞ্জাবি ভাষায় বলা হয় ‘শাকা’। আর ‘শাকা’ হলে আত্মত্যাগী বিপ্লবীদের সম্মান-শ্রদ্ধা ও সহমর্মিতাবোধে পাঞ্জাবিরা বাড়িতে অরন্ধন পালন ও রাতে মেঝেতে শুতেন।

অথবা, স্পেনের ফিলিপ কেন কেঁদেছিল?

উত্তরঃ জগৎ বিখ্যাত স্প্যানিশ আর্মাডা ছিল স্পেনের জাতীয় গৌরবের প্রতীক, সেই নৌবহরের পরাস্ত হয়ে ডুবে যাওয়ার অশুভক্ষণে যন্ত্রণায় অধীর হয়ে কেঁদেছিলেন সম্রাট ফিলিপ।

২.৮ পারোল কী? 

উত্তরঃ লাঙ্ সংবিধিকে মান্য করে ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে নিজস্ব একটি বিন্যাসে স্পষ্ট ও প্রকট বাচনক্রিয়াই হল পারোল।

২.৯ যুক্তধ্বনি কাকে বলে? [H.S. – 15]

উত্তরঃ শব্দের আদ্য অবস্থানে বা দলের আদিতে উচ্চারিত ব্যঞ্জনধ্বনির সমাবেশকে যুক্তধ্বনি বলে।

উদা. – দুই ব্যঞ্জনের সমাবেশে তৈরি যুক্তধ্বনি – তৃণ, প্রাণ, ধ্রুব ইত্যাদি। তিন ব্যঞ্জনের সমাবেশে তৈরি যুক্তধ্বনি – স্ত্রী, স্পৃহা।  

২.১০ প্রত্যয় কত প্রকার, কী কী? 

উত্তরঃ প্রধানত ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয় দুই প্রকার।

যথাঃ 

  • ১। কৃৎ প্রত্যয় বা ধাতু প্রত্যয়।
  • ২। তদ্ধিত প্রত্যয় বা শব্দ প্রত্যয়। 

২.১১ ‘সোনার বর্শার মতো জেগে উঠে’- হরিণটি কী করতে চেয়েছিল? [H.S. – 16]

উত্তরঃ  উত্তররৈবিক কবি জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতায় সুন্দর বাদামি হরিণ সোনার বর্ষার মতো জেগে ওঠে সাহসে-সাধে-সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দিতে চেয়েছিল। 

২.১২ ‘মাঝে মাঝে শুনি’- কী শোনেন?

উত্তরঃ নাগরিক যন্ত্রণায় বিদ্ধ কবি সমর সেন তাঁর ‘মহুয়ার দেশ’ কবিতায় ক্ষণিক প্রশান্তির আশায় সাঁওতাল পরগনা গেলে সেখানেও নিবিড় অন্ধকারে মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর ও বিশাল শব্দ শোনেন।

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *