বাংলা ক – সেট 13 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024

বাংলা ক – সেট 13 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024 (Bengali A Set-13 ABTA HS Test Paper Solution 2023-2024)

বাংলা ক – সেট 13 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024

XIII (Page No. – 172)

BENGALI (Group-A)

বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী

১। ঠিক বিকল্পটি নির্বাচন করো (যেকোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ১ × ১৮ = ১৮ 

(i) ‘নিখিলকে বারবার আসতে হয়।’- কোথায় আসতে হয়?-

  • (ক) মৃত্যুঞ্জয়ের বাড়িতে 
  • (খ) ফুটপাতে 
  • (গ) অফিসে 
  • (ঘ) লঙ্গরখানায়

উত্তর: Show

(ক) মৃত্যুঞ্জয়ের বাড়িতে

(ii) ‘এক সময় দাগী ডাকাত ছিল।’ – কে ডাকাত ছিল?- (H.S. – 20, 16)

  • (ক) নিবারণ বাগদি 
  • (খ) চৌকিদার 
  • (গ) ভটচাজমশাই 
  • (ঘ) চা-ওয়ালা

উত্তর: Show

(ক) নিবারণ বাগদি

(iii) কনকপানি চালের ভাত খায় – (H.S. – 15)

  • (ক) বড়োবাবু 
  • (খ) মেজবাবু 
  • (গ) ছোটবাবু 
  • (ঘ) পিসিমা

উত্তর: Show

(ক) বড়োবাবু

(iv) হোমের জন্য যে পাঁচ রকমের কাঠ এসেছে, তা হল – 

  • (ক) বেল, ক্যাওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল 
  • (খ) বেল, কুল, অশ্বত্থা, বট, তেঁতুল 
  • (গ) বেল, ক্যাওড়া, নিম, বট, তেঁতুল 
  • (ঘ) বেল, বাবলা, সেগুন, বট, আমলকি

উত্তর: Show

(ক) বেল, ক্যাওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল

(v) মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে – 

  • (ক) দশজন লোক 
  • (খ) পাঁচজন লোক 
  • (গ) সাতজন লোক 
  • (ঘ) ন’জন লোক

উত্তর: Show

(ঘ) ন’জন লোক

(vi) ‘সে কখনো করে না বঞ্চনা।’- সে হল- (H.S. – 16)

  • (ক) সত্য 
  • (খ) মৃত্যু 
  • (গ) আঘাত 
  • (ঘ) বেদনা

উত্তর: Show

(ক) সত্য

(vii) ‘এই ভোরের জন্য অপেক্ষা করছিল।’- কে অপেক্ষা করছিল?- 

  • (ক) সুন্দর বাদামি হরিণ 
  • (খ) দেশোয়ালিরা 
  • (গ) শিকারীরা 
  • (ঘ) চঞ্চল হরিণ

উত্তর: Show

(ক) সুন্দর বাদামি হরিণ

(viii) ‘অলস সূর্য এঁকে দেয়।’- কী এঁকে দেয়?-

  • (ক) আলপনা 
  • (খ) আলোক স্তম্ভ 
  • (গ) গোধূলির ছবি 
  • (ঘ) ছায়ার নক্সা

উত্তর: Show

(খ) আলোক স্তম্ভ

(ix) ‘ঘা পারি কেবল’- কবি কী পারেন?- 

  • (ক) কবিতা 
  • (খ) কবিতা পড়তে 
  • (গ) কবিতা শুনতে 
  • (ঘ) কবিতায় নিজের বিবেককে জাগাতে

উত্তর: Show

(ঘ) কবিতায় নিজের বিবেককে জাগাতে

(x) তৃপ্তি মিত্রের মতে পৃথিবীর সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে- (H.S. – 19)

  • (ক) গান 
  • (খ) নাচ 
  • (গ) নাটক 
  • (ঘ) প্রেম

উত্তর: Show

(ঘ) প্রেম

অথবা, (xi) ‘A horse! A horse! My kingdom for a horse’- যে নাটকের সংলাপ-

  • (ক) ম্যাকবেথ 
  • (খ) ওথেলো 
  • (গ) রিচার্ড দ্য থার্ড 
  • (ঘ) জুলিয়াস সিজার

উত্তর: Show

(গ) রিচার্ড দ্য থার্ড

(xii) ‘বিভাব’ নাটকে রবীন্দ্রনাথের ব্যবহৃত গানটি হল- 

  • (ক) জনগণমন অধিনায়ক জয় হে 
  • (খ) গ্রাম ছাড়া ঐ রাঙামাটির পথ 
  • (গ) আগুনের পরশমণি 
  • (ঘ) মালতীলতা দোলে

উত্তর: Show

(ঘ) মালতীলতা দোলে

অথবা, (xiii) ‘আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিনরুমে ঘুমোই।’ বক্তা গ্রিনরুমে ঘুমোয়, কারণ-

  • (ক) তার শোবার কোনো জায়গা নেই 
  • (খ) গ্রিনরুমে শোবার ভালো ব্যবস্থা থাকে 
  • (গ) গ্রিনরুমে থাকলে কোনো ভাড়া দিতে হয় না 
  • (ঘ) গ্রিনরুমে নিরাপদে থাকা যায়

উত্তর: Show

(ক) তার শোবার কোনো জায়গা নেই

(xiv) রজনীবাবুর মতে অভিনেতা আসলে- 

  • (ক) সমাজের শিক্ষক 
  • (খ) বোঝা 
  • (গ) জ্ঞানী 
  • (ঘ) অস্পৃশ্য ভাঁড়

উত্তর: Show

(ঘ) অস্পৃশ্য ভাঁড়

অথবা, (xv) ‘বহুরূপী তখন লাটে উঠবে।’ ‘বহুরূপী’ একটি- (H.S. – 15)

  • (ক) বিদ্যালয় 
  • (খ) পাঠশালা 
  • (গ) নাট্যগোষ্ঠী 
  • (ঘ) ক্লাব

উত্তর: Show

(গ) নাট্যগোষ্ঠী

(xvi) আলেকজান্ডার জয় করেছিলেন – 

  • (ক) জাপান 
  • (খ) শ্রীলঙ্কা 
  • (গ) ভারত 
  • (ঘ) ব্রহ্মদেশ

উত্তর: Show

(গ) ভারত

অথবা, (xvii) বলীকান্ধারী মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন?- 

  • (ক) চারবার 
  • (খ) একবার 
  • (গ) দুইবার 
  • (ঘ) তিনবার

উত্তর: Show

(ঘ) তিনবার

(xviii) ‘শ্বেত অভিসারিকা’- কার আঁকা ছবি?- (H.S. – 22, 18)

  • (ক) অবনীন্দ্রনাথ ঠাকুর 
  • (খ) সুনয়নী দেবী 
  • (গ) বিনোদবিহারী মুখোপাধ্যায় 
  • (ঘ) গণেশ পাইন

উত্তর: Show

(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর

(xix) ‘বসু বিজ্ঞান মন্দির’- প্রতিষ্ঠিত হয়- 

  • (ক) ১৯১৭ সালে 
  • (খ) ১৯২১ সালে 
  • (গ) ১৯২৫ সালে 
  • (ঘ) ১৯৩০ সালে

উত্তর: Show

(ক) ১৯১৭ সালে

(xx) ব্রতচারীর স্রষ্টা বলা হয় –

  • (ক) রামনিধি গুপ্তকে 
  • (খ) গুরুসদয় দত্তকে 
  • (গ) ব্রজমোহন সাহাকে 
  • (ঘ) মনমোহন দাসকে

উত্তর: Show

(খ) গুরুসদয় দত্তকে

(xxi) ‘বেড়ালগুলো’ শব্দের ‘গুলো’ হল-

  • (ক) স্বাধীন রূপমূল 
  • (খ) পরাধীন রূপমূল 
  • (গ) রূপ তত্ত্ব 
  • (ঘ) অনুসর্গ

উত্তর: Show

(খ) পরাধীন রূপমূল

(xxii) ‘ল্’ কে বলা হয়- 

  • (ক) পার্শ্বিক ধ্বনি 
  • (খ) নাসিক্য ধ্বনি 
  • (গ) কম্পিত ধ্বনি 
  • (ঘ) উষ্ণ ধ্বনি

উত্তর: Show

(ক) পার্শ্বিক ধ্বনি

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী

২। অনধিক ২০টি শব্দে। প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ১ × ১২ = ১২

(ⅰ) ‘তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে!’-সে কাবু হয়ে পড়েছিল কেন?

উত্তর: ‘সে’ অর্থাৎ মৃত্যুঞ্জয় অফিসে যাওয়ার সময় ফুটপাতে অনাহারে প্রথম মানুষের মৃত্যু দেখার কারণে, অফিসে এসে রীতিমত কাবু হয়ে পড়েছিল।

(ii) ‘এ গল্প গ্রামে সবাই শুনেছে।’- কোন গল্পের কথা বলা হয়েছে?

উত্তর: মহাশ্বেতা দেবীর লেখা, ‘ভাত’ গল্পে উৎসবের গ্রামের সবাই শুনেছে যে বাসিনীর মনিব বাড়িতে হেলাঢেলা ভাত।

(iii) ‘যা পারি কেবল’- কবি কী পারেন?

উত্তর: কবি মৃদুল দাশগুপ্ত শুধু বিধির বিচার চেয়ে অনৈতিকতা, অনাচারের অবসান ঘটবে এই আশায় বসে থাকতে পারেন না। তিনি পারেন কলমের মাধ্যমে প্রতিবাদে গর্জে উঠতে। 

(iv) ‘চোখ তো সবুজ চায়।’ -চোখ সবুজ চায় কেন?

উত্তর: শহর জরা ও ব্যাধিগ্রস্ত, সেখানে সবুজে লেগেছে মড়ক। বন কেটে বসত গড়ার কারণে বাড়ছে গাছের অপ্রতুলতা। যান্ত্রিকতার ছোঁয়ায় ক্লান্ত চোখ তাই সজীবতার খোঁজে সবুজের সন্ধান করে নিরন্তর। 

(v) ‘গভীর বিশাল শব্দ’ – কীসের শব্দ?

উত্তর: নাগরিক যন্ত্রণায় বিদ্ধ কবি সমর সেন তাঁর ‘মহুয়ার দেশ’ কবিতায় ক্ষণিক প্রশান্তির আশায় সাঁওতাল পরগনা গেলে সেখানেও নিবিড় অন্ধকারে মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর ও বিশাল শব্দ শোনেন।

(vi) সুন্দর বাদামি হরিণ চিতা-বাঘিনীর হাত থেকে বাঁচতে কোন কোন বনে ঘুরেছিল?

উত্তর: উত্তর রৈবিক কবি জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতায় সুন্দর বাদামী হরিণ নিজেকে চিতাবাঘিনীর হাত থেকে বাঁচানোর জন্য সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে বেড়িয়েছে। 

(vii) ‘ওগো, তুমি পালাও।’- কে কাকে পালাতে বলেছেন?

উত্তর: নাট্যকার শম্ভু মিত্রের ‘বিভাব’ নাটকের বৌদি অমরের বাড়ির কল্পিত দক্ষিণমুখী জানালা যার তলা দিয়ে মনিসমাদ্দারলেন চলে গেছে সেই জানালা দিয়ে বৌদি, নায়করূপী শম্ভু মিত্রকে পালাতে বলেছেন।

অথবা, “আমাকে কেউ চায় না কালীনাথ।”- বক্তা কেন একথা বলেছেন?

উত্তর: নিঃসঙ্গ অভিনেতা রজনী চাটুজ্জেকে দর্শকদের ভালোবাসা মনোরঞ্জনের কারণে, যা ক্ষনিকের। ঘর-সংসার, বউ-ছেলেমেয়ে কেউ না থাকায় তাকে চাইবার মতো কেউ নেই। 

(viii) ‘দিলে তো রাগিয়ে’– কে, কাকে রাগিয়ে দিয়েছিলেন?

উত্তর: শম্ভু মিত্রের ‘বিভাব’ নাটকে অমর গাঙ্গুলি, বউদিরূপী তৃপ্তি মিত্রকে রাগিয়ে দিয়েছিলেন। 

অথবা, ‘একটুও ভালো লাগেনা বাড়িতে।’ বক্তার কেন বাড়িতে ভালো লাগেনা?

উত্তর: জীবনের শেষপ্রান্তে এসে অভিনেতা রজনী চাটুজ্জে উপলব্ধি করেন, তিনি একেবারেই একা। বাড়িতে বউ নেই, ছেলেমেয়ে নেই; কোন সঙ্গী-সাথী নেই। আদর করে একটা কথা বলার লোক, এমনকি মরার সময় দু’ফোঁটা জল দেওয়ার মতো লোকও নেই। তাই বাড়িতে তার ভালো লাগেনা। 

(ix) ‘চোখের জলটা তাদের জন্য।’– কাদের জন্য চোখের জল?

উত্তর: পাঞ্জাবি ভাষার বিশিষ্ট লেখক কর্তার সিং দুগ্গালের ‘অলৌকিক’ গল্পে খিদে-তেষ্টায় কাতর দেশবাসীকে যারা রুটি-জল পৌঁছে দিয়েছিল এবং ট্রেন থামানোর জন্য আত্মাহুতি দিয়েছিল, এই চোখের জলটা ছিল তাদের জন্য। 

অথবা, ‘আর কেউ কাঁদেনি’? – কান্নার কারণ কী ছিল?

উত্তর: কবি শঙ্খ ঘোষ অনূদিত ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় জগত বিখ্যাত ‘স্প্যানিশ আর্মাডা’ জাতীয় গৌরবের প্রতীক বলে তার পরাজয়ের বেদনা শুধু সম্রাট ফিলিপের নয় সমগ্র স্পেনবাসীর হৃদয়ে বেজেছিল। সমগ্র স্পেন বাসী কাঁদলেও ইতিহাসে রাজার দুঃখের কথাই লেখে।

(x) গুচ্ছধ্বনি কাকে বলে? (H.S. – 20)

উত্তর: পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে গুচ্ছ ধ্বনি বলে। গুচ্ছ ধ্বনির মাঝখানে কোন স্বরধ্বনি থাকে না।

যেমনঃ ‘উত্তর’ শব্দে ‘ত্ত’ (ত্ + ত্) হল গুচ্ছ ধ্বনি।

(xi) জোড় কলম শব্দ কাকে বলে?

উত্তর: একাধিক রূপমূলের সমন্বয়ে যখন নতুন একটি শব্দ নির্মিত হয় তখন তাকে জোড়কলম রুপ বা জোড়কলম শব্দ বলে। 

যেমন – ধোঁয়া + কুয়াশা > ধোঁয়াশা। অন্যভাবে বলা যায়; একটি শব্দ বা শব্দাংশ জুড়ে একটি নতুন শব্দ তৈরি করা হয়, তখন তাকে জোড় কলম শব্দ বলে। যেমন আরবি ‘মিন্নৎ’ – শব্দের প্রথমাংশ এবং সংস্কৃত ‘বিজ্ঞপ্তি-শব্দের শেষাংশ জুড়ে তৈরি হয়েছে জোড় কলম শব্দ ‘মিনতি’। একই রকম:

  • অরি + বৈরিতা >ঐরিতা।
  • হাঁস + সজারু > হাঁসজারু।
  • নিশ্চল+ চুপ > নিশ্চুপ।
  • জেদি + তেজাল > জেদাল।
  • Smoke + Fog > Smog.

(xii) মুণ্ডমাল শব্দ কাকে বলে?

উত্তর: একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনিগুলির সমাবেশ ঘটিয়ে একটি শব্দ গঠন করাকে মুন্ডমাল শব্দ বা অ্যাক্রোনিম বলে। 

উদাহরণঃ 

  • ল.সা.গু. – লঘিষ্ঠ সাধারণ গুণিতক।
  • গু.গা.বা.বা. – গুপী গাইন বাঘা বাইন।
  • VIP – Very Important Person.

বাংলায় এ জাতীয় শব্দের ব্যবহার কম হলেও ইংরেজিতে এর প্রচুর উদাহরণ দেখা যায়।

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *