গ্যাসের আচরণ – অনুশীলনী প্রশ্নোত্তর – অভিনব প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান

গ্যাসের আচরণ (Behavior of Gas) – অনুশীলনী প্রশ্নোত্তর – অভিনব প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান

গ্যাসের আচরণ (Behavior of Gas) – অনুশীলনী প্রশ্নোত্তর – অভিনব প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান

1. বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ) : (প্রশ্নের মান -1)

1.1 উষ্ণতার কোন্ স্কেলে উষ্ণতার মান ঋণাত্মক হয় না ?

  • (a) সেলসিয়াস
  • (b) ফারেনহাইট
  • (c) কেলভিন
  • (d) রোমান

উত্তর: Show

(c) কেলভিন

1.2 তাপমাত্রা নির্দিষ্ট রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ বৃদ্ধি করলে গ্যাসের ঘনত্ব –

  • (a) বৃদ্ধি পায়
  • (b) অপরিবর্তিত থাকে
  • (c) হ্রাস পায়
  • (d) প্রথমে কমে পরে বাড়ে

উত্তর: Show

(a) বৃদ্ধি পায়

1.3 STP তে 2 g H2 28 g N2 ও 17 g NH3 এর মধ্যে কোনটির আয়তন বেশি? –

  • (a) 2 g H2
  • (b) 28 g N2
  • (c) 17 g NH3
  • (d) তিনটির আয়তনই সমান

উত্তর: Show

(d) তিনটির আয়তনই সমান

1.4 গ্যাসের অণুর গতিশক্তি তার পরম উষ্ণতার –

  • (a) সমান হয়
  • (b) ব্যাস্তানুপাতী হয়
  • (c) সমানুপাতী হয়
  • (d) কোনোটিই নয়

উত্তর: Show

(c) সমানুপাতী হয়

1.5 গ্যাসের আয়তন গুণাঙ্কের মান –

  • (a) \(– 273\)
  • (b) \(273\)
  • (c) \(\frac {1}{273}\)
  • (d) \(-\frac {1}{273}\)

উত্তর: Show

(c) \(\frac {1}{273}\)

1.6 পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুদবুদ জলের উপরিতলে আসলে সেটির –

  • (a) আয়তন বাড়ে
  • (b) আয়তন কমে
  • (c) আয়তন একই থাকে
  • (d) কোনো ক্ষেত্রে আয়তন বাড়ে কোনো ক্ষেত্রে আয়তন কমে

উত্তর: Show

(a) আয়তন বাড়ে

1.7 একটি বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে –

  • (a) উচ্চচাপে এবং উচ্চ তাপমাত্রায়
  • (b) উচ্চচাপে ও নিম্ন তাপমাত্রায়
  • (c) নিম্নচাপে এবং উচ্চ তাপমাত্রায়
  • (d) নিম্নচাপে এবং নিম্ন তাপমাত্রায়

উত্তর: Show

(c) নিম্নচাপে এবং উচ্চ তাপমাত্রায়

2. অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (VSAQ) : (প্রশ্নের মান – 1 )

2.1 SI পদ্ধতির গ্যাসের চাপের একক কী ?

উত্তর: Show

নিউটন/মিটার2 বা পাস্কাল

2.2 – 27°C উষ্ণতা পরম স্কেলে মান কত?

[Hint : কেলভিন বা পরম স্কেলের পাঠ = সেলসিয়াস স্কেলের পাঠ + 273]

উত্তর: Show

(273-27) K = 246 K

2.3 পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন কত হয়?

উত্তর: Show

শূন্য (চার্লসের সূত্রানুসারে)

2.4 প্রমান বায়ুমণ্ডলীয় চাপের মান কত?

উত্তর: Show

1.01325 × 105 পাস্কাল

2.5 STP-তে গ্যাসের গ্রাম-আনবিক আয়তন কত ?

উত্তর: Show

22.4 লিটার

2.6 1 বার = কত পাস্কাল?

উত্তর: Show

105 পাস্কাল

2.7 অ্যাভোগাড্রোর সংখ্যার মান কত?

উত্তর: Show

6.023 × 1023

2.8 SI পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত?

উত্তর: Show

8.314 জুল মোল-1 K-1

2.9 স্থির উষ্ণতার নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও গ্যাসের উপর প্রযুক্ত চাপের সম্পর্ক কী ?

উত্তর: Show

আয়তন প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক

2.10 বয়েল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবক কোনটি?

উত্তর: Show

গ্যাসের ভর

2.11 বয়েলের সূত্রের গাণিতিক রূপটি লেখো।

উত্তর: Show

ধরি স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের \(P\) চাপে আয়তন \(V\)। বয়েলের সূত্রানুসারে,  \(V \propto \frac {1}{P}\) বা \(PV=K\) , \(K\) একটি ধ্রুবক যার মান গ্যাসের ভর ও উষ্ণতার উপর নির্ভর করে।

2.12 PV এর SI একক কী ?

উত্তর: Show

জুল

• শূন্যস্থান পূরণ করো :

2.13 আদর্শ গ্যাস সমীকরনটি ……।

উত্তর: Show

\(PV=nRT\)

2.14 S.I. পদ্ধতিতে R-র মান …… J mol-1K-1

উত্তর: Show

8.314

2.15 আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV-P লেখচত্রটি একটি ……।

উত্তর: Show

P-অক্ষের সমান্তরাল সরললেখা

12.16 শুষ্ক বায়ুর তুলনায় আর্দ্র বায়ু …… হয়।

উত্তর: Show

হালকা

• নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো :

2.17 STP তে 1 mol যে-কোনো গ্যাসের আয়তন 2.24L ।

উত্তর: Show

সত্য

2.18 আদর্শ গ্যাসের বাস্তবে কোনো অস্তিত্ব নেই।

উত্তর: Show

সত্য

2.19 উচ্চ উষ্ণতা ও উচ্চচাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে।

উত্তর: Show

মিথ্যা

2.20 সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো :

বামস্তম্ভডানস্তম্ভ
2.20.1 চার্লসের সূত্র(a) \(PV = \) ধ্রুবক
2.20.2 আদর্শ গ্যাস সমীকরন(b) \(\frac {P}{T} =\) ধ্রুবক
2.20.3 চাপের সূত্র(c) \(\frac {V}{T} =\) ধ্রুবক
2.20.4 বয়েলের সূত্র(d) \(PV=nRT\)

উত্তর:

বামস্তম্ভডানস্তম্ভ
2.17.1 চার্লসের সূত্র(c) \(\frac {V}{T} =\)ধ্রুবক
2.17.2 আদর্শ গ্যাস সমীকরন(d) \(PV=nRT\)
2.17.3 চাপের সূত্র(b) \(\frac {P}{T} =\) ধ্রুবক
2.17.4 বয়েলের সূত্র(a) \(PV = \) ধ্রুবক

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *