বাংলা ক – সেট 15 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024 (Bengali A Set-15 ABTA HS Test Paper Solution 2023-2024)
বাংলা ক – সেট 15 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024
XV (Page No. – 200)
BENGALI (Group-A)
বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী
১। ঠিক বিকল্পটি নির্বাচন করো (যেকোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ১ × ১৮ = ১৮
(i) বড় পিসিমার মতে বুড়ো কত্তার বেঁচে থাকার কথা –
- (ক) ৮২ বছর
- (খ) ৯২ বছর
- (গ) ৭৮ বছর
- (ঘ) ৯৮ বছর
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) ৯৮ বছর [/expand]
(ii) ‘মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়’ – কারণ –
- (ক) মৃত্যুঞ্জয় বাড়ি ছেড়ে চলে গেছে বলে
- (খ) টুনুর মা বিছানা নিয়েছে বলে
- (গ) মৃত্যুঞ্জয় সব টাকা রিলিফ ফান্ডে দিয়েছে বলে
- (ঘ) নিখিল কোন সহযোগিতা করেনি বলে
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) টুনুর মা বিছানা নিয়েছে বলে [/expand]
(iii) ‘বুড়ি ক্ষেপে গেল’ – কোন কথায় ক্ষেপে গেল? –
- (ক) ও বুড়ি, তুমি থাকো কোথায়
- (খ) নির্ঘাত মরবে বুড়িটা
- (গ) ও বুড়ি, তুমি এলে কোত্থেকে
- (ঘ) এই বাদলায় তেজি টাটুর মতো বেরিয়ে পড়েছে
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) এই বাদলায় তেজি টাটুর মতো বেরিয়ে পড়েছে [/expand]
(iv) নিখিল সাহায্যের পরিমাণ কমাতে চেয়েছিল –
- (ক) পাঁচ টাকা
- (খ) দশ টাকা
- (গ) পনেরো টাকা
- (ঘ) কুড়ি টাকা
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ক) পাঁচ টাকা [/expand]
(v) উচ্ছব যে ডেকচিটি চুরি করেছিল সেটি ছিল –
- (ক) অ্যালুমিনিয়ামের
- (খ) সিলভারের
- (গ) পেতলের
- (ঘ) কাঁসার
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) পেতলের [/expand]
(vi) ‘রূপনারানের কূলে’ কবিতাটি যে গ্রন্থের অন্তর্গত –
- (ক) পুনশ্চ
- (খ) রোগশয্যা
- (গ) আরোগ্য
- (ঘ) শেষ লেখা
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) শেষ লেখা [/expand]
(vii) চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে’ –
- (ক) সকালের আলোয়
- (খ) বিকেলের আলোয়
- (গ) চাঁদের আলোয়
- (ঘ) গোধূলির আলোয়
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ক) সকালের আলোয় [/expand]
(viii) ‘সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় এঁকে’ –
- (ক) প্রতিদিন
- (খ) মাঝে মাঝে
- (গ) যখন তখন
- (ঘ) ঘন ঘন
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) মাঝে মাঝে [/expand]
(ix) দেহ চায় – (H.S. – 20, 17)
- (ক) সবুজ
- (খ) সবুজ গাছ
- (গ) সবুজ বাগান
- (ঘ) সবুজ জঙ্গল
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) সবুজ বাগান [/expand]
(x) ‘এদিকে যে অভিনেতা… এতক্ষণ গর্জন করছিল’-
- (ক) চাকর সেজে
- (খ) রাজা সেজে
- (গ) মন্ত্রী সেজে
- (ঘ) জমিদার সেজে
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) জমিদার সেজে [/expand]
অথবা, (xi) ‘মুখের ভেতরটা যেন’ –
- (ক) শুকনো কাঠ
- (খ) স্টেডিয়াম
- (গ) অডিটোরিয়াম
- (ঘ) অ্যাকোরিয়াম
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) অডিটোরিয়াম [/expand]
(xii) ‘নায়ক আছে, নায়িকা তো আছেই।’- এখন দরকার –
- (ক) একজন পুলিশের
- (খ) একজন ভাঁড়ের
- (গ) একজন শত্রুর
- (ঘ) একজন ভিলেনের
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ক) একজন পুলিশের [/expand]
অথবা, (xiii) রজনীকান্তের মতে, মৃত্যুভয় জয় করতে পারে সেই, যে –
- (ক) পৃথিবীকে ভালোবাসে
- (খ) শিল্পকে ভালোবাসে
- (গ) শিল্পীকে ভালোবাসে
- (ঘ) নাটককে ভালোবাসে
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) শিল্পকে ভালোবাসে [/expand]
(xiv) ‘ওঃ দাতাকর্ণ যে’ – কথাটি বলেছে –
- (ক) বউদি অমরকে
- (খ) শম্ভু অমরকে
- (গ) অমর শম্ভুকে
- (ঘ) বউদি শম্ভুকে
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) শম্ভু অমরকে [/expand]
অথবা, (xv) ‘মরে যাব তবু ভুলব না’- কী না-ভুলে যাওয়ার কথা বলা হয়েছে? –
- (ক) মেয়েটির সেই আশ্চর্য ভালোবাসা
- (খ) মেয়েটির সেই অপূর্ব মুখশ্রী
- (গ) মেয়েটির সেই আশ্চর্য চোখের চাহনি
- (ঘ) মেয়েটির সেই অপূর্ব কথা
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ক) মেয়েটির সেই আশ্চর্য ভালোবাসা [/expand]
(xvi) ‘দশ-দশ বছরে এক-একজন করে আসে’ –
- (ক) মানব
- (খ) অতিমানব
- (গ) মহামানব
- (ঘ) মহারাজা
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) মহামানব [/expand]
(xvii) গুরু নানক অনুচর সহ বসে রয়েছেন –
- (ক) বাবলাতলায়
- (খ) বটতলায়
- (গ) পাহাড়ের তলায়
- (ঘ) ঝরনা তলায়
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ক) বাবলাতলায় [/expand]
(xviii) ‘কলাভবন’ এর আচার্য হিসাবে রবীন্দ্রনাথ নিয়ে আসেন –
- (ক) অবনীন্দ্রনাথ ঠাকুরকে
- (খ) গগনেন্দ্রনাথ ঠাকুরকে
- (গ) রামকিঙ্কর বেইজকে
- (ঘ) নন্দলাল বসুকে
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) নন্দলাল বসুকে [/expand]
(xix) বাংলা ক্রিকেটের জনকরূপে পরিচিতি –
- (ক) পঙ্কজ রায়
- (খ) সৌরভ গাঙ্গুলি
- (গ) সারদারঞ্জন রায়চৌধুরী
- (ঘ) সি এস নাইডু
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) সারদারঞ্জন রায়চৌধুরী [/expand]
(xx) ‘যারা বলেন যে বাংলা ভাষায় বিজ্ঞানচর্চা সম্ভব নয়, তাঁরা হয় বাংলা জানে না, নয়তো বিজ্ঞান জানেন না।’- উক্তিটি যে বিজ্ঞানীর, তিনি হলেন –
- (ক) জগদীশচন্দ্র বসু
- (খ) সত্যেন্দ্রনাথ বসু
- (গ) প্রফুল্লচন্দ্র রায়
- (ঘ) মেঘনাদ সাহা
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) সত্যেন্দ্রনাথ বসু [/expand]
(xxi) কোনো ব্যক্তি বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে বলে –
(ক) ক্রেওল
(খ) পিজিন
(গ) কোড
(ঘ) কোডবদল
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) কোড [/expand]
(xxii) বর্ণনামূলক সমাসের আরেক নাম-
- (ক) দ্বন্দ্ব সমাস
- (খ) তৎপুরুষ সমাস
- (গ) কর্মধারায় সমাস
- (ঘ) বহুব্রীহি সমাস
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) বহুব্রীহি সমাস [/expand]
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী
২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ১ × ১২ = ১২
(i) “সংসারে তার নাকি মন নেই।” – তার মন কোন্ বিষয়ের প্রতি রয়েছে?
উত্তর: কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘কে বাঁচায় কে বাঁচে’ গল্পের নিখিল একটু আলসে প্রকৃতির লোক। তাছাড়া তার মন সব সময় বইপত্র এবং চিন্তার জগতে ঘোরাফেরা করতো।
(ii) ‘কিন্তু সাগরে শিশির পড়ে’ – কোন্ প্রসঙ্গে এমন উক্তি?
উত্তর: মহাশ্বেতা দেবীর ‘ভাত’ গল্পের কেন্দ্রীয় চরিত্র দীর্ঘদিনের অভুক্ত উৎসব খাওয়ার জন্য এক মুঠো চাল চাওয়ায় বাসিনি ছাতু দিলে তা খাওয়ার প্রসঙ্গে, উক্ত উপমাটির প্রয়োগ করেছেন লেখিকা।
(iii) ‘তার রং কুসুমের মতো নেই আর;’ – কার রং-এর কথা বলা হয়েছে?
উত্তর: জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতায় হিমের রাতে শরীরে উম রাখবার জন্য দেশোয়ালীদের সারারাতের জ্বালানো আগুনের রং সূর্যের আলোয় কুঙ্কুম এর মত নেই আর।
(iv) ‘পথের দুধারে ছায়া ফেলে’ – কারা কীভাবে ছায়া ফেলে?
উত্তর: কবি সমর সেনের ‘মহুয়ার দেশ’ কবিতায় মেঘ মদির মহুয়ার দেশে দীর্ঘ দেবদারুর গাছ সমস্তক্ষণ পথের দু’ধারে ছায়া ফেলে।
(v) ‘বহুদিন জঙ্গলে যাইনি’ – জঙ্গলে না যাওয়ায় কবির কী সুবিধা বা অসুবিধা হয়েছে?
উত্তর: অসুবিধা – শহুরে জীবনের আগ্রাসন এবং সবুজের ধ্বংসলীলা ও বিধ্বস্ত অবস্থা দেখে কবি ক্লান্ত, জর্জরিত।
সুবিধা – বহুদিন জঙ্গলে না যাওয়ায় কবি নিজের বাগানে গাছ বসিয়ে ছোট্ট অরন্যের সম্ভাবনা তৈরি করতে সচেষ্ট হয়েছেন।
(vi) ‘যা পারি কেবল’ – কবি কী পারেন?
উত্তর: কবি মৃদুল দাশগুপ্ত শুধু বিধির বিচার চেয়ে অনৈতিকতা, অনাচারের অবসান ঘটবে এই আশায় বসে থাকতে পারেন না। তিনি পারেন কলমের মাধ্যমে প্রতিবাদে গর্জে উঠতে।
(vii) ‘দর্শক কিন্তু কেউ হাসল না’ – কোন্ ঘটনায় দর্শক হাসল না?
উত্তর: শম্ভু মিত্রের ‘বিভাব’ নাটকে ভঙ্গি নির্ভর নাটক মঞ্চস্থ করার জন্য উদাহরণস্বরূপ বলেন, উড়ে দেশের যাত্রায় রাজার আদেশ মত দু পায়ের মাঝখানে বাঁশের লাঠি গলিয়ে ঘোড়ায় চড়ার অভিনয় দেখে দর্শকরা কেউ হাসলো না।
অথবা, ‘কেমন যেন ভয় ভয় লাগছে,’ – কার, কেন ভয় লাগছে?
উত্তর: ‘নানা রঙের দিন’ নাটকের কেন্দ্রীয় চরিত্র রজনীবাবুর মাঝরাত্রে নেশা কেটে ঘুম ভাঙলে দেখেন ফাঁকা রঙ্গমঞ্চ, চারিদিক নিঝুম, কেবল নিজেরই কণ্ঠস্বরই তার কানে ঘুরেফিরে বাজছে এই জন্য তার কেমন যেন ভয় ভয় লাগছে।
(viii) ‘ইংরেজ কোম্পানি কিনা- ঠিক লাইন ধরে চলেছে।’ – কার সম্পর্কে কার এমন উক্তি?
উত্তর: ‘বিভাব’ নাটকের কেন্দ্রীয় চরিত্র শম্ভু মিত্র ট্রাম লাইন এর উপর দিয়ে ট্রাম চলতে দেখে উক্ত মন্তব্যখানি করেছেন।
অথবা, ‘যাবার আগে মজলিশি গল্পের আস্তাকুঁড়ে নির্বাসন দিয়ে গেল আমাকে!’ – কে, কাকে নির্বাসন দিয়ে গেল?
উত্তর: জীবন সায়াহ্নে উপনীত থিয়েটার অন্তপ্রাণ রজনী বাবুর শিল্পের প্রতি ভালবাসায় সংসার করেননি। অথচ আজ বয়স (সময়) সবকিছু কেড়ে নিয়ে তাকে নিঃস-রিক্ত করে একাকিত্বে নির্বাসন দিয়ে গেছে।
(ix) ‘রাতে মেঝেতে শুতে হবে’- কেন মেঝেতে শুতে হবে?
উত্তর: দেশের জন্য আত্মোৎসর্গীকৃত মহৎ প্রাণের উদ্দেশ্যে সাকা পালিত হলে রাতে মেঝেতে শুতে হতো।
অথবা, ‘একলাই না কি?’ – কার কথা বলা হয়েছে?
উত্তর: ‘পড়তে জানে এমন অনেক মজুরের প্রশ্ন’ কবিতায় কবি – ‘একলাই নাকি’ বলতে, দ্বিগবিজয়ী বীর আলেকজান্ডারের ভারত জয়ের সময়ের কথা বলেছেন।
(x) মুণ্ডমাল শব্দ কাকে বলে?
উত্তর: একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনিগুলির সমাবেশ ঘটিয়ে একটি শব্দ গঠন করাকে মুন্ডমাল শব্দ বা অ্যাক্রোনিম বলে।
উদাহরণঃ
- ল.সা.গু. – লঘিষ্ঠ সাধারণ গুণিতক।
- গু.গা.বা.বা. – গুপী গাইন বাঘা বাইন।
- VIP – Very Important Person.
বাংলায় এ জাতীয় শব্দের ব্যবহার কম হলেও ইংরেজিতে এর প্রচুর উদাহরণ দেখা যায়।
(xi) ‘লাঙ’ ও ‘পারোল’ এর ধারণার জনক কে?
উত্তর: ‘লাঙ’ ও ‘পারোল’ এর ধারণার জনক হলেন – ফেদি্নাঁ দ্য সোস্যুর।
(xii) মিশ্র রূপমূল কাকে বলে?
উত্তর: দুটি মুক্ত বা স্বাধীন রূপমূলের সমন্বয়ে যখন একটা পদ তৈরি হয় এবং সেই পদের অর্থ শব্দে উপস্থিত দুটি রূপের অর্থের থেকে আলাদাভাবে প্রকাশিত হয়, সেই রূপের সমবায়কে মিশ্র রূপমূল বলে।
যেমন – গঙ্গাফড়িং, শাসন কাল।